নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

রোমেরোয়াইনের আমন্ত্রণ

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

এসোনা আজকের এই পাহাড়ি কান্না দেখে
রোমেরোয়াইনের চুমকে ডুবে থাকি কিছুক্ষণ উদয়াস্ত রেখে।
আমর বিন্সিত ওম্নিয়া কথাটিই যখন গিয়েছে মিথ্যে হয়ে
উপায় কি তখন আছে বলো রোমেরোয়াইনে চুমুক না দিয়ে।


আজকের আকাশ শোষণের মেঘে পড়েছে যখন ঢাকা
আশার সলতে কি আর তখনো জ্বালিয়ে যাবে রাখা??
সুখ-স্মৃতি আর মাটির মায়া তাইতো আজ অরফিয়াসের ডাকে
জলন্ত আরাকানে কাঁদছে এখন ইউরিডিসের শোকে।


থাকতো যদি আমার একচিলতে রোদের হাসি, স্নেহের পরশ
থাকতো যদি দুমোঠো সুখ আর ঘাসের ছোঁয়া।
তবে ঐ পাহাড়ি কান্নার মাঝে, সেই টুকুনই ছড়িয়ে দিয়ে,
আমি নিভিয়ে দিতেম আরকানের নিষ্ঠুরতার ধোঁয়া।


বিশ্ব বিবেক আর সয়ং ইন্দ্র, নিশ্চুপ যখন ধৃতরাষ্ট্রের মতো
তখন দিব্যাস্ত্রহীন অর্জুন হয়ে, কিভাবে সারাবে বলো, আরকানের ক্ষত??
তাইতো বলছি আরাকানের ওই কৌরব সেনার বুলেটের কাছে
রোমেরোয়াইনে মাতাল হওয়া ছাড়া,তোমার আমার কিই বা করার আছে????


টীকা

রোমেরোয়াইন: বিশ্বের প্রাচীনতম সরাব।

আমর বিন্সিত ওম্নিয়া: একটা ল্যাটিন ফ্রেজ মিনিং লাভ কনকোয়ারস অল ।

ইউরিডিসের শোক: গ্রীক সংঙ্গিতের গড অরফিয়াসের স্ত্রী ইউরিডিস। সাপে কামড়ালে তিনি মারা যান। তখন অরফিয়াস এমন শোক সংঙ্গীত করেন যে সমস্ত প্রাণী এবং গডরাও কাঁদতে থাকেন!

ধৃতরাষ্ট্র: মহাভারতের ধর্মযুদ্ধে জেনে শুনেও যিনি অধর্মের পক্ষে ছিলেন।

দিব্যাস্ত্র: মহাভারতের শ্রেষ্ঠ বীর অর্জুনের ইন্দ্রের কাছ থেকে প্রাপ্ত বিশেষ অস্ত্র।

কৌরব সেনা: মহাভারতের ধর্মযুদ্ধে অধর্মের পক্ষের সেনা।

মন্তব্য ৭২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

বিলিয়ার রহমান বলেছেন: জানা মতে অথবা অজান্তে টাইপো থাকতে পারে! অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন পরে।

আরাকান আবারো মগ জলদষ্যুদের কবলে

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আসলেই অনেকদিন পরে! অনেকটা ঢু মারার মতো এসে পরলাম! সবার আগে আপনাকে পেয়ে ভালো লাগলো! আশা করছি কুশলে আছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আরকানের অবস্থা আসলেই ভয়াবহ!!! ওখানে মানবতা মার খেতে খেতে ক্লান্ত।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: মাহবুবুল আজাদ আমার ব্লগে স্বাগতম!!:)

ব্যাপক বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন ভাই??

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবিকে দেখে অনেক খুশি হলাম। অনেক সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন।

নিচের টিকা তুলে দিয়ে মোটামুটি বুঝার জন্য সুব্যবস্থা করায় কৃতজ্ঞতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নাঈম ভাই!

আসলে কবিতার কথা সহই পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু সময় ছিলো না বলে দিতে পারিনি!:)


পাঠ, মন্তব্য, প্লাস সবকিছুর জন্য আবারো ধন্যবাদ!:)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

সুমন কর বলেছেন: আরকানের ক্ষত নিয়ে দারুণ লিখেছেন। ভালো লাগা রইলো।

কেমন আছেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো আছি সুমনদা!


আপনিও তো ভালো আছেন নাকি??


বিদ্র: আপনার প্লাসটাকে বিশেষ যত্ন করে রেখে দিলুম!:)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

জাহিদ অনিক বলেছেন: রোমেরোয়াইনে মাতাল হওয়া ছাড়া,তোমার আমার কিই বা করার আছে???? - আমার ৬৮ ডালমোর হলেও মাতাল হওয়া যাবে।

কবিতার কথাগুলো ভাল লাগলো।


অনেক দিন পরে ব্লগে ফিরেছেন। নিয়মিত থাকবেন আশা করি।

আপনি হলেন সামুর শার্লক হোমস। আপনি নেই দেখুন, চোর বাটপারে ভরে গেছে !

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

বিলিয়ার রহমান বলেছেন: আপনি হলেন সামুর শার্লক হোমস হা হা হা

তাহলে আপনি কি আরথার কোনাল????


নিয়মিত হওয়ার চেষ্টা অবশ্যই করবো!:)

পাঠোত্তর প্রশংসা, মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ অনিক ভাই!:)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন: তাহলে আপনি কি আরথার কোনাল???? - না না, আমি ওসবের ধারে কাছেও নেই। এটা একমাত্র আপনাকেই মানায়।


চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। -- বেলা বোসকে ফোনে পেয়েছেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বেলা বোস!!!!


যদি একটু খোলসা করে বলতেন!!

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন: বারে ! ফেসবুকে না জানালেন আপনি চাকরী খোঁজায় ব্যস্ত ছিলেন এতদিন! তা এখন তো চাকরি খোজার তাড়া শেষ তবেই না ব্লগে এলেনে??

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: না !!! এখনো শেষ হয়নাই!! চাকরিতো ভাই এখন মেগা সিরিয়ালের অংশ অ্যাপ্লাই করার ছয় মাস পর প্রিলি হয়, প্রিলি হওয়ার চারমাসপর রিটেন হয়, রিটেন হওয়ার ছয়মাস পর হয় ভাইভা। ভাইভার ছয় মাস পরে......টু বি কনটিনিউ!!!;)

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

জাহিদ অনিক বলেছেন: হুম্ম !!! ব্যাপারটা সত্যি হতাশাজনক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: :(( :(( :((

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু শাহরিয়ার ভাই!:)

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

ওমেরা বলেছেন: রোমেরোয়াইন চুমুক দিলে হয়ত কিছুক্ষন দুঃখ কষ্ট ভুলে থাকা যাবে কিন্তু শান্তি পাওয়া যাবে না । সবাই মিলে কিছু করার চেষ্টা করেন দেখবেন ভাইয়া অন্তরে প্রশান্তি লাগবে ।

ধন্যবাদ ভাইয়া ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

বিলিয়ার রহমান বলেছেন: চেষ্টা করার স্কোপ ধীরে ধীরে কমতির দিকেই যাচ্ছে! রোহিঙ্গাদের ওদের নিজ বাড়ি ঘর ফিরিয়ে না দিয়ে আমাদের এখানে প্রতিদিন কোরমা খাওয়ালেও ওদের মনে শান্তি আসবে না!!!

অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে মিয়ানমার রোহিঙ্গা উচ্ছেদে চীন ও ভারতকে পাশে পাচ্ছে!! এবার বলুন মানবতা রোমেরোয়া্নইন খাবে না কি দুঃখ কষ্টে কাতরাতে থাকবে???

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

উম্মে সায়মা বলেছেন: অনবদ্য ভাবের প্রকাশ। আমাদের আর কীই বা করার আছে! :|
মগের মুলুক বাগধারাটি একেবারে যথার্থ। বার্মিজরা তার প্রমাণ দিয়েছে।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য। ভালো থাকুন বিলিয়ার ভাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আপনাকেও ধন্যবাদ আপি!:)

ভালোথাকুন

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লিখেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৩

বিলিয়ার রহমান বলেছেন: নোটিফিকেশনে আপনি মন্তব্য করেছেন দেখে একটু ঘাবরে গিয়েছিলাম খলিল ভাইয়া! ভেবেছি না জানি কোথায় ভুল করে ফেললাম!:)

মন্তব্যের ঘরে এসে দেখলাম অনুজের প্রশংসাই করে গেলেন!:)

আপনার প্রশংসাটুকুন আমার সামনে চলার পাথেয় হয়ে থাকুক!

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!:)

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন প্রকাশ!
মুগ্ধতা!
গ্রীক মিথ, হিন্দু পুরান সব মিলে যেন দারুন এক বাস্তবতার দারুন চিত্রাংকন!

+++

বিশ্ব বিবেক জাগ্রত হোক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটিও অসাধারন ভৃগুদা!:)


মুগ্ধতাটুকুন আমার পাথেয় হয়ে থাকুক!:)


আর আপনার মতোই বলছি বিশ্ব বিবেক জাগ্রত হোক!

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: গ্রীক পূরাণ সব একাকার । সুন্দর +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ সেলিম ভাই!:)

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: থাকতো যদি আমার একচিলতে রোদের হাসি, স্নেহের পরশ
থাকতো যদি দুমোঠো সুখ আর ঘাসের ছোঁয়া।
তবে ঐ পাহাড়ি কান্নার মাঝে, সেই টুকুনই ছড়িয়ে দিয়ে,
আমি নিভিয়ে দিতেম আরকানের নিষ্ঠুরতার ধোঁয়া।

খুব সুন্দর লিখেছেন। আরাকানে একদিন সব নিষ্ঠুরতা বন্ধ হবে এটাই আশা করছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হলাম মোস্তফা ভাই!:)


আমি স্বপ্ন দেখি একদিন আরাকানসহ সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে!

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




তিন পুরুষের কাহিনী ।

নিষ্ফল আক্রোশে বিবেকের কান্নার সব শব্দ, কবিতায় ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য শুভেচ্ছা জী এস ভাইয়া!:)

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ছবি আপি!:)

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

শামছুল ইসলাম বলেছেন: দারুণ প্রতিবাদী কবিতা । অর্থ গুলো হজম করতে একটু সময় লাগছে, সেই ফাঁকে কবিতার মজাটা উবে যাওয়ার দশা - হা..হা..।

রোমেরোয়াইনের আমন্ত্রণ খাওয়ার আমন্ত্রণটা গ্রহণ করতে পারছি না, ও খেলে আমি ঠিক থাকতে পারবো বলে মনে হয় না - তবে প্রতিবাদের মিছিলে আমিও আছি ।

হিংস্রতার প্রকাশ নেই কবিতার কোথাও, কিন্তু প্রতিবাদের দৃঢ়তাটা লক্ষণীয় ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

বিলিয়ার রহমান বলেছেন: হিংস্রতার প্রকাশ নেই কবিতার কোথাও, কিন্তু প্রতিবাদের দৃঢ়তাটা লক্ষণীয় ।

বেশ অ্যানালাইটিক্যাল কমেন্ট!

সম্ভবত এই পোস্টে আসা (এখন পর্যন্ত) বেস্ট কমেন্ট!:)

ভালো থাকুন শামছুল ভাই!:)

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ওহে বিলি ভাই,, ব্যাপক। খুব গাম্ভীর্য পূর্ন।
++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ!:)


ভালো আছেনতো নাকি??

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় নতুনত্ব.... খুব ভাল লিখেছেন। ভাল লাগা সহ প্লাস++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ডানা ভাই!


আপনার জন্যও শুভকামনা!:)

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু লিঠন জি!:)

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরতির পর কবি এসে ধরা দিলেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে কারেন্টের জালে ধরা দিলাম ভাই! ;)

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতায় পরাণভাব মুগ্ধ করে । বেশ ভিন্নরকম ভাবনা ইদানীং নিষ্ঠুর বাস্তবের । টীকাগুলো ভাল লেগেছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কথাকথি আপু/ ভাইয়া! :)

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা ভালো হয়েছে+

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

বিলিয়ার রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্রো!:)

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

আরইউ বলেছেন: কবিতার শব্দের মানে পাঠকের কৌতুহলের উপলক্ষ হিসেবে রেখে দিলে মন্দ হতোনা বিলিয়ার!

ভালো থাকুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আরে আরইউ ভাইয়া যে!!!!!


কেমন আছেন?? আশা করছি কুশলেই আছেন!

আমি আপনার পরামর্শের সাথে সহমত। তবে টিপ্পনী অনেকের জন্যই সুবিধাজনক হয় এটা ভেবেই ওগুলো দেয়া!

ভালো থাকুন ব্রো!:)

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

ধ্রুবক আলো বলেছেন: আমি খুবই অসুস্থ!!
অনেকদিন পর ব্লগে ঢুকলাম। আর আপনাকে পেলাম। কেমন আছেন আপনি?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি! আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন!:)

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব শব্দমালায় গাঁথা কবিতা !!!
খুব খুব ভালোলাগা ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: কবি মনিরা আপি!!!

আমার কবিতায় আপনাকে সুস্বাগতম!

আপনার উপস্থিতি ও প্রশংসা আমায় সর্বদাই অনুপ্রাণিত করে!

ভালেঅ থাকুন প্রিয় কবি আপি!:)

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

সনেট কবি বলেছেন:





কবি বিলিয়ার রহমানের‘রোমেরোয়াইনের আমন্ত্রণ’ কবিতায় মন্তব্য-

রোহিঙ্গা কষ্টের ভেলা ভাসে বিশ্বময়
প্রতিটি মানব মনে অবিরত আর
দানবেরা অট্টহাস্যে ফেটেপড়ে রক্তে
নেশা মিটিয়ে নির্দয় অন্তর উল্লাসে।
কবি বিলিয়ার আসে আত্ম গোপনের
পন ভেঙ্গে নির্যাতীত মানুষের পাশে
দাঁড়িয়ে জানাতে তাঁর প্রতিবাদী ভাষা
ধন্যবাদ কবি এই মানবিকতায়।

রাখাইন মগ দস্যু দানব দমনে
সময়ের ন্যার্য দাবী উচ্চরিত হোক
প্রতিটি কন্ঠের মধ্য হতে অনিবার।
মানবতা জেগে উঠে হয়ে একত্রিত
দানব বিনাশে হোক উদ্দৌগী সকলে
আমরা সবাই চাই এর প্রতিকার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: সব কিছুতেই সনেট!!


ওএমজি!!

থ্যাংকু কবি!:)

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

শাহেদ খান বলেছেন: নিস্ফল আক্রোশ আর হাহাকার স্পষ্ট প্রতিটা লাইনে। তবু আমি অপেক্ষায় আছি ভিন্ন একটা সকালের, যেদিন সবাই বলে উঠব, “ঐ মহামানব আসে...”

লেখায় শুভেচ্ছা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: শাহেদ ভাইয়া

আমার ব্লগে স্বাগতম!:)

পাঠোত্তর লেখার জন্র শুভেচ্ছা জানানোর জন্র কৃতজ্ঞতা!:)

ভালো থাকার শুভকামনা রইলো ব্রো!:)

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
সময়ের কবতা । এটি পাঠে মনে হল
রোহিঙ্গাদেরকে নির্যাতনকারী মিয়ানমারের রাক্ষুসী বধের জন্য
শ্রীকৃঞ্চের সুদর্শন চক্রের আভির্বাব হোক ।
পোষ্ট টি প্রিয়তে গেল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম প্রিয় ডঃ এম এ আলী ভাই!!


পৃথিবীর সর্বত্রই মানবতা প্রতিষ্ঠিত হোক এ চাওয়াটা আমার আপনার সবারই!


আর কবিতা পাঠোত্র মন্তব্য প্রদান, + এবং প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা! :)

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

ফয়সাল রকি বলেছেন: রোমেরোয়াইনে মাতাল হওয়া ছাড়া,তোমার আমার কিই বা করার আছে????
কিছুই তো করার নেই....
কবিতায় ভাললাগা রইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে স্বাগতম ফয়সাল রকি ভাইয়া!:)

প্রশংসার জন্য ধন্যবাদ!:)


আপনাকে শুভেচ্ছা! আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা !:)

৩৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় প্রশংসা রইল।
বেশ কিছু দিন কোন পোস্ট দেখছিনা যে কবি!

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার প্রশংসার জন্য ধন্যবাদ সুজন ভাই!!

ব্লগে রেগুলারলি ইরেগুলার তাই পোস্ট দেখতে পাচ্ছেন না!! :):):)

৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামাণিক ভাই!

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: আজকের আকাশ শোষণের মেঘে পড়েছে যখন ঢাকা
আশার সলতে কি আর তখনো জ্বালিয়ে যাবে রাখা??
সুখ-স্মৃতি আর মাটির মায়া তাইতো আজ অরফিয়াসের ডাকে
জলন্ত আরাকানে কাঁদছে এখন ইউরিডিসের শোকে
- চমৎকার লাগলো এ স্তবকটা। খুব সুন্দর!
ওমেরা, আহমেদ জী এস এবং শামছুল ইসলাম এর মন্তব্যগুলো (যথাক্রমে, ১১, ১৭ ও ১৯ নং) ভাল লেগেছে। +
কবিতায় ভাল লাগা + +

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আমন্ত্রণ রক্ষা করে কবিতা পাঠ করে যাওয়ায় ধন্যবাদ কবি!:)

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ রকম খুশি হলুম!:)

আপনার মন্তব্যে যে ক’জনার মন্তব্যের কথা মেনশন করেছেন তাদের প্রত্যেকের সাথে আমি একমত নই তবে একথা বলতেই হচ্ছে যে জী এস ভাইয়া ও শামছুল ইসলাম ভাইয়ার মন্তব্য দুটি সত্যিই অসাধারন! ওমেরা আপি রোমেরোয়াইনের আমন্ত্রণটি সম্ভবত আক্ষরিক অর্থে নিয়েছেন!:)

আপনাকে আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা!:)

৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো বিলিয়ার রহমান । প্রতিবাদী কবিতা যাকে বলে ।
+

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: পড়েছেন দেখে ভালো লাগলো!:)

আশা করছি অনুজকে কেবল খুশি করার জন্য + দিয়ে যাননি!:)

শুভকামনা সবসময়!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.