নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সী চিনে নিও আমায়

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

আমি সব কালে
তোমায় ভালবাসি বলে
নদী মাঠ হয়ে, থাকবো যে রয়ে।
ঐ দৃষ্টির সীমানায়
প্রিয়ে, চিনে নিও আমায়।

হয়ে প্রভাতি ফুল
সাজাবো তোমার চুল
নয়তো বৃষ্টি হয়ে, আমি দিবালয়ে।
অঙ্গে জড়াবো তোমায়
প্রিয়ে,চিনে নিও আমায়।

বিকেলের আলোয় কভু
সূর্যের লাল হবো
সন্ধ্যা আঁধারে ,পাখির ডানায় চড়ে।
ফিরবো বলে দৃষ্টি দিও
আর মোরে চিনে নিও।

প্রেয়সী রাতের তিমিরে
তোমার মনের 'পরে
বিরহ যদি আসে,বসে বাতায়ন পাশে।
ও মোর কলি
খুজিও তোমার অলি।

কোন এক জোৎস্না রাতে
যদি মোরে মনে হয়,তবে মিনতি তোমায়
বলে চাঁদের সাথে কথা
ভুলিও মোনের ব্যথা
আমি থাকবো সেই চাঁদের জোৎস্নায়
তুমি চিনে নিও আমায়।

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ধ্রুবক আলো বলেছেন: কি এক আবেগীয় অনুরোধ, আহা! এরপর যদি প্রেয়সী না আসে তাহলে মহা অন্যায় হয়ে যাবে!!
কবিখানি খুব ভালো লাগলো,
অনেক দিন পর লেখা পেলাম, রিয়াজ ভাই কেমন আছেন?

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো,
ভালো আছি, ব্যস্ত ছিলাম তাই ব্লগে সময় দিতে পারিনি।
আমায় মনে রাখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা!!:)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

হূতুম পেঁচা বলেছেন: ভালো লাগলো ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রেরণা পেলাম!:)

হূতুম পেঁচা আপনি ভালোথাকুন!:)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪

মার্কো পোলো বলেছেন:
চমৎকার।

ভাল লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলো আপনার মন্তব্য পেয়ে আমারও ভালো লাগলো!!;)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: চিনতে পারলেই ভালো!

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: চিনতে পারারইতো কথা নাকি???;)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

অবনি মণি বলেছেন: কোন এক জোৎস্না রাতে
যদি মোরে মনে হয়,তবে মিনতি তোমায়
বলে চাঁদের সাথে কথা
ভুলিও মোনের ব্যথা
আমি থাকবো সেই চাঁদের জোৎস্নায়
তুমি চিনে নিও আমায়।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: শুভেচ্ছা জানবেন!:)

পাঠ ও মন্তব্যের জন্র ধন্যবাদ!!:)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন ++++

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১২

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় অনুপ্রাণিত হলাম প্রামানিক ভাই!:)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

বিলিয়ার রহমান বলেছেন: যাক তবুও তো মোটামুটি লাগল!!:):)

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাংলার মেয়েরা নিজের ওজন বুঝতে পারবে। কবিতায় নতুন কিছু মাধুরী যোগ হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৭

বিলিয়ার রহমান বলেছেন: চাঁদগাজী

পাঠের জন্য ধন্যবাদ!:) মন্তব্যে অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা!:)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর লিখেছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য + লাইকের জন্য ধন্যবাদ!:)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

ছায়াহরিণ বলেছেন: চমৎকার +

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম যদি হয় প্রেমের মতন- অবশ্যই চিনে নেবে....
বাতাসে ঘ্রানে
দৃষ্টির গভীরতায়
অনুভবের প্রতি পলে...

সে বাঁধনে বাঁধলে প্রিয়াকে :)

++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় বিদ্রোহী ভৃগু

এতগুলো প্লাস!!!

অনেক অনেক কৃতজ্ঞতা!:)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ লাইন


কোন এক জোৎস্না রাতে
যদি মোরে মনে হয়,তবে মিনতি তোমায়
বলে চাঁদের সাথে কথা
ভুলিও মোনের ব্যথা
আমি থাকবো সেই চাঁদের জোৎস্নায়
তুমি চিনে নিও আমায়।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: মায়া ভাই

আপনার মুগ্ধতায় অনুপ্রেরণা পেলাম।
ভালোথাকুন!:)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


"তোমার মোনের পরে
বিরহ যদি আসে,বসে বাতায়ন পাশে। "

-"মোন" কি শুদ্ধ?

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

বিলিয়ার রহমান বলেছেন: টাইপো ছিল

শব্দটা ’মন’ হবে।

অনেক অনেক কৃতজ্ঞতা ভাই!:)

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি অসাধারণ প্রেমের কবিতা!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ভাই!:)

ভালো থাকুন!:)

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,





খুব ঝামেলায় ফেললেন বেচারী প্রেয়সীকে ! এতো এতো খোঁজাখুঁজি করে চিনে নিতে তো বেচারী হাপিয়ে উঠবে !

তবুও ভালো লাগলো ।
অনেকদিন পরে !

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রিয় আহমেদ জী এস !!:)

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

ভীনদেশী বলেছেন: অসাধারণ প্রেমের কবিতা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভীনদেশী!:)

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া
কবিতায় ভালো লাগা রইল...

যাকে উদ্দেস্য করে লেখা সে আপনার মনের কথা গুলো পড়ে নিক
শুভ কামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: এফ.কে আশিক

আপনার শুভ কামনা সমেত মন্তব্যের জন্য ধন্যবাদ!!:)

ভালোথাকুন!!:)

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

অদৃশ্য বলেছেন:



বেশ... ভালো লেগেছে...

শুভকামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় অদৃশ্য পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!:)

ভালোথাকুন!:)

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

জীবন সাগর বলেছেন: ইচ্ছে গুলো দারুণ, প্রিয়ার প্রতি আবেদনও চমৎকার।

ভালো লাগা রেখে গেলাম।
শুভসন্ধ্যা

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

বিলিয়ার রহমান বলেছেন: জীবন সাগর

এই পুরোনো পোস্টে ভালোলাগা রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা ভাই!:)

ভালোথাকুন!:)

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা পড়ে অনেক ভাল লাগল

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে শুভেচ্ছা!:)

ভালোথাকুন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.