নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

সময়হীন সময়

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫



(গত কয়েকদিনের আন্দোলনে অংশগ্রহণকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহানুভূতি ও উৎসর্গিত)

সবাই অস্থির, কেউ ভাল নেই
সবাই রাগান্বিত, কেউ সুখী নেই
সবাই বিভ্রান্ত, কেউ সুস্থ নেই
কেউ কেউ অশ্লীল, কেউ অসভ্য।

শুধু বেদনার্ত দুঃখবোধ
শুধু বিপন্ন দীর্ঘঃশ্বাস
শুধু অলিখিত রক্তপাত
শুধু অযাচিত অভিনয়।

কেউ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি
কেউ প্রিয় হয়ে উঠতে পারেনি
কেউ পথ দেখাতে পারেনি
কেউ জানতে পারেনি সে "মানুষ"

মানুষ সময়কে বুঝতে পারেনি
মানুষ এখনো "মানুষ" হতে পারেনি!!



মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




সময়হীন সময়ই বলে যাচ্ছে এক অঘোষিত সময়ের কথা ---
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ ।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: আমার সৌভাগ্য, আজকাল আপনাকে প্রথমেই পাওয়া যাচ্ছে!

দেনা বাড়তে বাড়তে তো হতাশার অতলে নিমজ্জিত হচ্ছি ।

কে যে রক্ষা করবে!!!

শুভকামনা সবসময়ের।

২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন:
"কেউ জানতে পারেনি সে মানুষ"

অনেক বেশী ভালো লেগেছে ভাইয়া।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: মানুষ হওয়া অনেক কঠিন, সেটা প্রতিনিয়ত টের পাচ্ছি।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল, দিন বদলের ধারায় আমরা আছি প্রতিটি রাস্তায়।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪

বিজন রয় বলেছেন: দিন বদলের ধারা কোন দিকে যাচ্ছে?

মানুষ হিসেবে আমি লজ্জিত!!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

ইনাম আহমদ বলেছেন: উর্দু লেখা কেন ছবিতে?

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আমি ঠিক জানিনা ওটা উর্দু কিনা।

আপনি যদি বলতে পারেন ওই লেখাটির বাংলা মানে কি, এবং সেটা যদি খারাপ কিছু হয় তো পরিবর্তন করে দিব।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

ইনাম আহমদ বলেছেন: না, অর্থ খারাপ না। হার্বাল পণ্যের বিজ্ঞাপন। কুচনার নামের একধরণের ভেষজের।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: আমি অবশ্য ছবিটি অন্য অর্থে নিয়েছি। ওই লেখার অর্থ তো জানিই না।

ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: সময়োপযোগী কবিতা। শেষের চরণদুটো অতি চমৎকার!
কবিতায় প্রথম প্লাস + +!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

বিজন রয় বলেছেন: সময়োপযোগী কবিতা....... ভাল কথা।
কিন্তু সময়োপযোগী মানুষ কই??

কবিতায় আপনার উপস্থিতি প্রাণময়।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ নুর।

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

কানিজ রিনা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

বিজন রয় বলেছেন: অনেক শুভকামনা।
সাথে থাকুন।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন: দারুন দাদা !!!!

আসলেই এখনো মানুষ হতে পারিনি । এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: আরে আপনি!!
ভাল আছেন নিশ্চয়ই।

সঠিক উপলব্ধি।
শুভকামনা।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

রাকু হাসান বলেছেন: অপ্রিয় বাস্তবতার আলোকে লাইন , মানুষ সময়কে বুঝতে পারেনি ,আমরা এখনও মানুষ হতে পারিনি ,

সত্যিই আপসোস ,পারিনি ,কবিতা ভাল লাগলো ,++++ রেখে গেলাম ।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: কবিতার সঠিক জায়গায় আলোকপাত করেছেন।
সুন্দর।
উৎসাহ পেলাম।

শুভকামনা।

১১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



পোস্ট করেছি: ৪৫টি
মন্তব্য করেছি: ১৮২১১টি
মন্তব্য পেয়েছি: ৪১৮৪টি
ব্লগ লিখেছি: ৩ বছর ৭ মাস




শ্রদ্ধা রইলল কবি!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা ....... ধন্যবাদ।

আপনার কবিতাটি পড়েছি, ওখানে কথা বলেছি।

আরো কথা হতে থাকবে।
সাথে থাকুন, ভাল থাকুন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪

বলেছেন: দারুণ উপলব্ধি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: এখানে আবার কখন এলেন, টের পাইনি।

অনেক ধন্যবাদ আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.