নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পরকীয়া

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪


পরবাসে পার করা একা মোর জীবনে
সুধা হয়ে আসিলো সে এলোমেলো ভূবনে্।
এলোকেশী সে রূপসী চোখে প্রেম বাড়িয়ে
মোরে ফেলে ভুলে ভালে মোন নিলো কারিয়ে।

ফাঁকা ঘরে মোরে ধরে নিয়ে সে পালিয়ে
হয়ে শিশু সব কিছু মোরে দেয় বিলিয়ে।
ভুলে ভুলে ফোটা ফুলে ভরে থাকা মধুতে
মোরে দিয়ে শুষে নিয়ে সাজে সে সাধুতে।

মোর যাহা আধ পাওয়া প্রণয়ের পিরীতি
তাহারইতা পরকীয়া প্রেম একটু বাড়তি।
অবশেষে বেঁকে বসে কহিলাম তাহারে
মোর হিয়া পরকীয়া আর নয় আহারে।

শুনে সবই চুপি চুপি কাঁদিয়ে সে কহিল
নপুংসক পতি তারে প্রেম ভিখারি করিল।
ভিখারি ভিখ মেগে যদি পায় বারবার
পরকীয়া তবে তার নাকি এক অধিকার।

পরিশেষে মৃদু হেসে ভেবে আমি তারে কই
যদি পারো তবে করো পরকীয়া জানিয়েই।
প্রেম বড় স্বর্গীয় চোরা পথে তারে নয়।
তাইতো পরকীয়া পালিয়ে আর নয়।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

ইফতি সৌরভ বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে ।

Nokia mobile এককালে use করলেও "পরকীয়া" সর্বদা না।

প্রথম আট লাইন awesome

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালেঅ থাকুন সবসময়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা। :)
ভালোই লিখেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

রুবিনা পাহলান বলেছেন: পরের সাথে যে কিয়া তাকে বলে পরকীয়া। পর কি আর তখন পর থাকে? পর হয়ে যায় তখন সবার চেয়ে আপন। তাই বলি নারী আর নয় পরকীয়া এসো বলি স্বকীয়া।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: দারুন বলেছেনতো।


ভালো থাকুন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

স্বপ্ন ফেরারী বলেছেন: প্রেম বড় স্বর্গীয় ,চোরা পথে তারে নয়।
তাইতো পরকীয়া, পালিয়ে আর নয়।
ভালো লাগলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


Shopno ferari ভালো থাকুন সবসময়।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

অনুকথা বলেছেন: বলেছেন বটে। তবে সবকিছু সমর্থন জানাতে পারলাম না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৭

বিলিয়ার রহমান বলেছেন: কোন ব্যাপারটায় সমর্থন জানাতে পারেননি একটু বলবেন কি???

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

নাসের গ্যাং ০০৭ বলেছেন: হা হা :D :D :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা কমেন্টে হাসলেন
আমাকেও হাসালেন নাসের গ্যাং ০০৭।


ভালো তাকুন সবসময়।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: ভালোই লিখছেন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালেঅ থাকুন সবসময়।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

মার্কো পোলো বলেছেন: পরকীয়া কি আর প্রকাশ্যে হয়। গোপনে কৃত প্রেম পরকীয়া তখনই হয়। ;)

ভাল লাগলো ভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


মার্কো পোলো ভালো থাকুন সবসময়।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪

তাওহীদ পলাশ বলেছেন: হাসালেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে হাসাতে পেরেছি শুনে আমারও যে হাসতে ইচ্ছে করছে।
হা হা হা


তাওহীদ পলাশ ভালো থাকুন সবসময়।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর আর মিস্টি একটা কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন সবসময়।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

শামছুল ইসলাম বলেছেন: ছন্দে ছন্দে বলা কথাগুলো ভাললেগেছে এবং হাসিও পেয়েছে।

//পরিশেষে মৃদু হেসে ভেবে আমি তারে কই
যদি পারো তবে করো পরকীয়া জানিয়েই।
প্রেম বড় স্বর্গীয় চোরা পথে তারে নয়।
তাইতো পরকীয়া পালিয়ে আর নয়।//


ভাল থাকুন। সবসময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।



শামছুল ইসলাম ভালো থাকুন সবসময়।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

ভীনদেশী বলেছেন: মোর যাহা আধ পাওয়া প্রণয়ের পিরীতি
তাহারইতা পরকীয়া প্রেম একটু বাড়তি।
অবশেষে বেঁকে বসে কহিলাম তাহারে
মোর হিয়া পরকীয়া আর নয় আহারে।


ভাললেগেছে
ভাল থাকুন। সবসময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


ভীনদেশী ভালো থাকুন সবসময়।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

অনুকথা বলেছেন: আপনার কবিতায় পরকীয়ার জন্য নারীদের বিশেষভাবে দায়ী করেছেন।
এখানে আমি আপনার সাথে একমত নই। তবে কবিতা ভালোহয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আচ্ছা ঠিক আছে কেবল আপনার জন্য ন্যারেটর একজন নারী। এবার কিন্তু পুরুষরা বিশেষভাবে দায়ী হয়ে গেল। হা হা হা


ভালো থাকুন সবসময়।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

ছায়াহরিণ বলেছেন: সুন্দর লেখনী কবিতাটা ভালো লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ছায়াহরিণ শুভেচ্ছা জানবেন

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


অদৃশ্য আপনাকেও শুভকামনা।

ভালো থাকুন সবসময়।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন সবসময়।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

বলেছেন: খুবই ভালো লাগলো লেখাটি, তবে ছবিটি সবকিছু ছড়িয়ে দিয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


আবুলমিয়া আপনার প্রতি ভালো থাকার শুভকামনা রইলো।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

সোহানী বলেছেন: আরে ভালো উপদেশ... পরকীয়া করবে জানিয়ে... হাহাহা তাহলেতো নাম পাল্টে হবে আপনকীয়া......++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সবাইকে জানিয়ে পরকীয়াতো করা অসম্ভব।

একারনেইতো এমন উপদেশ। হা হা হা!!!!


ভালো থাকুন সবসময়।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেন !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনিতো আরো দারুন লেখেন ভাই।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আগেই পড়েছিলাম।

ভালো লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ফের পাঠ + মন্তব্যের জন্য কৃতার্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.