নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ষোড়শী

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭


বিলিয়ার রহমান রিয়াজ

সবার তরে হয়তো কেবল
তুমি নব্য ষোড়শী
কারো চোখে হয়েছো হয়তো
এর চেয়ে কিছু বেশি

ও সুন্দরী তম আমার হৃদয় জুড়ে
হাজার বছর ধরে
হয়ে আছ তুমি শ্রেষ্ঠ পরী
মায়াবী এক স্বগীয় অপ্সরী।

মনে কি পড়ে
বছর পাঁচেক আগে
ক্যালেন্ডারের প্রথম ভাগে
তোমারই এক গুরু হয়ে
এসেছিলাম তোমার গৃহালয়ে

অতঃপর তম যত
দিবস হয়ছে গত
ছিলো সবি প্রতীক্ষা ভরা
ফের তোমায় দেখবো বলে
কত ছিল মোর তাড়া।

তোমার সাথে কত অকারন
জিজ্ঞাসা আর হতো কথোপকথন
শত অযুত লক্ষ কথা
এ মনে আজও যা গাঁথা।

কেন যেন তবুও একটি বারে
ও রূপসী তোমার তরে
হয়-নিকো বলা এ কথাটি
ভালোবাসি, বাসো কি ভালো মোরে? ( সংক্ষেপিত)

(ছবিঃ ইন্টারনেট)
ঢাকা
২৩ জুলাই
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: মনে কি পড়ে
বছর পাঁচেক আগে
ক্যালেন্ডারের প্রথম ভাগে
তোমারই এক গুরু হয়ে
এসেছিলাম তোমার গৃহালয়ে


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম প্রিয় ছন্দের জাদুকর। ভালো থাকুন সবসময়।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আয়োজন ভালো ছিল। তবে কমতি আছে। মোটামুটি লেগেছে আমার কাছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: “মোটামুটি লাগাটাতেই
আমি যখন খুশি
কমতির কথা ভুলে গিয়ে তাই
লিখবো আরো বেশি।

হয়তো তোমার পরবে চোখে
আমার হাজার ভুল
শুধরে দিয়ে তুমিই আবার
দেবে মোরে ফুল।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: দারুন ++++

সত্যিই কি তাই প্রিয় শাহরিয়ার কবীর !!!!!!



৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: মোটামুটি লাগাটাতেই
আমি যখন খুশি
কমতির কথা ভুলে গিয়ে তাই
লিখবো আরো বেশি।

হয়তো তোমার পরবে চোখে
আমার হাজার ভুল
শুধরে দিয়ে তুমিই আবার
দেবে মোরে ফুল।

ভালো থাকুন প্রিয় সুমন কর ।


৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো
বলে ভালো
করলে যখন ঋণি

তোমায় তাই
দিলাম ভাই
আমার হৃদয় খানি।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

গেম চেঞ্জার বলেছেন: ভালো হয়েছে (+)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইয়ের মুখে
শুনেছি যখন
মোর পদ্যখানা ভালো

এই ভালোটাই
হোকনা আমার
আঁধার পথের আলো।

ভালো থাকুন প্রিয় গেম চেঞ্জার।


৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:

"মনে কি পড়ে
বছর পাঁচেক আগে
ক্যালেন্ডারের প্রথম ভাগে
তোমারই এক গুরু হয়ে
এসেছিলাম তোমার গৃহালয়ে "

-আমার মনে হয়, আপনি নিয়ম ভেংগেছেন; এটা গুরুতর দিক; সেটাকে বাদ দিলে বাকীটুকর আবাদন আছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় ব্লগার চাঁদগাজী

নাথিং ইজ আন ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। হা হা হা

বিদ্রঃ কবিতাটার প্লট আমার এক বন্ধুর কাছ থেকে ধার করা।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

খোলা মনের কথা বলেছেন: ও সুন্দরী তম আমার হৃদয় জুড়ে
হাজার বছর ধরে
হয়ে আছ তুমি শ্রেষ্ঠ পরী
মায়াবী এক স্বগীয় অপ্সরী।

মনে কি পড়ে
বছর পাঁচেক আগে
ক্যালেন্ডারের প্রথম ভাগে
তোমারই এক গুরু হয়ে
এসেছিলাম তোমার গৃহালয়ে


কথা গুলো চমৎকার হয়েছে। শুভ কামনা রইল চালিয়ে যান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


খোলা মনের কথা আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

ইফতি সৌরভ বলেছেন: ছন্দ গুলো অনেক ভালো লেগেছে :#)

শুভ কামনা রইল 'গুরু'র জন্য, কবি'র জন্য

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ইফতি সৌরভ শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সব সময়।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

অনুকথা বলেছেন: দারুন লিখেছেন ++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: অনুকথা শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সব সময়।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো হয়েছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


খাইরুন নাহার বিনতে খলিল আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

নাসের গ্যাং ০০৭ বলেছেন: কবিতা দারুন ++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: নাসের গ্যাং ০০৭ শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সব সময়।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

ছায়াহরিণ বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগল। +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সব সময়।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

মেহেদী রবিন বলেছেন: সুন্দর

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


মেহেদী রবিন আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

জেন রসি বলেছেন: ভালো। তবে ছন্দ মিলানোর চেষ্টা না করলে বোধহয় আরো ভালো হত। শুভেচ্ছা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় জেন রসি মন্তব্যের জন্য রইলো শুভেচ্ছা।

ছন্দ মিলানোর চেষ্টা না করলে সত্যিই হয়তো আরো ভালো হত।
তবে আমার কাছে ব্লাঙ্ক ভার্সের কবিতাগুলো কেমন যেন লাগে। তাই ছন্দে মিলিয়ে লেখার চেষ্টা করি।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: সেকি এখনো বলেননি "ভালবাসি"!
নাহ ভুল করেছেন। দ্রুত বলে ফেলুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: অলরেডি একজনকে ভালবাসি কথাটি বলে ফেলেছি।এখন সেই আমার স্ত্রী হন।
তাই নতুন কাউকে বললে বা বলার চেষ্টা করলে শহীদ হতে হবে। হা হা হা


বিদ্রঃ কবিতাটি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে লেখা ।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

অরুনি মায়া অনু বলেছেন: তাহলে আর বলে কাজ নেই। স্ত্রীর মত আপন আর কেউ হয়না দুনিয়ায় : P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: স্ত্রীরা কতটা আপন হন জানিনা তবে তারা নাকি চাটনির মতো(টক,ঝাল, মিষ্টি)। হা হা হা

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫১

ভীনদেশী বলেছেন: ক্যামতে কি?
সব কিছু গোলমেলে লাগতেছে বিল্লু।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০১

বিলিয়ার রহমান বলেছেন: তাই বুঝি ভীনদেশী!!!

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ইয়ে,মানে বলতেছিলাম,আমিও তো ষোড়শী।তাই,চুন্দ্রী রে,আমার কাছে হস্তান্তর করলে খুশি হইতাম।আপনে অথবা আপনার বন্ধুর জন্য ৮০বছরের বুড়ি হয়ত ঠিকাছে। ;) :P
কবিতা বরাবরের মতই কম বুঝি।তাই ভালো খারাপ মন্তব্য করলাম না।আমার কাছে কবিতার প্লট টা অনেক ভালো লেগেছে।তবে,কবিতার সাথে কবিতার নাম হয়ত যথাযথ হয় নি। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য + মৃদু সমালোচনার জন্য ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই।

ভালোথাকুন সবসময়।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

জনৈক অচম ভুত বলেছেন: বেশ ভাল। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: জনৈক অচম ভুত মন্তব্যের জন্য রইলো শুভেচ্ছা।

ভালোথাকুন সবসময়।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।++

ছাত্রীর সাথে প্রেম করা ভালু নাহ :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ছাত্রীর সাথে প্রেম করা ভালু নাহ

হু আমারও তাই মুনে হয় ।হা হা



২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: কেন যেন তবুও একটি বারে
ও রূপসী তোমার তরে
হয়-নিকো বলা এ কথাটি
ভালোবাসি, বাসো কি ভালো মোরে?


বেশ ভালো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


নীলপরি আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসি এ কথাটি হয়নি বলা,
একই পথে কারও সাথে হয়নি চলা
হায় প্রেম এলোনা বুঝি এই জীবনে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বলেন কি !
প্রেম এখনো আসেনি।

তাতে কি আপনি নিজেই প্রেমের কাছে চলে যান। হা হা হা

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম প্রিয় শামচুল হক । ভালো থাকুন সবসময়।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: অন্তহীন এসব কুসুম কুসুম ভাবনা, অপ্রকাশিত বাসনা!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

কিছু দিন ব্লগে দেখিনি। কোথায় ছিলেন।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: একটু ঝামেলায় ছিলাম। তাছাড়া ল্যাপটপেও কেন জানি উইনডোজ লোড হচ্ছেনা। ঈদের দীর্ঘ ছুটির কারণে আশু মেরামতও সম্ভব নয়। আপাততঃ ধার করা ল্যাপটপ দিয়ে কোনমতে কাজ চালাচ্ছি। ফাইল ও প্রোগ্রামগুলো মুছে যাবে কিনা সেই চিন্তায় অস্থির আছি।
আপনার অনুসন্ধান এবং আগ্রহে প্রীত হ'লাম। পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

আপনার প্রতিও রইলো পবিত্র ঈদের শুভেচ্ছা ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: লেখার গাঁথুনিতে কবিতা ভাল লেগেছে। বাল্যবিবাহ, ইভ-টিজিং ইত্যাদির বেড়াজালে ষোড়শীকে লেখা কবিতায় একটু বাধা থেকে যায়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


সৈয়দ আবুল ফারাহ্‌ আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: দারুন কবিতা।
শুভকামনা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: ফরহাদ মেঘনাদ শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সব সময়।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ষোড়শী তরে ভালোভাষার আকুতি মাখা কথামালায় ভালোলাগা

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় সাদা মনের মানুষ ।

আপনার প্রতিও রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

বিলিয়ার রহমান বলেছেন:

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: অসাধারণ লিখেছেন

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: শমীক বন্দ্যোপাধ্যায় মন্তব্যের জন্য রইলো শুভেচ্ছা।

ভালোথাকুন সবসময়।

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

টাইপো ঠিক করে নিয়েন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৯

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.