নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

বিলির হালখাতা:- সামহোয়ারইন.... ব্লগে ৫২৫ হাজার ৬০০ মিনিট( একটি বর্ষ পূর্তি পোস্ট)

০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২২

এই পোস্টটি যখন পড়ছেন তখন সামহোয়ারইন...ব্লগের সর্ব কনিষ্ট সদস্য হিসেবে আমি ৫২৫ হাজার ৬০০ মিনিট পূর্ণ করেফেলেছি! সময়টা তো খুব বেশি নয়রে ‍বিলি; আপনি যদি এমন ভেবে থাকেন তবে আসেন বুক মেলাই। কারন আমি নিজেও যে এমনই ভাবছি!


সামুতে আমার ব্লগিং শুরুর পর পদ্মার জল অনেক দুর গরিয়েছে! পৃথিবীও তার অপসুর থেকে অনুসুরে আবার অনুসুর থেকে অপসুরে এসেছে! ৮ মিনিট ১৭ সেকেন্ডে দেশ কেঁপেছে। বিবাহের দেবী হেরার কৃপায় অনেক অবিবাহিত ব্যাচেলরের অকাল মৃত্যু ঘটেছে! অ্যাফ্রোদিতি মুখ তুলে চেয়েছেন বলে বাঙলার আনাচে কানাচের অনেক সখিনা, জরিনা তাদের স্বপ্নের তেনাকে পেয়েছেন! বৈবাহিক জীবনের ৫০ বছর পূর্তিতে অনেক বুড়োই গোপনে সুগন্ধী কিনে বাসায় গিয়েছেন!

দুটো ঈদও অবশ্য গেছে তবে সুখের কথা হলো এই যে, ঐ ঈদের পর বিরোধি দল হুমকি অনুযায়ি কোন আন্দোলনে যায়নি।এই সময়ে আমরা তিস্তার পানি না পেলেও অপুর চোখের জল পেয়েছি! এমনকি কাশেম বিন আবু বকরের খবরেও ফেসবুক ওয়াল ছেয়েছে ! আরো কত কিই......... না ঘটেছে।তবে আমি নিজে এই ৫২৫ হাজার ৬০০ মিনিট আগে হাদাই ছিলাম আর এখনো হাদাই রয়ে গেছি!(আফসোস)!

আমার ব্লগিং এর শুরুটা হয়েছিল হুট করে। আমার জীবনের অধিংকাশ ঘটনাই সাধারনত হুট করেই হয়ে থাকে! তবে সেই হুট করে ঘটে যাওয়া ব্যাপারটা এখন আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছে! আমি বলতে বাধ্য হচ্ছি যে, বিলি তুমি সামু সিনড্রমে আক্রান্ত!

প্রায় ব্লগারেরই ব্লগিং শুরুর দিকে সেফ হওয়া না হওয়া নিয়ে একটা বিস্তারিত কেচ্ছা থাকে! তবে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এরকম কোন কেচ্ছা নেই! আমাকে তিন দিন পরেই প্রথম পাতায় লেখার অনুমতি দিয়ে দেয়া হয়! এর জন্য আমি মডুদের উপঢৌকণ পাঠিয়েছি কিনা তা অবশ্যই জানতে চাইবেন না!:)

সামুতে আমার প্রথম পোষ্ট ছিল একটা কবিতা। নাম পতিতা! বিজন রয় ভাইযা ওখানে একটা মন্তব্য করেছিল । সম্ভবত দু’চার বার পঠিতও হয়েছিল! তবে প্রথম পোস্টের ঐ দৈন্যতা্ আমি মেনে নেইনি! বীরের মতো সে পোস্ট ডিলিট দিয়ে দিয়েছি! এর জন্য বিজন রয় ভাইয়ার কাছে সরি! ঐ পোস্টের বিশ দিন পরে দেওয়া সোনার খাঁচায় স্বাধীনতা এখন আমার প্রথম পোস্ট। আর সেখানে করা ভৃগুদার মন্তব্যটা এখন প্রথম মন্তব্য!

প্রথম দিকে ব্লগে আমি কেবল কবিতাই পোস্ট করতাম। তাই আমার ব্লগটাকে ছোট খাটো একটা কবিতার ব্লগও বলা যেত! কেবল কবিতা পোস্ট করার কারনে অনেকেই আমায় কবি বলে ডাকা শুরু করেন। কিন্তু আমি জানি আমার লেখাগুলো কবিতা নয়! হয়তো প্রায় কবিতা! আমি যে কবি হওয়ার যোগ্য নই সে ধারনাটা পরিষ্কার করতে কবিতা( পড়ুন প্রায় কবিতা) লেখা প্রায় বাদই দিয়েছিলাম( যদিও চুরি এর একটা রকারন)। তিতা মিঠা রম্য, অখাদ্য কুখাদ্য আরো কিছু বিষয় নিয়ে মাঝের কিছু সময় আপনাদের অনবরত বিরক্ত করেছিলাম! তবুও ওগুলোতে আপনারা কেন যে হুমরি খেয়ে পড়েছিলেন (বিশেষত রম্যসুন্দরী পাত্রী ও ভেজালের গল্প) আমি বুঝিনা!

নিজের অক্ষমতা সম্পর্কে আমি সম্যক অবগত! কারো ভালো লাগার মতো তেমন কোন গুনই আমার নেই। আমাকে তাই আমি গুড ফর নাথিং বলি! আমার মনে হয় প্রায় মানুষই আমার থেকে সৃজনশীল এবং মেধাবী। তাই আমার থেকে কেউ ভালো করলে আমার ঈর্ষা লাগে না তবে আফসোস লাগে! ইস আমিও যদি পারতাম! ;)

ব্লগে আমি বেশ কিছু ব্লগারকে ফলো করি। তাদের মতো করে লিখবো বলে অথবা অনুপ্রাণিত হবো বলে নয়। ওনাদের প্রতি একটা ভালোবাসা বোধ জন্মেছে বলে! আর আমার মতো নগন্যকেও যে জনা কয়েক মানুষ ফলো করেন তারা কেন করেন আমি জানিনা! তবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সামুতে আর কতদিন ব্লগিং করতে পারবো জানিনা! তবে নিজেকে প্রায়ই বলি আমি থাকতে এসছি! আর যে সকল মানুষরা আমার এই থাকতেই হবে ব্যাপারটা বলাতে ব্যাধ্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়! অনেকেই পোষ্টে কারো নাম মেনশন করাটাকে তৈলাক্ত পোস্ট হিসেবে বিবেচনা করেন! তাই আমি তাদের নাম মেনশন না করে তাদের নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি! সবার নামই দেওয়ার চেষ্টা করেছি। তবে দু চারজনের নাম( যেমন জাহিদ হাসান, অ্যালেন সাইফুল,শাইয়্যানের টিউশন) বাদ পরে গেছে। আপনারা নিজ গুনে আমায় ক্ষমা করে দেবেন!

মন্তব্য ১৫৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন রইল ভাই বর্ষপূর্তি অনুষ্ঠানে।

খুব সুন্দর প্রকাশ করেছেন প্রথমবর্ষের অনুভূতি। ভালো লাগা রইল ভাই।

শুভকামনা সামনের দিনগুলিতে।

০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: বিলির বর্ষপূর্তি পোস্টের প্রথম মন্তব্যকারী হয়ে আপনিতো ভাই ইতিহাসে অমর হয়ে গেলেন!!!!:)


শুভকামনার জন্য থ্যাংকু!:)

২| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: লাভ ইউ !!!!!! লাভ ইউ !!!! লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!


আমি সবার আগে!!!!!!!!!!!!!!!!!!

তাই আরও বেশি লাভ ইউ !!!!!!!!!!!!!!!!!! :) :) :)

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৪

বিলিয়ার রহমান বলেছেন: তুমিতো আগে থাকবেই আপি!!!!


আমি মানুষটা খারাপ হইলেও! ঘুষ নিলে কামকাইজ ঠিকই করি!:)


লাভ ইউ ঠু আপি! :)

৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার ভিডিও।

ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেনা ভাই!!!


ভিডিওতে আপনার পুরো নাম না বলে কেবল হেনা ভাই বলেছি বলে দুঃখিত!:)

৪| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: ঐ ঘুষ!!!!!!!!!!!!!!!!!

এহ রে!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

আমি দেই না !!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি তো নেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :D

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: বল কি আপি, শেষে তুমিও ঘুষ নেয়া শুরু করলে!!!!!


ঘুষ যেহেতু খাও তাই ঘুষ হিসেবে এক গ্লাস বাতাস পাঠিয়ে দিলাম!:)


খুশি তো??:)





৫| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবুহেনা আশরাফুল ইসলাম লিখেছেন দেখলাম। আরে ভাই নাম সংক্ষিপ্ত লিখলে ক্ষতি কী? ঠিকই আছে।

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ ভাই!:)


আপনার জন্য শুভ কামনা!:)

৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:২১

শায়মা বলেছেন: যা ভাগ তোর বাতাস আমার লাগবে না!!!!!!!!!!!! X((


তার থেকে হাওয়াই মেঠাই পাঠাও বিলু কিলু!!!!!!!!!!!!


আই লাইক হাওয়া মিঠা আই মিন ক্যান্ডিফ্লস!!!!!!!!!!!!!!!! :) :) :)

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: শোন আপি!!!


বিলি তোমার মতো না!!! ভাই বোনেরা কিছু চাইলে সে সব দিতে রাজি!!!

এই নাও তোমার হাওয়াই মিঠাই!!!



৭| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:২৪

ওমেরা বলেছেন: বর্ষপূর্তীতে আপনাকে ফুলেল শুভেচ্ছা ভাইয়া

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: এতোগুলো ফুলের শুভেচ্ছা!:)


আপনাকেও ধন্যবাদ আপি! :)

৮| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন :)

:)

এক থেকে দশ, সিলভার, গোল্ডেন পোষ্টের দোয়া! হয়তো থাকব হয়তো থাকবনা!

থাকবে লেখা থাকবে স্মৃতি, থাকবে এই পথ চলা....

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: দোয়া পেয়ে খুশি হলাম ভৃগু দা!


সামনের দিকের পথ চলটায় আপনি আমি দুজনেই থাকবো কিনা জানিনা! তবে সে প্রত্যাশা করা যেতেই পারে!:)



আপনার জন্যও অনেক শুভকামনা!:)


৯| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:০৭

সিনবাদ জাহাজি বলেছেন: নিজের অক্ষমতা সম্পর্কে আমি সম্যক অবগত! কারো ভালো লাগার মতো তেমন কোন গুনই আমার নেই।

একমত হতে পারলাম না।


:)

ভিডিওটা চমৎকার।

ভালো থাকুন

০৫ ই মে, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: একমত হওয়ার কথাও না!!!


কারন আমি গুণী না হলেও বেগুণী!

আর বেগুণীও তো একটা গুন নাকি ভাই???!:)

১০| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: দূর দূর !!!!!!! এই হাওয়াই মেঠাই এর রং টা কেমন জানি!!!!

হাওয়াই মেঠাই হবে ম্যাজেন্টা মিজ মিজ......:)

০৫ ই মে, ২০১৭ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: তুমি যেটা দিয়েছে আমি কিন্তু তাতেই খুশি!!:)


যদিও আমি বলতে পারতাম হাওয়াই মিঠাই হবে একেবারে গোল পাকানো দলা দেয়া ইত্যাদি ইত্যাদি!!:)


তবু বলিনি কেন জানো!! ভাই বোনরা যা দেয় সেটি খুশি মনেই নিতে হয় বলে!!!:)


হাওয়াই মিঠার জন্য ধন্যবাদ!:)



১১| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৩১

আমি চির-দুরন্ত বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ;) ;) নিস্পাপ বাবুটার পক্ষ থেকে শুভেচ্ছা রইল।



০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি চির-দুরন্ত

আমার ব্লগে স্বাগতম!:)


আপনার ও রকম একটা কাঁটি অভিনন্দন পেয়ে সত্যিই খুশি হলাম!:)

আপনার জন্য শুভকামনা!:)


১২| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৪২

হাতুড়ে লেখক বলেছেন: আপনে মিয়া বেজায় খ্রাপ! রিলিপ দিবেন কইছিলেন এহন সারাদিন বসায়া রাইখ্যা হাতে দিলেন দুই পিছ সিঙ্গারা! তাও আবার সস ছাড়া!

অভিশাপ অভিশাপ! X((

বাইচা থাকেন মরার আগে ও পরে। B-)

০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এমন শাপ পেয়ে খুশি না হয়ে পারলাম না!:)


আর রিলিফ!!!!

ও কথা মনে করাইয়া দঃখ দিয়েন না মেয়া বাই!:)

উপরের মহলে দিতে দিতে কেবল কয়েকটা সিংগারাই বাকি ছিল তাই ওগুলো দিয়েই...........।

১৩| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমিতো আপনার সৌজন্যে আস্ত একটা পোষ্ট দিয়ে বসে আছি। সময় করে দেখে আসার অনুরোধ রইল।

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষ পূর্তিতে আস্ত একটা পোস্ট উপহার !!!


বেশ বেশ!!!

একটু পরেই আপনার পোস্টে আসছি!:)

১৪| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯

ধ্রুবক আলো বলেছেন: ব্লগ হলো লেখা লেখির একটা আধুনিক প্রেক্ষাপট! আর আপনি হচ্ছেন সে প্রেক্ষাপটের আধুনিক একজন লেখক,
বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইলো।
আরও শত শত বছরের জন্য শুভ কামনা রইলো।
সব সময় যেন আপনাকে সবার মাঝে যেন পাই সেই আশা বুকে ধারণ করি।
এক বছর গেলো মাত্র আরও একশত বছর সফল ভাবে পেরিয়ে যাক, ব্লগিং চলুক অবিরত....

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি আধুনিক লেখক!!!!!!:)

এই খবর রিয়েল লেখকরা পাইলে আত্মহত্যা করবে ভাই!!!!!


মন্তব্যে দিয়ে যাওয়া বর পেয়ে ভাবছি!! একশ বছর পর ব্লগিং করার জন্র চোখে পাওয়ার থাকবে তো!!!!!;)

১৫| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২

অতৃপ্তচোখ বলেছেন: অভিনন্দন অভিনন্দন অভিনন্দন

বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা রেখে গেলাম।
আগামী দিনের শুভকামনায়

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া!!!!!



ভালোথাকবেন!:)


১৬| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

কানিজ রিনা বলেছেন: সামুব্লগ সূর্যের একটি রশ্বি বিলিয়ার রহমান
আলোক উজ্জল হয়ে ব্লগে থাকবেন সেই
কামনা। বর্ষ পুর্তিতে অনেক শুভেচ্ছা ও শুভ
কামনা।

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনা জানিয়ে যাওয়ায় আপনাকে ধন্যবাদ আপি!



ভালোথাকুন!:)

১৭| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭

সাহসী সন্তান বলেছেন: পোস্টের মধ্যে কি লিখছেন কিংবা কি লিখতে পারেন সেইটা আন্দাজ কইরা নিয়া খালি শিরোনাম দেইখা মন্তব্য দিলাম! একচুয়ালি বর্ষপূর্তি পোস্ট পড়তে পড়তে হাফেজ হইয়া গেছিতো, সেজন্য এখন 'ক' দেখলে কলিকাতার মত 'ব' দেখলে যে বর্ষপূর্তি হইতে পারে উহা বুঝতে পারি! ;)

ভিডিওটা ভাল্লাগছে! তবে কথা খুব বেশি ঘন হইয়া গেছে! আর একটু স্লো হইলে ভাল হইতো! নাকি ফাস্ট মুডে চালাইয়া ভিডিও করছিলেন! চিপায় চুপায় কখন যে "সাহসী সন্তান" কইয়া চইলা গেলেন বুঝতেই পারলাম না! :P

তবে সব থেকে ভালো হতো যদি আপনি ব্লগে নিজের সম্পর্কে লিখতে গিয়ে ব্লগিং, ব্লগার এবং ব্লগ সম্পর্কে দু'পাঁচ কথা রাখতেন! শুধু নিজের ঢোল নিজে পিটাইয়া তো ফাডাই ফ্যালানোর কল করছেন! আর একটু হইলেই হইছিল..... ;)

তবে সব থেকে বড় বিষয় হইলো, তেল আপ্নি যেভাবেই মারেন না কেন; নজেল-প্লাঞ্জার দিয়া হেডে গিয়া স্পর্শ করলেই কিন্তু ফায়ারিং হইবেই! সুতরাং আপনি ব্যাপারটা যেভাবেই উপস্থাপনা করেন না কেন, সমালোচনাকারীদের মুখ কোন ভাবেই বন্ধ করতে পারবেন না! অতএব ব্লগিং করবেন নিজের মত করে!

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো! শুভ কামনা জানবেন!

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: পরথমেই এক ঝুড়ি ধইন্না!:)


আফনে ক দেখলে যে কলিকাতা আর ব দেখলে যে বর্ষপূর্তি বুইঝা ফালান উহা পাবলিক জানে!!! আর ভিডিওটা দ্রুত করতে হইছে কারন উহার সাথে যে ওডিওটা এডাইছি তাহা মাত্র তিন মিনিটের! তাই পড়া মুখস্ত করার মতো কইরা সবার নাম কইতে হইছে!:)

ব্লগ সম্পর্কে কিছু কই নাই কারন মুই আগেই মাইনা লইছি যে মুই সব (বর্ষ পূরণ করা) থেইক্কা জুনিয়র ব্লগার! তাই কওনের ব্যাটারটা আফনের রমতো সিনিয়রের উপ্রে ছাইরা দিসি!:)

আর ঢোল বাজাতে আমি যে ওস্তাদ ঐটা বুঝানোর লইগ্গা একটু বাজাইলাম আরকি!:)

তেল বা আতেল নিয়া মন্তব্য করিয়া অকালে প্রাণ হারাইতে চাহি না দাদা!:)

আবারো ধইন্না!:)

১৮| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:

আমার কত বকেয়া ???? না বাপু ফ্রি মিষ্টি খেতে রাজি না ।।।।। B-)

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: বকেয়া সব মাফ কইরা দিলুম!!!:)



এইবার আফনে মিষ্টিটার ব্যাপারটাও মাফ কইরা দেন দাদু!!!

১৯| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন। !:#P

ইউনিক আইডিয়া। বিশেষ করে ভিডিও বার্তা :)

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পরে পেলাম আপনাকে!!!


ভালো আছেন তো???:)

২০| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দরী পাত্রী এবং একটি ভেজালের গল্প


কিভাবে যে বলি আমারও একটা দরকার !!! ইশ !!! আবার ভেজাল ............

যে পাত্রীর চোখ নেই, মুখ নেই, করে নাকো ফুশ ,ফাঁশ, করে নাকো ডুশ ,ড্যাশ !!!! =p~

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: চিন্তা নো নিয়েন মেয়া বাই!!!:)


আফনের লাই আইজই বিক্রয় ডট কমে এ্যাড দিমুনে!!!:)

২১| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:১৮

জুন বলেছেন: ভিডিওটা তিনবার দেখে আর শুনেও আপনার বিশাল তালিকায় আমার নামটা কোথাও দেখতেও পেলাম না শুনতেও পেলাম না বিলিয়ার রহমান :(
তারপর ও বড় বোন হিসেবে ছোট ভাইয়ের বছর পুর্তিতে আমার আন্তরিক শুভকামনা রইলো :)

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপি!!!!!


ইউ আর স্লো!!!!!


বিলি মেড এ্যা ভিডিও উইদ আউট ইউর নেম ইজ ইট পসিবল???



আই স্পেল ইউর নেম JUN!:)


হোপ থিংজ আর ক্লিয়ার টু ইউ!:)


২২| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:



বড় আপু জুন, বিলির ভিডিও থেকে হয়ে গেছে গুম !!!! B-)
এর তীব্র প্রতিবাদ জানাই !!!!


আপা টেনশন নিবেন না, দেখুন বিলির অবস্থা কি করি ।






০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: থামেন ব্রো!!!!!


সি ইজ ইনটু দ্য ভিডিও এন্ড ইভেন অন দ্য থাম্বলিং! :)

২৩| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩০

জুন বলেছেন: @ শাহরিয়ার কবির আগাম ধন্যবাদ জানিয়ে গেলাম ভাই ;)

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: June হলো ইংরেজি মাসের নাম!:)


Jun হলো ব্লগের জুনাপি!!!!;)

২৪| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
জুন আপু ভিডিও টার ময়না তদন্ত চলেছে ........ রিপোট পেলে জানিয়ে দেয়া হবে ।

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: তদন্তের জন্য আমার পক্ষ থেকেও ধন্যবাদ!!!!:)


রিপোর্ট প্রকাশের আগে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাইন্টটা চেক করে নেবেন!:)

২৫| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

সাহসী সন্তান বলেছেন: দেখছেন, আজকা যদি ভিডিওটা করার পূর্বে আমার পরামর্শ মাইনা করতেন; তাইলে আর জুনা'পুর মত নিরীহ মানুষও আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করতে পারতো না! মানুষ রিলিফের চাউল মাফতে গেলেও অন্তত আর একটু ছাড়াইয়া ছাড়াইয়া ওজনের সিরিয়াল গোনে! ;)

যে যাহোক, স্কিনশর্টের মধ্যে দ্বিতীয় নামটাকে কি আপনি "জুন (June)" বুঝাইছেন, নাকি 'জান (Jun)' বুঝাইছেন? যদি জান বুঝান কোন কথা নাই! কিন্তু জুন বুঝাইলেই দুইখান কথা আছে!

সব থেকে আফসোসের বিষয় হইলো, ভিডিওতে আপনি যাদের নাম ব্যবহার করছেন, তাদের মধ্যে একমাত্র জুনা'পুর নামটাই শুদ্ধ বাননে পূর্বে থেকেই পেপার পত্রিকায় দেখতে পাওয়া যায়! অথচ ঠিক সেই নামের বানানটাই আপনি ভুল কৈরা বসলেন? তেব্রো পরতিভাধ ঝানাইলাম! ;)

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আসলে জুনাপিকে June মাস থেকে আলাদা করতেই তার নাম Jun লেখছি!!!:)


যদিও এখন ছেড়ে দে মা কাইন্দা বাঁচি অবস্থায় পইরা গেছি!!:)

আমারই বা কি দোষ বলেন, ইংরেজি ভাষাটাই যেন কেমন। এই যেমন ধরেন To হলো টু Do হলো ডু। তাহলে Go তো গু হওয়ার কথা। কিন্তু ওটি হলো গো!!! বোঝেন অবস্থা। আমার মতো আমজনতা এতো কিছু মনে রাখবে ক্যামতে! :)

২৬| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:

জুন আপু আপনার নাম পাওয়া গেছে কিন্তু ছোট করে ,,,,,,,, একারণেও তীব্র ক্ষোভ প্রকাশ করছি ।।।



( যদিও আমার পিসিতে নীল ও সাদা আলো বিচ্ছুরিত না হওয়ার সফটওয়্যার দেওয়া আছে ,এ কারণে ছবিটা একটু অস্পষ্ট লাগচ্ছে।)

১২ ই মে, ২০১৭ সকাল ৯:৫১

বিলিয়ার রহমান বলেছেন: তদন্তের জন্য বিলম্বিত ধন্যবাদ জনাব!!!:):)


তবে ক্ষোভটা কি না দেখালে হত না????

২৭| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সাহসী সন্তান তুমি বোঝোও নাই ব্যাপার টা । লুলু B-) =p~

১২ ই মে, ২০১৭ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আমিও লুল! ;)

২৮| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৮

ধ্রুবক আলো বলেছেন: একটু মিষ্টি মুখ হয়ে যাক
একটু মিষ্টি মুখ হয়ে যাক

১২ ই মে, ২০১৭ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: মিষ্টির জন্য ধইন্না দাদু! :)

২৯| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৩

নাগরিক কবি বলেছেন: :) B-) +

১২ ই মে, ২০১৭ সকাল ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: :):):):):):)


ইমো কি আমগো কম আছে মেয়াবাই!!;)

৩০| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৮

ধ্রুবক আলো বলেছেন: আমি আর আপনে ব্লগিং শুরু করার পর থেকে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে এটা জানেন B-)
আপনার এই পোস্টের পর তিস্তা চুক্তি নিয়ে সরকার মাথা ঘামানো শুরু করছে।
৮ মিনিট ২৭ সেকেন্ডের ভিড্ডুর কথা আর বলা না ভালো।

আমি এবং সবাই চাই যে কাজই করুন বা পেশায় নিয়জিত হন না কেন, সামুতে থাকুন আমরা লেখা লেখি করি এটা আমাদের নেশা, ব্লগে আসি মনের অনুভূতি শেয়ার করার জন্য।
চাই, আপনি ব্লগে থাকুন সদা....

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং আগে থেইকাই চলতে ছিল মেয়াবাই!:)

আর আমার মতো কাঠাল জনতার কথা শুনে সরকার ত্স্তিা নিয়া ভাবতাছে জানতে পাইরা আপাতত অজ্ঞান অবস্থায় আছি! জ্ঞান ফিরলে বাকি উত্তর করবো! ;)

৩১| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৫১

শায়মা বলেছেন:


খুশি মনে একখানা বউ দিলাম বিলি কিলি ভাইয়ু!!!!!!! :)

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: পুরুষ মানুষ দুই ধরনের

১। জীবিত
২। বিবাহিত

আমি ২য় দলের প্রতিনিধিত্ব করি আপি!!!:)

আই মিন বউ তো আমার অলরেডি একখান আছে আপি!!!:)

তাই খুশি হয়ে দিলেও নিতে পারলাম না আপি!!!!:) একই জিনিস দুইবার নেয়া কি ঠিক??????


৩২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন:




শায়মা বুবুর বর পাওয়া গেছে ...... তারপরেও আমার সাথে এতো নিম ব্যবহার কেন ????? আমি তার কাছে ভালো না, তার কথা ভাবিনা ।।।। দেখ তোমার জন্য কত সুন্দর বরের ব্যবস্থা করেছি !!!! =p~




১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: ছবি খান সেই!!!!!:)



দেখেন কত জন ফিদা হইয়া যায়!!!:)

৩৩| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: অনেক অনেক শুভ কামনা ভাইয়ু। :D পোস্টে প্লাস এবং প্রিয়তে। :)

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু শোভন ভাইয়্যু!!:)



আপনার জন্যও শুভকামনা!;)

৩৪| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা। :)

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু জিনি ভাই!:)


প্রতিনিয়ত পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!:)

৩৫| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ১ বছর থেকে ১০ বছর তারপর ১০০ বছর হবে সেই প্রত্যাশায় থাকলাম........শুভেচ্ছা অবিরত

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রত্যাশা করতে দোষ নেই কামাল ভাই!:)



আপনার এমন শুভ কামনা পেয়ে আনন্দিত হলাম!:)


আপনার জন্যও শুভকামনা!:)

৩৬| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫২

বিলিয়ার রহমান বলেছেন: টি উইথ দ্য শেপ অব হার্ট!!:)

অসাম!!:)

থ্যাংকজ ওনস মোর ব্রো!:)

৩৭| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ভিডিও চিত্রটা পোস্টটাকে ভিন্ন মাত্রা দিয়েছে । বছর ফূর্তির শুভেচ্ছা । আপনার ব্লগ জীবন এবং চিরাচরিত জীবন হাসি আনন্দে কাটুক ।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসাসহ শুভকামনা পেয়ে ভালো লাগলো কথাকথি ভাইয়া!:)


আপনার জন্যও শুভকামনা!:)

ভালোথাকুন সবসময়!:)

৩৮| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তিতে । আপনার ব্লগ জীবন সুখের হোক ।দীর্ঘ হোক । শুভকামনা ।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সেলিম ভাইয়া!:)



আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!:)

৩৯| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব বিলি ভাইয়া
তোমার সামু বর্ষপূর্তি দিনে।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: ফুল পেয়েই খুশি ভাইয়্যু
দিল পেলে হতুম আরো
শুভকামনা জানবে তুমি
দিল থেকে আমারো!:)

৪০| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: আমি বলতে বাধ্য হচ্ছি যে, বিলি তুমি সামু সিনড্রমে আক্রান্ত! -- সহমত।

ইউনিক পোস্ট হয়েছে। রম্য আকারে লেখা পোস্টটি খুব ভালো লাগল। +।

ভিডিও-টি সুন্দর হয়েছে। তবে আরো একটু স্লো হবার প্রয়োজন ছিল।

থাকুন, আমাদের সাথে। বহু বছর।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা পেয়ে খুশি হলাম সুমন দা!:)


ভিডিওটা আরো স্লো করা উচিৎ ছিল! কিন্তু ভিডিওর সাথে জুড়ে দেয়া অডিওটা ছোট হওয়ায় সেটি সম্ভব হয়নি!:)


প্রতিনিয়ত ছায়ার মতো পাশে থাকার জন্য কৃতজ্ঞতা !!!!:)

৪১| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




বিলিয়ারের ব্রিলিয়্যান্ট প্রেজেন্টেশান । আপনার ব্লগিং শুরুর পর পদ্মার জল শুধু অনেক দুর গড়িয়েই যায়নি , অনেকেই পদ্মায় জাল ফেলে মাছও মেরে গেছে । আপনি ব্লগ পদ্মার চরে আটকে গেছেন বিলকুল ।
আর পদ্মায় জল নেই বলে একটু বৃষ্টিতেই হড়হড় করে তাতে জলের ঢল নামে । সে রকমটাই হয়েছে ভিডিওটা । ভিডিওর পদ্মায় (পর্দায়) একটা বাঁধ দিলে জলের সোয়াদ পাওয়া যেতো ।

সবে ৫২৫ হাজার ৬০০ মিনিট হয়েছে ( সাথে পোস্ট দেয়ার পর থেকে এই মন্তব্য প্রকাশের সময়টুকু যোগ করতে হবে ) তা যেন বেড়ে বেড়ে ৫৬ হাযার বর্গমাইলে ( মিনিটে নয় ) ছড়িয়ে যায় ।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই উপস্থিতির জন্র ধন্যবাদ জানাচ্ছি জী এস ভাইয়া!:)


এবার পদ্মার কথায় আসি,
পদ্মার জলে বাঁধ দিয়ে মাছ মারা সুবিধেবাদীদের সম্বন্ধে আমিও জানি আনিও জানেন। তারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে হওয়ায় আক্ষেপ করা ছাড়া আমাদের তো তেমন কিছু করার নেই! তাই ওদের কথা বাদ! আর ব্লগ চরে আটকে গিয়ে আমি কিন্তু সত্যিই খুশি ভাইয়া!:)

ভিডিওটি একটু দ্রুতই হয়ে গেছে!! পরের বার হয়তো আপনার প্রত্যাশা মত বাঁধ পাওয়া যাবে আই মিন স্লো হবে!:)

পাশে থেকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য বিশুদ্ধ হৃদয়ের এক আকাশ ভালোবাসার শুভেচ্ছা রইলো ভাইয়া!:)

৪২| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বর্ষপূর্তির এই দিনে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
রম্য প্রবন্ধ আর ভিডিও দুটোই ভালো হয়েছে।
ভিডিওতে এই অধমের নামটি রাখার জন্য কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ।
সামুর সাথে আপনার সম্পর্ক আরো মধুর থেকে মধুরতর এবং দীর্ঘজীবী হোক এই কামনাই করি।
ভালো থাকুন নিরন্তর।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: এস,এম,মনিরুজ্জামান মিন্টু ভাইয়া


আপনার সুন্দর মন্তব্যটির জন্য আপনাকেও ধন্যবাদ!:)


আপনার জন্যও শুভকামনা নিরন্তর!:)

৪৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাল খাতা বুঝলাম, তা পরেরটা বাকি খাতার ভিডিও নাকি? আমার নামও দেখলাম!!! =p~

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: হু পরেরটা বাকি খাতা!!!

মাডি হাডি গেলে এবং আপনি মাডিতে ডুবি গেলেও ঐ বকেয়া পরিশোধ করিতে হইবেক! :):)

৪৪| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: শুভ হালখাতায় বাতাসা দিয়ে অভিনন্দন জানিয়ে গেলাম।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামানিকদা!:)


আপনার জন্য শুভকামনা!:)

৪৫| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: বিলিয়ার ভাই সামুতে জন্মদিনের শুভেচ্ছা। বুঝা যাচ্ছে আপনি
আর বাচ্চা নেই। আগামি দিনের পথ চলার জন্য শুভ কামনা। লিখা যান প্রেমিক প্রেমিকাদের জন্য কবিতা। জয় করুন
রমনীদের মন। :P


আর এই অল্প সময় আপনার মনে জায়গা করে নিতে পাড়ায় আন্তরিক কৃত্যজ্ঞতা।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: হু আই অ্যাম নো মোর চাইল্ড!:)


আর আমার হৃদয়ে জায়গা পাকাপাকি করতে হলে বারবার আমার পোস্টে আসতে হবে!!! ভালো ভালো মন্তব্য করতে হবে!!! ভুলেও আমার পঁচা লেখাকেও খারাপ বলা যাবে না কিন্তুক!!! :):):)


আপনার জন্য শুভ কামনা! ভালোথাকুন!:)

৪৬| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




দ্যোতিময় ব্লগিং বর্ষ পুর্তীতে
রইল প্রাণডালা অভিনন্দন
দোয়া করি সামনের দিনগুলিতে
হোন আরো কির্তীমান ।


অনেক অনেক শুভেচ্ছা রইল

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২০

বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলী ভাই!:)


আপনার জন্যও শুভকামনা!:)


সুন্দর ও সুস্থ থাকুন!:)

৪৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি ৪বছরেও যা করতে পারি নি, পনি কিন্তু এক বছরেই তা করেছেন।। স্বাভাবিক।। কারন পরবর্তি জেনারেশন সর্বদাই চৌকশ থাকে।।
শুভেচ্ছা রইলো।। এগিয়ে যান এমন মিলিয়ন মিনিটের সাফল্য নিয়ে, এই কামনায়।।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন মিয়াবাই!!!


আমি আপনার একজন ফলোয়ার হই কিন্তু! :)

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ন ভালো করে দেয়া একটা মন্তব্য রেখে যাওয়ায় আপনাকে ধন্যবাদ ভাইয়া!:)

৪৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৫

চাঁদগাজীর মত অসভ্য ব্লগার বলেছেন:

৪৯| ০৬ ই মে, ২০১৭ সকাল ৭:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক শুভকামনা বিলিয়ার ভাইঅনেক অনেক শুভকামনা বিলিয়ার ভাই

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু বাবু ভাইয়া!!:)


আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!:)

৫০| ০৬ ই মে, ২০১৭ সকাল ৭:৪২

শামছুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন - অন্তরের অন্ত:স্থল থেকে !!!! আপনি অংকে খুব ভালো ছিলেন মনে হচ্ছে - যে ভাবে মিনিটে হিসাব করলেন ।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু শামছুল ইসলাম ভাইয়া!:)


আর অঙ্কের কথা কি বলবো সবই তো ক্যালকুলেটরের দয়া আরকি!:)


৫১| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা ।

ভিডিওটা ভালো লেগেছে ।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ পরীআপি!:)


আপনার জন্যও শুভকামনা!:)

৫২| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভিডিও দেখলাম; দীনহীনরে ইয়াদ রাখছেন দেইখা ভাল্লাগলো । শুভকামনা নিরন্তর!

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আপনি দীনহীন!!!!

তবেতো আমার দীন ঋণাত্মক অবস্থায় আছে!!!:)


আপনার নাম রাখতে পেরে আমি নিজেই কিন্তু গর্বিত!:)

৫৩| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৫

জাহিদ অনিক বলেছেন: কংগ্রাচুলেশন বিলিয়ার দাদু !

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ধইন্না অনিক ভাইয়্যু!:)

৫৪| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪৫

সামিয়া বলেছেন: শুভেচ্ছা রইলো ভাইয়া। ভালো থাকুন সব সময়।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ইতি আপি!:)



আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

৫৫| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:১৬

সঞ্জয় নিপু বলেছেন: অভিনন্দন আপনাকে। সাথে থাকুন আমাদের।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু নিপু ভাই!


অবশ্যই সাথে থাকার চেষ্টা করবো!:)

৫৬| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৬

বিজন রয় বলেছেন: ব্লগিং চলুক অবিরাম।

শুভকামনা রইল সবসময়ের।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু বিজনদা!:)


আপনার রজন্যও অনেক অনেক শুভকামনা!:)

৫৭| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪১

খোলা মনের কথা বলেছেন: বিলির হালখাতায় স্বাগতম.....
ভিডিওটি ভাল লেগেছে.... ভিডিওর লেখাগুলো বাংলায় হলে মন্দ হতো না....
হালখাতায় প্রামানিক ভাইয়ের বাতাসা সবার মাঝে বিলিয়ে দিয়ে বিলি হালখাতার ষোলকলা পূর্ন করতে পারেন.....

অবশেষে ইয়য়য়য়য়য়া বড় ধন্যবাদ.....

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: মিছেমিছে বাতাসা বিলানো! মন্দ নয়!!!!:)


ভিডিওটি বাংলায় লেখা হলেই হয়তো ভালো হত!! তবে যে সফটওয়্যার দিয়ে করেছি সেটি বাংলা ফন্ট সাপোর্ট করে না!:)


আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

৫৮| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

জ্বি ভাই ভাল আছি।

আপনিও নিশ্চয়ই ভাল আছেন? :)

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনি ভালো আছেন জেনে খুশি হলাম!:)


আমিও ভালো আছি!:)


আপনার জন্য শুভকামনা!:)

৫৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৬

শামীম সরদার নিশু বলেছেন: বলতে ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু সব যেনো গুলিয়ে ফেলছি।
শুধু এইটুকু বলছি খুব ভালো লাগে আপনাকে, খুব ভালো লাগে আপনার লেখাগুলি।
আর খুব ভালবাসি আপনাকে।

আর হ্যা নামগুলো যে যেভাবে ব্যবহার করেছে সেভাবে উপস্থাপন করলে ভালো হতো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সর্বদা এই কামনায় করি।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ নিশো ভাইয়ু!!!


আমিও কিন্তু আপনাকে পছন্দ করি!:)


আপনার জন্য শুভকামনা! ভালো থাকুন সব সময়!:)

৬০| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৫

উম্মে সায়মা বলেছেন: বাহ বিলিয়ার ভাইয়ের হালখাতায় দেখি এই নব্য ব্লগারের নামটাও আছে! আমি ধইন্ন্যা ;)
একবছর পুর্তিতে আপনাকে অভিনন্দন। শুভ হোক পথ চলা।

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আমি মানুষ ভালা আপি!!!


তাই কারো নাম বাদ দেই না! :):)


আপনার জন্য শুকামনা!:)

৬১| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দারুন একটি বিডিও এবং পোষ্টির জন্য।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি!:)

৬২| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।

১ বছরের সফল ব্লগিং; এখন কি ছুটিতে?

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু গাজী ভাইয়্যু!:)


ছুটিতে ছিলাম না বরং ব্যস্ততায় আছি! :)

৬৩| ১৩ ই মে, ২০১৭ ভোর ৬:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: ২য় বার শুভেচ্ছা পেয়ে আরো ভালো লাগলো বাবু ভাই!:)




ভালো থাকুন!:)

৬৪| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

বর্ষন হোমস বলেছেন:
অভিনন্দন জানাচ্ছি।একবছর পূর্ণ হলো ব্লগে।শুভকামনা রইলো সামনের পথ চলায়।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ভাই!:)


আপনার জন্যও শুভকামনা!:)

৬৫| ১৪ ই মে, ২০১৭ সকাল ৭:৫৯

সিনবাদ জাহাজি বলেছেন: হালখাতার পর কোথায় হারালেন???????

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: হারালাম কোথায়!!!


এইতো এসেগেছি!:)

৬৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫

সিনবাদ জাহাজি বলেছেন: হালখাতার পর কোনো পোস্ট পাই দেখি না তাই ভাবলাম আবার গুম টুম হলেন কিনা

:P

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: না গুম হই নাই!!!:)


একটু ব্যস্ত সময় পার করছি আরকি!:)

৬৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা ভাইয়ার জন্য

আমি আছি সাড়ে ছয় বছর হাহাহাহ

ছেড়ে যাইনি ব্লগ

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনা পেয়ে আনন্দি হলাম আপি!!!:)

সাড়ে ছয় বছর ধরে আছেন!!! আশা রাখছি আরো ষাট বছর থাকবেন!:)

৬৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভিড্ওি ক্যামনে করছেন সুন্দর হইছে

আমি পিসি দৈন্যতায় আছি

কোন আড্ডাতেই জয়েন করতে পারি না আফসোস :(

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

বিলিয়ার রহমান বলেছেন: ভিডিও স্ক্রাইব দিয়ে ভিডিওটা বানিয়েছি!:)


বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত!:)

৬৯| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন! তবে দুঃখিত যে ভিডিওটি এখন আর খোলা যাচ্ছেনা। ক্লিক করলে লেখা আসে "This video is private”
বৈবাহিক জীবনের ৫০ বছর পূর্তিতে অনেক বুড়োই গোপনে সুগন্ধী কিনে বাসায় গিয়েছেন! -- :) সুদূরপ্রসারী দৃষ্টি!
আমার জীবনের অধিংকাশ ঘটনাই সাধারনত হুট করেই হয়ে থাকে -- আমারও, এবং যা হয়ে থাকে, ভালোর জন্যই হয়ে থাকে।
সামুব্লগ সূর্যের একটি রশ্বি (রশ্মি) বিলিয়ার রহমান -- কানিজ রিনা চমৎকার বলেছেন কথাটা (১৬ নং মন্তব্যে)।
সাহসী সন্তান এর মন্তব্যও (১৭ নং) ভাল লেগেছে।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ ভাইয়া!:)


বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত!

৭০| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্লিক করলে This video is unavailable দেখাচ্ছে।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভিডিওটি প্রাইভেট থেকে পাবলিক করে দিয়েছি।আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭১| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: সবাই ভিডিওতে নিজের নামটা দেখতে বা শুনতে চায়। আমিও চাই। কিন্তু সেটা খোলা যাচ্ছেনা বলে বুঝতে পারলাম না ভিডিও করার সময় আমার কথা আপনার স্মরণে ছিল কিনা। না থাকলেও আফসোস নেই, তবে থাকলে অবশ্যই খুশী হ'তাম।
সুন্দর পোস্ট, বিনোদিত হ'লাম।
ব্লগে ফিরে আসুন তাড়াতাড়ি, মানে এই ঈদের ছুটির মধ্যেই।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভিডিওটি প্রাইভেট থেকে পাবলিক করে দিয়েছি।আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭২| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: ভিডিওটি দেখলাম। প্রথম তিনজনের মধ্যেই নিজের নামটিও দেখলাম। বলাবাহুল্য, খুশীও হ'লাম।
আবারো অভিনন্দন, আবারো শুভেচ্ছা। ঈদ মুবারক!
কিন্তু, এতদিন কোথায় ছিলেন????

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যাস্ত সময় পার করছি!! তাই ব্লগে সময় দিতে পারছি না!!


ফ্রি হলে অবশ্যই আপনাদের মধ্যে আবার ফিরে আসবো!:)

৭৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম মন্তব্যে আমাকে ইতিহাসের অংশ করে দিয়েছেন তাতে আমার অন্তর আত্মাও আনন্দে আত্মহারা। কৃতজ্ঞতা রইল ভাই।

ঈদ মোবারক,


প্রথম মন্তব্যে আমাকে ইতিহাসের অংশ করে দিয়েছেন তাতে আমার অন্তর আত্মাও আনন্দে আত্মহারা। কৃতজ্ঞতা রইল ভাই।

ঈদ মোবারক,


১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও বিলম্বিত ঈদমোবারক ভাই!:)

৭৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

ধ্রুবক আলো বলেছেন: বিলি ভাই, আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড রিকুয়েস্ট অপশনটা একটু চেক করবেন।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: চেক করেছি!! সম্ভবতে আপনার ইনকক্সে একটা টেক্সটও দিয়েছি!!:)

৭৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ভিন্নমাত্রার ব্লগিং!! চমৎকৃত হয়েছি!! :)

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনি চমৎকৃত হয়েছেন!!! সত্যি বলেছেন তো!!!!!!

এটা শুনেও আমিও চমৎকৃত ব্রো! :)

৭৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার ব্লগ বাড়ির পোস্টের শিরোনাম আর কমেন্ট এর সংখ্যা দেখলাম। এক বছরের একটু বেশি সময় ব্লগিং এ হলেও আপনার কমেন্টের ধরণ বেশ ম্যাচিউরড।

শুভ কামনা।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টের শিরোনাম আর কমেন্ট সংখ্যাই কেবল দেখলেন! চাইলে দু’একটা পড়তেও পারতেন!:)

কমেন্টে আমি বেশ ম্যাচিউরড কিনা জানিনা! আমার মন যা বলে কমেন্টে আমি তাই লিখি। অনেক সময় সে গুলো হযতো ভালো হয়। তবে বেশির ভাগ সময়ই বাজে হয়ে যায়!:)

আপনার জন্যও শুভকামনা!:)

৭৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: ওহ আরেকটা জিজ্ঞাসা। আপনি কোন কোন ব্লগারকে ফলো করেন? জানিয়েন তো। অনেকদিন যেহেতু নাই ব্লগিং এ, কোন কোন গুণীজনকে মিস করে ফেললাম জানা দরকার তাদের। সেসব ব্লগারদের কী কী ফলো করেন? লেখার ধরণ, কমেন্টিং নাকি পোস্ট প্রেজেন্টেশন?

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টের নিচে একটা ভিডিও দিয়েছে ওখানে শুরুর দিকে বেশ কিছু ব্লগারের নাম মেনশন করেছি! আমি ওনাদের নিয়মিত ফলো করি!

আমি আসলে ওনাদের ফলোকরি ওনাদের লৈখাগুলো পাঠ করার জন্য কারন ওনাদের লেখার মান অপেক্ষাকৃত ভালো!

লেখার ধরণ, কমেন্টিং নাকি পোস্ট প্রেজেন্টেশনের জন্র কাউকে ফলো করছি কিনা বলতে পারছি না! তবে জী এস ভাইয়ার উম প্রত্যয় আইমিন গেলুম, খেলুম, দেখলুম ইত্যাদি, শায়মাপির ভাউয়্যু, গেমচেঞ্জারের গেমু শর্টকার্ট ইত্যাদি ব্যাপারগুলো আমার ভেতরে অবচেতন ভাবে চলে আসে! তবে আমি আমার পোস্ট, কবিতা ইত্যাদি কেবল আমার মতো করেই লিখতে চাই! অন্য কারো মতো করে নয়!:)

আবার আসায় আপনাকে ধন্যবাদ !:)

ভালো থাকুন নিরন্তর!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.