নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

একটা কবিতা লিখব

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২



একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা শহুরে ব্যস্ততা,
ভ্রমরেরগান, আঁধার রাতের নিস্তব্ধতা
থাকবে কেবল পথের ধারে
মলিন মুখে দাঁড়িয়ে থাকা, সেই শিশুটির কথা
যার ক্লান্ত দৃষ্টিতে ভাস্বরিত
জন্মান্তরের ক্ষুধা, তৃষ্ণা আর অসহায়ত্ব
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখারা সাধ
অধরাই রয়ে যায় ।


একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা রূপালি চাঁদের মায়া,
জোনাই পোকার মিটিমিটি আলো, সবুজের ছায়া।
থাকবে কেবল ওল্ডহোমের
চার দেয়ালের মাঝে আটকে থাকা, প্রৌড়ের কথা
অনন্ত একাকিত্বে যার শ্রান্ত আঁখি
নিরবধি সিক্ত হয়, ঘরে ফেরার কামনায়।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার সাধ
অধরাই রয়ে যায় ।



একটা কবিতা লিখব
যে কবিতায় থাকবেনা বাশরির বাঁশি,
বকুলের গন্ধ, চির যৌবনা রূপসিনীর হাসি।
থাকবে কেবল বিধবা রমনি আর মজুরের কথা।
থাকবে নৌকার খোলে বসা
ঘরহারা সেই রোহিঙ্গা কিশোরীর
উদাস,অসহায়, আশাহীন চাহনি।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার সাধ
অধরাই রয়ে যায়।


ঢাকা,
২২শে জানুয়ারি, ২০১৭ খ্রিঃ

ছবি সূত্র:- ইন্টারনেট

মন্তব্য ৮৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার এই সব অসহায় মানুষদের নিয়ে কবিতা লেখার সপ্ন পূরন হোক।
কবিতা ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল

পাঠ ও লাইকে ভালোলাগা!:)

মন্তব্যে হয়েছি অনুপ্রাণিত!:)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায়।


আপনার কবিতা লেখার সে স্বাদপূর্ণ করা সম্ভব। সেই জন্য দেশে একটা বিপ্লব দরকার। সেই বিপ্লবের ঢেউ এ যদি দেশ থেকে চেতনাবাজি, গলাবাজি, আগুণ সন্ত্রাস আর ধর্মবাজী ভেসে যায় তাহলে কবি মাধূরী মিশিয়ে কবিতা লিখতে পারবেন।

কবি ফিরে পাবে ছন্দ আর কবিতা ফিরে পাবে প্রাণ।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সত্যের ছায়া ভাই

আপনার উপস্থিতে অনুপ্রাণিত হলাম!:)

কবিতা পাঠের পর আপনার নিজস্ব চিন্তাধারা আমাদের সাথে ভাগাভাগি করে যাওয়ার জন্য ধন্যবাদ!:)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

শামীম সরদার নিশু বলেছেন: খুব ভালো লাগল

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: শামীম সরদার নিশু

পাঠ ও মন্তব্যে ভালোলাগা!:)

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!:)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা ও ভালবাসা আপনার জন্য।

গত পোস্টে মন্তব্যের উত্তর পাইনি।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

বিলিয়ার রহমান বলেছেন: দেরি করে ফেললাম বুঝি!:)

ঠিক আছে এখনই উত্তর দিচ্ছি!:)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: কবির সেই কবিতা লেখার স্বাদ পূরন হোক শুঠ কামনা রইলো....

কবিতায় ++++ খুব সুন্দর লিখেছেন, অনেক ভালো লাগা রইলো,,,

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো

এই যে নিয়মিত পাশে থাকা, আমার লেখায় আপনার অনুভূতি জানিয়ে যাওয়া; এ সব কিছুর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা !:)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার উপস্থাপন। কবিতা পড়ে খুব ভাল লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: রায়হানুল এফ রাজ

আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম!:)

ভালোথাকুন!:)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

ভাবুক কবি বলেছেন: খুব ভাল লাগল কবিতা পড়ে

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

বিলিয়ার রহমান বলেছেন: ভাবুক কবি

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)

ভালোথাকুন!:)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

প্রত্যুশ্যা বলেছেন: কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায়।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রত্যুশ্যা

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভায়া!:)

ভালোথাকুন!:)

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লাগলো!!!

মুক্ত মনে কবিতা লিখেতে থাকুন!

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: শাহরিয়ার কবীর ভাইয়া

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ভাই!:)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: সুমন দা আপনার সত্যিই ভালোলেগে থাকলে আমি বলব আমার কষ্টটা স্বার্থক হয়েছে!:)

আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা সমেত কৃতজ্ঞতা!:)

ভালোথাকুন!:)

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ধ্রুবক আলো বলেছেন: প্রতিউত্তরে খুবই প্রীত হলাম, ভালো লেখক, লেখার সাথে আছি, থাকার চেষ্টা করি সবসময়।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন.....

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো

আমার লেখাগুলোকে ভালোলেখা আর আমাকে ভালোলেখকের দলে রাখা!!!!!!!!
খুশিতে গদগদ না হয়ে পারলাম না!:):):)

আমার নিজের লেখার মান নিয়ে নিজেরইতো সন্দেহ হয় ভাই!:)তবুও আপনার প্রশংসায় অনুপ্রেরণা পেলাম!:)

আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা!:)







১২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

আমি বিদ্রোহী রনক্লান্ত-
সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দনরোল -
আকাশে বাতাসে রনিবে না,
অত্যাচারীর খড়্গ কৃ ্পান ভীম রণভূমে রনিবে না,
বিদ্রোহী রনক্লান্ত, আমি সেইদিন হব ক্ষান্ত!



হয়ে যাক তবে জ্বালাময়ী কিছু কবিতা!

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: ডানা ভাই

পাঠ, মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে। মানবতার হৃদ্ধতা ফুটায়ে তুলেছেন। হৃদয়ের এই আকুতি তাদের যার জগতে মহৎ। এই অসহায়দের জন্য সব হৃদয় ব্যাথিত হউক সেই কামনাই আপনাকে অনেক ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

বিলিয়ার রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুজন

আমার কবিতাখানা পাঠের পর আপনার রেখে যাওয়া সুন্দর মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: ভালোলাগা রইলো!!!

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!:)


ভালোথাকুন!:)

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মনে হচ্ছে বাংলা সাহিত্যাকাশে নতুন একটি নক্ষত্রের আবির্ভাব হলো।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: আনন্দিত একই সাথে লজ্জিত করে গেলেন! :-P

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

শোভন শামস বলেছেন: সুন্দর পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: শোভন শামস

আপনার কবিতাটি সুন্দর মনে হয়েছে জেনে ভালোলাগল!:)

ভালোথাকুন!:)

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

জাহিদ অনিক বলেছেন: এমন একটি কবিতা লিখার জন্যই বোধহয় বেঁচে আছি আমরা সবাই

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

বিলিয়ার রহমান বলেছেন: জাহিদ অনিক ভাইয়া

কবিতা পাঠের পর আপনার রেখে যাওয়া মন্তব্যে অনেক অনেক ভালোলাগা!:)

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন লাইন
একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা রূপালি চাঁদের মায়া,
জোনাই পোকার মিটিমিটি আলো, সবুজের ছায়া।
থাকবে কেবল ওল্ডহোমের
চার দেয়ালের মাঝে আটকে থাকা, প্রৌড়ের কথা
অনন্ত একাকিত্বে যার শ্রান্ত আঁখি
নিরবধি সিক্ত হয়, ঘরে ফেরার কামনায়।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায় ।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২

বিলিয়ার রহমান বলেছেন: মায়াভাই
আমার ব্লগে আবার আপনাকে দেখতে পেয়ে ভালোলাগল!:)


কবিতা পাঠের পর আপনার রেখে যাওয়া সুন্দর মন্তব্যখানার জন্য ধন্যবাদ!:)

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

খালিদ১২২ বলেছেন: সুন্দর বলেছেন

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: খালিদ১২২ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর কবিতা আমি মিস করলাম কেমনে সেটাই ভাবছি



দেরি হয়ে গেল কৃতজ্ঞতা জানাতে। সুন্দর কবিতা। ভাল কিছু দিক উঠেছে কবিতায়।
শুভ সকাল।

(গতরাত প্রায় বারোটা দিকে আমি সামু ডুকতে পারছিলাম না। ভেবেছিলাম আমার ব্লগ বুঝি ডিজেবল করে দিয়েছে। সকালে ঘুম ভাঙতেই সামুতে অনুসারিত পোষ্টে এসে)

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

আপনি মিস করেননি এই তো এসে গেছেন!:)

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: গোলাপের শুভেচ্ছা। অারো সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: এ যে দেখছি একেবারে লাল গোলাপ শুভেচ্ছা!!!:):)

ধন্যবাদ বাবু ভাই!:)

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



মানুষের জীবনই হক কবিতার প্রাণ

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: চাঁদগাজী

উপস্থিতিতে ভাল লাগল!:)

কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ!:)

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



সবাই দেখি এসে গেছে! হায়, আমিই বুঝি মিস করলাম।

ভাল থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

আপনিতো মিস করেন নাই!:) এই যে এসে গেলেন!:)

কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এদের জন্য লিখেছেন। অনেক ভালো লাগলো। আল্লাহ আপনাকে অসহায় মানুষকে নিয়ে লেখার আরো তাওফিক দান করুন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: মো: ওসমান গনি তালুকদার

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)

কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর লিখেছেন কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন:
তোমার জন্য মিনতি

আপনার প্রশংসায় প্রীত হলাম!:)


কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




"এসকেপিষ্ট" টাইপের কবিতা । একটা কবিতা লিখবেন কেন ? দশটা লিখুন না, মানা করেছে কে ???? শব্দেরা ছলনা করে ???? সুকান্ত , বা দাউদ হায়দার হতে দেয়না ? :( শব্দেরা টেনে নিয়ে যায় প্রেমের কবিতায় ?? :P
ভেরী স্যাড !

কিছু ত্যাদোর আর বাজখাই শব্দ ধার করে আনুন ।
প্রেমের কবিতাতেই না হয় লিখুন --- ভাত দে হারামযাদী .. B-))
অথবা প্রেমিকাকে কবিতায় বলুন ---- এ বিশ্বকে তোমার গর্ভের শিশুর বাসযোগ্য করে যাব আমি .... :||

ভালো লাগা রাখি শেষে ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: জী এস ভাইয়্যু

আমি কিন্তু ঠিকই লিখেছি!:) তবে একটু ঢং করে লিখেছি!:)

আমার অদ্ভুত ঢং টা তোমার ভালোলেগেছে শুনে খুশি হলাম ভাইয়া!:)


একটা জিজ্ঞাসা ভাইয়া কবিতাটা কি সত্যিই ভালো হয়েছে????

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: একটা কবিতা লিখব
যে কবিতায় থাকবেনা বাশরির বাঁশি,
বকুলের গন্ধ, চির যৌবনা রূপসিনীর হাসি।
থাকবে কেবল বিধবা রমনি আর মজুরের কথা।


চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: প্রামানিক ভাই

আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ!:)

কবিতাটি আপনার ভালোলেগেছে শুনে খুশি হলাম!:)

কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

জুন বলেছেন: আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায়।

ঠিক যেন আমার অবস্থা । কত কবিতা লিখতে ইছে করে কিন্ত ছন্দ আর বাক্য নিয়ে ধরতে গেলেই মরীচিকার মত মিলিয়ে যায় ।
অনেক ভালোলাগা জানবেন ।
+

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু পাঠ ও মন্তব্যের জন্র ধন্যবাদ!:)

প্লাসে অনুপ্রাণিত!:)

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

শামীম সরদার নিশু বলেছেন: মসি ইউ প্রিয় বিলিয়ার রহমান ভাই।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭

বিলিয়ার রহমান বলেছেন: শামীম সরদার নিশু

মি ঠুউউ!:):):)

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি পাঠে এক রাস মুগ্ধতা নিয়ে গেলাম
অার কবিতাটিকে ++++ দিয়ে গেলাম ।


শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ডঃ এম এ আলী ভাই পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!:)

++++ অনুপ্রেরণা পেলাম!:)

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

শায়মা বলেছেন: ঐ তুমি জি এস ভাইয়ার সাথে আমার মত এত ভাইয়া ভাইয়া করেছো কেনো!!!!!!!!!!!!!!!!


চলবে না!!!!!!!!!!!!!!!!!!!!!!

হুশিয়ার!!!!!!!!!!!!!!!

সাবধান!!!!!!!!!!

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: শুধুই কি জী এস ভাইয়াকে?????

তোমার মতো করে সবাইকেই না না কেবল ভাইয়া গুলানরে ভাইয়া বলে ডাকছি!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আপুনি ভাইয়া ডাকে তোমার কপিরাইট থাকলে আর ডাকব না!:)

কথা দিলাম!:)

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: আমার মত করে ডাকা চলিবেন না!!!!!!!!!!!

তোমার মত করে বাইয়া , কাইয়া ডাকতে পারো তবে যেন ভুলেও..............



মাইয়া বা সাইয়া ডেকোনা !!!!!!!!!! :(

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিতো ছেলে মানুষ আপুনি!:)

তাই খুকিদের মতো করে আদৌ কি ডাকা সম্ভব???


তোমাকেও বলছি............।

আমার মতো করে লেখা চলিবেন না!!!!!!!!!!!!

তোমার মত করে বাইয়া , কাইয়া লিখতে পারো তবে যেন ভুলেও..............

মাইয়া বা সাইয়া লিখনা !!!!!!!!!! :):)

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: :P

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: :):):)

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

বিলিয়ার রহমান বলেছেন: view this link পোস্টের ৩ নং ও ৪ নং কমেন্ট দেখে নিও!:)

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




প্রতিমন্তব্যের জন্য আসতে হলো কারন ওখানে একটি প্রশ্ন রেখেছেন আমার জন্যে ।
"একটা জিজ্ঞাসা ভাইয়া কবিতাটা কি সত্যিই ভালো হয়েছে????"
কেন, কি মনে হয় আপনার মন্তব্যে আমার এই শেষের লাইনটিতে------ভালো লাগা রাখি শেষে । ??

আর মন্তব্য করতে এসে শ্রীযুক্তা শায়মা'র মন্তব্যটি দেখে হাসতে হলো । :(
এটা ঠিক নয় বিলিয়ার । আপনি "ভাইয়্যু" - " আপুনিমনি" ইত্যাকার রেজিষ্টার্ড ট্রেডমার্ক শব্দগুলি শায়মার অনুমতি ছাড়া কেন ব্যবহার করলেন ? ওগুলো শ্রীমতি শায়মার পৈত্রিক সম্পত্তি , হেবা সূত্রে পাওয়া । :P

@ শায়মা ,
আপনি কি "ভাইয়্যু" - " আপুনিমনি" এই আলঙ্কারিক শব্দদু'টির ট্রেডমার্ক রেজিষ্ট্রেশান করিয়েছেন ?
না করে থাকলে এখনি সময় রেজিষ্ট্রেশান "যুদ্ধে" যাওয়ার । ট্রেডমার্ক রেজিষ্ট্রেশান পেলেই আপনি ব্লগে লিখতে পারবেন ,
" সংবিধিবদ্ধ সতর্কীকরণ -------- যদি কেহ ট্রেডমার্কীর ( যিনি ট্রেডমার্ক পেয়েছেন B-)) ) বিনা অনুমতিতে "ভাইয়্যু" - " আপুনিমনি" শব্দগুলির ব্যবহার , লিপিবদ্ধ করণ, সংরক্ষন, বিতরণ, প্রকাশ করেন তবে আইনত দন্ডনীয় হইবেন " । B:-) :|| :-P

আপনার -
হুশিয়ার!!!!!!!!!!!!!!!

সাবধান!!!!!!!!!!
বাণীতে যথাবিহিত আতঙ্কগ্রস্থ হইয়া জনস্বার্থে এই বু......দ্ধি দিতে সচেষ্ট হইলাম । B:-/


২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: তাইতো আমারতো ভালো লাগা রাখি শেষে কথাটাকে গুরুত্ব দেয়া উচিৎ ছিল!:)

সরি জী এস ভাইয়া!:)

থুক্কু ভাইয়াতো আবার ট্রেডমার্ক!:):)

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বুদ্ধিটা কাকে দিলে ভাইয়া!!!!!!!!!!! @ জি এস ভাইয়া!!!!!!!!!!!!!


বুদ্ধুকে বুদ্ধি দিয়ে লাভ আছে!!!!!!!!! মানে আমাদের বিলিভাইয়াকে...... :P


আবার আমি যে কোনো সময়ই লুক্কায়িত খড়গ বাহির করিতে সিদ্ধহস্ত!!!!!!!!!!!

রেজিস্ট্রেশন ব্যাতিরকেই আমার এইসব ভাইয়ু, আপুনি, ভাইয়ুমনিতা সব শব্দাবলী আমার পৈত্রিক নহে বাট আবিষ্কৃত সুত্রে প্রাপ্ত!!!!!

কাহাকেই উনা ব্যবহার করিতে দেখিবামাত্র জবাব চাওয়া হইবেক!!!!!!!! এবং ব্যাবহারকারী যথাযোগ্য উত্তর প্রদানে ব্যার্থ হইলেই ................


:P

:P

:P

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

বিলিয়ার রহমান বলেছেন: বুদ্ধুকে বুদ্ধি দিয়ে লাভ আছে!!!

তাতো বটেই আর আমি একারনেই তোমাকে বুদ্ধি দেই না শায়মাপি!:)

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার স্বাদ
অধরাই রয়ে যায়।
- সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কবিতা লেখার সাধ অধরা রয়ে যায়, অথচ সেটা নিয়েই তো দিব্যি একটা কবিতা লিখে গেলেন!
উপরের স্বাদ (taste) কথাটা মোট তিনটে স্তবকে একই বানানে এসেছে। কথাটা কি স্বাদই হবে, নাকি সাধ (আশা, আকাঙ্খা) বুঝাতে চেয়েছেন? দুটোতে অর্থের পার্থক্য আছে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

বিলিয়ার রহমান বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান!:)

প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি!:)

আসলে আমার মূল পান্ডুলিপিতে আমি সাধ শব্দটিই লিখেছি কিন্তু টাইপের সময় সম্ভবত আটো কারেকশন সাধের বদলে স্বাদ করে দিয়েছে!:)
মানে লবণ মনে করে চিনি দিয়ে দিয়েছে আরকি!:):):)


৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

সিফটিপিন বলেছেন: এবার কবিতা গুলো লিখে ফেলেন।
সাথেই আছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

বিলিয়ার রহমান বলেছেন: সিফটিপিন ভায়া

পাশে থেকে আমার ঋণের বোঝা বাড়ানোর ফন্দি এটেছেন!:):)

আমারো অবশ্য যে এ রকম ঋণের ভার বাড়াতে আপত্তি নেই!:):):)

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার সাধ
অধরাই রয়ে যায় ।



কোথায় কবিতারা অধরা রয়ে গেছে? মানবিক বোধের এক সুন্দর কবিতা লিখে ফেলেছেন। আপনার মগজে কবিতারা কিলবিল করছে, ওদের বাইরে বের করে আনুন।

আমরা সবাই স্বার্থপর, এজন্য দরিদ্র ও অসহায়দের কথা তেমন ভাবিও না, তাদের নিয়ে লিখিও না। আপনার কলমে তাদের নিয়ে লেখা বেরিয়ে আসুক। সাম্যবাদের কবিতা লিখুন। নিপীড়িত, লাঞ্ছিত মানুষের মুক্তির কথা লিখুন। আপনি অবশ্যই সফলকাম হবেন।

আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

বিলিয়ার রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই

আমার পোস্টে!!!!:)


মেনি মেনি থ্যাংকস ফর ইউর ফেবুলাস কমেন্ট !:)



৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম!:)


পাঠ, লাইক এবং মন্তব্যের জন্য ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

৪০| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

অতঃপর হৃদয় বলেছেন: কবিতা লিখবো লিখবো তো লিখে ফেলেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে এটাকে আপনি কবিতা ভাবছেন????


সামুতে এটা একটা অনির্বাচিত পোস্ট!:)

৪১| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

অতঃপর হৃদয় বলেছেন: নির্বাচিত না হলে নাই...!!! আমরা তো পড়েছি।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনার মতোই ভাবি! তবে মাঝে মাঝে খারাপ লাগে এই আর কি!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.