নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কলমিলতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩





কলমিলতা, শর্বরীর নিস্তব্ধতায়
এখনও কি উঁকি মেরে দেখ
ধূসর আকাশের রূপালি চাঁদ
জোনাই পোকার মিটিমিটি আলো ?

এখনও কি দু’পা ছোটাও
দোয়েল, শ্যামা আর কোকিলের গানে
মুখরিত সেই হিজল, তমাল
আর জারুল তলার পানে?

কলমিলতা,উদাস দুপুরের ঝাউয়ের শাখায়
এখনও কি দৃষ্টি জোড়া রাখো ?
উষ্ণ রোদে ঠোঁট গুঁজে বসা
বাবলার ডালের বুলবুলি ডাকো?

অঘ্রাণের ধানের ক্ষেত জুড়ে
জমে ওঠা হরিৎ টিয়ার মেলায়।
এখনও কি হারিয়ে যাও
অতল আলোর লুকোচুরি খেলায়?


কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি।


ঢাকা,
৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

বর্ষন হোমস বলেছেন: চমেৎকার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষন হোমস

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: শুরুতেই আপনার প্রশংসা পেয়ে ভালো লাগল!:)

ভালোথাকুন সত্যের ছায়া ভাই!:)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি।


এই স্তবকটি সবচাইতে ভালো লেগেছে! দারুন!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: মোটা ফ্রেমের চশমা

পাঠ, মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: অঘ্রাণের ধানের ক্ষেত জুড়ে
জমে ওঠা হরিৎ টিয়ার মেলায়।
এখোনো কি হারিয়ে যাও
অতল আলোর লুকোচুরি খেলায়। +++
ভাই, এরকম দৃশ্য খুব মিস করি....!

লেখাটা অসাধারন, ভালো লাগলো... ধন্যবাদ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো

কবিতাটি অসাধারন ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)

ভালোথাকুন!:)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

খায়রুজ্জামান সাদেক বলেছেন: বেশ লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: খায়রুজ্জামান সাদেক

আমার ব্লগে আপনাকে সুস্বাগতম!:)

আপনার কাছে কবিতাটি বেশ লেগেছে শুনে অনুপ্রেরণা পেলাম!:)

ভালোথাকুন!:)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লোবাসার অসাধারণ প্রকাশ প্রকৃ‌তির সা‌থে মানব প্রে‌মের নিখুত সম্পর্ক স‌ত্যিই হৃদয় স্পর্শ ক‌রে ভা‌লো লাগার অফুরন্ত শু‌ভেচ্ছা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা পাঠের পর আপনার রেখে যাওয়া সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ অনিকত কামাল!:)

আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা!:)

ভালোথাকুন!:)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কলমিলতা,উদাস দুপুরের ঝাউয়ের শাখায়
এখোনোকি দৃষ্টি জোড়া রাখো ।
উষ্ণ রোদে ঠোঁট গুঁজে বসা
বাবলার ডালের বুলবুলি ডাকো।



কবিতায় +++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার উপস্থিতিতে আনন্দিত হলাম ভাই!:)


প্লাসে পেলাম অনুপ্রেরণা!:)


অনেক ভালোথাকুন এই শুভকামনা করছি!:)

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

রাশেদুল ৫৫ বলেছেন: কলমিলতা তুমি কোমলিতো হও লেখকের লেখনীতে....।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: রাশেদুল আপনাকে আমার ব্লগে স্বাগতম!:)

পাঠ ও মন্তব্যের জন্য রইলো ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: খবর পেয়ে যাবে ভাইয়া!

এত চিন্তা করোনা!


শুধু কলমীলতার এক খানা ছবি এঁকে ফেলো! :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

বিলিয়ার রহমান বলেছেন: ছবি আঁকলেই খবর পাওয়া যাবে!!!!

আমিতো আসলেই বদ্ধু!! এটাই জানতাম না!:)


কিন্তু আমি যে ছবি আঁকতে পারি না!!:) ভাইয়ের পক্ষ থেকে বোন আইমিন আমার পক্ষ থেকে শায়মাপি তুমি নিজে একটা ছবি একেঁ খবরটা এনে দিলে সমস্যাটা মিটে যাবার কথা!:):)

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

জুন বলেছেন: শায়মার সাথে একমত :) ছবি আকতে না পারলে চেষ্টা করেন বিলিয়ার রহমান,
ভালোলাগলো ডগডগে এক কলমীলতার লতানো কাব্য।
+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু তুমিও শায়মাপির হোমোলগ বনে গেলে শেষ পর্যন্ত!!!!!

ইন্টারে একবার স্যার পত্ররন্ধ্র্রের ছবি আঁকতে বলেছিলেন! সেই ছবি এঁকে যে পরিমান মান খুইয়েছি তা বর্ননাতীত!! তার পর থেকে ছবি আকার সাহস পাইনি!:)

প্লাসে অনুপ্রাণিত!:)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: ভালো লেগেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১১

বিলিয়ার রহমান বলেছেন: সুমন ভাই আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)


প্রতিনিয়ত পাশে থেকে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য কৃতজ্ঞতা!:)

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


কত কলমিলতা কারখানর হলঘরে সেলাইকলে বসে বিরামহীন সেলাই মেশিনের সাথী হয়ে কাটিয়ে দিচ্ছে যৌবনের দিন গুলি; তাদের হৃদয়ের কথাগুলো কবিতা হতে পারলো না কোনদিন, কেহ খুঁজলো না তাদের কোন এক বিষন্ন দুপুরে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কলমিলতা( সুবিধাবঞ্চিত অশিক্ষিত নারী)-দের নিয়ে একদিন সত্যি সত্যিই কবিতা লিখে দেখাবো!:)

প্রোমিজ!!

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

জেন রসি বলেছেন: সেই চিরায়ত আবেগ! তবে নগর কবিরা বোধহয় এখন অন্যরকম করে ভাবে!

ভালো লেগেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: জেন রসি আপনার উপস্থিতিতে ভালো লাগল!:)


কবিতাটি আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!:)

ভালোথাকুন!:)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এভাবেই কবির কলম চলুক দূরন্ত গতীতে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: কবি ফরিদ আহমেদ চৌধুরী

আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা!:)


ভালোথাকুন!:)

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

মুশি-১৯৯৪ বলেছেন: ভাল লাগল। ছন্দের উপর সত্যিই আপনার নিয়ন্ত্রন অসাধারন.।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: মুশি-১৯৯৪ আমার ব্লগে আপনাকে স্বাগতম!:)


আমার কবিতাটি আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!:)

ভালোথাকুন!:)

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: চিরন্তন বাংলার কাব্যিক বর্ণনা!!


শুভকামনা!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় গেম চেঞ্জার

কবিতার মতোই একটা সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!:)

আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা!:)

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভাই। খুব সুন্দর লাগলো কবিতা।



শুভকামনা সবসময়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন

পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩

প্রথম স্পর্শ বলেছেন: কলমিলতা, শর্বরীর নিস্তব্ধতায়
এখনও কি উঁকি মেরে দেখ
ধূসর আকাশের রূপালি চাঁদ
জোনাই পোকার মিটিমিটি আলো ?

এখনও কি দু’পা ছোটাও
দোয়েল, শ্যামা আর কোকিলের গানে
মুখরিত সেই হিজল, তমাল
আর জারুল তলার পানে?

কলমিলতা,উদাস দুপুরের ঝাউয়ের শাখায়
এখনও কি দৃষ্টি জোড়া রাখো ?
উষ্ণ রোদে ঠোঁট গুঁজে বসা
বাবলার ডালের বুলবুলি ডাকো?

অঘ্রাণের ধানের ক্ষেত জুড়ে
জমে ওঠা হরিৎ টিয়ার মেলায়।
এখনও কি হারিয়ে যাও
অতল আলোর লুকোচুরি খেলায়?

কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি।
+++++++++++
কবিতা জোড়ে ভাললাগা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: প্রথম স্পর্শ

আমার ব্লগে আপনাকে স্বাগতম!:)

কাবিতাটি আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!:)

ভালোথাকুন!:)

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মন্তব্য নেই।


প্রিয়তে ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতাটি প্রিয়তে নিয়েছেন জেনে ভালোলাগল!:)

ভালোথাকুন!:)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

নয়ন বিন বাহার বলেছেন: কি যেন এক একাকী হাহাকার।
সরব উপস্থিতি তবু নিত্য নিরাকার।
খুবই ভাললাগা। অসাধারন।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৭

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন!!!!

তাইলে লাইক কই!!:):) হা হা হা!!:):):)

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:

পকৃতিকে জড়িয়ে সুন্দর ছন্দময় কবিতা
পাঠে এক রাস মুগ্ধতা ।

এখনও কি দু’পা ছোটাও
দোয়েল, শ্যামা আর কোকিলের গানে
মুখরিত সেই হিজল, তমাল
আর জারুল তলার পানে?


শুভেচ্ছা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ!:)


কবিতা পাঠে আপনি মুগ্ধ হয়েছে জেনে অনুপ্রাণিত হলাম!:)


ভালোথাকবেন ভাই!:)

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: সে এখন ঘোমটা পরা কাজল বধূ, দূরের কোন গাঁয়ে,,,,
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়,,,,
গানটি মনে পড়ে গেল কবিতাটি পড়ে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: অরুনি মায়া অনু

কবিতা পাঠ করলেন!!!!!!!!!!!!!!!:)


মন্তব্য করলেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:) আবার গানও শুনিয়ে গেলেন!!:)

এতো কিছুতে খুশি না হয়েকি পারা যায়!!!!!:)

অগত্যা , আমিও খুশি!!:):):)( খুশি প্রকাশের ইমো কোনটা জানি না তাই হাসির ইমো দিয়ে দিলাম)

ভালোথাকবেন!:)

২৩| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

আরইউ বলেছেন: আপনি আমাকে পাঁচটা লেখার লিংক দিয়েছিলেন। ধন্যবাদ। কোন লেখার মান নির্নয় বা তুলনামূলক সমালোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে "যে জীবন তোমার আমার আর বুনো নীড়ের" আর এই লেখাটা ভালো লেগেছে। একটা বিষয়- আপনি কোন একটা কারণে লেখায় কঠিন শব্দ ব্যবহার করেন, অবচেতন মনে না, বেশ সচেতন ভাবে। আমার মনে হয় লেখায় শব্দ আসে স্পটেনিয়াসলি (বাংলা কি হবে জানিনা)। আপনার লেখায় এটার অভাব আছে। ব্যক্তিগত মত। কিছু মনে করবেন না।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য আরইউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি!:)

মন্তব্যে আপনি বলে গেলেন আমি সচেতন ভাবে কঠিন শব্দ ব্যবহার করি! যদিও আমার উচিৎ ছিল অবচেতন ভাবে শব্দ নির্বাচন করা!! আরো বললেন আমি যেন এতে কিছু মনে না করি !

আমি আসলেই কিছু মনে করিনি বরং আমি খুশি হয়েছি!

কারন আপনি এমন একটা দুর্বলতার কথা বলেছেন যেটি নজরুল , মধুসূদনদের মতো কবিদের ছিল। তাই আমি খুশি এই কারনে যে মানে না হোক দুর্বলতায় অন্তত তাদের সমান তো হওয়া গেল!


আর আমি চেয়েছিলাম আপনি আমাকে অকবিই তকমাটাও দিয়ে যাবেন! সেটি না পেয়ে একটু যেন হাফ ছেড়ে বাঁচলুম!

ভালোথাকুন!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.