নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃটোকাই

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫


ছোট ঘরে মিষ্টি শিশু, চাঁদ হয়ে যেন এসে।
আলোয় ঘর ভরিয়ে দিলো, ফোকলা মুখে হেসে।

ভাই, বোন, মা, বাবা বলে, শিশুটি যারেই ডাকে।
সেই তারে কোলে তুলে , চুমো মুখে আঁকে।

ছোট্ট শিশু হবে বড় , ভেবে তাহার মা।
মানিক ধন তার আগলে রাখে, সয়ে হাজার ঘা।

বাবু সোনা, বাবু রুপো , বাবু মানিক ধন।
হাজার নামে ডাকে সবাই, জিততে তাহার মন।

আরো একটা শিশু যখন একলা পথের পাশে।
কোন ঘর হয়নাকো আলো যখন সে হাসে।

ভাই, বোন ,মা ,বাবা বলে, শিশুটি যারেই ধরে।
ছাড়িয়ে হাত, সেই করে বেহাত , শাসায় বারে বারে।

কোনো মাই ভাবেনা , সে হবে একদিন বড়।
তার তরে কেউ সহেনা কিছু,আঘাত দেয় যে আরো।

সোনা রূপা যাই বলো, কোন নাম তার নাই।
সভ্য ধরায় তবু্‌ও তার নাম হয়েছে টোকাই।

ঢাকা
৫ আগস্ট
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৫

মাহিরাহি বলেছেন: পথ শিশুদের জন্য কিছু করার উদ্যোগ নিলে ভাল হয়, সা ইনের প্ল্যাটফর্ম থেকে

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

বিলিয়ার রহমান বলেছেন: উদ্যোগী হওয়াটা আমাদের সামাজিক দায়িত্ব। পথ শিশুদের নিয়ে যারা কাজ করে তাদের কারো সাথেই আমার চেনাজানা নেই্।
সুযোগ পেলে অবশ্যই পথ শিশুদের জন্য কিছু করার চেষ্টা করবো।

ভালো থাকুন মাহিরাহি।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

অনুকথা বলেছেন: সুন্দর কবতিা

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন অনুকথা ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫

ভীনদেশী বলেছেন: আপ্লুত+ অনেক শুভকামনা

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যরে জন্য ধন্যবাদ ভীনদেশী ।ভালো থাকুন।


৪| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

ছায়াহরিণ বলেছেন: সহজ শব্দে লেখা তবুও দারুন লেগেছে।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভালো থাকার শুভকামনা রইলো।

৫| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো কবির মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভালো থাকার শুভকামনা রইলো।

৬| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

ভীনদেশী বলেছেন: প্রতি উত্তর করায় আনন্দিত হলাম। আপনার কবিতাটি সত্যি হৃদয় ছুঁয়েছে বিশেষত “আরো একটা শিশু যখন একলা পথের পাশে।
কোন ঘর হয়নাকো আলো যখন সে হাসে।’’

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

বিলিয়ার রহমান বলেছেন: হৃদয় ছুঁয়েছে শুনে ভালো লাগলো।


ভালো থাকুন

৭| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

শায়মা বলেছেন: শুরুটা পড়ে মন আনন্দে ভরছিলো শেষটা শুরু হতেই মনটা কষ্টে ভরে গেলো।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় ব্লগার শায়মা আমার কবিতায় আপনার মন্তব্য!! সত্যিই অবিশ্বাস্য লাগছে।

ভালো থাকুন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শায়মা বলেছেন: শুরুটা পড়ে মন আনন্দে ভরছিলো শেষটা শুরু হতেই মনটা কষ্টে ভরে গে

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যরে জন্য ধন্যবাদ ।

ভালো থাকুন।

৯| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

অনুকথা বলেছেন: পতিতা নামে আপনার আরও একটা কবিতা পড়লাম। সামাজিক বিচ্যুতিগুলো দারুন ভাবে তুলে ধরেন আপনি। অনকে শুভকামনা রইলো।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভালো থাকার শুভকামনা রইলো।

১০| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!:)

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আপুমনি আপনার প্রতিও রইলো অনেক অনেক ভালোবাসা ।


সুস্থ ও সুন্দর থাকুন সবসময়।

১১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হয়েছে।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন দিশেহারা রাজপুত্র।

১২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লেখা।পড়ে আলোড়িত হলাম।বৈষম্যের সমাজে আরো নিদারুণ কতকিছু দেখতে হবে

০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।



ভালো থাকার শুভকামনা রইলো

১৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লিখছো, ভাইয়ু।

০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়ু আলভী রহমান শোভন।



ভালো থাকার শুভকামনা রইলো

১৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

অরুনি মায়া অনু বলেছেন: এ অপরাধের দায় ভার আমাদের সবার

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যরে জন্য ধন্যবাদ ।

ভালো থাকুন।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: টোকাইদের প্রতি কবিতায় ব্যক্ত আপনার মমত্ববোধ দেখে মুগ্ধ হ'লাম। কবিতা ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম।



ভালো থাকার শুভকামনা রইলো প্রিয় ব্লগার খায়রুল আহসান।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: ওরা আমাদেরই কেউ না কেউ ...............

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে আমিও একমত।
কিন্তু ওদের সাথে খারাপ আচরন করা অনেকের কাছেই স্টাইল হয়ে উঠেছে।


এই ক্যালচারটার পরিবর্তন হওয়া দরকার।
ভালো থাকুন ভাই শাহরিয়ার কবীর

১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: হুম,
আবার আজকাল ওদের নিজে কিছু কিছু এনজিও ব্যবসা শুরু করেছে।

১০ টাকার খাবার দিয়ে ৫০০ ছবি তোলে।
এই ছবি দিয়ে তারা আবার ভিক্ষা করে।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে আবারো সহমত পোষন করলাম।

“১০ টাকার খাবার দিয়ে ৫০০ ছবি+এই ছবি দেখিয়ে ভিক্ষা “
আবেগ নিয়ে কি অদ্ভূত ব্যবসা।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে কবি। শুভ কামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: কষ্ট করে এতো পুরণো কবিতা পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

ভালোথাকুন প্রথমকথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.