নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

সিগারেটনামা

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮



সিগারেট কি কেবল তামাক ভর্তি ১২০ মিমি লম্বা ও ১০ মিমি ব্যাসের একটা সিলিন্ডার। নাকি আরো বিশেষ কিছু?? B:-)

অধিকাংশ পুরুষের চিন্তার খোরাক হল সিগারেট আবার একই সাথে অধিকাংশ বাঙালি রমনীর চিন্তার কারন । বলা হয়ে থাকে পুরুষ দুই ধরনের জীবিত ও বিবাহিত । এটা কি মূলত বিয়ের পরে বউয়ের সিগারেট নিয়ে করাকরির কারনেই বলা??

সিগারেট খান এবং বিয়ে করেছেন অথচ বউয়ের করাকরির আর অভিমানের সাগরে হাবুডুবু খাননি এমন হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সিগারেট খান এবং প্রেম করছেন তবুও প্রেমিকার অভিমানী রাগ সামলাতে হয়নি এমন হওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য।

সিগারেট নিয়ে অনেক মনীষিই আনেক মজার কথা বলেছেন । তবে সবথেকে মজারটা বলেছেন সম্ভবত মার্ক
টোয়েন “সিগারেট ছেড়ে দেওয়া হল বিশ্বের সবথেকে সহজ কাজ কারন আমি এটা হাজার বার করেছি।” B-)

সিগারেট নিয়ে মজার তথ্য হাজার খানেকের মতো এর মধ্য থেকে অল্প কয়েকটার কথাই বলা যাকঃ-

১. প্রাচীন ভারতীয় পৌরাণিক মতানুযায়ী, অনাহার থেকে মানুষদের রক্ষার জন্য পবিত্র আত্মা একজন নারীকে পৃথিবীর কাছে পাঠিয়ে ছিলেন । তিনি যেখানে তার ডান হাত স্পর্শ করে ছিলেন সেখানে হয়েছিল আলু আর যেখানে স্পর্শ করেছিলেন বাম হাত সেখানে হয়েছিল ভূট্টা। পরে তিনি পৃথিবীকে উর্বর করে বিশ্রাম নিয়ে ছিলেন। আর যেখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেখানেই হয়েছিল তামাক। :D :D

২. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা যুদ্ধ উদ্দিপনার অংশ হিসেবে সিগারেটের চেয়েছিলেন । আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সিগারেট ছিল সৈনিকদের রেশনের অংশ ।

৩. .ইউরোপে তামাক প্রবর্তনের কৃতিত্ব ক্রিস্টোফার কলম্বাস এর সঙ্গী, ভিক্ষু রামন প্যান এর।

৪.মধ্য ষোড়শ শতাব্দীতে ইউরোপে তামাককে কিন্তু বিবেচনা করা হত সিফিলিস রোগের আরোগ্য কারী হিসেবে।

৫.সিগারেটে অতিরিক্ত গন্ধ আনার জন্য কি ব্যবহৃত হয় জানেন? প্রসাব থেকে প্রাপ্ত ইউরিয়া। :-P

৬. ষোড়শ শতাব্দীর ইউরোপে তামাকের ধোয়াকে বলা হত "পবিত্র ধোঁয়া" এবং মনে করা হত এটা অসুস্থতা তাড়িয়ে দিয়ে মনকে প্রফুল্ল করতে সাহায্য করে। :)

৭ .রেনেসাঁ লেখক বেন জনসন যুক্তি দেখান যে, ধূমপান ছিল "শয়তান এর বাতকর্ম(ফার্ট )। :D

৮. .সিগারেট কিন্তু বিশ্বের বিশ্বের সবচেয়ে বানিজ্যিক আইটেম । :-B

৯. সিগারেটের প্রতি অমর ভালোবাসা দেখিয়ে গেছেন স্যার ওয়াল্টার রালেগ । :-* 1618 তার শিরোচ্ছেদ করার সময়েও তিনি তার তামাকের পাইপ সাথে করে নিয়ে গিয়েছিলেন । :||

১০. সিগারেট খাওয়া সম্পর্কে সব থেকে সুন্দর যুক্তিটা দিয়েছেন সম্ভবত ফরাসি নৃবিজ্ঞানী এবং মানবজাতিতত্ত্বজ্ঞ ক্লদ লেভি-স্ট্রস । তার মতে ধূমপান একসঙ্গে মানুষের পারস্পারিক সম্পর্ক জোরদার করে এবং প্রায়ই সামাজিক দীক্ষা হিসেবে কাজ করে। B:-)

১১. সিগারেট নিয়ে বলা হাতুড়ে লেখকের গল্পটাও বাদ থাকবে কেন??
একলোক ট্রেনের চেইন টেনে পড়িমড়ি করে ছুটলো বাহিরে। ব্যাপারখানা কি? কেউ ভেবে পেল না। ওই দিকে কিছুক্ষণ বাদেই ওই লোকটা ফিরলো। স্টেশন মাস্টারসহ সকলে লোকটাকে চেপে ধরে চেইন টানার কারন জানতে চাইলো। লোকটি বললো,
-সিগারেট খাওয়ার জন্য।
-সেতো ট্রেন থামলেই খেতে পারতেন?
-তা পারতাম কিন্তু জানালা দিয়ে হাত থেকে পড়ে যাওয়া সিগারেটের সুখটানটা কই পেতাম শুনি?

১২.সিগারেট নিয়ে সিপটিপিন ভাইয়ার জোকসটাও কিন্তু অসাধারন!:)

বিয়ের প্রথম রাতেই স্ত্রী তার স্বামীকে দেখল সিগারেট খেতে...

স্ত্রীঃ তুমি প্রতিদিন কয় প্যাকেট সিগারেট খাও?
স্বামীঃ এই এক প্যাকেট বেনসন।
স্ত্রীঃ এক প্যাকেটের দাম কত?
স্বামীঃ ২০০ টাঁকা।
স্ত্রীঃ মানে মাসে ৬০০০ টাঁকা। বছরে ৭২০০০ টাঁকা। কয় বছর থেকে খাও?
স্বামীঃ তা প্রায় ১০ বছর।
স্ত্রীঃ তার মানে ৭২০০০০ টাঁকা । আল্লাহ এই টাকা দিয়ে তো একটা টয়োটা গাড়ি কিনা যেত। হায় হায় এটা তুমি কি করলা???? এতদিনে আমাদের একটা টয়োটা গাড়ি থাকত । এই বলে স্ত্রী কান্নাকাটি শুরু করে দিল। একটু পর স্বামী চিন্তা করে বলল,
স্বামীঃ তুমি সিগারেট খাও?
স্ত্রীঃ ছি ছি ছি এইসব বাজে জিনিসের ধারে কাছেও আমি যাই না।
এইবার স্বামী বলল " তাইলে তোর টয়োটা গাড়ি কই হারামি ???


টানাটানির সংসারে সিগারেটের ভাগাভাগির ছবি দিয়েই পোস্টটা শেষ করলাম =p~


বিদ্রঃ- প্রাকৃতিক উপাদানে তৈরি তাই সেবনের পূর্বে তামাকের বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিবেন। :)

ছবি সূত্রঃ- ইন্টারনেট

মন্তব্য ৯২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

জাহিদ অনিক বলেছেন: ৫.সিগারেটে অতিরিক্ত গন্ধ আনার জন্য কি ব্যবহৃত হয় জানেন? প্রসাব থেকে প্রাপ্ত ইউরিয়া।

রাতের খাওয়া খেয়ে মাত্র বসলাম । একটা গোল্ড লিফ আছে , এখন আয়েশ করে খাব বলে মাত্রই হাটে নিলাম । আপনার এই পোষ্টখানা দেখে সিগারেট খাওয়া একটু পোসপন্ড করে পোষ্ট পড়তে এলাম ।

এইটা পড়ার পরে খাব খাব করেও আর খেতে পারছি না ।
ধুর ভাই !!! সব সত্য বলার কি দরকার !!!

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ইউরিয়া কিন্তু প্রণীদেহের বাইরেও বানানো যায় ভাই।!;)

ধরে নিন আপনার গোল্ডলিফের ইউরিয়ার উৎস প্রসাব নয়। এবার মনের সুখে পান করুন!:)

ও হ্যা সেবনের পূর্বে তামাকের বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিবেন!;)

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

শায়মা বলেছেন: জাহিদভাইয়া আর বিলিয়ারভাইয়া নো মোর সিগারেট ওকে!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ওকে! আজ থেকে ঘুমানোর মধ্যে কখনো সিগারেট খাবনা শায়মাপু!!:)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: আয় হায় !!!!!!! খেয়ে ফেলেছি না ঝাঁকিয়েই !! কি হবে এখন ???


শায়মা আপু,
মার্ক টোকেয়েনের কথাটা ভাল লেগেছে , সিগারেট ছেড়ে দেওয়া হল বিশ্বের সবথেকে সহজ কাজ কারন আমি এটা হাজার বার করেছি।

ওকে, আজ রাতে আর সিগারেট না । B-)

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আয় হায় !!!!!!! খেয়ে ফেলেছি না ঝাঁকিয়েই !! কি হবে এখন ???

ধুর মজার ১২ আনাই খোয়ালেন ভাই!:)

পরের অংশের উত্তর শায়মাপুর জন্য রেখে দিলাম।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

জাহিদ অনিক বলেছেন: হলি শিট !!!!

বারো আনাই খেয়ে ফেলেছি ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: অনিক ভাই পরের বার অবশ্যই ঝাকিয়ে খাবেন!:):):)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

বর্ষন হোমস বলেছেন:





মার্ক টোয়েন এর টাই ভাল লাগল সবচেয়ে।
দারুণ

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষন হোমস

মার্ক টোয়েনের কথাটা মনে রাখতে পারেন !:) ভবিষ্যতে কাজে লাগতে পারে!;)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: নিশ্চয়ই নিশ্চয়ই ঝাকিয়ে খাব । আর ভুলব না

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: মনে রাখতে হবে ১২ আনা মজাই ঝাকানোর পরে আসে!:):);)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:



আমি কখনো বুঝতে পারিনি মানুষ কেন সিগারেট কিনে, কেন কস্ট করে বহন করে, কেন উহার ধু্যা নেয়! মানুষ কখনো কখনো মগজকে মোটেই খাটাতে চায় না।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনি ধুমপান করেননা শুনে খুশি হলাম!:)

সম্ভবত মানুষ ধুমপান শুরু করে অকারনে পরে আসক্ত হয়ে যায়!:) কেউ কেউ ছেড়ে দিতে পারেন অধিকাংশরাই পারেন না!:)


হুমায়ুন আহমেদ ধূমপান ছেড়েছিলেন মৃত্যুর মাত্র কয়েক মাস আগে!:)

৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৯

কালীদাস বলেছেন: জীবনে একটা শলাকাও টেনে দেখিনি। ইনডাইরেক্ট স্মোকিং আশেপাশের লোকজনকে কতটা ঝামেলায় ফেলে আমার মত ভুক্তভোগী মাত্রই জানে :(

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: ইনডাইরেক্ট স্মোকিং আশেপাশের লোকজনকে ঝামেলায় ফেলাটা অভদ্রতার মধ্যে পড়ে। যদিও যারা ধূমপান করে তারা এটা বোঝার চেষ্টা করেন না ।

আমি ধূমপান বিরোধী না হলেও ধূমপানের মাধ্যমে অন্য কাউকে কষ্ট দেয়ার বিরোধী ।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১১

সচেতনহ্যাপী বলেছেন: বুক চেড়ার আগে বরাদ্দ ছিল দেড় থেকে দুই প্যাকেট।। এখনও না খেলেও রিজার্ভে রাখা আছে পুরো এক প্যাকেট।। সুতরাং ভালবাসার পরিমানটা বুঝতেই পারছেন!!

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: বুকটা ছিড়েছে কে???

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২০

বিলিয়ার রহমান বলেছেন: রিজার্ভে রেখে দিয়েছেন?

ভাল করেছেন রোজ দেখবেন আর আফসোস করবেন!:):)

১০| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: অবশ্যই ডাক্তাররা =p~ ।। আর আফসোস আমার ধাতে নেই ভাই।। তবে স্মৃতিগুলিকে নিয়ে নাড়াচাড়া করতে ভালই লাগে।।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ডাক্তাররা ভালোবাসার মূল্য দিতে পারে না ভাই!:)

জীবন বাচাতে গিয়ে মনের আই মিন ইচ্ছার হাতে হাতকড়া পড়ায় !:)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৫

আরণ্যক রাখাল বলেছেন: ওয়াও!
আই লাভ স্মোকিং

২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আরণ্যক রাখাল

স্মোকিং ভালা না ছেড়ে দেওয়ার চেষ্টা করেন!:):);)

১২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: “সিগারেট ছেড়ে দেওয়া হল বিশ্বের সবথেকে সহজ কাজ কারন আমি এটা হাজার বার করেছি।” =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: মার্ক টোয়েনের কপিবাজের সংখ্যা নেহাত কম নয় কামাল ভাই:):):)

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: সিগারেটে অতিরিক্ত গন্ধ আনার জন্য কি ব্যবহৃত হয় জানেন? প্রসাব থেকে প্রাপ্ত ইউরিয়া।......তারপরও আমরা এগুলো ছাড়িনা ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: আমার এক বন্ধুকে এটা বলেছিলাম। ও বলল ছেড়ে দেব তবে আজ কেবল একটা আমায় কিনে খাওয়া !:)
লও ঠ্যালা!;)

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: সিগারেট নামায় +++ এবং লাইক
দারুন লাগলো

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে উত্তর দেওয়ার আগে তামাকের বোতলটা একটু ঝাকিয়ে আসি!!!!:):)

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: সুপ্রভাত
সুপ্রভাত

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সকাল সকাল উঠেই এরকম সুন্দর এক কাপ চা!:) দারুন!:)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন:

খেয়েনিন ভাই!:)

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

হাতুড়ে লেখক বলেছেন: সিগারেট নিয়ে আরেকটা গল্প শুনেছিলাম। একলোক ট্রেনের চেইন টেনে পড়িমড়ি করে ছুটলো বাহিরে। ব্যাপারখানা কি? কেউ ভেবে পেল না। ওই দিকে কিছুক্ষণ বাদেই ওই লোকটা ফিরলো। স্টেশন মাস্টারসহ সকলে লোকটাকে চেপে ধরে চেইন টানার কারন জানতে চাইলো। লোকটি বললো,
-সিগারেট খাওয়ার জন্য।
-সেতো ট্রেন থামলেই খেতে পারতেন?
-তা পারতাম কিন্তু জানালা দিয়ে হাত থেকে পড়ে যাওয়া সিগারেটের সুখটানটা কই পেতাম শুনি? ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা

গল্পটা জানা ছিল !:)

আপনি যেহেতু এটা মনে করিয়ে দিয়েছেন তাই অনুমতি দিলে এডিটিং করে পোস্টের সাথে জুড়ে দেব!:)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ও বলল ছেড়ে দেব তবে আজ কেবল একটা আমায় কিনে খাওয়া !.........তার পরের টুকু তো বললেন না :)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আমি বললাম চল খাই তবে বিলটা তুই দিবি কেমন !:) উল্টো ঠ্যালা আরকি!:);)

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: অনুমতির কি আছে? দিয়া দেন। B-)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: জুড়ে দিয়েছি ভাই!:)

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বিড়ি হতে পারে একমাত্র উপরে উঠার সিড়ি B-) অনেক বিখ্যাত লোকজন খেতেন এই বিড়ি! সুতরাং আমিও বিখ্যাত লোকজনের দলে! =p~

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: বিড়ি হতে পারে একমাত্র উপরে উঠার সিড়ি
একমত না হয়ে পারলাম না!:)

অনেক বিখ্যাত লোকজন খেতেন এই বিড়ি! সুতরাং আমিও বিখ্যাত লোকজনের দলে! =p~
তাহলে মেজরিটিই কিন্তু বিখ্যাতদের দলে!:)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :`> সিগারেট আমি খাই না, কিন্তু যারা খায় তাদের দেখলে কেমন জানি মায়া মায়া লাগে, আহারে বেচারা.....জীবন যুদ্ধে পরাজিত হয়ে মন দু:খ ভুলার জন্য সিগারেট খাইতেছে।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: সিগারেট আমি খাই না, কিন্তু যারা খায় তাদের দেখলে কেমন জানি মায়া মায়া লাগে, আহারে বেচারা.....জীবন যুদ্ধে পরাজিত হয়ে মন দু:খ ভুলার জন্য সিগারেট খাইতেছে।

ঘটনা কি হাছা সত্যের ছায়া ভাই!:)

২১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়া, কালীদাসভাইয়া, সত্যের ছায়াভাইয়া এদের থেকে শিক্ষা গ্রহণ করো ভাইয়ারা!

সচেতনহ্যাপীভাইয়া এত অসচেতনহ্যাপী আগে জানতাম না!!!!

আর আরন্যক রাখাল ভাইয়ার মত জ্ঞানী-গুণী পিচ্চুভাইয়া এই কাজ কেমনে করে ভাবতেই পারলাম না।

আর জাহিদভাইয়া তুমি সবচেয়ে কঠিন কাজটাই করে ফেলো একবারই ছাড়ো। বারবার কষ্ট করার দরকার নেই.....

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: আমি ভদ্র ছেলে জীবনে কোনদিন সিগারেট খাই নাই শায়মাপু!:):):)

সো আমাকে দেখেও কিন্তু অন্যরা শিখতে পারে!!:):)

২২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল লাগলো পড়ে।
তবে বুঝতে পারলাম না খাইতে বললেন নাকি খাইতে মানা করলেন।


আমি সিগারেট খাই/টানি। ভাল লাগে। ক্ষতির পরিমাণ হিসাব করতে পারিনা। কারণ, সিগারেট আমার একাকীত্ব দূর করে। আমাকে সঙ্গ দেয়।

আপনার পোষ্টে ভালো লাগা থাকলো। আপনার গবেষণাকে শ্রদ্ধা।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: গবেষণা হা হা হা ;)

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

অতঃপর হৃদয় বলেছেন: সিগারেট খাই না :) আর খাবোও না কখনো।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: ভেরি গুড!:)

স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ!:);)

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

জাহিদ অনিক বলেছেন: ওনারা মহান মানুষ ! ওনাদের দেখে শিক্ষা নিতে বলেছ বটে ! কিন্তু অতটা উচ্চশিক্ষা তো আমার পেটে সইবে না ।

আমি রোজ ছেড়ে দেই , আমি দিনের একটা নির্দিষ্ট সময়ের পরে সিগারেট চিনিই না ।

বোঝা গেল শায়মা আপু !!! B-) ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: উত্তরের দায়িত্বভার শায়মাপুর জন্য বরাদ্দ রইল!:)

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি যেহেতু বিটিভি না তাই ঘটনা সত্য হিসেবে নিতে পারেন।

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সত্যের ছায়া ভাই আপনি সিগারেট যে খান না সেটা মেনে নিয়েছি !:)

আমার প্রশ্ন হল সবাই কি কেবল হতাশ হয়েই সিগারেট ধরে??:)

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

তারেক ফাহিম বলেছেন: কী মন্তব্য করব বুঝে উঠতে পারছি না। আমিও যে আশক্ত.....

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: বোঝার কি দরকার মন্তব্য তো একটা অলরেডি হয়ে গেছে ফাহিম ভাই!:):):)

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮

সাহসী সন্তান বলেছেন: আমি আসলে সিগারেট খাই না! কেবল মুখের মধ্যে ধোঁয়া টাইন্না সেটা খুব জোরে উড়াইয়া দিয়া পরীক্ষা করি ধোঁয়া কদ্দুর গেল! আর মুখের জোর ঠিক-ঠাক মত আছে কিনা, সেইটা বোঝার জন্যই এই প্রাক্টিক্যাল এক্সপেরিমেন্টও বলতে পারেন..... ;)

তবে মার্ক টোয়েনের মত আমিও জীবনে বহুবার সিগারেট ছাড়ার চেষ্টা করছি! কিন্তু সত্যি বলতে ভাগ্য কখনো আম্রে সাপোর্ট করে নাই বলেই উহা এখনো আমার ছাড়া হয় নাই! এখন ভাগ্য ক্যামনে আম্রে সাপোর্ট করে না সেইটারই একটা উদাহরণ দিই, তাইলেই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হইবো-

"ধরুন বাংলাদেশ আর ইংল্যান্ড ক্রিকেট খেলা চলতেছে! প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩০০ রান করে ফেললো! যার জবাবে বাংলাদেশ ব্যাট করছে! এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ম্যাচে জিততে হলে বাংলাদেশের দরকার আর মাত্র বিশ রান! কিন্তু হাতে বল আছে দুইটা!"

এই সময়ে আমি প্রতিজ্ঞা করলাম, 'আজ যদি বাংলাদেশ জিতে যায়, তাইলে জীবনে আর একটা সিগারেটও খাবো না!' কিন্তু ভাগ্য এতটাই নির্মম, বাংলাদেশ আর জেতে না; আর আমার সিগারেটও আর ছাড়া হয় না! :( =p~

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: সাস ভাই তাহলে যত নষ্টের গোরা হল “দুই বলে বিশ রান মেলানোর মতো অসম্ভব সব সমীকরণ”!:):)

আমিও তাই ভাবছি নইলে আপনার মত পোক্ত মনের মানুষ সিগারেট ছাড়তে পারবেনা কেন!!!!!:):)





২৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সিগরেট ছেড়ে পান খান। তবে জর্দা বাদে। তাতে লাভ অাছে। সবার জন্যই পান দিলাম

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিলিয়ার রহমান বলেছেন: পান খেয়ে মুখ লাল, নাহ ব্যাপারটা কেমন যেন লাগে বাবু ভাই!:)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
@শায়মা আফা ;)

জ্ঞানী-গুণী পিচ্চুভাইয়া

ওনি কে, ওনাকে তো চিনিতে পারলাম না?

আর, অনেক ভ্যাট দিয়ে বিড়ি খাই,তাই আর জ্ঞান দিয়েন না! =p~
বিড়িতে আছে পৃথীবির যত সুখ লুকিয়ে!

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: বিড়িতে আছে পৃথীবির যত সুখ লুকিয়ে! :):):):)

পুরুষ মানুষ নাকি দুই ধরনের স্মার্ট আর অধূমপায়ী!:) (বানানো প্রবাদ)

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সিফটিপিন বলেছেন: আমি মাত্র দুইটা সময় সিগারেট পান করি -- ১। যখন বৃষ্টি হয় ২। যখন বৃষ্টি হয় না :P





একটা জোকস বলি---

বিয়ের প্রথম রাতেই স্ত্রী তার স্বামীকে দেখল সিগারেট খেতে...

স্ত্রীঃ তুমি প্রতিদিন কয় প্যাকেট সিগারেট খাও?
স্বামীঃ এই এক প্যাকেট বেনসন।
স্ত্রীঃ এক প্যাকেটের দাম কত?
স্বামীঃ ২০০ টাঁকা।
স্ত্রীঃ মানে মাসে ৬০০০ টাঁকা। বছরে ৭২০০০ টাঁকা। কয় বছর থেকে খাও?
স্বামীঃ তা প্রায় ১০ বছর।
স্ত্রীঃ তার মানে ৭২০০০০ টাঁকা । আল্লাহ এই টাকা দিয়ে তো একটা টয়োটা গাড়ি কিনা যেত। হায় হায় এটা তুমি কি করলা???? এতদিনে আমাদের একটা টয়োটা গাড়ি থাকত । এই বলে স্ত্রী কান্নাকাটি শুরু করে দিল। একটু পর স্বামী চিন্তা করে বলল,
স্বামীঃ তুমি সিগারেট খাও?
স্ত্রীঃ ছি ছি ছি এইসব বাজে জিনিসের ধারে কাছেও আমি যাই না।
এইবার স্বামী বলল " তাইলে তোর টয়োটা গাড়ি কই হারামি ???


পোস্টটি ভাল লাগলো।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি মাত্র দুইটা সময় সিগারেট পান করি -- ১। যখন বৃষ্টি হয় ২। যখন বৃষ্টি হয় না B-) B-) B-) ;)
এই কথার উত্তর নাই সিফটিপিন ভাইয়া:)

জোকসটা হেব্বি ছিল ভাইয়া!:)

অনুমতি দিলে পোস্টে অ্যাড করে দেব!:)

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: সিগারেট নিয়ে অনেক কিছু জানতে পারলাম।
যদিও এ জীবনে কোন দিন খাই নি !! ভাবছি, মরার আগে একটা টান দিমু নে..... B-)

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

বিলিয়ার রহমান বলেছেন: সুমন ভাই সিগারেট আই মিন তামাক ষোড়শ শতাব্দীতে খাওয়া হত এখন তো পান করা হয়!:):):)

সো খাবেন না তবে পান করে দেখতে পারেন!:):):)

বিদ্র:- ধূমপান মানে বিষ পান তাই ভুলবসত পান করে ফেললে পুরো দায়দায়িত্ব আপনার মাথায়!:)

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

শোভন সমুদ্র বলেছেন: dhaka university r 5 bosor chorom addabazir moddhe o kono sigaret khai ni, jodi sokol friend e khrto.sombhoboto ami dhumpan birodhi noi bolei office suru korarpor theke 4 bosore keno jani suru hoye giese dhumropan..amar bou prochondo opospndo kore and janena ami sigaret khai.protidin mone kori sere dibo kintu keno jani sara hoy na.Sigaret dhora jay kintu sara koshto...
NOTE: SORRY FOR WRITTING AT ROMAN LETTER.

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: শোভন সমুদ্র

ঠিকই বলেছেন সিগারেট ধরা সহজ কিন্তু ছেড়ে দেওয়াটা কষ্টকর!:)

ভাবি যেহেত অপছন্দ করেন তাই ছেড়ে দেওয়ার চেষ্টাটা আর একটু পোক্তভাবে করেন!:):)

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: সিগারেট ছেড়ে দিব---এইটা চিন্তা করতেও একটা সিগারেট লাগে।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমিসহ অনেকের মনের কথা রাজিব ভাই!:)

চিমটি!:)

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন << সিগারেট খান এবং প্রেম করছেন তবুও প্রেমিকার অভিমানী রাগ সামলাতে হয়নি এমন হওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য।

এইটা হইল না ;)

আমার উনি উল্টা কিনে দিতেন :P আর বলতনে পুরুষ মানুষরে সিগারেট ছাড়া নাক পুরুষই লাগে না B-)
হা হা হা হা

স্ত্রীঃ ছি ছি ছি এইসব বাজে জিনিসের ধারে কাছেও আমি যাই না।
এইবার স্বামী বলল " তাইলে তোর টয়োটা গাড়ি কই হারামি ???
হা হা প গে





২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: ভৃগু ভাই আপনারউনি নিপাতনে সিদ্ধ!:):):):)

একারনে আমার কথাটা ওনার দ্বারা ভুল প্রমাণিত হলেও আক্ষেপ নাই!:):):)

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,



শেষের ছবিটা দেখে ভাগে সিগ্রেট খাওয়ার কথা মনে পড়ে গেলো । আমরা বলতুম, "গোড়াডা দিস" ।
সিগ্রেট সম্পর্কে আমিও একটা যুগান্তকরী হিসেবের কথা বলি ----
একটি সিগ্রেট যদি আপনার আয়ু ৫সেকেন্ড ( বেশিও হতে পারে ) কমায় এবং আপনি যদি দিনে ১ প্যাকেট সিগ্রেট (২০টি শলাকা) খান তবে ১ দিনে আপনার আয়ু কমবে ১০০ সেকেন্ড । মাসে কমবে ১০০ X ৩০ = ৩০০০ সেকেন্ড = ৫০ মিনিট ।
এভাবে বছরে কমবে ৬০০ মিনিট = ১০ ঘন্টা । আপনি যদি ২০ /৩০ বছর ধরে সিগ্রেট খান তবে আপনার আয়ু কমে যাবে ২০০/ ৩০০ ঘন্টা । অর্থাৎ ৮ /১০ দিন । এর মানে সিগ্রেট খেলে আপনি ৮ থেকে ১০ দিন আগে মরবেন । আর না খেলে ৮/১০ দিন বেশি বাঁচবেন । কিন্তু ২০/৩০ বছর যে রাজকীয় ষ্টাইলে আপনি সিগ্রেট টানবেন, একটা কবি কবি ভাব নিয়ে কিম্বা আঁতেলেকচুয়াল এর মতো তার যে মজা সেটা ঐ ৮/১০ দিন আগে মরাতে কি আসে যায় ? কয়দিন আগে মরলে পাপও কম হবে । ১০ দিনের পাপ খাতা থেকে মাইনাস :( B-)) :-P
আর সিগ্রেট না খেয়ে একটা পানসে জীবন কাটাবেন জিন্দেগী ভর , বাঁচবেন মাত্র ৮/১০ দিন বেশী । ৮/১০ দিনের পাপ খাতায় বেশি জমা হবে । :((
এবার "ধূমপানে বিষ পান" শ্লোগানটি দেবেন কি দেবেন না , ভাবুন..... B:-/ !:#P :-0
( হিসেবে ভুল থাকলে পাঠকের পড়ার ভুল................. ;) )

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: কিন্তু ২০/৩০ বছর যে রাজকীয় ষ্টাইলে আপনি সিগ্রেট টানবেন, একটা কবি কবি ভাব নিয়ে কিম্বা আঁতেলেকচুয়াল এর মতো তার যে মজা সেটা ঐ ৮/১০ দিন আগে মরাতে কি আসে যায় ? কয়দিন আগে মরলে পাপও কম হবে । ১০ দিনের পাপ খাতা থেকে মাইনাস।:):)
নতুন যুক্তি পেলাম কাজে লাগতে পারে

যে সিগারেট খায় তার কাছে উপরের হিসাব ভুল মনে হওয়া কি সম্ভব আহমেদ জী এস ভাই??

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০

জুন বলেছেন: আমার কর্তা মশাইকে যদি বিভিন্ন অসুখ বিসুখের বিবরণ দিয়ে সিগারেট ছাড়তে বলি সে তদনগদ একটা সিগারেট ধরিয়ে উপর দিকে ধোয়া ছেড়ে বলে "শোনো এগুলো সব বাজে কথা । চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী দেং জিয়াও পিং চেইন স্মোকার ছিলেন , সে ৯২ বছর বেচে ছিল । ফিদেল ক্যাস্ট্রো মুখ থেকে কখনো চুরুট নামায়নি সে কত বচ্ছর বেচে আছে দেখো ( তখনো ফিদেল বেচে ছিল) । আমাকে কত বছর বাচতে বলো শুনি ? আর সিগারেট এর গরম ধোয়ায় ফুসফুস শুকিয়ে ঝরঝরে থাকে । কোন ফাঙ্গাস বা রোগ জীবানু বাসা বাধতে পারে না সেখানে বুঝলে "?
আমার যা বোঝার বুঝলাম কিন্ত কিছু বলার থাকে না বিলিয়ার রহমান :(

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: এভাবেই যুক্তির অত্যাচারে নিভেযায় বহু অভিমানী রাগ!:):)

এর শেষ কোথায় জুনাপু????:)

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

সিফটিপিন বলেছেন: নিঃস্বার্থ ভাবে অনুমতি প্রদান করা হইল। :)

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: বহুত শুকরিয়া সিফটিপিন ভাইয়া!:)

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

সিফটিপিন বলেছেন: @আহমেদ জী এস ভাইয়ের জন্য একটা জোকস--




শিক্ষক: ওয়াদা করো সিগারেট পান করবে না
ছাত্ররা: ওকে স্যার, পান করবো না।
শিক্ষক: মেয়েদের পিছে ঘুরবেনা
ছাত্ররা: ঘুরবো না।
শিক্ষক: ওদের ডিস্টার্ব করবে না।
ছাত্ররা: ওকে, ডিস্টার্ব করবো না
শিক্ষক: দেশের জন্য জীবন কোরবান
করবে।
ছাত্ররা: অবশ্যই স্যার, এই রকম
পানসে জীবন দিয়া করবই বা কি? :P

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রথম জোকসটা দারুন ছিল এটাও ভাল!:)

জী এস ভাইয়ার চোখে পড়লে তিনি হয়তো তার মতামত জানিয়ে যাবেন!:)

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: @ শায়মা বোনটি, না ভাই আমি এত অসচেতন যদিও নই, তবুও মনকে যে শিকল পড়াতে জানি না :-P ।।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: শায়মাপি এতো দিনেও উত্তর দেননি!!!

তাই উত্তরটা আমিই দিয়ে দিরাম! :):):)

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

অরুনি মায়া অনু বলেছেন: স্ত্রী তার স্বামীরর সুসাস্থের কথা ভেবেই সিগারেট নিয়ে বাড়াবাড়ি করে।
হায়রে স্বামীরা শুধু শাসনটাই দেখল,শাসনের আড়ালে ভালবাসা দেখলনা।
এরেই কয় নারীর কপাল :)

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হায়রে স্বামীরা শুধু শাসনটাই দেখল,শাসনের আড়ালে ভালবাসা দেখলনা!:) হা হা হা!:)

নাহ! আমি বাদে বাকি পুরুষ মানুষেরা দেখছি কেমনযেন!:)

কানেমুখে বলি,“ আমার তিনি কিন্তু এ কথাই বলে”!:)

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: আশাকরি, চিত্রটা সিগারেট বর্জনে সহায়ক হবে। সিগারেট- যা নিজে পোড়ে, অন্যকেও পোড়ায়!
বাবা সিগারেট খেতেন, কার্টুন ধরে কিনতেন। বড় ভাইরাও খেতেন, আমিই বা বাদ থাকতে যাব কেন?
কিছু পরিসংখ্যানঃ
প্রথম সিগারেট কিনে খাওয়া (এর আগেও বন্ধুদের দুই একটা অফারে খেয়েছিলাম)- ০৯ মার্চ ১৯৭১, স্থানঃ বোনারপাড়া রেলওয়ে জংশন। ব্র্যান্ড- উইলস ফিল্টার। সাথীঃ দু'জন বন্ধু, হেলাল ও মাহবুব।
শেষ টানঃ ৩১ ডিসেম্বর ১৯৯৬ , স্থানঃ বনানী, ঢাকা।
সবচেয়ে বেশী খাওয়া হয়েছেঃ ৩০-৩৫ বছর সময়কালে। দৈনিক এক প্যাকেট স্টেট এক্সপ্রেস ৫৫৫, পরের দিকে বেনসন এন্ড হেজেস।
ছেড়ে দেয়ার কারণঃ বিদঘুটে কাশি এবং তা থেকে বিস্বাদ।
স্ত্রীর প্রথম প্রথম মৃদু আপত্তি ছিল, পরের দিকে আরেকটু জোরালো। অঘোষিতভাবে ছেড়ে দেয়ার বেশ কিছুদিন পর তিনি আমার এ বদ অভ্যাস ত্যাগের ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, তখন খুব খুশী হয়েছিলেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি নিজেও ধূমপায়ী নই খায়রুল ভাই। তবে যারা ধূমপান করেন তাদের অজ্ঞাত কারনে আমার ভাল লাগে। আমার ঠিক মনেও নেই শেষ কবে শখের বসে ধোয়া টেনেছিলাম।

আপনি ধূমপান ছাড়তে পেরেছেন শুনে খুশি হলাম!:)

ভালোথাকুন।:)

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

অঞ্জন ঝনঝন বলেছেন: আমি এই লাইনে নতুন। দিনে একটা দুইটা চলে। বুঝার চেষ্টায় আছি এইটাতে স্পেশাল কি? আমার তো মনে হয় মাথা ব্লাংক হয়া যায়! ফলে স্ট্রেস চলে যায়। এই টাইপ কিছু?

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই কি স্পেশাল কিছু আছে ভাই!:)

আমার মনে হয় নাই !:)

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

শামীম সরদার নিশু বলেছেন: ৮. .সিগারেট কিন্তু বিশ্বের বিশ্বের সবচেয়ে বানিজ্যিক আইটেম । :-B
এক্কেরে ঠিক :P

Profile Picture পরিবর্তন করেছেন বোধহয়।
জোশ লাগছে ভাইয়া।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ নিশু ভাই!:)

সাথে থাকার জন্য আবারো কৃতজ্ঞতা!:)

৪৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

অতঃপর হৃদয় বলেছেন: সিগারেট খান আপনি?? X(

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: না আমি সিগারেট খাই না!:)

৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

অতঃপর হৃদয় বলেছেন: তাহলে ঠিক আছে...!! আমি হেইট করি বুঝছেন.........।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: আমি খাইনা তবে যারা খায় তাদের হেট করি না! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.