নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই!

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০



আমরা ফাঁকা ঢাকাতে এখন খুব ভাল আছি। কোন যানজট নেই, ১০ মিনিটের রাস্তা ঠিক ১০ মিনিটেই পৌঁছে যাচ্ছি। বাস চালকদের কোন দৌরাত্ব নেই। মার্কেটে কোন অতিরিক্ত ভীড় নেই। রাস্তাঘাটে চুরি, ছিনতাই, ইভটিজিং নাই। বিনোদন ও ঘোরার জায়গাগুলোতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করছে।

চারিদিক পরিস্কার পরিচ্ছন্ন। এখন যদি ওরা রিপোর্ট করতো তো বাসযোগ্য শহর হিসেবে ঢাকা হতো প্রথম ১০ এর একটি!!!!!

আমরা ঢাকাতে এখন খুব শান্তিতে আছি। আমরা চাই না আমাদের জন্য ওই অশান্তি আবার ফিরে আসুক।

তাই ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই! কারণ আপনারা আসলেই ঢাকা শহর আবার কঠিন হয়ে যাবে!!!!! আপনারা আসলেই আবার ওইসব শুরু হয়ে যাবে!!!!!

তাই আপনারাও দেশের বাড়িতে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকেন, আমরা ঢাকাতেও সুখে দিন কাটাই।

কি রাগ করলেন নাকি?

আচ্ছা, কি আর করা, ইনার গান শুনে রাগ দূর করেন................




১০ গান নিয়ে হাজির মাহফুজুর রহমান


আচ্ছা, কেউ কি বলতে পারবেন, লিংকটিতে যে গান শুনলাম সেটা কি মি. মাহফুজ রহমানের নিজের কন্ঠ???




মন্তব্য ১৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

Mohammad Israfil বলেছেন: তাহলে দেশটা আপনি একাই চালাইয়েন। গান শুনে শুনে

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: আমি একা কেন হবো, আমরা যারা দেশ চালাই সবাই ঢাকাতে আছি।

টেরা-টেরির নাম শুনছেন?

২| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: =p~ =p~

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: খিক খিক খিক।

ঈদ মোবারক।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই!
.. তাইলে বাসা ভাড়ার টাকাটা ফেরত দ্যান। ;)

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: টাহা-পয়সা বড়ই খারাপ জিনিষ, একবার গেলে আর ফিরে আহে না।

আর কি কন, হামনের বিয়ার সার-পেরাইজ কিনন লাগবো নাহ!!

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২

ভাইয়ু বলেছেন: আপনার মতই সবাই শান্তিতে থাকার জন্যই ঢাকায় যায়, যেতে বাধ্য হয়....

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: ভাইজান হাপনি কুনহানের?

এহানে হাপনেরা শান্তি কিনতে আহেন, আর আমরা শান্তি বিলাই তাইলে!!

তয় কইছেন যহন আর কি করা, শহর তো আমাগো ওই এট্টাই!

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: মন্দ বলেন নাই আসলেই ভাল আছি ঢাকাতে এখন

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: মতিঝিলে আসেন তাড়াতাড়ি, সময় লাগবে না, কোনো জ্যাপ নাই।

আসেন কুলাকুলি করি।

ঈদ মোবরারক!!

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

জাহিদ হাসান বলেছেন: প্রতি ঈদে আপনার এই আহব্বান শুনি
ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই!

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: আপনিও কি ঢাকার?

প্রতি ঈদে না প্রতিদিন বলবো।

আসলে ঢাকার শহর খালি করার দরকার, সরকার বোঝে না।
এক ঢাকা আর কত চাপ সামলাবে?

এই জন্যই তো এই শহরে এত ঝামেলা।

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

জাহিদ হাসান বলেছেন: আমি পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা। ঢাকাতেই ঈদ করেছি। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: পুরান ঢাকা! বাহ। আমার অনেক বন্ধু আছে।

আগামীকাল যাবো লালবাগ কেল্লাতে।

ধন্যবাদ আবার আসার জন্য।

৮| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

মানুষ বলেছেন: আইচ্ছা।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: আপনি!!!!!!!!
অঅঅঅআপনি মানুষ তো...............??

ওরে কে আছো.............. আমারে ধরো............
মানুষ আইসে, মানুষষষষষষষষষষষষষষ।

নতুনরা আপনাকে চেনেই না।
ব্লগে নিয়মিত আসুন, আপনাদের মতো পুরানো ও জাদরেল ব্লগাররা নিয়মিত হলে ব্লগটি আবার ভরপুর হয়ে উঠবে।


শুভকামনা রইল ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: রাজধানীটা ঢাকা থেকে সরিয়ে আনুন তাহলে!

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: নিয়ে যান সরিয়ে, ওই নীলফামারী, লালমনিহাট, কোটচাঁদপুর, উল্লাপাড়া ওদিকে রাজধানী নিয়ে যান। ঢাকাতে আমার রাজধানীর দরকার নেই। ভালভাবে থাকতে চাই।

অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম অনেকেই জানেনা।
অথচ তাদের অনেক বড় বড় শহর আছে।

১০| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

বর্ণা বলেছেন: এক কাজ করেন, আলাদীনের চেরাগ দিয়ে এক নিমিষে রাজধানী পরিবর্তন করে দিন। আপনিও বাঁচবেন, সাথে আমরাও

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: তা পারলে তো এখনই করতাম। আমি তো আর সরকার বাহদুর না।

এক কাজ করেন, আপনি নিজেই আলাদীনের চেরা হয়ে সিদ্ধান্ত নেন আর ঢাকা শহরে আসবেন না।

হা হা হা হা ..........

১১| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

বাকপ্রবাস বলেছেন: দুইডা দিন অপেক্ষা করেন, দুইদিন বাদে কইবেন আপনারা ঢাকাতেই থাকেন আমি যাইগা

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা হা ....... ওই সেই জন্যই তো আগে থেকেই এই পোস্ট দিলাম। যাতে ওইটা কইতে না হয়। কিন্তু সে কপাল কি আর আছে? ওই সারা দ্যাশের মানুষ এই ঢাহা শহররে ঢাইকা ফালায়, আর আমরা হাসফাস হাসফাস করি।

এইরাম চলতে থাকলে সামনে কি ঘটবে তা জানিন!!!!!

১২| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

বর্ণা বলেছেন: হা হা হা

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: যাক হাপনেরে খুশি করবার পারছি।

আমি কিন্তু আমার পরিচিতদের সথে প্রায়ই আলোচনা করি কিভাবে ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা যায়।

প্রথম হলো এখান থেকে রাজধানী সরাতে হবে।

দ্বিতীয়ত ব্যবসা-বাণিজ্য এখানে আর বাড়তে দেওয়া যাবে না।

আবার আসার জন্য ধন্যবাদ বর্ণা।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

সিগন্যাস বলেছেন: এইজন্যই তো বলি ইন্টারনেট স্পিড এতো ফাষ্ট কেন B-)

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা ..... আপনিও তাহলে ঢাকায়।

তাহলে দেখুন কত সুবিধা এখন আমাদের।

আর দুদিন পরেই সব দূর হয়ে যাবে।

আসেন ঢাকাকে মানুষমুক্ত শহর বানাই।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: অনেক বছর আগে এমন এক পোস্ট দিয়ে ইউটার্ন নামে একজন ওয়াশিং মেশিনে ধোলাই হয়েছিলো। শেষে মডু তাকে চিরতরে ব্যান করে দিলো .... :(

তোমার ভাগ্য ভালো ভাইয়া আর আর ব্লগের সেদিন নেই নইলে তোমার অবস্থাও তেমন হত কিনা কে জানে! :(


:P

http://www.somewhereinblog.net/blog/uturnagain/29026062

ইউটার্ন সার্চ দিয়ে এইটা পেলাম। আসল নিক ব্যানড মনে হয়।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: ধুরররর! কোথায় ইউটার্ন আর কোথায় আমি।

এই নির্মল বিনোদন পোস্টে মডু কেন, কেউ ব্যাঘাত ঘটাবে কেন?
ব্লগের সেই দিন থাকলেও আমার অবস্থা তেমন হতো বলে আমি বিশ্বাস করি না।
অন্তত যারা আমাকে চেনে তারা ওরকম করবেই না।

এখন আসেন আসল কথায়, ঢাকাকে বাস-অযোগ্য শহর হিসেবে ২য় ঘোষণা করা হয়েছে জানেন তো, আমাদের এই বদনাম ঘোচানোর জন্য কাজ করতে হবে।

আপনার মাথায় এসব নিয়ে যে পরিকল্পনা আছে তা এখানে শেয়ার করেন।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

শান্তি সুখের মূল.... =p~

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: শান্তি কোথায়?

ঢাকায়?

১৬| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


ঢাকা মানে টাকা

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: আর টাকা মানে অশান্তি।

আপনাদের বয়সকালে ঢাকা শহর কেমন ছিল?

১৭| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: আমার পরিকল্পনা ছিলো না তবে তোমার পোস্ট পড়ে এলো-

সবাই যদি তোমার মত "আমি থাকবো তুই ঢাকা ছাড়বি" না ভেবে বলতো আমি ঢাকা ছাড়ছি আপনিও ছাড়ুন বা আপনি থাকুন আমি যাই......... তাহলেই বুঝি সুরাহা হত। তা না করে তোমার মত বললে তো কাজের বেলায় হবে ঠন ঠন ....

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: আমি রাজি।
এই জন্যই তো আমি লৌহজং-এ পদ্মার চরে জমি কিনে বাড়ি করবো।
আমি মুক্তি চাই, শান্তি চাই।

কিন্তু আমি জায়গা ছাড়লেই যে অন্য একজন এসে জায়গা দখল করবেনা এটার নিশ্চয়তা দিতে পারবেন?????

১৮| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: ..@ শায়মা........ আর আমাদের মাহফুজ ভাইয়ের নতুন গান নিয়ে তো কিছু বললেন না, যতদুর জানি ওনার গান আপনার ভাল লাগে।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: শায়মা তো উত্তর করেছে। কিন্তু ঘুরিয়ে-পেঁচিয়ে।

১৯| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আর টাকা মানে অশান্তি। আপনাদের বয়সকালে ঢাকা শহর কেমন ছিল? "

-আমি ১৯৭৩ সালে ১ বছর ঢাকায় ছিলাম, ৪টি যায়গা চিনতাম: ঢাকা ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজ, বুয়েট ও নিউমার্কেট; শহরটি ছিলো ফাঁকা; মানুষের চাকুরী ছিলো না।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: আচ্ছা।

তাহলে ঢাকা শহর আপনাকে বেশি কিছু দিতে পারে নাই। আপনার সুভাগ্য।
আমরা ঢাকা শহরের নিকট থেকে যা পাচ্ছি......... আর বলবেন না......!!

আমি চাই আপনি শেষ বয়সটা এই ঢাকাতে অতিবাহিত করেন, না কি বলেন??

২০| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: কিন্তু আমি জায়গা ছাড়লেই যে অন্য একজন এসে জায়গা দখল করবেনা এটার নিশ্চয়তা দিতে পারবেন?????

ওহ সেই ভয়েই তুমি মাটি কামড়ায় পড়ে আছো!!!!! হা হা হা হা

উৎসবে পার্বনে মানুষ বাড়ি যায় ঢাকা ছেড়ে সেই সুযোগে তুমি ভালোই তো বুদ্ধি ফেঁদেছো ভাইয়ামনি!!!!!!!

কিন্তু কোনো কি লাভ হবে???

আমি নিশ্চয়তা দেবো তখনই যখন মানুষের মাঝে বিবেক জাগ্র‌ত হবে আমি যা করছি তা আগে ঠিক করি তারপর অন্যকে উপদেশ দেবো!

আমি ছাড়লে অন্যে দখল করবে কিন্তু অন্যে ছাড়লে তাদের কি হবে ভাবতে হবে ভাইয়ামনি!!!!!!!

নইলে তুমি যখন গ্রামে যাবে অন্যেও এই পোস্ট লিখিবেক!!!!!! কিন্তু কাজের কাজ কিছুই হইবেক নাহে!!! :P


যাইহোক আমি উনার গান পছন্দ করি কেমনে জানলে!!!! B:-/ কস্মিনকালেও তোমার কানে কানে বলেছিলাম কি!!!

তবে হ্যাঁ আমি তাহার বউ মানে ইভা রাহমানের শাড়ি আর গয়নাগুলি খুবই পছন্দ করি!!! সেসব বড়ই সৌন্দর্য্য আর তাই উনাকেও করি কারণ তিনি তাহার বউকে সেসব কিনিয়া দেবার যোগ্যতা রাখিয়াছেন! :)

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: ঘুরিয়ে - পেঁচিয়ে, ইনিয়ে -বিনিয়ে - তেরিয়ে উত্তর করলেন!!!

আমি তো বলেছি প্রয়োজনে আমি নিজের জায়গা ঢাকা ছাড়তে রাজি আছি। কিন্তু আমার জায়গা যেন দখল না হয়। তাহলে বিবেক জাগ্রত না হওয়ার কি হলো?

কিন্তু নিজের জায়গা অন্যে এসে দখল করবে কেন? আর আমি নিজের জায়গা ছাড়বোও বা কেন? আমি তো অন্যের জায়গা দখল করতে গ্রামে যাচ্ছি না।

অন্যে নিজের জায়গায় থাকুক, অন্যে অন্যের জায়গায় আসবে কেন?

তারা পোস্ট দিতে পারে এভাবে যে, শহরের মানুষ যেন গ্রামে না আসে।

যাইহোক, উনি অনেক বড় কন্ঠশিল্পী, অনেক জনপ্রিয় গান গায়, তাই মনে হয়েছিল অনেকের মতো আপনিও ওনার গান পছন্দ করেন!! আমার কানে কানে বলতে যাবেন কি করে? কিন্তু আপনার কথা শুনে মনে হলো প্রতিদিন আপনার সাথে আমার দেখা হয়, সেই ফাঁকে আমার কানে কানে বলে দিয়েছেন!!

তাহলে উনাদের দুজনকে আপনি গান গাওয়ার জন্য পছন্দ করেন না!!!

আর সোনা-দানা-শাঁড়ি-গয়না এসব যিনি কিনে দিতে পারবেন না তাকে কি আপনি পছন্দ করবেন না? আপনার কপালে তো এমন বর জুটতেও পারে যার ওসব কিনে দেওয়ার কোন যোগ্যতাই নেই!! তখন কি করবেন??


২১| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা বলেছেনঃ আপনারা ফিরে আসলেই ওইসব শুরু হয়ে যাবে!!
দাদা, আপনার ভাষ্য মতে যারা দেশে গেছেন
শুধু তারাই ওই সব করেন!! নাকি ঢাকা যারা রয়ে গেছেন
তারাও করেন?

তবে ঢাকা এমন থাকলে ঢাকা বসবাসের অযোগ্য হতোনা।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

বিজন রয় বলেছেন: নূরু ভাই আমাদের অনেক দেরী হয়ে যাচ্ছে। কোন কর্তপক্ষ বুঝতে পারছে না।
আসলে ঢাকার ভবিষ্যত কি?

জায়গার তুলনায় এখানে অনেক মানুষ বাস করে, ঢাকাকে কেন্দ্র করে তাই কোন পরিকল্পনাই কাজে আসছে না।

এখন পরিকল্পনা একটাই, ঢাকা থেকে মানুষ অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে, অচিরেই।

ধন্যবাদ নূরু ভাই।

২২| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

পদাতিক চৌধুরি বলেছেন: দাদা,

ফান পোস্টে বেশ মজা পেলাম। যে কটা দিন সুখে শান্তিতে থাকা যায় আরকি । কমেন্টগুলিও পড়লাম। হা হা হা ।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: ঈদের ছুটি চলছে, ঢাকা শহর একবারেই ফাঁকা। বাইরে বের হলে মনে হচ্ছে অন্য কোন শহরে এসেছি। সব কিছু নিরব, নিয়মমতো।
কোন ট্রাফিক জ্যাম নেই। খুব শান্তির।

কিন্তু আর কতক্ষণ?
আর ২/৩ দিন, তারপর আবার পুরানো চেহারা।

আপনি যা বলেছেন, যে কটা দিন সুখে শান্তিতে থাকা যায় আরকি ।

কিন্তু আমি একদিন ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবো।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা শহরে কেউ প্রবেশ করতে চাইলে যেন ভিসা নিয়ে প্রবেশ করে।
ভিসা ছাড়া ঢাকায় প্রবেশ নিষেধ।
তাহলে ঢাকার জনজট আর যানজট কিছুটা কমিয়ে রাখা সম্ভব হতে পারে ।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত ওরকম কিছু করা লাগতে পারে। না হলে এখানে বাস করা যাবে না।

তবে আসলে কিছু করা দরকার।

সরকার তো ঢাকা শহরে নানা রকম উন্নয়ন করছে, কিন্ত কোনটাতে ফল বয়ে আনছে না।
বরং ট্রাফিক জ্যাম থেকে শুরু করে অন্যান্য নাগরিক অসুবিধা দিন দিন বাড়ছে।

ধন্যবাদ এই বিনোদনে অংশ নেওয়ার জন্য।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঢাকার বাইরে ব্যবসায়ী অফিস টফিস, ফ্যাক্টরি... স্থানান্তর করে ফাকা করা উচিত। ঢাকা কেন্দ্রিক সবকিছু, তাই এতো সমস্যা। ঢাকায় না গিয়ে তো উপায় নাই।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: কেউ বাড়িতে আসলে তো বলা যায় না যে চলে যাও।

তাই ঢাকার বাইরে ব্যবসায়ী অফিস টফিস, ফ্যাক্টরি... স্থানান্তর করে ফাকা করা উচিত......... আমিও চাই।

এবং এ ব্যাপারে এখনই আওয়াজ তোলা দরকার।

ধন্যবাদ রইল।

২৫| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাহফুজুর রাহমান ও একজন সেলিব্রেটি, টাকাওয়ালা.... শিল্পী। ফেইসবুকে হাজার হাজার ফলোয়ার। (এখন সম্ভবত লাখ ছাড়ায়া গেছে)

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: বাংলাদেশের মানুষ কিসের পিছনে ছোটে বলেন তো!!

এই ব্লগে একটি ভাল পোস্ট দিবেন দেখবেন লোক পাবেন না, আর একটু চটুল ছবি দিয়ে একুট চটুল পোস্ট দিবেন দেখবেন লোকের অভাব হবে না।

আজকাল টাকা থাকলেই সেলিব্রেটি হওয়া যায়, কিন্তু ভাল মানুষ হওয়া যায় না।

হা হা হা ...... আশা করি বোঝাতে পেরেছি।

২৬| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিছু কিছু কলকারখানা জেলা শহরে নেবার উদ্যোগ নিন।
মানুষ যেন নিজ জেলায় কাজ করতে পারেনভ
সম্ভব হলে নিজ উপজেলায়।

গার্মেন্টেস এর কাজের জন্য ঢাকায় কেন আসতে হবে আমার বুঝে আসে না।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিজন রয় বলেছেন: বড় কারণ হলো কলকারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সুযোগ দেওয়া, বেশিরভাগ কারখানা গ্যাসে চলে, বিশেষ করে গার্মেন্টস ওরিয়েন্টেড। যদিও বর্তমানে নতুন কলকারখায় গ্যাস সরবরাহের অনুমোদন বন্ধ রয়েছে। আর যোগাযোগে সমস্যা, বৈদ্যুতিক অবকাঠামোর অভাব। একটি মাত্র সমুদ্র বন্দর। সেই চট্টগ্রাম পোর্ট থেকে ইমপোর্ট করা কাঁচামাল রংপুর, দিনাজপুর বহন করে নিতে অনেক খরচ আর সময় সাপেক্ষ।

তবে পরিস্থিতির উন্নত হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাট ও বিদ্যুত সমস্যা আগের থেকে অনেক কমে এসেছে, তাই অনেক উদ্যোক্তা নিজেদের চেষ্টায় ঢাকার বাইরে কারখানা স্থাপন করছে বর্তমানে।

অনেক সময় লাগবে। তবে সরকারকে এগিয়ে আসতে হবে আগে।

আবার আসার জন্য অনেক ধন্যবাদ।

২৭| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: "আওয়াজ তোলা সময়ের দাবী" - আপনার পোষ্টে কমেন্টের মাধ্যমে আওয়াজ উঠালাম।

ভালো কথা, ভালো কাজ অর্থাৎ ভালোর এসবের মূল্যায়ন না করলে খারাপ কর্মকাণ্ড বাড়ে। আমরা (বাঙ্গালি) সরাসরি মন্দের বুঝে, না বুঝে বা সামান্য বিনোদনের জন্য মন্দের সাথে পড়ে আছি।

এক্সাম্পল- কমার্শিয়াল শিরোনামে আজকাল প্রথম আলোর মতো জাতীয় দৈনিকও সংবাদ প্রকাশ করছে। ইউটিউবে লক্ষ লক্ষ ভুয়া শিরোনামের ভিডিও চোখে পড়ে। যারা এসব অপছন্দ করেন বা বোঝেন তারা যদি একটু সময় ব্যয় করে প্রতিবাদ/ রিপোর্ট করতেন তাহলে এসব কিছুটা হলেও কমতো।

কেউ করবে না। করতে বললে, বলবে কেন অযথা 'ম্যাওপ্যাও' করছেন।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিজন রয় বলেছেন: দেশে এখনো ভাল লোকের সংখ্যা বেশি, আবার কিছু মানুষ আছে যাদেরকে বুঝালে তারা বোঝে। কিন্তু সমস্যা হলো কোন ভাল নেতা বা নেতৃত্ব নেই। সামাজিক কোন আন্দোলন সফল করতে হলে ভাল নেতৃত্বের দরকার হয়। আমাদের তা নেই। এসব বিষয় নিয়ে মানুষকে ডাক দিলে মানুষ আসবে। সাম্প্রতিক কিছু আন্দোলন তার উদাহরণ। শুধু ডাকার মতো মানুষটাকে আমরা নির্বাচন করতে পারছি না।

আর সাধারণ মানুষ এখন কোন রাজনীতিককে বিশ্বাস করে না।

আর বিশ্ব চলছে এখন সবকিছুকে বাণিজ্যকীকরণের মাধ্যমে, তাই অবক্ষয় চরমে পৌঁছেছে।

তবে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে।
একবার শুরু করতে পারলে দেখবেন অনেককেই আসবে।

আর সমস্যা হলো বাঙালিরা আল্পতেই খুশি আর সহজেই ভুলে যায় আর নৈতিক দিকে দিয়ে এখনো শিক্ষিত হতে পারে নাই।

অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

২৮| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মৌরি হক দোলা বলেছেন: হাহাহা........


কালই আসছি ;) যদিও এই মফস্বল শহরের নির্মল, সুন্দর পরিবেশ ছেড়ে যেতে মোটেও মন চায় না। :(

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিজন রয় বলেছেন: আসাবেন?? আবার!!!

হা হা হা ..... আমি জানি আপনাকে আসতেই হবে।
এই শান্তি-অশান্তি নিয়ে আমাদের চলতে হবে, বাঁচতে হবে।

এটাতেই আমাদের সুখ।

শুভসন্ধ্যা।

২৯| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: শায়মা বলেছেন: আমার পরিকল্পনা ছিলো না তবে তোমার পোস্ট পড়ে এলো-

সবাই যদি তোমার মত "আমি থাকবো তুই ঢাকা ছাড়বি" না ভেবে বলতো আমি ঢাকা ছাড়ছি আপনিও ছাড়ুন বা আপনি থাকুন আমি যাই......... তাহলেই বুঝি সুরাহা হত। তা না করে তোমার মত বললে তো কাজের বেলায় হবে ঠন ঠন ....

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বিজন রয় বলেছেন: শায়মার ওই কথার জবাব তো ওখানেই দিয়েছি। তাহলে একই প্রশ্ন আবার কেন?
নতুন কিছু বলেন শুনি।

আপনি আমার এখানে অনেক দিন পর এলেন।

আপনি ঢাকায় ফিরবেন কবে?

৩০| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: ফুহ!!!

তুমি কোন স্বপ্নে ভাবলে যে আমি এসব কেনার যোগ্যতাই নেই এমন মানুষকে কপালে জোটাবো!!!!! :-/ (বমি বমি )

আর তার থেকেও বড় কথা আমার নিজের যোগ্যতাতেও কেনা যেতে পারে। B-) আমি তাদের ( মাহফুজ, ইভা) কথা বলেছি আমার কথা নহে। কাজেই আমাকে নিয়ে ভাবনার কিছু নেই। :)

আর এটা পড়ে!!!!!!!!!!
লেখক বলেছেন: ঘুরিয়ে - পেঁচিয়ে, ইনিয়ে -বিনিয়ে - তেরিয়ে উত্তর করলেন!!!

হা হা হা হা হা হা হা হা ভাইয়ামনি!!!!!! তুমি তো একেবারেই এই ইনিয়ে বিনিয়ে তেরিয়ে কমেন্ট পড়ে তেড়িয়া মেড়িয়া ডান্ডা, করে দেবো ঠান্ডা স্টাইলে উত্তর করলে ...... মনে হচ্ছে তোমার মাথার চান্দি হিটার হয়ে গেলো। এখন এক কাপ চা বানিয়ে ফেলো!!!!!! :P

যাহা হৌক বুঝা গেলো তোমার তেড়িয়া মেড়িয়া ডান্ডা মাথার কাহিনীয়া ..... :P

(অন্যে নিজের জায়গায় থাকুক, অন্যে অন্যের জায়গায় আসবে কেন?) আচ্ছা যাহারা গ্রামে গিয়েছে ঈদে সবাই কি তাহারা অন্যের জায়গায় থাকে মানে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া তাহারা রয় আর তোমারই একমাত্র নিজের জায়গা নিজের জমি ঘর বানাইয়া তুমি রও। তুমিই একমাত্র আর কিছু দুই তিনমাত্র ঢাকার ঘরের মালিক হও!!!!!!!!




১৮. ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭ ০

(বিজন রয় বলেছেন: ..@ শায়মা........ আর আমাদের মাহফুজ ভাইয়ের নতুন গান নিয়ে তো কিছু বললেন না, যতদুর জানি ওনার গান আপনার ভাল লাগে।)

মন্তব্যে বলেছো যতদূর জানো আবার কমেন্টে বলছো মনে হচ্ছে (আপনার কথা শুনে মনে হলো প্রতিদিন আপনার সাথে আমার দেখা হয়, সেই ফাঁকে আমার কানে কানে বলে দিয়েছেন!!)

তো কতদূর জানো !!!!!!!!! কই থেকে জানলে !!!!! আমি তো কানে কানে বলিনি তো কে তোমার কানে কানে এত দূর যত দূর থেকে বললো!!!!!!!! :-/


হা হা হা হা যাই বাবা !!! এই পোস্ট থেকে পালাই। কারণ মনে হচ্ছে তুমি এইবার বাবুরাম সাঁপুড়ের ডান্ডাই ছুড়ে মাব্বে!!! :P

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিজন রয় বলেছেন: হা হা হা হা ........ "এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়.... এ কি মজা তুমি করলে গো শায়মা...".... হা হা হা ....

যাকগে, আপনি যখন পালালেন তখন আর কথা না বাড়াই।
সবাই নিজের জায়গায়, পরের জায়গায় শান্তিতে বাস করুক।
এই দুনিয়াতে আমরা আর ক'দিন!!

"ছিল বিঘে দুই, মোটে মোর ভূঁই, সে জমি লইলো কিনে"

এখানে সবাই জমিদার, কেবল আমিই কাঙাল।

হা হা হা হা ...................

৩১| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

নীলপরি বলেছেন: হুম মজা করে তো বেশ লিখেছেন কবি । :)
তবে প্রতিবেশীদের ছাড়া একা থাকতে কি ভালো লাগবে ?

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিজন রয় বলেছেন: প্রতিবেশী!!!

এখানে প্রতিবেশীদের তো কোন দোষ নেই। দোষ আমাদের সিস্টেমের, পরিকল্পনার।

আজ থেকে ৪০ বছর আগেই ভাবা উচিৎ ছিল ঢাকার শহরের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে।
৪০০ বছরেরও বেশি বয়স এই শহরের।

সোনার বাংলায়, সোনার ঢাকায় এখন সোনা তো দূরের কথা তামাও খুঁজে পাওয়া যায় না।

এই মজার পোস্টে আপনাকে পেয়ে ভাল লাগল।
ধন্যবাদ।

৩২| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

স্বপ্ন কুহক বলেছেন: New York State এর ক্যাপিটাল হচ্ছে Albany . State government এর মেইন অফিসগুলো ওখানেই । তাছাড়া সেখানে জীবেনযাত্রার ব্যায় নিউইয়রকের তুলনায় কিছু কম এবং নাগরিক সুযোগ সুবিধা নিউইয়রকের মতই বলে অলবানীর মানুষ নিউইয়রক আসতে চায়ে না।

নিউইয়রক সিটি বানিজ্যিক শহর হওয়াতে খুব ব্যস্ত তবে অনেক বেশী গোছানো ।

যারা ঢাকার বাইরে থাকেন তাদেরকে বাধ্য করা হয় ঢাকা শহরে আসতে। আসলে বাংলাদেশের বড় বড় সিটিগুলোর দৈন্য দশাই এর মূল কারন । ঢাকা শহরের যে ধরনের নাগরিক সুবিধা আছে তার অনেকখানি যদি অন্যান্য শহরগুলোতে থাকতো তবে ঢাকায় এমন জনসংখ্যার বিস্ফোরণ হতো না । এতটা অপরিচ্ছন্ন হতো না। মনে পড়ে ১৯৯৮ - ২০০০ সালের কথা ঢাকায় Primium bus নামে এয়ার কনডিশন বাস চলত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত । খুব সুন্দর ছিলে সে সময়ের ঢাকা । মানসপটে এখনো ঐ ঢাকা বিরাজ করে । এখনকার ঢাকা আমার কাছে অচেনা নগরী। আমি ঢাকায় শ্বাস নিতে পারিনা । বাংলাদেশ গেলে ঘরেই থাকি বেশীরভাগ সময় । একটা শহরকে এভাবে হত্যা করা ঠিক না ।

আপনার কথা ভালো লেগেছে । বাইরের জেলার মানুষদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা খুব দরকার
তবে তারাও বেঁচে যায় ঢাকাও




২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: আসলে ঢাকায় কেউই থাকতে চায় না।
কাজের খাতিরে, জীবিকার তাগিদে সবাই এখানে আসতে বাধ্য হয়।
মানুষ একটু সুযোগ পেলেই এখানে আসতো না।

যেভাবে সময় ও টাকা এখানে অপচয় হয়, তাতে কেউ এখানে আসতো বলে মনে হয় না।

ভাল মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৩| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ওমেরা বলেছেন: কথায় আছে জঞ্জাল ভাল তবু কাংগাল ভাল না।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: ওমেরা যে! আপনাকে তো আজকাল আমার এখানে পাওয়াই যায় না!!

কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভাল।

৩৪| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা ৩ ভাই বোন ছিলাম ঢাকা বিরোধী। এরকম জ্যামের শহর, পানি, গ্যাসের সমস্যা, লোকে গিজগিজ করা শহর পছন্দ ছিল না আমাদের। কিন্তু বিয়ের কারণে আজকে ৩ ভাই বোনই ঢাকাতে স্থায়ী =p~ =p~=p~

অন টপিক - ঢাকাতে অনেকেই থাকতে চায় না আসলে। নিজ নিজ অঞ্চলে চাকুরি থাকলে অনেকেই ঢাকা ত্যাগ করত। এখন গ্রাম আর শহরে তেমন পার্থক্য নেই। অনেকে শুধু স্কুলের দোহাই দেন। তবে স্কুল কোন ফ্যাক্টর না। সব জেলায় চাকুরির ব্যবস্থা হলেই মানুষের ঢাকামুখীতা কমবে...

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: ঢাকাতে অনেকেই থাকতে চায় না আসলে। নিজ নিজ অঞ্চলে চাকুরি থাকলে অনেকেই ঢাকা ত্যাগ করত। এখন গ্রাম আর শহরে তেমন পার্থক্য নেই। অনেকে শুধু স্কুলের দোহাই দেন। তবে স্কুল কোন ফ্যাক্টর না। সব জেলায় চাকুরির ব্যবস্থা হলেই মানুষের ঢাকামুখীতা কমবে...

.......... একদম খাঁটি কথা বলেছেন। কিন্তু কেউই এসব বিষয় নিয়ে চিন্তা করছে বলে মনে হয় না। ঢাকা শহরে শুধু ফ্লাইওভার হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না।

ধন্যবাদ বিমাতাআ।

৩৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

পদ্মপুকুর বলেছেন: একটা নাটকে দেখছিলাম, সিদ্দিক মেস ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালাকে বলছে- আংকেল, আইজকা যদি টাঙ্গাইল ঢাকা হইতো, আর ঢাকা টাঙ্গাইল হইতো, তাইলে আমাগো ম্যালা টেকা থাকতো, আপ্নে আমাগো বাড়িত ভাড়া থাকতেন....

এখন আমিও বলছি- দাদা, আজ যদি ঢাকাটা যশোরে হতো তাইলে আমিও বলতাম, ঈদে যারা যশোর থেকে ঢাকায় গেছ, তাদের আর যশোরে ফেরার দরকার নাই... B-)

আর ডাক্তার সাহেবের গানটা গতবারের চেয়ে ভালো হইছে মনে হইতাছে। অথবা আবার মাহফুজুরের গান গিলতে হবে, এ রকম একটা মানসিক প্রস্তুুতির কারণে ভালোই লাগলো মনে হয়।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: আমিও তো তাই চাই।

যশোর বলুন আর টাঙ্গাইল বলুন আমি সব শহরকে ঢাকার মতো দেখতে চাই। তাহলেই ঢাকা বাসযোগ্য শহর হবে।

আর মাহফুজুর রহমান তো ইভা রহমানের বাজার খেয়ে ফেলেছেন......

জোকার একখান আছে আমাদের.... এরশাদের পরে.......

৩৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজনদা, আমি মাহফুজ গীতির ভক্ত। উনার গান শোনার পর আমি বেশি বেশি এটিএন বাংলা দেখি। শুধু গান নয়, উনার চুলের কাটও আমার খুব পছন্দের। আর উনার ভাষণ শুনলে তো আমি আর আমি থাকি না, অন্য কেউ হয়ে যাই। আহা! কী অদ্ভুত কণ্ঠ, কী ভয়াবহ গায়কী, কী ভয়ঙ্কর পরিবেশনা, কী ভয়ানক মেলোডি!

বাংলাদেশে এই এক পিসই আছে।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২

বিজন রয় বলেছেন: হা হা হ....... ভাগ্য ভাল যে একখান পিস। এরকম আরো পিস থাকলে না জানি কি হয়ে যেত!

টাকা থাকলে আমিও যা খুশি করতে পারি।

তার গান গাওয়া মানে প্রকৃত শিল্পীদের অপমান করা।

আপনাকে অনেক দিন পর পেলাম।
ভাল থাকবেন।

৩৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



ইহা কি সম্ভব কবি, তবে মাহাফুজ ভাই ঢাকার মধ্যখানে গান গাইলে ইহা সম্ভব হইতেও পারে...

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

বিজন রয় বলেছেন: ঠিক, তার গান শুনলে সবাই পালাবে। এমন জোকার শুধু বাংলাদেশেই সম্ভব।

৩৮| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

চাঙ্কু বলেছেন: এখন আপনাকে নিয়ে কেউ হয়ত পোষ্ট দিবে - "তোমরা যারা ঢাকায় থাক" শিরোনামে :P

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

বিজন রয় বলেছেন: দিক পোস্ট দিক। কেউ যদি জাফর ইকবাল হতে চায় হোক।

তবুও ঢাকা বাসযোগ্য হোক।

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

মেহবুবা বলেছেন: চাঙ্কু লিখে ফেল "তুমরা যাহারা বলগে বসিয়া নিরিবিলি ঢাকা দেখিতেছ না তাহারা বসিয়া অথবা দাঁড়াইয়া থাকো বলগে এক পায়ে "।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: মন্তব্য বুঝিনাই।

৪০| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

সনেট কবি বলেছেন: ঢাকাকে আসলেই বাসযোগ্য করার চেষ্টা করা দরকার।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: কিন্তু কে করবে? কারো কোন পরিকল্পনা নাই। পরিকল্পনা সব এই ডাকার মধ্যে কি হবে তাই নিয়ে।

ধন্যবাদ শ্রদ্ধেয়।

৪১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: সব অফিস আদালত তাহলে গ্রামে পাঠানো হোক, ঢাকা ফাঁকাই থাক।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০২

বিজন রয় বলেছেন: প্রামানিকভাই একসময় তাইই করতে হবে, তা না হলে কোন গতি থাকবে না।

যাক, বিষয়টি আপনার নজরে এসেছে।

৪২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নামে একটা মামলা করতে চাই।

যেটা ভাবছেন সেজন্য না।



পোস্টের শেষের কথাটার জন্য আমাকে লিংকে যেতে হয়েছে। আমি ভেবেছিনু হয়ত আপনার বা অন্য কারো গান আছে ঐ লিংকে :( আপনি যে চালাকিটা করলেন তার কোনো ক্ষমা নাই।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

বিজন রয় বলেছেন: দিন আমাকে জেলে দিন।

তাহলে আর ওই পাগলের গান শুনতে হবে না, আমি নিরবে কসে কবিতা লিখতে পড়তে পারবো।

রসালো মন্তব্য।

৪৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

পারভীন শীলা বলেছেন: আপনিতো সবাইকে না খাইয়ে রাখতে চান ।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: কিছু সময় না খাইয়ে রাখলে যদি বাকী সময়টা খাওয়ানো যায় তবে তাই হোক।

আসলে কথা হলো ঢাকাকে মুক্ত করা জরুরী।

৪৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

তানজীল ইসলাম বলেছেন: শায়মা বলেছেন: অনেক বছর আগে এমন এক পোস্ট দিয়ে ইউটার্ন নামে একজন ওয়াশিং মেশিনে ধোলাই হয়েছিলো। শেষে মডু তাকে চিরতরে ব্যান করে দিলো .... :(

তোমার ভাগ্য ভালো ভাইয়া আর আর ব্লগের সেদিন নেই নইলে তোমার অবস্থাও তেমন হত কিনা কে জানে! :(


:P

http://www.somewhereinblog.net/blog/uturnagain/29026062

ইউটার্ন সার্চ দিয়ে এইটা পেলাম। আসল নিক ব্যানড মনে হয়।


মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: ইউটার্ন কি তাহলে আপনি নাকি? সব ছেড়ে ওই মন্তব্যটি নিয়ে কথা বললেন?

আপনিও কি ঢাকায় আবার আসবেন?

৪৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৩

ওসেল মাহমুদ বলেছেন: আমি ,আমার বাপ দাদা সবাই ঢাকার আদিবাসী ! ধানমন্ডি আমাদের ধানমাড়ানোর উচু ভূমিতেই !
বড় হয়ে এমন ভাবনা আমি ও ভাবতাম ,কিনতু এটা তো আর সম্ভব নয় !

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

বিজন রয় বলেছেন: তাহলে আর কি করা। আসুন সবাই মিলে একসাথে বাস করি।

কিন্তু কোন অসুবিধার কথা বলবেন না কিন্তু!

৪৬| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৩

চাঙ্কু বলেছেন: মেহবুবা বলেছেন: চাঙ্কু লিখে ফেল "তুমরা যাহারা বলগে বসিয়া নিরিবিলি ঢাকা দেখিতেছ না তাহারা বসিয়া অথবা দাঁড়াইয়া থাকো বলগে এক পায়ে "।

আপু, এইডা লেখলে মানুষ আমারে পিডানি দিয়ে কইব- নাডা, ব্লগে কিভাবে বসব আর কিভাবে দাঁড়াব? ব্লগকে কি তুর কুতকুত খেলার মাঠ মনে হয়? :(

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: আপা, এই কথার জবাব দিয়ে যান।

ব্লগ কি কুতকুত খেলার মাঠ?

৪৭| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা যাওয়ার কথা বললে আমি সব সময়ই পাশ কাটি। কারণ ঢাকা গেলে আমি নিঃশ্বাস নিতে পারি না।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: আপনি তো বন বাঁদাড়ে ঘুরে বেড়ান, আছেন অনেক শান্তিতে।
ওটাই থাকেন।

কত যে যন্ত্রণা এই ঢাকা শহরে।

যেমন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

ধন্যবাদ ব্রাদার।

৪৮| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

রাফা বলেছেন: আমরা যারা অরিজিনাল ঢাকাইয়া ।আমরাই ঢাকা ছাড়তে বধ্য হয়েছি।সবাই বলে সব কিছু ঢাকা'তে তাই আমরা ঢাকায় আসি।আমি বলি আপনারা ঢাকা না এসে সবকিছু নিজের ডিস্ট্রিকে কেনো করছেননা।আসলেই ঢাকা বিশ্বের অন্যতম শহর।ঢাকাই হতে পারে পৃথিবির রাধানী।এটা আমার কথা নয়।গবেষণায় প্রমানিত হয়েছে ।ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ।তাহোলেই লিংকটা পেয়ে যাবেন।ঢাকা থেকে বিতারিত করার উপায় হইতেছে।অন্য যায়গায় ইন্ড্রাস্টি করলে ট্যাক্স এক টাকা আর ঢাকায় করলে দশ টাকা।এটা আিন করা হোক ।আমরাও বাঁচি ঢাকাও তার ঐতিহ্য ও সৌন্দর্য নিয়ে পৃথিবীর বুকে নবজন্ম লাভ করুক।

ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: অন্য যায়গায় ইন্ড্রাস্টি করলে ট্যাক্স এক টাকা আর ঢাকায় করলে দশ টাকা।[/sb].......... অনেকগুলো পয়েন্টস এর মধ্যে এটাও একটি অন্যতম হতে পারে।

পুরো দেশের ভিতরে ঢাকাকে আমার অন্য দেশ মনে হয়। এখানের কোন কিছু দশের সাথে যায় না। দ্রব্যসামগ্রীর দাম থেকে শুরু করে সবকিছু।

এটার অবসান হওয়া দরকার।
তাহলে সকলেরই লাভ, দেশেরই লাভ।

এখন পদ্মা সেতু হচ্ছে। নির্দেশ দেওয়া যেতে পারে নতুন কলকারখানা পদ্মার ওপারে করতে হবে, যমুনা সেতু হওয়ার পর তেমন কিছু বলা হয়নি।

ধন্যবা

৪৯| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

শিখণ্ডী বলেছেন: বিশেষ বিজ্ঞপ্তিঃ সামনের মেয়র নির্বাচনে আমি বিজন রয় ভোটে খাড়ামু :(

আপনি কি মনে করেছেন এই কথা কইলে ঢাকার সবাই খুশি হইয়া ভোট দিয়া আপনাকে মেয়র বানাইবো? আমিও কিন্তুক ঢাকার ভোটার হুঁ :-B

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আমার দ্বারা রাজনীতি হবে না। আর দেশে রাজনীতি এখন এমন জায়গায় যে মানুষ সবচেয়ে তাদের ঘৃণা করে।

তবে সামাজিক আন্দোলনে আমি রাজি।

আপনি ঢাকার যখন তখন আমার ভোট নিয়ে আমার চিন্তা কি?
তবে ঢাকার বাড়ীওয়ালারা আমাকে ভোট দিবে না, কারণ মানুষ না পেলে তারা বাসা ভাড়া দিবে কেমনে, তাদের লস হবে।

হা হা হা .

৫০| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন বিশেষ করে নারীদের ঢাকায় আর ফিরার দরকার নাই।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: খারাপ বলেন নাই। নারীরা না আসলে তো ঢাকার জনবল অর্ধেকে নেমে আসবে। তাই তাদের আর সাথে করে আনার দরকার নেই।
এত প্রজনন হারও কমে যাবে!!

হা হা হা .......

দেইখেন ওনারা আবার আপনারে....... যে একখান পোস্ট দিছেন....... দেখলাম....

৫১| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

একাল-সেকাল বলেছেন: ঈদ অনুষ্ঠানে শুভ্রদেবের উপস্থাপনায় ডঃ সাহেব যেভাবে দর্শকদের টর্চার করলেন তা বলা বাহুল্য।
ঢাকার চাকা যারা চালায়, তাদের কে তো অাসতেই হবে। নইলে যে চাকা চলবেনা ব্রাদার’স ।।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

বিজন রয় বলেছেন: আসুন চলে আসুন ঢাকায়, ওটা কি আর আমার মনের কথা।

আসল কথা হলো ঢাকাকে তো বাঁচাতে হবে, নইলে অসুবিধাসমূহ দিন দিন বাড়বে।

৫২| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: রম্য আকারে হলেও বেশ গুরুত্বপুর্ণ কথামালা রয়েছে লেখাটিতে ।

বিশ্বের সবচেয়ে বাস-অযোগ্য ও ঝুঁকিপূর্ণ শহড় হিসেবে খেতাবপ্রাপ্ত রাজধানী ঢাকার মানোন্নয়ন শাসককুলের উন্নয়নদর্শনের কেন্দ্রবিন্দুতে থাকাটা স্বাভাবিক ছিল ৷ তবে অবস্থাদৃষ্টে সে আশা ইতিমধ্যে দুরাশায় পরিণত হতেছে বলেই দেখা যায় ৷ যানজট, দূষণ, পানি, বিদ্যুৎ, গ্যাস ও নাগরিক জীবনের অন্যান্য সংকটে পর্যুদস্ত এখন এই রাজধানী শহড় । এ বিকট সমস্যা নিয়ে সরকার কিংবা বিরোধি রাজনৈতিক দলগুলি চিন্তাভাবনার ফুরসত পাচ্ছেন না ,তিনারা সকলেই নির্বাচন করা বা না করা নিয়ে হরেক রকম চিন্তা ভাবনায় বছরের পর বছর পার করে দিচ্ছেন ৷ কিন্তু অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকবে না; সেটা ধেয়ে আসছে ৷ অবস্থা এমন দাঁড়াতে পারে যে লোকজনকে ঢাকায় ফিরে আসতে বারণ করতে হবেনা এমনিতেই ৭১ এর মত দল বেধে যার যার সম্বল পুটলা বেধে অচীরেই গ্রামমুখী হবে ।

রাজধানী ঢাকার জন্য যে সমস্যা ধেয়ে আসছে সে যে একটি ভয়ানক জাতীয় সমস্যা হবে তা সকলকেই স্বীকার করতে হবে৷ প্রতিদিন বিভিন্ন দলের রাজনীতিকেরা অনেক অহেতুক বক্তব্য উচ্চারণ করেন, এর মধ্যে চর্বিতচর্বণের অভাব নেই৷ পুরোনো কাসুন্দি ও কাদা ছোড়াছুড়ির মধ্যে তাদের অন্তত একটু সময় বের করতে হবে সমস্যার ব্যাপকতা ও গভীরতা স্বীকার করার জন্য৷ এটা অত্যন্ত পীড়াদায়ক যে, ঢাকার ভবিষ্যৎ নিয়ে শীর্ষ পর্যায়ের সুস্থ চিন্তার প্রকট ঘাটতি রয়েছে ।

ব্যক্তিকেন্দ্রিকতার সমস্যা সুবিধাবাদী শ্রণীকে শহড়ের অবকাঠামোগত সমস্যার দিকে নজর দিতে বাধা দিচ্ছে৷ এ থেকে উত্তরণে বিশেষজ্ঞরা অন্তত দুটি উপায় আশু অনুসরণের পরামর্শ দিয়ে থাকেন ৷ প্রথমত শিক্ষা ও দ্বিতীয়ত স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা ৷ দারিদ্র্য, নদীভাঙন ও চাকি প্রত্যাশী মানুষের চেয়ে উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা গ্রহণে ঢাকামুখী মানুষের হার উল্লেখযোগ্য ৷ দেশের শত খানেক বিশ্ববিদ্যালয়ের শতকরা প্রায় ৮০ ভাগই ঢাকা শহরে৷ একইভাবে সারা দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৭৫টির মত যার মধ্যে ৩০টির মত শুধু ঢাকাতেই ৷ এভাবে তুলনাযোগ্য সূচকগুলো পর্যালোচনা করলে এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে, জনসংখ্যার একটা বড় অংশ নিরুপায় হয়ে ঢাকামুখী হচ্ছে৷

নগরায়ণ নিয়ে যারা গবেষণা করেন, ঢাকা তাদের কাছে এক নিষ্ঠুর বিস্ময় ৷ এই শহর বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল, ভূমিকম্পপ্রবণ এবং অন্যতম ভয়ানক দূষণের নগর হিসেবে চিহ্নিত হলেও নীতিনির্ধারকেরা মোটেই উদ্বিগ্ন বলে প্রতীয়মান হয় না৷ রাজধানী নিয়ে অআমরা গর্ব করি বটে ৷ কিন্তু আমরা নির্বিকারভাবেই ভাগাড়ে থাকি ৷ নগড় পরিকল্পনাবিদ ও দেশর নীতি নির্ধারকদের উন্নাসিকতা ও পলায়নপর মনোবৃত্তির ভার এই নগর আর বহন করতে পারছে না । ঢাকাকে বসবাসের যোগ্য করে গড়ে তুলতে সাবেক ও বর্তমান শাসককুলের দূরদর্শিতা ও প্রজ্ঞার বিরাট আকাল আগেও যেমন ছিল এখনো বলতে গেলে তেমনি রয়ে গেছে ৷

রাজধানী ঢাকাকে বসবাস-উপযোগী শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করতে টেকসই ও দীর্ঘমেয়ািদ পরিকল্পনা এখনই নিতে হবে৷ যেসব কারণে মানুষকে ঢাকামুখী হতেই হয়, সেসব কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহণ করাই হবে প্রথম পদক্ষেপ৷ বড় বড় বিশাল আকারের মাথা ভারী যে সকল অফিস বা কার্যালয় যা সাধারণ মানুষের প্রাত্যহিক কাজে কোন বিশেষ প্রয়োজন নেই সে সকল কার্যালয়কে সহজেই ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ করা যায় । পোশাক শিল্প কারখানাগুলিকে ঢাকা হতে বাইরে সরিয়ে নিলে কোন ক্ষতি হবে বলে মনে হয়না । উল্লেখ্য শ্রীলংকায় পোশাক শিল্প গ্রামীন এলাকামুখী ।

সবচেয়ে বড় কথা হলো বিত্তবানদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে । বিদেশী পয়সাওয়ালা লোকজন শহড় থেকে বেশ দুরে কানট্রি সাইডে বসবাস করেন । গ্রামীন এলাকায় বসবাসকে তারা প্রেসটিজের চোখে দেখেন । এই কালচারটা এখানে চালু করতে পারলে কেও আর ঢাকায় ফিরতে চাইবেন না ।

ধন্যবাদ গুরুত্বপুর্ণ বিষয়ে পোষ্ট দেয়ার জন্য ।

শুভেচ্ছা রইল

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

বিজন রয় বলেছেন: আপনার কথায় আমার পোস্টের মূল বক্তব্য চলে এসেছে। আপনার বক্তব্য অনেকেই গ্রহণ করবেন।
আপনি মন্তব্য করলে পোস্টদাতার আর কিছু বলার থাকে না।

আজ অনেক দিন আমার এখানে এলেন সেজন্য অনেক শুভকামনা দিলাম।
আশাকরি নিয়মিত থাকবেন।

৫৩| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন: বিদেশী < বিদেশে হবে

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

বিজন রয় বলেছেন: বুঝতে পেরেছি। ধন্যবাদ।

৫৪| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি কিন্তু ফিরছি।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

বিজন রয় বলেছেন: দেখি আপনার অফিসের একটি শাখা আপনার বাড়ির পাশে স্থাপন করানো যায় কি না।
আর গ্রামে থাকলে আপনার কবিতা আরো বেশি প্রসব হবে।

৫৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: সারা বছর এমন ঢাকা হলে, ঢাকা হবে প্রিয়তম শহর !!!

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

বিজন রয় বলেছেন: আপনি তো ঢাকা থাকেন না, তাহলে ঢাকা আপনার প্রিয় হয় কেমনে?

তবে ঢাকাকে আমাদের এমন করতেই হবে।

৫৬| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে দেশের বাড়িতে গিয়েছেন তাদের আর ঢাকায় ফেরার দরকার নেই! - সহমত

গানের লেখক, গিতিকার, সুরকার সয়ং মাহফুজুর রহমান ।
আসামী রিমান্ডে ও জেলখানায় কয়েদিদের সাস্তির জন্য মাহফুজুর রহমানের গান বরাদ্ব করা হউক ।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

বিজন রয় বলেছেন: তাহলে আপনিও ঢাকাবাসী!!
আমি ঢাকায় দিনযাপন করতে শংকিত। পারলে এখনই চলে যেতাম, এবং অনেকেই তা করতেন।


এরশাদের পর দেশের সেরা জোকার এই এটিএন এর মালিক।
ফাজলামী মনে হয় আমার কাছে।

৫৭| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,




আসলেই ফেরার দরকার নাই ! ;)
কারন -----
ঢাহার শহর আইস্যা সবাইর
মাথা ঘুরাইবেএএএএএএএ..........। :P

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: সাধে কি আর মাথা ঘোরায়?

এখানে সময় যায় জ্যামে, আর টাকা যায় অকারণে।

একই মানুষ গ্রামে থাকলে যে ব্যাপারে কোন সমস্যা পাবে না, এখানে সেই বিষয়ে সমস্যার জন্য বসে পড়বে।

উপায় নেই, বাধ্য হয়েই তো!

তবে উপায় করতে হবে।

৫৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। পোস্ট এবং মন্তব্যগুলো পড়লুম। ভাল লাগলো। ঈদ মোবারক।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: ওহ, আপনি! আমার এখানে তো আপনাকে দেখা যায় না।
যাক অনেক ভাল লাগল আপনি এসেছেন।

আমি আসলে মজা করতে চেয়েছিলাম, কিন্তু কয়েকজন বন্ধু অনেক ভাল ভাল কথা বলেছেন যে পোস্টের গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে।

যাক, আমাদের সমস্যা আমাদেরই দূর করতে হবে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৫৯| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার বাড়ি তো ঢাকায়। শ্বশুড় বাড়ি পাটগ্রামে। :)

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

বিজন রয় বলেছেন: তাহলে আপনার শ্বশুরবাড়ির নিকটে আপনার অফিসের শাখা খোলার ব্যবস্থা করতে হবে।

ধন্যবাদ প্রিয় কবি আবার আসার জন্য।

৬০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



নানা কারনে দেখা খুব একটা না হলেও অাপনি কিন্তু কাছের বরাবরই। অান্তরিক প্রত্যুত্তরে ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: নানা কারনে দেখা খুব একটা না হলেও অাপনি কিন্তু কাছের বরাবরই।......... শুনে খুব ভাল লাগল। মানুষ সামজিক জীব, একা বাস করতে পারে না। চাই পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সহযোগিতা।

আবারো অনেক অনেক ধন্যবাদ।

৬১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২২

মেহবুবা বলেছেন: চাঙ্কু অলিম্পিকে কুতকুত খেলে মেডেল জিতেছিল মনে পড়ছে ! কুতকুত খেলার মাঠের বিষয়ে সেই ভাল বলতে পারে !
এত মানুষ ঢাকা ছাড়ল ঈদ উপলক্ষে তারা যদি চাঙ্কুকে ব্লগ থেকে নিয়ে হাকালুকিতে ছেড়ে আসত !

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: আসলে কুতকুত খেলা কি?

চাঙ্কু সাহেত মনে হয় বলতে পারবেন।

৬২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

চাঙ্কু বলেছেন: মেহবুবা বলেছেন: চাঙ্কু অলিম্পিকে কুতকুত খেলে মেডেল জিতেছিল মনে পড়ছে ! কুতকুত খেলার মাঠের বিষয়ে সেই ভাল বলতে পারে !
এত মানুষ ঢাকা ছাড়ল ঈদ উপলক্ষে তারা যদি চাঙ্কুকে ব্লগ থেকে নিয়ে হাকালুকিতে ছেড়ে আসত !


আপু, কুতকুতকে অলিম্পিকে এড করার জন্য আবেদন জানাই। পৃথীবিতে কুতকুত খেলাতে আমাদের চেয়ে ভালো কেউ আছে বলে মনে হয় না ;)
আর হাকালুকিতে ছেড়ে আসলেও লাভ হত না, কুতকুত খেলতে খেলতে ঠিকই চলে আসতাম :-*

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

বিজন রয় বলেছেন: মি. মাহফুজুরের গান শুনলে আর কুতকুত খেলা লাগবে না।

সবাই পালাবে!!!

৬৩| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আগামী বার থেকে পরিকল্পনা করছি। আমিতো ঢাকার বাইরে থাকি। ঈদের ছুটিতে ঘুরতে এরপর থেকে ঢাকায় আসব। তাহলেই তো যানজটমুক্ত হয়ে নির্বিঘ্নে ঘুরতে পারবো।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: তাই আসুন, শুধু ঈদের সময়।
অনেক মজা পাবেন।

ধন্যবাদ আমার এখানে আসার জন্য।

৬৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

করুণাধারা বলেছেন: আপনার বক্তব্য এর সাথে সহমত।

দুঃখের কথা এই যে, কেউ আমাদের ভাবনাকে পাত্তা দিলো না। সবাই ফিরে আসতে শুরু করেছে। :((

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: সবাই ফিরে আসছে ঠিক, কিন্তু সবাই টেনশানে আছে।
ঢাকা শহরের আর এক নাম টেনশান।

উপায় নেই।

৬৫| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: মানুষ তো আর শখে ফিরে না! সরকার তো সবকিছু ঢাকা কেন্দ্রিক করে রেখেছে। ঢাকা থেকে কিছু অফিস-আদালত সরালেই ঢাকার উপর চাপ কমবে।

তবে আপনার জন্য একটা সুখবর আছে। আমি কিন্তু ঈদের পর ঢাকায় ফিরি নাই। ;)

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: সরকারই কো যত গন্ডগোল।

তার মানে কি আপনি আর আসবেন না?

আরে আসুন, এতদিন একসাথে আছি, মায়া বলে একটি ব্যাপার আছে না?

ধন্যবাদ জানবেন।

৬৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার মনে হয়, ঢাকা কে কিছু একটা দিয়ে এমন ভাবে ঢেকে দেই
যেন সব সাফ হয়ে যাক , এরপর আবার সবুজ ঢাকা হবে ।

আমি ঢাকায় ১৯৬৭ সন থেকে, সুতরাং ওসব কথা বললে, রুপকথার গল্প মনে হবে ।
এবার ও পরিচিত কয়েক জনকে ঈদে একই কথা আমি বলে ছিলাম,
হাসতে হাসতে বল্ল ভাইয়া তবে তোমার কি হবে ............................................?
বউকে বির্সজন দিতে পারবে !!?

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

বিজন রয় বলেছেন: ১৯৬৭ সন থেকে আপনি ঢাকাতে!!!

আর আমি ১৯৯৭ থেকে।

তাহলে তো ঢাকার অনেক ইতিহাস আপনার কাছ থেকে জানা যাবে।

৬৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু ঢাকা শহরটা খুব উপভোগ করি।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: আপনি তো করবেনই।

আপনার কোন চাওয়া পাওয়া নেই।

৬৮| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

অব্যক্ত কাব্য বলেছেন: কোলাহলের শহর ঢাকা!
লাগছে বেশ ফাঁকা।
সময়মতো ছুটছে মানব
ছুটছে গাড়ির চাকা।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: আপনিও কি ছড়াকার?

সবাই আসছে আর ঢাকা স্বরূপে ফিরছে।

শুবকামনা রইল।

৬৯| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত , দারুন বলেছেন । আর যন্ত্রনা সহ্য হয় না .....
ফিরে যাও তোমরা অরণ্যে
আমরা ঢাকায় থাকি ....

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: দেখবেন তারা যেন আবার রাগ না করে, তাহলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

তবে ভালই কাটছিল ফাঁকাতে ঢাকাতে।

৭০| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

প্রথমকথা বলেছেন: না ফিরলে যে চলবে না দেশ তাই আপনার কথা শুনে চলে এলাম। যার গান গুনে রাগ কমাইতে বলেছেন, তার গান শুনলে আরো রাগ বেশি হবে ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেয়ার জন্য।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা ...... আসুন, থাকি আমরা একসাথে, কষ্টে-সৃষ্টে।

ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য।

হা হা হা ..... ওই ব্যাটা একখান লোক বটে!!

৭১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

সূচরিতা সেন বলেছেন: ভালো কথা বলেছেন।ঈদের এ কদিন ঢাকা ঘুরে বেশ ভালো লেগেছিল।তবে যততা ভালো লেগেছিল তার চেয়ে অনেক বেশি কষ্টও
লেগেছিল শহরের পরম প্রতিবেশি আত্মিস্বজনদের জন্য। তারা কোনো রক্তের নয় গ্রামের নয় তবু একি শহরে থাকতে হাজারো ভিড় ও
শহরিয় চাপের মাঝেও তাদের জন্যও আলেদা একটা আন্তরীক টাণ হয়ে যায়।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: আপনার দেখি অনেক মায়া, টান।
অবশ্যই এগুলো ভাল ব্যাপার।

আসলে এক সাথে থাকতে থাকতে এমন হয়।

ধন্যবাদ সেন।

৭২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

ভুয়া মফিজ বলেছেন: তার মানে কি আপনি আর আসবেন না? আমি বছরে একবার ঢাকা আসি! :)

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

বিজন রয় বলেছেন: বুঝছি আপনি অন্য কোথাও দেশের বাইরে থাকেন।

এমনিতেই ভাল আছেন।

৭৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

ভুয়া মফিজ বলেছেন: ঢাকা নিয়ে আমার একটা লেখা আছে, পড়তে পারেন :) । নীচে লিংক দিলাম,
view this link

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: আপনার পোস্টি পড়ে এলাম।
ভাল লেগেছে আপনার অকৃত্রিম অনুভূতি।

আসলে নিজের দেশ কি কখনো খারাপ হয়।

না।

বারবার আসার জন্য ধন্যবাদ।

৭৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

সপ্রসন্ন বলেছেন: হাহা। ভাল মজা নিয়েছেন :প

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

বিজন রয় বলেছেন: আমি মজার মানুষ। তাই মজা করি।
আপনারও মজা করেন, তাহলে মন ভাল থাকবে।

শুভকামনা।

৭৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সাহাদাত উদরাজী বলেছেন: জেলা টু জেলা ভিসার ব্যবস্থা করে দিলে সরকার কিছু ইঙ্কাম করতে পারবে সাথে অহেতুক নিজ গ্রাম ছেড়ে আসতে চাইবে না!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

বিজন রয় বলেছেন: খারাপ বুদ্ধি না।
তবে এ প্রস্তাব আমি দিলে আমাকে অনেকেই বাতিল করবে!

দেরিতে উত্তর করলাম।

৭৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

নজসু বলেছেন: ড. মাহফুজুর রহমান কিন্তু সরল সোজা একজন মানুষ। তাই আমি তার গান নিয়ে কোন কথা বলতে চাইনা। অনেকে উনাকে নিয়ে মজা করেন। আমার মনে হয় এটা করা ঠিক নয়। কি বলেন প্রিয়?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: কি বলেন প্রিয়?

আমি আবার আপনার প্রিয় হলাম কবে?
ভাল তো!!


ড. মাহফুজুর রহমান সোজা মানুষ ঠিক আছে, কিন্তু বেশ খানিকটা গাড়লও আছে।

৭৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাই ঢাকার মানুষ বা অন্যান্য জেলার মানুষ বলে কথা না,কথাটা হলো পুরো বাংলাদেশের। যানজট কম ঠিক আছে ভালো কিন্তু যানবাহনও যে কম সেটা কি কারো চোখে পরেনা? সব জেলার মানুষ মিলেইতো আমাদের এই সুন্দর ঢাকা শহর। তারা আছে বলেই আজ আমরা আছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: যানজট কম ঠিক আছে ভালো কিন্তু যানবাহনও যে কম সেটা কি কারো চোখে পরেনা?

আপনার কথাটি ঠিক নয়।

আর অবশ্যই ঢাকার কথা আলাদা করে ভাবতে হবে।
কারণ ঢাকায় অনেক সমস্যা, যেটা অন্য কোথাও নেই।

ধন্যবাদ প্রভা।

৭৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

স্রাঞ্জি সে বলেছেন:


বিজন দা আপনি এতদিন কয় ছিলেন....???




২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: অসুস্থতায় আর ব্যস্তায় একাকার ছিলাম।

ধন্যবাদ মনে করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.