নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেম গীতিকা-০২

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫


প্রথম যেদিন আমায় ঐ বাহুডোরে নিয়েছিলে।
অতঃপর যখন অদৃশ্যলোকে হারালে
সমগ্র সুখ আমার ডুবে ছিল বিষাদের ঢলে।

আমি সফেদ শুভ্র মেঘের ভেলায় চরে
খুঁজেছি তোমায় হিম শীতল সমীরে ।
হেলে পড়া হিজল আর তমালের বাগে
তোমার অন্বেষণ চালিয়েছি অনুরাগে।
নিঃস্তদ্ধ রাত্রিতে ঝরা শিশির ভেজা ঘাসে
নগ্ন পদে হেঁটেছি তোমার স্পর্শের আশে ।
নিষ্ঠুর নিয়তি ঘুমন্ত দিনমনির প্রভায়
তোমায় লুকিয়েছিল বুঝি দিগন্তের সীমানায়।
নীরহারা বিরহী শালিক পাখির মতো
প্রেমাশায় হৃদয় আমার পুড়ছিল অবিরত।
সব সুধা, সব রূপ, সমস্ত প্রাণের উচ্ছ্বাস
আমি তোমাতে দেখেছি হে মায়াবিনী রূপসী।
তাইতো তোমায় ভালোবাসি ভালোবাসি।


প্রেম গীতিকা-০১

ঢাকা
২২ সেপ্টেম্বর ২০১৬ইং

মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম!:)

ভালো থাকুন সুমন ভাই!:)


২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মার্কো পোলো বলেছেন:
সব সুধা, সব রূপ, সমস্ত প্রাণের উচ্ছ্বাস
আমি তোমাতে দেখেছি হে মায়াবিনী রূপসী।
তাইতো তোমায় ভালোবাসি ভালোবাসি।


দারুণ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলো আপনার দারুন লেগেছে শুনে অানন্দিত হলাম।:)

ভালোথাকুন!:)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০১

প্রথমকথা বলেছেন: ভাল হয়েছে প্রেমগীত।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমকথা শুভেচ্ছা জানবেন!:)

পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

আরিয়ান রাইটিং বলেছেন:
নিঃস্তদ্ধ রাত্রিতে ঝরা শিশির ভেজা ঘাসে
নগ্ন পদে হেঁটেছি তোমার স্পর্শের আশে ।


দুটি লাইন মনের গভীরে স্পর্শ করেছে। ভাল লাগলো অনেক।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আরিয়ান রাইটিং শুভেচ্ছা জানবেন!:)


আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!:)

ভালোথাকুন!:)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: নীরহারা বিরহী শালিক পাখির মতো
প্রেমাশায় হৃদয় আমার পুড়ছিলো অবিরত।
-- বিরহ বেদনার চমৎকার অভিব্যক্তি!
কবিতার ভাব প্রকাশ সুন্দর হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম!:)


ভালোথাকুন প্রিয় খায়রুল আহসান!:)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




কবিতার শরীর জুড়ে তৃষ্ণা , তৃষ্ণা কবির বুক জুড়েও ....।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় আহমেদ জী এস শুভেচ্ছা জানবেন।:)

পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫

মেহেদী রবিন বলেছেন: বরাবরের মতই ভালো

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

মেহেদী রবিন ভালোথাকুন!:)

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর++

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

খাইরুন নাহার বিনতে খলিল ভালোথাকুন!:)

৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:

যারা হৃদয়ে একবার ভালোবাসার ছোঁয়া পেয়ে তাকে হারিয়েছে, তারা ভয়ংকর হতভাগ্য

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই শুভেচ্ছা জানবেন!:)

পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ বেশ তো। কাব্যের সাথে মিষ্টি মিষ্টি ভালবাসা নামক ইল্যুশনের ছোঁয়া।

যাই হোক - বানানে অনেকগুলো ভুল দেখলাম। আসলেই কি ভুল নাকি আমি জানিই ভুল। একটু চেক করে নিবেন।
কবিতায় বানান ভুল থাকলে আমার অস্বস্তি লাগে।

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: রক্তিম দিগন্ত শুভেচ্ছা জানবেন!:)

আপনার বেশ কথাটায় অনুপ্রেরণা পেলাম! :)

ভালোথাকুন!:)

১১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

যারা প্রেম খুঁজে মরে তাদের জন্য প্রেমগীতিকা একটি প্রেমেজর্জর সরোবর বটে। চলুক! প্লাস+++

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: ভ্রমরের ডানা পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

প্লাসে অনুপ্রেরণা পেলাম!:)

ভালোথাকুন!:)

১২| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১১

ছায়াহরিণ বলেছেন: ভালো লাগল ++

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: শুভেচ্ছা জানবেন!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: প্লাসে অনুপ্রেরণা পেলাম!:)
ভালো থাকুন!:)

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১১

ছায়াহরিণ বলেছেন: ভালো লাগল ++

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৭

অনুকথা বলেছেন: হেলে পড়া হিজল আর তমালের বাগে
তোমার অন্বেষণ চালিয়েছি অনুরাগে।


সুন্দর বলেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ +মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৯

অনুকথা বলেছেন: প্রিয়তে নিলাম।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ!:)

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৯

নাসের গ্যাং ০০৭ বলেছেন: বাহ! সুন্দর কবিতা।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + লাইকের জন্য কৃতজ্ঞতা!:)

মন্তব্যে পেলাম অনুপ্রেরণা!:)

ভালোথাকুন!:)

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

ভীনদেশী বলেছেন: আমি সফেদ শুভ্র মেঘের ভেলায় চরে
খুঁজেছি তোমায় হিম শীতল সমীরে ।
হেলে পড়া হিজল আর তমালের বাগে
তোমার অন্বেষণ চালিয়েছি অনুরাগে।
নিঃস্তদ্ধ রাত্রিতে ঝরা শিশির ভেজা ঘাসে
নগ্ন পদে হেঁটেছি তোমার স্পর্শের আশে ।

সুন্দর।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!:)

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

ভীনদেশী বলেছেন: আমি সফেদ শুভ্র মেঘের ভেলায় চরে
খুঁজেছি তোমায় হিম শীতল সমীরে ।
হেলে পড়া হিজল আর তমালের বাগে
তোমার অন্বেষণ চালিয়েছি অনুরাগে।
নিঃস্তদ্ধ রাত্রিতে ঝরা শিশির ভেজা ঘাসে
নগ্ন পদে হেঁটেছি তোমার স্পর্শের আশে ।

সুন্দর।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না,
দেখেছি হৃদমাঝারে মনের মানুষ কাঁচা সোনা...

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

ভালো থাকুন রূপক বিধৌত সাধু !:)

২০| ১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: দিশেহারা রাজপুত্র শুভেচ্ছা জানবেন!:)


পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

২১| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৬

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম!:)

ভালোথাকুন!;)

২২| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লেগেছে কবি।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: অশেষ ধন্যবাদ কবি!:)


পাঠ + মন্তব্যের জন্য কৃজ্ঞতা!:)

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২১

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: অপ্‌সরা শুভেচ্ছা জানবেন!:)

পাঠ + লাইকের জন্য কৃতজ্ঞতা!:)

মন্তব্যে পেলাম অনুপ্রেরণা!:)

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসার গীতিকায় ভালোলাগা জানিয়ে গেলাম।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় সাদা মনের মানুষ শুভেচ্ছা জানবেন!:)

পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩

জুন বলেছেন: কবিতায় কবির ভালোবাসার আকুতি দেখে মন ছুয়ে গেলো বিলিয়ার রহমান ।
+

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু শুভেচ্ছা জানবেন!:)

পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)

আপনার দেয়া প্লাসে পেলাম অনুপ্রেরণা!:)

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬

অরুনি মায়া অনু বলেছেন: বেঁচে থাক ভালবাসা, সকল বিরহ মুছে যাক। ভাল লেগেছে।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পর ব্লগে এলেন!:)

পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!:)


ভালোথাকুন!:)

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩

নায়না নাসরিন বলেছেন: আমি তোমাতে দেখেছি হে মায়াবিনী রূপসী।
তাইতো তোমায় ভালোবাসি ভালোবাসি।

কি চমৎকার করে বলেছেন ভালোবাসি ভালোবাসি ।
++++++

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪

বিলিয়ার রহমান বলেছেন: নায়না নাসরিন শুভেচ্ছা জানবেন!:)

পাঠ + লাইকের জন্য কৃতজ্ঞতা!:)

মন্তব্যে পেলাম অনুপ্রেরণা!:)

ভালোথাকুন সবসময়!:)

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৮

টমাটু খান বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: টমাটু খান শুভেচ্ছা জানবেন!:)

মন্তব্যে প্রীত হয়েছি!:)

ভালো থাকার শুভকামনা রইলো!:):)

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৮

জেন রসি বলেছেন: কি যেন পেয়েও নেই। এই অনুভুতিটা কবিতায় ভালোভাবেই প্রতিফলিত হয়েছে। চমৎকার।

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন!:)

জেন রসি ভালোথাকুন সবসময়!:)

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

জীবন সাগর বলেছেন: ভালোবাসা বুঝি এমনই, মরু বালির বুকে জল ছিটিয়ে ভেজানোর চেষ্টা করা! ভালোবাসার শেষ নেই, নেই সীমারেখা! ভালোবাসা সকল অসীমতা পার হয়ে ছড়ায়েছে নিজেকে একা!

আপনার ভালোবাসার অসীমতা আমার ভাল লেগেছে। সুন্দর কবিতা। কবিকে অসংখ্য শুভেচ্ছা

১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪০

বিলিয়ার রহমান বলেছেন: জীবন সাগর

আপনাকে শুভেচ্ছা!:)

এত পুরোনো পোস্টে কষ্ট করে আসে মন্তব্যকরার জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.