নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

এই মহামান্য নতুন ব্লগারদের নিকনেম কি দেওয়া যেতে পারে!

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

০১. প্রথমে ইনি....


০২. তারপর তিনি...


০৩. অতপর যিনি....


০৪. এনাকে কি চিনি.....


০৫. সবশেষে পিনি....


হুম..........
এবার ঝটপট নাম দিন তো?

আসুন একটু হাসি আর এই রোজার দিনগুলোতে সবাই ভাল থাকি।



মন্তব্য ১১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫

সৈয়দ ইসলাম বলেছেন:
বিজন রয়

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আমি?

২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: হা হআ হআ হআ হহা =p~ =p~ =p~ =p~ =p~ ;)

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: ধন্যবাদ।
শুভবিকেল।

৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

লায়নহার্ট বলেছেন: স্ফিংসের প্রশ্ন

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: বলেন কি?
একবারে মিশর থেকে আনলেন?

৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:
১ শামুক
২ বানর
৩ পেঁচা
৪ কচ্ছপ
৫ এটার নাম জানি না ভাই!

তবে আজকের ব্লগপোস্ট অনেকটাই ব্যতিক্রম :D
বিপোল আনন্দ জমবে!!

বিজন ভাই, অসম্ভব ভাল লাগলো আজকের ব্লগপোস্ট।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: তারমানে কি দাঁড়ালো।

যার যা নাম সেই নামেই তাকে মানায় বেশি।

আপনার ভাল লাগল!!
আরে না, একটু মজা করা, ব্লগে আর আগের মতো মজা হয় না খুব বেশি।

অনেক অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নাম দেওয়ার আগে ছবিগুলির চিত্রগ্রাহক বা ফটোগ্রাফারের নাম জানতে চাই।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: গুগল আছে না!!

৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর তো।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: সুন্দর আর সুখ পাশপাশি থাকলে সেটা আরো সুন্দর দেখায়।

৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

ঢাবিয়ান বলেছেন: ৫ নাম্বারটা রিয়েল না পুতুল মনে হচ্ছে।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: তাহলে ওটার নিক নাম পুতুল থাকুক।

৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের বড়াই করো নাকো
নাম দিয়ে কি হয়!
নামের মাঝে পাবেনাকো
সবার পরিচয়!!

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: হা হা হা ...... নূরু ভাই আসুন নতুন নাম দিন।
নামে নামে নামতা হয়।

আসুন নির্মল আনন্দে।

৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! খুব মজা পেলাম পোস্ট টি দেখে !:#P হট হয়ে থাকা মেজাজ টা আপনার মজার পোস্ট টি দেখে একটু হালকা হয়ে গেল :P প্রতিটি পিক এর সাথে ক্যাপশন গুলো দারুন।
নামগুলো এমন হলে কেমন হয়
১। গিনি
২। মিনি
৩। রিনি
৪। ঝিনি
৫। ফিনি =p~

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: আরে ব্যসসসসসসসসসসস!

এতো দেখি কথার ফুলঝুরি, শুধু ফুটছে আর ফুটছে।
তবে আসল কাজটি হয়েছে, আপনার মেজাজ ভাল হলো যে!

আপনার দেয়া নামগুলো নিয়ে গুণগুনিয়ে গান গাচ্ছি।

গিনিই....ই... মিনি ....ই... রিনি...ই ই ই ....ঝিনিনিনিনিনি.....ইইইই্....ফিনি....নিন নি নি ...ই ই ই ......
হুম..............

১০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: লাগ ভেলকি লাক চোক্কে-মুখে লাক !! =p~

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: আমি আগে কোনদিন ছবিব্লগপোস্ট করেছি কি না মনে করতে পারছি না।

অনেকের দেখে আমরা সাধ হলো।
কে কি ভাববে কি জানি।

তবে মজা হয়েছে বোধহয়।

১১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা


মজার ছবি ব্লগ হয়েছে !! :P


৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার।

এবার একটি কবিতা পোস্ট দিতে হবে।

সাথে থাকুন।

১২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: "আরে ব্যসসসসসসসসসসস!

এতো দেখি কথার ফুলঝুরি, শুধু ফুটছে আর ফুটছে" হাহাহাহ! আবার ও একটু হাসানোর জন্য ধন্যবাদ =p~ =p~ =p~

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: তাহলে আমি দেখছি শুধু কবিতা লিখি না, হাসাতেও পারি।

এ আর কি দেখলেন, আরো আগে যদি ব্লগে আসতেন তো দেখতেন, হাসির পোস্ট কাকে বলে।

অবশ্য আপনি যদি পুরাতন কেউ হন তো জানা থাকতে পারে।

যাহোক, আপনি কথার ফুল, না হুল, না শূল???

১৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

আবু ছােলহ বলেছেন:



সুন্দর ছবি ব্লগ ভাল লাগলো। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: আমি কোন দিন ছবি পোস্ট করিনি।
আজ প্রথম দিলাম।

আপনাদের পেয়ে ভাল লাগছে।
এভাবেই সাথে থাকলে অনেক দূর যেতে পারবো।

শুভকামনা সবসময়ের।

১৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: "তাহলে আমি দেখছি শুধু কবিতা লিখি না, হাসাতেও পারি" তা আর বলতে B-)

"এ আর কি দেখলেন, আরো আগে যদি ব্লগে আসতেন তো দেখতেন, হাসির পোস্ট কাকে বলে" তাহলে তো একদিন সময় করে আপনার ব্লগ বাড়ি ঘুরে আসতে হবে :D কথার ফুলঝুরির ব্লগের বয়স মাত্র এক মাস দুই দিন :P

'আপনি কথার ফুল, না হুল, না শূল" হাহা! আমি মানুষকে হুল টুল কিঙ্গা শূল দিয়ে খোঁচা দেইনা :P আমি ফুলঝুরি আতশবাজির মত কথার ফুলঝুরি :P "তাহলে আমি দেখছি শুধু কবিতা লিখি না, হাসাতেও পারি" তা আর বলতে B-)

"এ আর কি দেখলেন, আরো আগে যদি ব্লগে আসতেন তো দেখতেন, হাসির পোস্ট কাকে বলে" তাহলে তো একদিন সময় করে আপনার ব্লগ বাড়ি ঘুরে আসতে হবে :D কথার ফুলঝুরির ব্লগের বয়স মাত্র এক মাস দুই দিন :P

'আপনি কথার ফুল, না হুল, না শূল" হাহা! আমি মানুষকে হুল টুল কিঙ্গা শূল দিয়ে খোঁচা দেইনা :P আমি ফুলঝুরি আতশবাজির মত কথার ফুলঝুরি :P

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: আপনার এই মন্তব্যটি একটু সমস্যা হয়েছে, কিন্তু আমি বুঝে নিয়েছি।

আর হ্যাঁ, আমি কোন মজার পোস্ট করিনি, তাই আমার ব্লগে পাবেন না।

১৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: দুঃখিত :( এক কথা দুবার হয়ে গিয়েছে :( বুঝে নিয়েন :P

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

বিজন রয় বলেছেন: বুঝেছি তো...............ও...ও...ও...।

১৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: মজার।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪০

বিজন রয় বলেছেন: কথার কথা বললেন।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: খবর কি?

১৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৫

কাইকর বলেছেন: বাহ.....
সুন্দর পোস্ট।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪১

বিজন রয় বলেছেন: এরকম মন্তব্য করার দরকার নেই।

১৮| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

জুন বলেছেন: বিজন রয় আপনি এতদিন পরে আইসা এই বুড়া কালে এমুন একটা পুষ্ট দিয়া লুকজনরে হাস্তে কৈবেন এইডা আমি জীবনেও চিন্তা কর্তে পারি নাই /:)

হা হা হা =p~

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫১

বিজন রয় বলেছেন: হা হা হা ...... জুন আপা আপনার মন্তব্যে আমি আত্মহারা!
অনেক অনেক মজা পেলাম।

একটু মজা করেছি আর কি। আসলে ভিতরে হিউমার না থাকলে সে মানুষ কিসের?

আপনাকে তো অনেক দিন ধরে জানি, তাই আপনার কথাগুলো অর্থ ও প্রতিফলন সহজেই বুঝতে ও ধরতে পারি।

অনেক অনেক শুভকামনা।

১৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২৫

শামচুল হক বলেছেন: ধুররর! জুন আপা কইছে হাসনের কিছু নাই।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: আমি এখন ব্লগে। তাই হাসি দেখাতে পারছি না।

তবে আপনার সাথে চা খাব একদিন।

২০| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:৪১

ওমেরা বলেছেন: প্রথম ছবিটা তো মজার — দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে ।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: এ হে...... ওটা কেউ কায় নাকি? শুনেছি কোন দেশের মানুষ নাকি শামুক খায়।

গা ঘিন ঘিন করছে।

২১| ৩১ শে মে, ২০১৮ রাত ৩:৪৪

উদাস মাঝি বলেছেন: ০৫ নম্বরটা বেস্ট !
আর ০২ নম্বরটা তো মনে হয় আপনার নিজের ই ছোট বেলার ছবি !! :P

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: মানবজাতি একসময় সবাই ওই রকমের ছিল বলে শুনছি, শুধু আমি বাদে।

২২| ৩১ শে মে, ২০১৮ রাত ৩:৫৩

শিখা রহমান বলেছেন: নামগুলো হতে পারে =p~
১। পচা শামুকেই পা কাটে
২। ডারউইনের চ্যালা
৩। নাম বললে চাকরী থাকবে না
৪। কচ্ছপের কামড়
৫। আমি এত্তো কিউট ক্যান


০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০০

বিজন রয় বলেছেন: আপনার দেয়া নিক নেমগুলো খারাপ হয়নি।
করো পছন্দ হলে নিতে পারে।

তবে আপনি এই পোস্ট নিয়ে মাথা ঘামিয়েছেন।

হা হা হা ....

২৩| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:১৫

ধ্রুবক আলো বলেছেন: এনিম্যাল প্লানেট

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: এনিম্যাল গান ইনটু বিউটি।

২৪| ৩১ শে মে, ২০১৮ ভোর ৬:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ০৩. অতঃপর যিনি .................
দেখে যেন মনে হয় চিনি উহারে ............
আমাদের................ভাই নয়তো ? তারতো আবার পেঁচা খুব পছন্দ |

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: শূন্যস্থান পূরণ করে দিন।
নাহলে পেঁচা সাহেব মাইন্ড করতে পারেন।

২৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ৭:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভাল কালেকশন । পাঁচ নম্বরটা মনে বেশি ধরেছে,বিজনদা।


অনেক শ্রদ্ধা আপনাকে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: পরিচ্ছন্ন অভিব্যক্তির সুন্দর প্রকাশ! পোস্টি মজার হলেও আপনার মন্তব্য এটিকে এবং আমাকে অনেক দাম দিল।
মনে থাকবে।

দেরি করে উত্তর করলাম।

২৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৩৫

সনেট কবি বলেছেন:





কবি বিজন রয়ের ‘এই মহামান্য নতুন ব্লগারদের নিকনেম কি দেওয়া যেতে পারে!’
পোষ্টের প্রথম ছবি সংক্রান্ত মন্তব্য।

কত দূর ঠিকানায় আমার বসতি
কত কালে যাব সেথা শুনি কার ডাক?
কেরে বলে ওরে বাচা পথে বসে থাক
মশকারি কত আর সহ্য হয় বল?
আমিতো চলছি দ্রুত বাড়ছে না গতি
না জানি কখন আসে মরনের বাঁক
মনেতে জমেছে বড় হতাশার চাক
কখন না এসে পড়ে হাঁসেদের দল!

জানি না কি হবে শেষে মরনের পর
পড়েছি বিরাট বড় পথের পাল্লায়
হয়েছি দূর্বল বড় এসেগেছে জ্বর
কানিক বিশ্রাম নেব খোলস গোল্লায়।
এজীবনে সয়ে গেছি কত অপমান
গতির কারণে কেউ দেয়না সম্মান!

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: কি বলে ধন্যবাদ দিব!

সামান্য এক মজার পোস্টে এত মূল্যবান মন্তব্য!
আমি যারপরনাই আনন্দিত আর পুলকিত।

এই সনেট কবিতাটি বাঁধাই করে রাখা হবে আমার পোস্টে।

শ্রদ্ধা।

২৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

শায়মা বলেছেন: এরা ব্লগার হলো কেমনে!

এরা কি ব্লগ লিখে!


এতদিন পরে এসে দেখলাম তুমি ব্লগার মানেই শেখোনি!!!!!!!! #:-S

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৩

বিজন রয় বলেছেন: এগুলো ব্লগার না তবে ব্লগারদের থেকে অনেক ভাল।

আপনিও তো ব্লগার!!!!

২৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: তবে ২ নং টার নাম মন্ডল নং ২ দেওয়া যেতে পারে! :)

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: ৫টার মধ্যে আপনার ঠিকই ২নংটা পছন্দ হলো।
আমি জানতাম।

২৯| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: আর ৩নং টা চাঁদগাজী নং ২ :)

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: উনি তো ট্রাক্টর চালায়।

৩০| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

দিলের্‌ আড্ডা বলেছেন: ঘোড়ার ডিম ১ ২ ৩ ৪ ৫ এভাবে দিয়ে দেয়া যেতে পারে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: আপনি বুঝি ঘোড়ার ডিম তৈরী করেন!!

৩১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

তারেক ফাহিম বলেছেন: ০২ নং ব্লগারকে একটি কালো সানগ্লাস পরিয়ে দিতেন ;)



০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: সানগ্লাস পরিয়ে দিলে চোখ দেখা যেত না।
চোখ না দেখতে পলে অভিব্যক্তি জানা যায় না।

৩২| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮

নিয়াজ সুমন বলেছেন: টিং
ঠং
টাং
ফিং
পং

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: এই নামে একটি গেমস তৈরী করবো।

৩৩| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ৩ নম্বর পিকটা ভালো লাগছে। নামটা আগে ভেবে নেই, পরে দিমু B-)

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: এখানো তো নাম দিলেন না?

আর কত সময় লাগবে?

৩৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২২

তারেক_মাহমুদ বলেছেন: ২ নংটার নাম সাজুগুজু আপু(শায়মা), ৩নং টা চাঁদগাজী।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: এই জন্যই তো বলি শায়মা ২নং টা পছন্দ করলো কেন?

চাঁদগাজী এখানো ঘুমাচ্ছে।

৩৫| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

কামরুননাহার কলি বলেছেন: আচ্ছা বাদরের ঠোটে লিপিস্টক দিলো কে?? হাহাহাহাহাহাহ
হাহাহাাহহ হাসতে হাসতে দম শেষ হলো। আর পারবো না হাসতে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: ওর মেয়ে হওয়ার সাধ হয়েছে।

৩৬| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮

লিওনাডাইস বলেছেন: ঝাকানাক!

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: তেরে কে টে তাক তাক
আপনি ভাল বাজাতে পারেন।

৩৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবতেছি কি নাম দেয়া যায়।
ভাবনার শেষ হইলে আবার আসমু।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: অত ভাবলে সময় চলে যাবে।
তার থেকে ঘুমিয়ে নেন।

৩৮| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: তারেকভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আর তোমার রক্ষা নাইায়া!!!!!!!!!!!!!

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: এই কে আছিসসসসসসসসস, রাম সিং তেওয়ারী, অামার চাবুক!

৩৯| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩

জোকস বলেছেন: এইগুলান দেইখা আরেকটা আইডি খুলতে মুঞ্চায়।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: বেশি নিক খোলা ভাল না, কয়টা চলাবেন।
তবে নতুনরা নিক।

৪০| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মনিরা সুলতানা বলেছেন: শিখা রহমান বলেছেন: নামগুলো হতে পারে =p~
১। পচা শামুকেই পা কাটে
২। ডারউইনের চ্যালা
৩। নাম বললে চাকরী থাকবে না
৪। কচ্ছপের কামড়
৫। আমি এত্তো কিউট ক্যান

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...
মনিরা আপা....

শিখা রহমান চিন্তা করেছেন।

৪১| ০১ লা জুন, ২০১৮ সকাল ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: শায়মা বলেছেন :তারেকভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আর তোমার রক্ষা নাইায়া!!!!!!!!!!!! আমি শুধু নাম দিয়েছি আর কাইকর নামের একজন নতুন ব্লগার আপনার আপ্সরা নামে একের পর এক যাচ্ছেতাই গল্প লিখে যাচ্ছে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: কাইকরটা বেশি শেয়ানা, বেশিদূর যাবে না।

৪২| ০১ লা জুন, ২০১৮ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: ৫ নম্বরটা খুব কিউট!

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

বিজন রয় বলেছেন: এই পোস্টের মন্তব্যগুলো থেকে এটা বোঝা গেল যে প্রত্যেকের ভিতর একটি শিশুমন বাস করে, যা অতি নির্মল।
এই শিশুমনটাকে সবাইকে কাজে লাগনো উচিৎ।

তাহলে পৃথিবীতে শান্তি আসবে।

৪৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৭

আখেনাটেন বলেছেন: তিন নম্বরটার রোমান্টিক চাহনি দেখে তো আমার হার্টবিট বেড়ে গেল বিজন দা। হা হা হা। এর নাম প্রেমের দেবী আফ্রোদিতির নামেই দিন। :P

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: ঠিক বলেছেন, ওটা আসলে ওই দেবীদের মতোই দেখতে।
কেমন যেন অনেক প্রাচীন চেহারা ধরে রেখেছে।

আপনি আসাতে এই পোস্টের মাহিমা বেড়ে গেল।

শুভকামনা রইল।

৪৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: আমারতো মনে হয় তিন নং এর নাম নেফারতিতি হৈলেই ভালো #:-S
ব্লগার আখেনাটেন খুশী হৈতে পারে :P
এই ব্যপারে আপনার মতামতের অপেক্ষায় বিজন রয় /:)

=p~ =p~

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: জুন আপা,
আফ্রোদিতি হোক আর নেফারতিতি হোক ওনার ওটাই পছন্দ হয়েছে।
তার মনে হলো উনি দেবীদের উপাসনা করেন, সম্ভবত উনি দেবতা হতে চাচ্ছেন। প্রাচীণ অনেক গ্রন্থ থেকে আমরা তো জানি অনেক দেবতাই দেবীদের রূপে পাগল হতেন.......

হা হা হা .......
জুন আপা অনেক অনেক ধন্যবাদ।

৪৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

আখেনাটেন বলেছেন: আমারতো মনে হয় তিন নং এর নাম নেফারতিতি হৈলেই ভালো #:-S
ব্লগার আখেনাটেন খুশী হৈতে পারে
-- হা হা হা; জুনপা তো রোমান্টিক আছে মাইরি। গুরুজন যখন বলেছেন তখন...। :P


আমি কিন্তু রাগ করুম না। নেফেরতিতি ও আমার নেফেরতিতি। :P

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা .....

জুন আপা সবসময় আমাদের জন্য আশীর্বাদ।
ব্লগে ওনার বিচরণ আমাদের মর্যাদা আরো বড়িয়ে দেয়।

উনি আসলেই আমাদের সঠিক অগ্রজ।

ধন্যবাদ আখেনাটেন।

৪৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫২

আখেনাটেন বলেছেন: আফ্রোদিতি হোক আর নেফারতিতি হোক ওনার ওটাই পছন্দ হয়েছে।
তার মনে হলো উনি দেবীদের উপাসনা করেন, সম্ভবত উনি দেবতা হতে চাচ্ছেন।
-- বিজন দা এটা কিন্তু ঠিক বললেন না। দেবীর আরাধনা কে করে না? সাধু সাজার ভান করে ক্যানে যে আপনারা শুদ্ধ আত্মাটাকে কষ্ট দ্যান দাদা। :P

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আরে আমি তো দেবতাও না, সাধুও না, মোটের উপর মানুষ বলতে পারেন।

তবে রত্নাকর দস্যু, ডাকাত থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন এটা ঠিক। সেখানে তো কোন সুন্দরীর অবদার ছিল না।

.... হা হা হা.....

এই ভরদুপুরে আপনার নিকট থেকে নির্মল আনন্দ পেলাম।
মনটা অনেক ভাল হয়ে গেল।

সাথে থাকুন।

৪৭| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ভাই বিজন রয় এখনও ভুলে যাইনি। আছি সাথেই আছি তবে বিভিন্ন কারণে ব্লগে কম আসা হয়। ছবিগুলি বেশ মজাদার। ধন্যবাদ

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: আপনারা কম আসেন, ব্লগে আগের মতো মজা পাই না। যদিও আমিও মাঝে আসতে পারতাম না নিয়মিত।
আমি একা একা কত মন্তব্য করে পারি অন্যদের!!

আসুন নিয়মিত।

৪৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: তিন নম্বরটা সুন্দর লাগছে বেশি।

০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৫০

বিজন রয় বলেছেন: ওটা আসলেই আনকমন, শ্রষ্টার সৃষ্টি অদ্ভুত।

ধন্যবাদ এই পোস্টে কথা বলার জন্য।

৪৯| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৪:৫২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দেখে খুব ভাল লাগল।
রসাত্মক, একই সাথে অর্থবোধক।

০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২

বিজন রয় বলেছেন: আরে আপনি! নিশ্চয়ই ভাল আছেন।

ব্লগে যেকজন মূল্যবান মন্তব্য করেন আপনি তাদের মধ্যে অন্যতম প্রধান।

অনেক অনেক ধন্যবাদ।

৫০| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক মজারু পোষ্ট ।


আমার ব্লগে একবার ঘুরে আসার অনুরোধ রইলো?
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: আমি যদি হাসতে পারি, আমি যদি অন্যকে হাসাতে পারি, তবেই তো আমার স্বার্থকতা।
আমার এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অবশ্যই যাবো আপনার ওখানে।
শুভকামনা রইল

৫১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৫২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: পাসওয়ার্ড ভুলে যাবার বিড়ম্বনায় প্রায় এক বছর সাত মাস (মে '১৬-ডিসেম্বর '১৭) নির্বাসনে ছিলাম। এখানে এসে কেবল পড়তে পারতাম, কিছু লিখার সাধ্য ছিল না।
দীর্ঘদিন পর পাসওয়ার্ডটি উদ্ধার হওয়ায় আপনাদের সাথে আবার যুক্ত হতে পেরে খুব স্বস্তি লেগেছে।
আমার পছন্দের লেখকের মধ্যে আপনি অন্যতম, আপনার আরো বেশি লেখা চাই বিজন রয় ভাই। শুভেচ্ছা রইলো।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: প্রথমদিকে আপনার কয়েকটি মন্তব্য দেখে বুঝতে পেরেছিলাম আপনি কি রকম, তারপর অনেক ফলো করেছি আপনাকে, আমার মন জিতে নিয়েছেন। এইজন্য অত্যন্ত মার্জিত আর ভদ্ররূপে আপনি আমার নিকট সন্মানীয়।

আমি বেশি লেখা পোস্ট করিনা এই জন্য যে, অনেক সময় আমার পোস্টে অন্যের করা মন্তব্যসমূহের উত্তর করতে দেরি করে ফেলি সময়ের অভাবে, তখন নিজেকে অপরাধী লাগে। তাই যখনই মনে করি এবার মন্তব্যের উত্তর দিতে পারবো তখনই পোস্ট দিয়ে দিই।আর একটা হলো, লেখা খুব চুরি হয়ে যায় আজকাল, বিশেষ করে কবিতা। যদিও চুরির বিষয়টি আমি তেমন আমল দিইনা।

আমি খুব কম পোস্ট দিয়ে থাকি, তারপরও আপনাদের নিকট থেকে যে সমর্থন ও সহচর্য পাই তা আমার জন্য অনেক প্রাপ্তির ও সন্মানের।

অনেক অনেক শুভকামনা রইল।

৫২| ০৮ ই জুন, ২০১৮ ভোর ৫:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: ৫ নম্বরের পিনিটা কিউট

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: আপনি এলেন তাহলে!!!

থাকুন কিছুদিন নিয়মিত।

এত উদাসী উদাসী হলে চলবে কেন?

৫৩| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:১০

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, এটা তো আমার জিনের ভেতর। কেমনে পাল্টাই?

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: তাই যেন হয়, তবে অনেক দিনের জন্য হাওয়া হয়ে না যান।
আর পারলে ফেসবুকে যোগযোগ করবেন, যদিও আমি ফেসবুকে খুব কম যাই।

অনেক ধন্যবাদ আর শুভকামনা, প্রিয় উদাসী।

৫৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,


এই মহামান্য নতুন ব্লগারদের নিকনেম এভাবে দেওয়া যেতে পারে ----

বি ---- বিহনে একেলা... ( ১ম জন )

জ----- জয় বাবা বদ্রীনাথ.... ( ২য় জন )

ন----- নয়ন মেলিয়া রই আশায় আশায়..... ( ৩য় জন )

র----- রইলাম পিঠে বেঁধে কূলো..... ( ৪র্থ জন )

য়------ য়মমাআআআআআ ( ওম্মাআআআআআআ ) কি কিউট ।

ফটাফট দেয়া নামে ঝটপট হাসি .............. :#)

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: আপনি ছাড়া এত সুন্দর করে আর কে বলবে!!!

৫৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: মিস ইউ কবি!

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: সময় পাচ্ছি না।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.