নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ- মডুর কাছে পত্র(ওল্ড এন্ড নিউ জিনিয়াস ব্লগারদের কাছে ক্ষমা চেয়ে):):)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

বরাবর
মডু
সামহোয়ারইন..ব্লগ
বিষয়: এক খানা পোস্ট নির্বাচিত করিবার আবেদন। B:-)
জনাব
উইথ ডিউ রেসপেক্ট আমি জানাইতেছি যে সামুতে লিখিতেছি প্রায় পৈানে এক বৎসর যাবৎ। এই সময় ধরিয়া আমি অখাদ্য কুখাদ্য বহুত কিছু লেখিয়া ব্লগের পাতা ভরিয়া রাখিতেছি। লেখার মানের কথা ভাবিয়া কস্মিন কালেও আমার লেখা নির্বাচিত হইবে তাহা কল্পনায় আনি নাই। তবুও ব্লগে লেখিতেছি সেই অযুহাতে অর্ধ বৎসর আগে থেকেই নিজেকে ব্লগার বলিয়া পরিচয় দিতে আরম্ভ করিয়াছি B:-) । এমনকি নিজের শ্বশুরালয়েও তাহা জানাইয়া দিছি বহুত দিন আগে। পরিতাপের বিষয় হইলো সিকি বৎসরর পূর্বে আমার ছোট শালিকাও সামুতে লেখা আরম্ভ করিয়াছেন। তিনি নিয়মিতই আমার লেখালেখিকে যে খুঁটিয়া খুঁটিয়া পরীক্ষা করেন তাহার প্রমান দিলেন গত রাত্তিরে আমার শ্বশুরালয়ের বৈঠকে। ভরা মজলিসে তিনি আমাকে যাহা বলিয়াছেন তাহা তার জবানিতেই আপনাকে জানাইতেছি,“ আপনি কচুর ব্লগার, ৮ মাস ধরে লিখতেছেন তবুও একটা পোস্ট নির্বাচিত হয় নাই অথচ আমি মাত্র তিন মাস ধরে লিখছি তাতেই আমার তেরোটা পোস্ট নির্বাচিত” :-P । তাহার এহেন কথা শুনিয়া ১৩ কে একটা অপায়া সংখ্যা বলিয়া শশুরালয়ের ভরা মজলিস হইতে মান ইজ্জত বাঁচাইয়া কোনক্রমে পালাইয়াছি।এহেন অবস্থায় ইজ্জত বাচাইবার নিমিত্তে আমার অন্তত একখানা পোস্ট নির্বাচিত ব্লগে দেখানো জরুরি হইয়া গেছে।

উলেখ্য নিজের লেখার মানহীনতার কথা বুঝিতে পারিয়া শুপারিশের আশায় বহুত বার আমি খাইরুল আহসান, বিদ্রোহী ভৃগু,আহমেদ জি এস, সুমন কর, দিশেহারা রাজপুত্র, চাঁদগাজী,সাদা মনের মানুষ,ডঃ এম এ আলী, গিয়াস উদ্দিন লিটন, শায়মাপু ,জুনাপু,বিজন রয়, গেমচেঞ্জার,প্রামানিক, শাহরিয়ার কবির, রূপক বিধৈাত সাধু, অরুনি মায়া অনু,ক্লে ডল,হামা ভাই, এডওয়ার্ড মায়া ভাই, হেনা ভাই, পথহারা মানব, মার্কোপোলো, জেন রসি, নীল পরি, হাতুরে লেখক,সাহসী সন্তান, ভ্রমরের ডানা,রক্তিম দিগন্ত, অদৃশ্য সহ আরো অনেককে নিয়মিত …… দিয়া গেছি। কিন্তু তাহারা সুপারিশতো দুরে থাক সম্ভবত আমার নামখানাও আপনাদের কাছে উল্লেখ করেন নাই।তাই বাধ্য হইয়া আজ নিজেই আপনাদের দারস্থ হইলাম।

এমত অবস্থায় লেখার মানের কথা না ভাবিয়া মানবতার খাতিরে (শ্বশুরালয়ে ইজ্জত বাঁচানোর জন্য )একখানা পোস্ট নির্বাচিত করিয়া বাধিত করিবেন। |-)

নিবেদক
বিলিয়ার রহমান

মন্তব্য ১১৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকলে মার্জনা করে পড়বেন। যে সকল ব্লগারদের নাম পোস্টে উল্লেখ করেছি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!:)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬

আমিই মিসির আলী বলেছেন: এই পোস্ট নির্বাচিত পাতায় নিয়া জৈনিক অসহায় ব্লগারকে একটু শান্তনা দেয়া হোক।
সবাই বলি - আমীন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিন ভাই আমিই মিসির আলী !!!:):)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মডারেটরগনের সদয় দৃষ্টি আকর্ষণ করিতেছি। বিলিয়ার রহমান সাহেবের মান ইজ্জতের ব্যাপার।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: পাশে থাকায় খুশি হইলাম হেনা ভাই!:):)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: মডুর প্রতি অনুরোধ রইলো একটি পুরুষ কে তার সম্মান নিয়ে শশুরালয়ে গিয়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: শেষ উপায় হিসেবে এই পথ বাইছ্ছা লইছি ভাই স্নিগ্ধ শোভন !!:):)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

সাহসী সন্তান বলেছেন: ঠিক লোকের কাছে সুপারিশ নামা জমা না দিলে এই অবস্থাই হয়! এদ্দিন আম্রে কইলে কি আর আপনার এই দূর্গতি হয়.... B-)

ইয়ে পোস্ট পর্যবেক্ষনে রাখুম কিনা ভাবতেছি! শালীরে ধুমাইয়া ব্লগাইতে কন! এই পুষ্টেই একখান মন্তব্য দিতে কইয়েন! :P না মানে তাইলে পার্যবেক্ষনডা সার্থক হইতো আর্কি! ;)

ফোস্ট নির্ভাছিত করার ধাভি ঝানাইয়া গেলাম! =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আম্মেনেরেও তো বার কয়েক কইছি !:) মনে কইররা দেহেন!:)

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: এ পোস্টটি নির্বাচিত করিয়ে দেয়া হোক। ( শ্বশুরালয়ে ইজ্জত বলিয়া কথা )

+++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: ৭ প্লাস!:)

বহুত খুব সুমনদা!:)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
আর ভাই আপনার শালিকার আইডি যেন কোনটা? :P

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: তাহার আইডির নাম আমি মুখে আনিবনা ভাই স্নিগ্ধ শোভন !:)

সময় হইলেই পাইয়া যাইবেন!:)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

জাহিদ অনিক বলেছেন: প্রিয় মডারেটরগণ,
বিশেষ কোটায় এই পোস্টটি নির্বাচিত করা হউক ।
বিলিয়ার রহমান এর প্রতি আস্থা জ্ঞাপন করে আমি তার পক্ষে ভোট দিচ্ছি ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকুউউ ভাই জাহিদ অনিক !:)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

আহা রুবন বলেছেন: :P :`> =p~ :-B
নির্বচিত করা হোক।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আমিন ভাই আহা রুবন!:)

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মান তেলবাজি ব্লগার থেকে উপ্রে। আপনি ভাল কিছু লিখে যান দেখবেন মডু নয় পাঠক ব্লগারাই আপনাকে উপ্রে তুলবে। খেয়াল করে দেখবেন মডু যে সমস্ত লেখা নিবাচিত করে তার অধিকাংশ পাঠক প্রিয়তা পায়না।

আপনার জন্য শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: লেখি মনের আনন্দে!

নির্বাচিত অনির্বাচিত এই ব্যাপারগুলো নিয়ে ভাবি না!:)

আজকের পোস্টটাও নিছক মজা করার জন্য!:):)

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, স্হায়ী সমাধানের দরকার; মড়ুরা কতবার রক্ষা করবেন? আমার মনে হচ্ছে, শালী কোন না কোনভাবে শক্তিশালী ব্লগার; উনার লেখা বন্ধ না করা অবধি শান্তি নেই। শালী যদি বিবাহিত না হয়ে থাকে, ড: মাহমুদুর রহমানের কোন শিষ্যের কাছে বিয়ে দেয়া হোক; সেদিকে কাউকে না পাওয়া গেলে বেগম জিয়ার সৈনিকদের একজনের কাছে বিয়ে দেয়ার চেস্টা; সেটা না'হলে আরো কঠিন লোক বের করা সম্ভব, সেটা হলো তেতুল হুজুরের সাগরেদের কাছে বিয়ে! ব্লগিং তো দুরের কথা নিজের নাম বদলায়ে ফেলবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: হাছা কথা কইছেন চাঁদগাজী

কিন্তুক ঘটনা হইলো ইমিডিয়েটলি কি উপরের পরামর্শ মত সব কিছু করা সম্ভব হইবে!:):)

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: মাঝেমাঝে পোস্ট নির্বাচিত না হওয়া ভালো। তাতে করে বুঝা যায় যে মডুদের সাথে ভাবনা চিন্তার পার্থক্য আছে। এটাও উপভোগ্য। ;)

আপনি বলুন আপনি ইউনিক। :P যাইহোক, মডু কি করবে সেটা নিয়ে আমার কোন কনসার্ন নেই। তবে আপনার কবিতা আমার ভালো লাগে। লিখে চলুন। :)


২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখাগুলোও আমার দারুন লাগে জেন রসি!:)

আমি সত্যিই নির্বাচিত অনির্বাচিত এই ব্যাপারগুলো নিয়ে ভাবি না!:)

আজকের পোস্টটাও নিছক মজা করার জন্য!:):)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

সাহসী সন্তান বলেছেন: ওরে আমার মন্তব্য পাইয়াই ভিত্রে আমার নাম ঢুকাইছে! খেলুম না! :P তাইলে আমার প্রথম মন্তব্য কট খাইবো! ;)

পোস্ট প্রকাশিত হইছে রাত ৯:১৯ মিনিটে, আমি মন্তব্য করছি রাত ৯:৩৯ মিনিটে, আর পোস্ট লাস্ট এডিট হইছে রাত ৯:৪৯ মিনিটে! সুতরাং ব্যাপারডা পরিষ্কার! :)

কিন্তু কথা সেইটা না, খেয়াল কইরা দেখেন সবই ঊণ'র কারবার! ঘটনা একদমই সুবিধার না! =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: সাহসী সন্তান(সাস):- কামডা ঠিক করলা না বিলিয়ার মেয়া। X((
বিলিয়ার রহমান(বির):- কোনডা ভাইজান। 8-|

সাস:-তুমি যে আমারে সুপারিশের কথা কইছিলা আর আমি যে হেইডা না পাইররা তোমারে আমার কথা চাইপ্পা যাইতে কইছিলাম? B:-)
বির:-হ ভাই কইছিলেন। :P
সাস:- কিন্তু তার পরও তুমি হেইডা কইয়া এরম আমার হাডে হাড়ি ভইঙ্গা দিলা। #:-S
বির:- ভাই আমিতো কেবল আম্মেরে মনে করাইয়া দিছি। =p~
সাস:- খামোস X(
বির:- (দৌরাইয়া পালাইবে), পালানোর ইমো হবে!

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: বিলিয়ার রহমান

ওসব কথা বলে সামুর মামুদের লজ্জা দিবেন না। B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: :):):)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

মার্কো পোলো বলেছেন:
এই পোস্টখানা নির্বাচিত করা হউক, বিলিয়ার ভাই উনার শ্যালিকার কথার ধাঁজ হাত হইতে বাঁচুক। তো আপনার শ্যালিকার আইডিখানা জানিবার চাই। :P :)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: আম্মে আমার লইগ্গা এই সুপরিশডা আগে করলেই পারতেন ভাই!:)

তাইলে তো এরাম পোস্ট দেওন লাগত না!!:):)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন: মডুর প্রতি অনুরোধ রইলো একটি পুরুষ কে তার সম্মান নিয়ে শশুরালয়ে গিয়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার। :)


সহমত জানাইয়া গেলাম :P

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সুলতানা আফা আম্মে ঝেহেতু নির্বাচিত হওনের লইগ্গা মত দিছেন তাইলে মনে হয় এইবার হইয়া ঝাবো!!:):)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০

খোলা মনের কথা বলেছেন: “ আপনি কচুর ব্লগার, ৮ মাস ধরে লিখতেছেন তবুও একটা পোস্ট নির্বাচিত হয় নাই অথচ আমি মাত্র তিন মাস ধরে লিখছি তাতেই আমার তেরোটা পোস্ট নির্বাচিত” :-P । তাহার এহেন কথা শুনিয়া ১৩ কে একটা অপায়া সংখ্যা বলিয়া শশুরালয়ের ভরা মজলিস থেকে মান ইজ্জত বাঁচাইয়া কোনক্রমে পালাইয়াছি। =p~ =p~ =p~

আপ্নের আব্দেুন পত্তরে ননকেডারের সত্যায়াতিত করানোর দর্কার ছিল। ঠিক করে এেনে আবার আন্দেুন পত্তর জামা দিন। B-) B-) B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: খাইছে আমারে মুইথো কুনো নুন খ্যাঢারের অফিস ছিনি না !:)

এহোন হরমুডা কি ভাই হনতো দেহি!:)

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মন্তব্যটা জোস্। দেশে এখন হরতাল টরতাল হচ্ছে না আমরা এই ব্যাপারটাকে ইস্যু করে আধাবেলার জন্য হলেও হরতাল ডেকে দিতে পারি। বিজয়ের মাসে এভাবে নির্বাচিত না হওয়ার পরাজয় সহ্য করা যায় না। X( X( X(

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: হরথালের ছিন্তাডা খারাফ না তয় ভাংচুরের মামলাডা খার নামে হইভ !!!;)

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
মডুদের ফোনে কিছু টাকা-পয়সা ফোনে দিলেই কাজ হবে বলে আশা করি ... =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: বুদ্ধি ধিয়া উফকার করলেন ভাই !:)

তয় মডুদের পুশ পেইড নাম্ভারঢা দিলে আর এখটু উফগার হইথ!:)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সমস্যার কথা জানিয়ে বারেক ভাইকে একখানা পত্র লিখতে পারেন ........

দেখুন তাতে কাজ হয় নাকি ...........



২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: বারেখ ভাইরে কইছিলাম উনি কয় এতো ভড় কাম ওনার ধারা সম্ভব না!;);)

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: এই মর্মস্পর্শী পোস্টখানাকে অবিলম্বে নির্বাচিত পোস্ট এর তালিকায় লইয়া যাইবার জন্য জোর সুপারিশ রাখিয়া গেলাম!
জগতের সকল শ্বশুরালয়ে জামাই এর ইজ্জত সুরক্ষিত হউক!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মর্মস্পর্শ করেছে জেনে পুলকিত হলাম!:)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: জগতের সকল শ্বশুরালয়ে জামাই এর ইজ্জত সুরক্ষিত হউক! আমিন!:)

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সমবেদনা জ্ঞাপন করছি।






মন শক্ত রাখেন অাশা করা যায় এক সময় হয়ে যাবে।

ধরে থাকেন।

বাচ্চাপোলা পানের কথাই কান দেওয়ার দরকার নেই।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সমবেধনা ঝানানোর ঝন্য থ্যাংকু বাবু ভাই!:)

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভাবার বিষয়...

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: উন্মুক্ত অাঙ্গিনা

ভাববার বিষয় বটে১;) আহেন আমরা একসাথে ভাবি!!!:)

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইহাকি নির্বাচিত পাতায় গ্যাছে? না গেলে শালিকা দায়ী। তার সাথে উপর মহলের কোন যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: এহোনো আয় নাই !:)

আহোনের সম্ভাভনাও নাই!:)

আম্মের কথাই ঠিক ভাই!:)

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

রানা আমান বলেছেন: নির্বাচিত যে কোন পোস্টের তুলনায় এ পোস্ট কোনভাবেই কম পাঠকপ্রিয় বা কম আনন্দদায়ক নয় । তাই এটি নির্বাচিত না হলেই বা কি আসে যায় !

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভাই রানা আমান এটা কেবলই একটা রম্য পোস্ট!:)

আমি ঐ শিরোনামটাও মজা করার জন্য দিয়েছি!:)

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: আমারো মাঝে মাঝে নির্বাচিত পোস্টে কিছু লেখা যায় !!!

আপনার আশা পূরণ হোক । কতৃপক্ষ আপনার শেলিকাকে নির্বাচিত পাতা থেকে ব্যান করে দিক ! তাহলে আপনার ইজ্জতটাতো রক্ষা হয় !!!

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কথা কবুল হউক!:) আমিন!;)

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

পথহারা মানব বলেছেন: আমার কথাতো শুনেন নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুনলে আজ এই অবস্থা হত না!!!!!!!!!!!! ;)

প্রিয় মডুরা,

উক্ত বিলিয়ার রহমান উরফে বিল্লু ভাই উনার পোষ্টগুলো নিয়মিত নির্বাচিত পাতায় যাওয়া সত্বেও জনগনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রইয়াছে। এমতঅবস্থায় শাস্তি সরুপ উনাকে সকাল বিকাল দুইটা করে কবিতা লিখার আদেশ প্রদানের জন্য অাবেদন করছি।

ইতি,
সামুর ব্লগারগনের পক্ষে
পথহারা মানব

বি:দ্র: ও ইয়ে ;) আপনার শালিকা কিন্ত সত্যি ভাল লেখে :P । আমি উনার লেখার একজন পাংখা :P

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: হাড়িডা হাডের বাইরে ভাঙন যাইত না ভাই!;)

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

অদৃশ্য বলেছেন:



লিখাটি পাঠের পর প্রথমত হাসিতে হাসিতে পেটটি ফাঠিয়া যাইতে চাহিতেছিলো...কিছুক্ষনবাদে তাহা হইতে রক্ষার পর খেয়াল করিয়া বুঝিলাম যে আমার নেভিব্লু কালারের মুখখানা কিঞ্চিৎ বা অনেককাংশে গোধূলির রং ধারণ করিয়াছে !!... লজ্জায়... ( নেভিব্লু রঙের সাথে কি রং মিশাইলে গোধূলির মতো রং হইবে তাহা খুবই ভাবনার বিষয়... এটা বলিবার কারন হইলো যে আমি কি পরিমান লজ্জা পাইয়াছি তাহা বুঝানো )...

ভাবিতেছিলাম আপনি পোষ্টখানা পোষ্টাইবার আগে বা ইহা দেখিবার আগেই কেন আমি আপনার জন্য মডুদের কাছে সুপারিশ করিলাম না... ইহাতে বড়ই লজ্জা পাইয়াছি... যদিও এখন পর্যন্ত মনে পড়িতেছেনা যে এমন কারনে কোনদিন মডু বরাবর কোন সুপারিশ করিয়াছিলাম কিনা আমার ব্লগিয় জীবদ্দশায়...

আপনার লিখাটি মডুদের চোখে পড়িয়াছে, তাহারা মনোকষ্ট পাইয়াছেন এবং আপনার শালিকাকে প্রতিঘাতের জন্য এই অস্ত্রখানাও উপহার স্বরুপ আপনাকে দিয়াছেন... আপনি এখন আপনার শ্বশুরালয়ে আনন্দ এবং সম্মানের সহিত দিনরাত্রি অতিবাহিত করিতে পারিবেন... বলা যায় মডুরা শুধু আপনারই উপকার করেননাই সাথে আমাদেরও পরবর্তী লজ্জার হাত হইতে বাঁচাইয়াছেন...

এজন্য মডুদের প্রতি কৃতজ্ঞতা
আর আপনার জন্য
শুভকামনা...

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: আফনি লজ্জা ফাইছেন শুনিয়া খষ্ট ফাইলাম!:)

অবস্থা বেগতিক দেইখ্যাই কিন্তু আম্মের কতা আইজ সবার সামনে কইয়া দিছি!:)

আর এতে কাঝও হইছে, মানে মডুরা আমার একটা পুস্ট নির্ভাছিত করছে!:)

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

দীপ্ত 71 বলেছেন: পোস্ট নির্বাচিত হওয়ার গুণাবলি কি কি

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

বিলিয়ার রহমান বলেছেন: দীপ্ত 71 পোস্ট নির্বাচিত হওয়ার গুনাবলি জানা থাকলেতো আমার এই পোস্ট দেওয়ার দরকার পড়ত না!;):):)

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: সুপারিশ করা হলো। নির্বাচিত পাতায় দেয়া হোক অথবা স্টিকি করা হোক।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

বিলিয়ার রহমান বলেছেন: বিজন রয়,

আপনাকে আমারব্লগে আবার দেখতে পেয়ে খুশি হলাম!:)

আপনি সেই কবি যিনি আমার লেখায় ১ম কমেন্ট করেছিলেন!:) সম্ভবত ঐ সময় আপনি ছিলেন কমেন্টের রাজা!:)
এখন অল্প স্বল্প কমেন্ট করলেও পোস্ট দিচ্ছেন না অনেক দিন!:)

নতুন আর একটা কবিতা কবে পাচ্ছি আমরা??

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: এডিট করে আপনার নামটা লিখে আমার জিনিয়াসদের লিস্টটা আরএকটু সমৃদ্ধ করলাম।

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই চিঠি ভুলে যদি
করে দেয় নির্বাচিত;
শশুর বাড়ীতে হবে
চিরতরে নির্বাসিত।

'পায়ে ধরো মডুগো'
দেবে খোটা শালী;
ক্রেডিটটা নিতে গিয়া
বোল্ড হবে খালি।

আমি কই তার চেয়ে
খুশি থাকো ছাপা নিয়া;
দয়া করে ছাপে তারা
মডুতরে শোকরিয়া।

তোমা যথা এককালে
আমি কত কেঁদেছি;
মডুগোর পায়ে ধরে
বহু সাধা সেধেছি।

গ্রানাইট পাথরও গলে
গলবেনা মডুরা;
সেই পেজে ভাত নাই
যদু মধু বদুরা।

মনের দুঃখ ভায়া
মনেতেই চাপি;
হাশরে চাইবো পানা
খোদাতরে সঁপি।

পোষ্ট আছে আমারো যে
দিনু তারি লিন্ক;
ফুসরত পেলে দেখো
আই করে ব্লিন্ক।

খোলা চিঠি টু প্রামানিক ১

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

বিলিয়ার রহমান বলেছেন: কি করি আজ ভেবে না পাই আপনাকে আমার পোস্টে দেখে ভাল লাগল!:)

আপনার ছড়া আমার ভাল লাগে তাই আপনাকে ফলোতে রেখেছি!:)

তবে আপনার পোস্ট সম্ভবত একটাই পেয়েছি!:)

আশারাখি সামনে আপনার জাদুকরি ছড়া নিয়মিত পাবো!:)

ভালোথাকুন!:)

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২

তারেক ফাহিম বলেছেন: ভাইগো কিয়া লিখুম টোগাই হাইয়েরনা আর কিয়া কমু মাতাত অাইয়ের না, কথার ডঙ্গে বুইঝছেন যে অ্যাই নোয়াখাইল্যা হোলা আন্নেগো কাছে অাইছি যে অনও ১০ দিন ও অয় ন। আন্নে যে সুন্দর করি লিখছেন হিয়ান অ্যার দ্বারা লিখা সম্ভব অইতো নো। আর শ্বশুড়ালয়ের দোহাইও দিতাম হাইত্তান্নো কারন অ্যাই ওনো ঐ ক্লাশে যাইনো। আন্নের পোষ্ট নির্বাচন অয় না আর অাঙ্গো পোষ্ট কী আর অইবো নী। যাই হউক আইও যেন অান্নের মত পোষ্ট কইত্তাম হারি অ্যার লাই দোয়া কইরেন। আর আন্নের লাইন শুভ কামনা রইল। (আশা করি নোয়াখালী ভাষাটি বুঝতে পারবেন)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: হ্যাতায় কিতা কইছে আই কিছু নো বুজতাম!

তয় আন্নের কমেন্ট খানা আর বহুত ভালো লা্েগিছে!:)

ধন্যবাদ ভাই আবার আইয়েন!:)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ রম্যের অালোকে অনেক সময় অনেক কিছুই সুন্দরভাবে প্রকাশ করা যায় । ভাল লাগল লিখাটি ।
কামনা করি আপনার সবগুলি লিখাই যাক নির্বাচিতে , তবে নির্বাচিতে যাওয়া না যাওয়া তেমন কোন
বড় বিষয় নয় , বিষয় হলো পাঠক প্রিয়তা , সে নিরীখে বলা যায় আপনার যতগুলি লিখা পাঠ করেছি
সেগুলি গিয়েছে পাঠক বিবেচনায় অনেক উচ্চতায় ।
শুভেচ্ছা রইল

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: ডঃ এম এ আলী ভাই উপরোক্ত লেখার কোন বাস্তব ভিত্তি নেই।কেবল মজা করার জন্যই এই লেখাটা লিখেছি।
তবে একথাও সত্য যে সামুর মডুরা আমার লেখাগুলোকে নির্বাচিত করে না। এতে আমার কোন আক্ষেপও নেই।

আমার সম্পর্কে আপনার ধারনা একই সাথে আমাকে আনন্দি ও লজ্জিত করেছে(আমি খুব ভাল লেখি তা মনে হয় না তাই লজ্জিত হওয়া কথাটি ব্যবহার করেছি।

ভালোথাকুন ভাই।:)

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: উক্ত আবেদন খানি মন্জুর করিয়া রিয়াজ ভাইয়ের শশুরবাড়িতে মান ইজ্জত অক্ষুন্ন রাখতে দৃষ্টি দেয়া হোক!!!

ভাগ্য ভালো এহনও বিয়াই করিনাই; আর এখন আরো ভয় লাগতাছে,..... =p~

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো বিয়ে করেন নাই বাহ!! দারুন।:)

তাহলে তো আপনার বিয়ের রোস্ট খাওয়াটা মিস হচ্ছেনা!!:)

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই চিঠি ভুলে যদি
করে দেয় নির্বাচিত;
শশুর বাড়ীতে হবে
চিরতরে নির্বাসিত।

'পায়ে ধরো মডুগো'
দেবে খোটা শালী;
ক্রেডিটটা নিতে গিয়া
বোল্ড হবে খালি।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: :):):)

নির্বাচিত করেনাই সো এভরিথিং ইজ ওকে!:)

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: বোধহয় মডুভাইদের প্রত্যেকেরই শ্যালিকা আছে।। তাই...।।
তবু আপনি স্বগোত্রিয় বলে......

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: সচেতনহ্যাপী বেশ সচেতন ভাবে মন্তব্যটা পড়লাম তবু কি উত্তর দেবে বুঝে উঠতে পারলাম না!:)

বাই দ্য ওয়ে কমেন্টের জন্য থ্যাংকস!:)

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: আপনার এই পোস্টে আমি নাই?????

নাকি আমি এবছর ব্লগিং করি নাই??

কমেন্টস আগের মতোই চলবে, লেখা পোস্টও হবে।
নতুন বছরে একটু অন্যরকম ব্লগিং হবে।

শুভকামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: জিনিয়াসদের আতি ছোট লিস্টেও আপনার নাম থাকার কথা কিন্তু ভাই আপনি হলেন সামুর নাসির হোসেন আর আমি বিসিবি বস তাই আপনার কথা ভুলে গেছি!:):)

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

অরুনি মায়া অনু বলেছেন: আহা শ্যালিকা দেখি হাটে হাড়ি ভেঙে দিল। মান ইজ্জত গেল। ও মডু ভাই বোনেরা পিলিজ লাগে কিছু একটা করুন আমাদের ব্লগার বিলিয়ার রহমান এর জন্য। :P

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: ও মডু ভাই বোনেরা পিলিজ লাগে কিছু একটা করুন আমাদের ব্লগার বিলিয়ার রহমান এর জন্য।

এই কথাডা আগে কইলে কিন্তুক হাডে হাড়িডা ভাঙা লাগত না আপুনি!:):)

৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৫

প্রামানিক বলেছেন: মান ইজ্জতের ব্যাপরই বটে। পোষ্টটি নির্বচিত করিবার জন্য জোর সুপারিশ করিলাম। যদিও সুপারিশ করিতে অনেক দেরি হইল।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু ভাই!!!:):):)

লেট ইজ বেটার দ্যান নেভার!:):)

৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

ঢাকাবাসী বলেছেন: মান ছন্মানের সওয়াল, জলদি ঝলদি ওনার পোস্টগুলানরে নির্বাচিত করা হউক।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ঢাকাবাসী মন্তব্যের ঝন্য ঝলদি ধইন্না থুক্কু ধন্যবাদ না জানানোর জন্য দঃখিত!:)

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:২২

ডঃ এম এ আলী বলেছেন:




ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাই!:)

নতুন বছর সুন্দর ও সফল হোক!:)

৪২| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!:)

সুন্দর ও শুভ হোক আপনার নতুন বছর!:)

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

বিজন রয় বলেছেন: ,জুনাপু,বিজন রয়, গেমচেঞ্জার,

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সামুর তিন জিনিয়াস!:)

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেচারা বিলিয়ার ভাই! :( তা ভাই নির্বাচিত পোস্টে না গেলেও হিট খাইসেন! এইটাই দেখান শ্বশুরালয়ে! :P

০৩ রা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: কথাডা খারাপ কন নাই!:)

এই সুন্দর পরামর্শের জন্য আন্নেরেও কয়েক কেজি ধইন্না!:)

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: বিলিয়ার ভাইয়া !!!!!!!

আহারে ভাইয়া!!! :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০১

বিলিয়ার রহমান বলেছেন: নিরো(তুমি নিজে) আর রোম বাসীর(আমার মত হতভাগারা!:)) মতো ব্যাপারটা হয়ে গেল না শায়মাপু??:):)

৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন:
শ্বশুড় বাড়িতে খাবার দেয়নি তো কি হইছে, হেনা ভাইয়ের বাড়িতে আপনার জন্য রান্না বান্না চলতাছে :D

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আইতেছি ভাই!:)

৪৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন:

৪৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে বলি, আপনার শালীর নাম্বারটা দিবেন কি? :-P

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: কোনটা ভাই :- জিপি/বিএল/রবিিএয়ারটেল/ইমো/ভাইবার????

৪৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, আজই ফুন দিতাছি :D

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: নম্বর যে আমি দিছি ভুলেও এই কথা বইলেননা ভাই১:):)

৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
আহারে ভাই কষ্ট! চিন্তা কইরেন না। পাণ্ডুলিপি হাতে হাতে রাখেন আর ঘুরেন। জে কে রাউলিং ১১ বার পরে বার বারে বই ছাপাইতে পারছে। তার আগে সবাই তার হ্যারি পটার ছুইরা মারছে। বুঝুন অবস্থা! নিজের উপর বিশ্বাস রাখেন!

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভ্রমরের ডানা

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!:)

সত্যি বলতে কি আমিও এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা ভাবি না!:)

৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

আমি জানি। সেইম হেয়ার! কিপ ইউওর নোজ আপ!

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: :):):)

৫২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

নীলপরি বলেছেন: সমবেদনা !

শুভকামনা রইলো ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: :):):):)

৫৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

ভাবুক কবি বলেছেন: যদি লক্ষ্য থাকে অটুট, তবে দেখা হবে বিজয়ে।

আপনার সাথে আমাদের আরজিও রইল। মান ইজ্জতের কথা ভাইবা হলেই একবার ......

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ভাবুক কবি

আমার ব্লগে আপনাকে স্বাগতম!:)

ইহা কেবলই একটা রম্য পোস্ট!:) বাস্তবতার সাথে ইহার কোন মিল নাই ভ্রাতা!:):)

৫৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩

ভাবুক কবি বলেছেন: বাস্তবতার সাথে মোই নো মিলাই
অকথ্যতায় মিলে সব চালাই ;)

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: ভাবুক কবি

আবার আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ!:)

তবে আপনার মন্তব্যের মর্মকথা বুঝতে পারিনাই ভাই!:)

আবার একটু বলবেন আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন!:)

৫৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

সানহিমেল বলেছেন: বিলিয়ার ভাইয়ো শ্বশুর বাড়িতে ব্লগার হিসেবে এইবার তোমার অবস্থান পাকাপোক্ত হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: আমি ইট, বালু,সুরকি আর সিমেন্ট দিয়ে অলরেডি আমার স্থান পাকা করে নিয়েছি ভাই!!!:):):)

৫৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকেই পোস্টটি নির্বাচিত পাতায় দেয়ার অনুরোধ করেছেন।
আমি বলি নির্বাচিত পাতায় টাতায় নয়, এই পোস্টটি স্টিকি মানে লটকানো হোক, পোস্ট দাতাকে সহ। :P :-P =p~
আর পোস্টে যাদের নাম লেখছেন, এরা হগলতে আমার পোস্টে লাইক দিবে কইয়া আমার কাছ থেকে টাকা খাইছে--- খিক!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: এই পোস্টটি স্টিকি মানে লটকানো হোক, পোস্ট দাতাকে সহ।

পোস্টদাতারে ফুটা কইরা দেওয়ার ধান্দা!!:):):) খেলমু না ভাই!:)

পোস্টে যাদের নাম লেখা তারা আপনার সাথেও....................!!!!!!!!!!!!!!!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে একটা নাম বাদ ছিলো !:)

এডিটিং করে ঐ টাকেও জুড়ে দিলাম !:):):):)

৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

নতুন নকিব বলেছেন:



রম্য হলেও ভাল লিখেছেন। তবে; হ্যা তবে, আরও বার কয়েক পড়ে দেখলে বুঝতে পারবেন দু'একটি বানানগত সমস্যাসহ কিছু ছোটখাট অসঙ্গতি হয়তো পেয়ে যাবেন; যেগুলো দূর করা গেলে লেখাটির মান আরেকটু বৃদ্ধি পেতে পারতো। সম্ভব হলে একটু চেষ্টা করে দেখুন না!

আসলে, আমাদের চেষ্টা নির্ভুল কিছুর সাথে ক্রমে এগিয়ে যাওয়া।

আশা করি, অন্যভাবে নিবেন না।
ভাল থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

পুরানো পোস্টে এসে মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ!:)

বানানগত ভুল থাকাটা আমার জন্য খুবই স্বাভাবিক!:) অসংগতি আছে কিনা সময় করে তাও দেখে নেব!:)

আপনার নিজস্ব মতামত জানিয়ে যাওয়ার জন্য আবারো ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.