নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি পুরুষবাদী সেমি রম্য: সিগারেট ফোকা আর তাস চালার অধিকার চাই! :):)

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮


মায়ের কাছ থেকে পাওয়া X ক্রোমোসোম এবং বাবার কাছ থেকে আসা Y ক্রোমোসোমের স্বমন্বয়ে গঠিত জেনোম বিশিষ্ট হোমো-স্যাপিয়ান্সটাই কি কেবল পুরুষ??:)

পুরুষ কি কেবলই একজন ধর্ষক কিংবা হত্যাকারী; পুরুষ কি কেবলই একজন নির্যাতক?? নরীবাদিরা কিন্তু এমনটাই ভাবেন!X( আমাদের কারো কারো ভাবনা এর থেকে খুব একটা ব্যতিক্রম নয়। অথচ ঐ রকম পুরুষের সংখ্যাটা দু’চার পারসেন্টের বেশি হবে বলে মনে হয় না!
তাহলে বাকি পুরুষরা ???
তারা নিরীহ, গোবেচারা এবং সম্ভবত কলুর বলদ! আপনার সম্ভবত বিশ্বাস হচ্ছে না!! B-)

আমি অনেক নারীবাদিকে দেখেছি পুরুষকে ঘৃণা করতে, অনেক কবিকেও দেখেছি নারীর স্তুতি করতে ! বীর যোদ্ধা, শাসক আর মহান কোনো পুরুষ ছাড়া(যাদের পারসেন্ট একেরো কম) সাধারন কোন পুরুষের স্তুতি করতে আমি কাউকে দেখিনি ! অথচ কেবল রুপের কারনেই হাজার হাজার রমনীর প্রশংসিত হবার ইতিহাস আমাদের চোখের সামনে ! ইতিহাসের এই অধ্যায়ে পুরুষরা কি বঞ্চিত নন! :((
নারীকে মা হিসেবে উপস্থাপন করা হয়, করা হয় ময়াবতী হিসেবে উপস্থাপন, কোমল হৃদয়ের অধিকারীনি হিসেবেও নারীর বেশ খ্যাতি রয়েছে।অথচ আপনি, হ্যা আপনার কথাই বলছি-

পরিবারের প্রথম এবং শেষ ভরসাটা যদিও আপনি ; মা,বাবা, সন্তান, স্ত্রীর জন্য উৎসর্গিত জীবনটা যদিও আপনাকেই বহন করতে হচ্ছে , সবার শেষে ঈদ বা পুজোর কেনাকাটাটা যখন আপনার ভাগ্যেই জোটে; জীবনের বাস্তবিক প্রেসারটা ৯০ভাগ সময় যখন কেবল আপনারই বইতে হয়, সেই আপনাকেই কিনা নিছক সিগারেট ফোঁকা আর তাস চালার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়!:)

আপনার কি মনে আছে ভালো ভাবে গোসল করার জন্য শেষ কবে সময় পেয়েছিলেন?? কতবার টাকা ফুরিয়ে যাওয়ার পরেও ধার করেছেন কেবল প্রিয়জনদের খুশি করতে?? কতবার পুরানো জামাটিকে আয়রনার দিয়ে ঘষে নতুন করে আপিস করেছেন?? মনে পড়ে কি?? B-)

আমি জানি আপনি গুনে শেষ করতে পারবেন না!!
অথচ আপনার এসব ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে নিছক ধন্যবাদ পর্যন্ত জানায়নি কেউ। এটাই হলো আপনার কপাল। বিনে দোষে আপনি ধর্ষক আর পূন্য করেও ছোঁয়াবের ভাগিদার নন।! :P

তার থেকে চলুন আজ আমরা নিজেরাই নিজেদের প্রাপ্য ধন্যবাদটুকু দিয়ে দেই। আর এতো এতো ভালো কাজ করার উপহার স্বরূপ চলুন আয়েস করে একটা সিগারেট ফুঁকি আর দুই দান তাস চালি!!!
এইরে ঐ দেখুন সিগারেট আর তাস চালার কথা শুনে আমাদের নরীবাদিরা কেমন দৌড়ে আসছেন। পুরুষ তোমার দুঃখ কেউই বুঝলো নারে..........:)

ছবি: গুগল মামুর কল্যানে পাওয়া!:)

মন্তব্য ৯৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:

পোষ্টে এতো ইমো মারছেন কেনু ??

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আবেগ ভাই সবই আবেগ!:) ;)

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা মজার রম্য

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: খালি মজার বলবে চলবে!!!

আহেন কতক্ষণ তাসচালি মেয়াবাই!!;)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:




এতো কিছু বুঝিনা,তয় এখনো অনেক বউ তার জামাইয়ের হাতে মার খায়; ক্রোমোসোম কারণে! কিন্তু তারা নিজেও জানেনা এই X ও Y ক্রোমোসোমের কী কারশিমা। কন্যা সন্তান জন্ম দিলেই মেয়ে মানুষের দোষ.... :)

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

বিলিয়ার রহমান বলেছেন: এই তো আফনেও ওই দুই চাইর পারসেন্ট নিয়া পইড়া রইলেন মেয়াবাই!!!:)

১০ টার বাজার ১০টা ৩০শে গেলে যে কি হয় সেই খরতো রাখেন না !!

রাখেন কি????

৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
পুরুষ তোমার দুঃখ কেউই বুঝলো নারে..........:)

কবিদের মনেও দুঃখ মেয়াবাই!!






০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

বিলিয়ার রহমান বলেছেন: এইবার কিন্তুক বেশ ভালা কমেন্ট করছেন!!:)



আহেন বুক মেলাই!:)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

ওমেরা বলেছেন: আমি নারী বাদী নই । আমাদের দেশে আমি যতটুকু দেখেছি বাড়ির কর্তা হিসাবে পুরুষদের সম্মান বেশীই দেয়া হয় । ইউরোপে এসে দেখলাম , প্রথম মূল্যায়ন হয়,বাচ্চাদের, এরপর নারীদের এরপর কুকুরের এর পর পুরুষ মানুষ। আর আর কথায় কথায় বলা হয় বেচারা -- পুরুষ মানুষ।
আস্তে আস্তে জানলাম আসলে এগুলো শুধুই মুখেরবুলি , ইউরোপে ও সর্ব ক্ষেত্রেই নারীরাই নির্যাতীত ।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: তাই বুঝি!!!!


আপনার সাথে একবারেই একমত নই আপি!!


শতকরা নব্বইভাগ পুরুষ ভালো মানুষ(দুই চাইরটা দোষ সমেত এই আর কি!:)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:

১০ টার বাজার ১০টা ৩০শে গেলে যে কি হয় সেই খরতো রাখেন না !!

রাখেন কি????



আমার মাথা থাকলে, নিশ্চয় মাথা থাকতো !!!! =p~ আর আমি এতো জটিল হিসাব বুঝি না, মেয়াবাই।।। অংকে কাঁচা কিন্তু গনিতে ভালা ।। =p~ :-B =p~

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আফনে আসলেই অঙকে কাঁচা মেয়াবাই!:)

১ + ১ = ২ ঠিকই বোঝেন!:)

তয় অংক ১ এর সাথে আর একটা অংক ১ যোগ করার ক্ষেত্রে আফনে বড়ই আইলসা!:)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ১০ টার বাজার ১০টা ৩০শে গেলে যে কি হয় সেই খরতো রাখেন না !!

রাখেন কি????


আমার মাথা থাকলে, নিশ্চয় মাথা ব্যথা থাকতো !!!! =p~ আর আমি এতো জটিল হিসাব বুঝি না, মেয়াবাই।।। অংকে কাঁচা কিন্তু গনিতে ভালা ।। =p~ :-B =p~

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: এইটার কি কুনো উত্তর দেওনের দরকার আছে???;)

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আমার মনের কথা গুলোই লিখে দিয়েছেন।
ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি মাইনসের মন বুঝবার পারি মেয়াবাই!:)


দেখলেনতো কেমন হড়হড় করে আফনের মনের কতা কইয়া দিলাম!:)

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


"আলী কহেন এ শাপ কারে দিলে,
সে তো তোমার নিজের ছেলে,
বাতুনে মসজিদে গিয়ে ও তোমারই রুপ দেখতে পায়....."

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: বেশ আধ্যাত্মিক কমেন্ট!:)

একটা ছুটোখাটু ব্যাখ্যারি দাবি জানাচ্ছি মেয়াবাই!:)

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিলি ভাই, আমাকে সহ আরোও কয়েকজনকে না রোস্ট করার কথা? :)

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: অফকোরস!:)


বিলি কথা দিয়া কথা রাখে মেয়াবাই!!:)


ওয়েট!;)

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে নারীবাদী আছে? :-B

০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: জানিনা মেয়াবাই!:)


তয় আফনের আমার বাসায় বাসায় কিন্তুক আছে!!! আমি শিউর!;)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: রম্য করে লিখলেও কাহিনী বাস্তব !

এখনো আমরা শুধু মানুষ হতে শিখলাম না । আক্ষেপ ।

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

বিলিয়ার রহমান বলেছেন: সহমত পোষণ করার জন্য থ্যাংকু পরিপি!:)

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নিভৃতচারীর ডায়েরী বলেছেন: তার থেকে চলুন আজ আমরা নিজেরাই নিজেদের প্রাপ্য ধন্যবাদটুকু দিয়ে দেই লেখকের এই কথায়ও কেউ সাড়া দিলোনা ; শুধুমাত্র রাজীব নুর ভাই ছাড়া ।

হায়রে নারীবাদী সমাজ :P

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: নুর ভাই আর আফনে এই দু’জনই কেবল পুরুষদের মনের দুক্কু বুঝলেন মেয়াবাই!:)


আহেন জমাতের সহিত শোক পেরকাস করি!:)

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

উম্মে সায়মা বলেছেন: এক বালতি সমবেদনা ;)

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

বিলিয়ার রহমান বলেছেন: এক মগ থ্যাংকু আপি!:)

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: থাক !! শেষ পর্যন্ত আপনি বুঝলেন !! +।

টাইপো, নারী আর নরী চোখে লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: বুঝলাম মানে!!!!

এক্কেবারে ভালোভাবে বুঝলাম!:)


টাইপোটা দেখিয়ে দেয়ার জন্য থ্যাংকু সুমনদা!:)

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

জুন বলেছেন: বড়ই সত্য কথা বিলিয়ার রহমান। বিড়িতো ফুকতে পারি না আসেন দুই দান তাস খেলি ;)
+

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!:)


আপিওতো দেখছি আমাদের দলে যোগ দিলে!:)


শুভেচ্ছা!:)

স্বাগতম!:)

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবেগে কান্তে আছি :P

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

বিলিয়ার রহমান বলেছেন: আমিও

মেয়াবাই!:)

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

ধ্রুবক আলো বলেছেন: জি আপনাকে ধন্যবাদ, একজন পুরুষ হিসেবে, একজন যোদ্ধা হিসেবে। আপনাকে ধন্যবাদ ভবিষ্যতে সন্তানের একজন আদর্শ বা হবেন সেজন্য।
আপনাকে ধন্যবাদ এতো কিছু সহ্য করার পর সত্য কথা বলেছেন।

আপনাকে ধন্যবাদ, আপনি আমার সেই বন্ধুর মত নন!! যে কয়টা লাইক পাওয়ার জন্য নিজের পুরুষত্বে কালি লেপ্টে দিয়েছে। নারীদের কাছে সুপারম্যান হওয়ার জন্য সমাজকে বানিয়েছে পুরুষ শাসিত সমাজ।

আপনাকে আবারও ধন্যবাদ, আপনি নারীবাদী নারীদের কলুষিত সত্য উন্মোচন করার জন্য।

আপনাকে ধন্যবাদ, আপনি কেমন করে লিখেন সুন্দর সব কথামালা!?
আপনাকে ধন্যবাদ, যে নারী ভুলে গেছে কিংবা জানে না আপনি একজন দায়িত্বশীল পুরুষ, সে নারীর উদ্দেশ্যে।
আবারও আপনাকে ধন্যবাদ, আপনি একজন লেখক। লিখতে থাকুন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ওয়াও!!!!


ওয়াও!!!!!


ওয়াও!!!!!

ইতা কিতা কমেন্ট কইরছেন মেয়াবাই!:)


মুর দিলডারে এক্কেবারে খোশ কইরা দিলেন!!!:)


আফনের লাই ছয়শো উম্মা!:)


আরাম আয়েশে থাকোনের দোয়া রাইখলাম!:”)

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:

এই পোষ্টখানি কিন্তু ইভটিজিং পোষ্ট !!! :) বিচার চাই !!!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: এই সস্তা আন্দোলনে কুনো কাম হইতো মেয়াবাই!:)


পেট্রল বুমা দিয়া চেষ্ট চালাইয়া দেখবার পারেন কুনো কাম অয় কিনা!:)

২০| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তাস খেলা জানি না, সিগারেট জীবনেও খাইনি। কিন্তু টিভির রিমোটটা কই গেল?

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: টিভির রিমোট আমগো ভাবির হাতে যে থাকে ইহা তো জাতি জানে মেয়াবাই!:)


২১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আফনের পোস্ট পইড়া নিজের লাইগা নিজেরই দুষ্কে বুকটা ফাইট্ট্যা যাইতাছে মেয়াবাই। :-B

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: আফনের দুক্কু কি আমার দুক্কু না!!!:)


আহেন আফনের শোকে শোকাগ্রস্থ হয়ে চোখ মুছতে ট্যিসু আনতে গেলুম!;)

২২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



এত্ত আবেগ! বাহ!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সবই আবেগ মেয়াবাই!:)



দুনিয়াডা আবেগের বন্যায় ভাইস্যা যাইবে মুনে হইতেছে!;)

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: এইযে এতো কষ্ট করে এই লেখাটি লিখলেন, এক ব্লগার জুন ছাড়া কি "অন্য কারো" রেসপন্স পেয়েছেন?? আসেন তাই আমরা আমরাই লাইক দিয়ে মন্তব্য করে উৎসাহ দেই =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আসেন তাই আমরা আমরাই লাইক দিয়ে মন্তব্য করে উৎসাহ দেই


এক্কেবারে খাটি কতা কইছেন!:)


অনেক অনেক শুভকামনা মেয়াবাই!:)

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


সিগারেট বাজ গন্ধের সৃস্টি করে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: হু!!

হাচা কইছেন!:)


তয় ওমন বাজে গন্ধই কিন্তুক পুরুষ লোকের ভীষণ পছন্দ!:)

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ ভোর ৪:২০

ডঃ এম এ আলী বলেছেন:
রম্যটি আগা গোরাই ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এইরাম আধা রম্যের প্রশংসার জন্য থ্যাংকু আলী ভাই!:)

শুভকামনা!:)

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামানিক ভাই!:)


শুভকামনা!:)

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০

মলাসইলমুইনা বলেছেন: জগতের পুরুষ প্রতিনিধি হিসেবে আপনার লেখার সাথে একমত হয়ে আমাদের নিজেদের জন্য সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আর কি করাযায় ঠিক বুঝতে পারছি না !!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: অমন মন্তব্যের পর ঠিক কি উত্তর করা যায় আমিও তা বুঝবার পারলাম না মেয়াবাই!:)


শুভকামনা!:)

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

শুভ_ঢাকা বলেছেন: এক বড় ভাইকে জিজ্ঞাস করা হয়েছিল যে, আপনার বাড়ীতে টিভির রিমোট কার কাছে থাকে। উওরে বলেছিল কেন আমার কাছে থাকে। তবে কোন চ্যানেল দেখবো সেটা আমার মিসেস বলে দেন। :D

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সেমি রম্যে কমেন্ট দিতে আইয়া ফুল হসারু কমেন্ট ঝেড়ে গেলেন মেয়াবাই!:)


অনেক অনেক শুভকামনা!:)

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: ৬১৯৫ নং মন্তব্য :-0

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: ৬১৯৫ তম কমেন্ট!!!:)


ভালা কাম কইরচেন!:)


তয় পারলে ৬২০০ তমটা দিয়া দেখানতো!! :P

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: এক হও লড়াই কর

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: মজা লইলেন নাকি মনিরাপি???:)


নাকি পথ বাতলে দিলেন???:)

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,





তাস গুটিয়ে আসতে দেরী হয়ে গেলো । খাড়ান ......... বিড়িটা ধরিয়ে কি লিখলেন একটু দেখে নেই !!!!! :(

পুরুষবাদী বক্তব্য দিয়েছেন । তা এরপরে ঘরে কি ভাত-টাত, ঘুমানোর খাঁট-টাট মিলছে তো , নাকি ....... ? :P

সেই আপনাকেই কিনা নিছক সিগারেট ফোঁকা আর তাস চালার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়!:) এই লাইনটি লিখে আপনি দুনিয়ার সবচেয়ে নির্যাতিত প্রজাতির বাস্তব ছবিটিই চোখ গুতিয়ে দেখিয়ে দিলেন । বিশ্বাস হলোনা ? তাহলে চোর-ডাকাত-সন্ত্রাসীর ত্রাস পুলিশের আইজি মহোদয়কে জিজ্ঞেস করেন , ঘরে বিড়ি ফুঁকতে পারেন কিনা ! এই প্রশ্নটি খোদ চীফ অব আর্মি ষ্টাফকেও করতে পারেন । প্রশ্ন করতে পারেন ঘরে তারঁ তাস চালার অধিকার আছে কিনা ! B-) :((

পুরুষের এতো এতো দুঃখ বোঝানোর জন্যে এখন দরকার তুমুল একটা আন্দোলন -" নির্যাতিত স্বামী কল্যান সমিতি"র ব্যানারে । =p~ :| তাহলে নিজেরাই নিজেদের হারানো সম্মান ফিরিয়ে আনতে বজ্রকন্ঠে আওয়াজ তুলতে পারবেন ---
পুরুষের উপর হুলিয়া , নিতে হবে তুলিয়া ......................... B:-)

( সেমি নয় , পুরোই রম্য উত্তর হলো কি ? :( )

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: পুরুষের উপর হুলিয়া , নিতে হবে তুলিয়া!!! এই স্লোগান নিয়া মাঠে নামলে

পুলিশের আইজি মহোদয়, চীফ অব আর্মি ষ্টাফ এমনকি স্বয়ং রাষ্ট্রপতিও আমাদের সাথে গলা মেলাতে রাস্তায় চলে আসবেন!! আমি নিশ্চিত!:)


তবে বাসায় গেলে আমাদের মতো আমজনতার মতো তারাও যে ভাতের আর খাটে ঘুমানোর অধিকার হারাবেন সে সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না!:)

সরস মন্তব্যটির জন্য অসংখ্য থ্যাংকস জী এস ভাইয়া!:)

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: বলেন কি মগা নিমু কেন ?
এই ছবি 'র একমাত্র সমবেদনাকারী আমি ই :P
আপনি কেবল লিঙ্ক ওপেন করে দেখেন । বলেন কি মগা নিমু কেন ?
এই ছবি 'র একমাত্র সমবেদনাকারী আমি ই :P
আপনি কেবল লিঙ্ক ওপেন করে দেখেন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে মজা লন নাই!!:)


আইমিন অধিকার আদায়ের পথ বাতলে দিয়ে গেলেন এই আরকি!!:)


এরলাই থ্যাংকু কবি আপি!:)

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন:

ভাই, একটা বিড়ি হপ্রে? :) তাস খেলা পাড়ি না। :-B

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: হবে!!!:)

তবে দাম একটু বেশি পড়বে এই আরকি!!;)

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

তারেক ফাহিম বলেছেন: সিগারেট আর তাস, এই না হয় পুরুষ।

চলুন না হয়ে যাক।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক ঠিক!!!


তো আহেন হয়ে যাক কিছু একটা!;)

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

নিয়াজ সুমন বলেছেন: বলেছেন বেশ!
শুধু নারী বাদী নয় পুরুষবাদীও হওয়া চাই--
সবার ভালো কিছু না কিছু আছে।
ধন্যবাদ রহমান ভাই।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!

পুরুষবাদী হওয়া এখন সময়ের দাবি!:)


আপনাকেও ধন্যবাদ নিয়াজ সুমন ভাই!:)

৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

জাহিদ অনিক বলেছেন:


আপনার কি মনে আছে ভালো ভাবে গোসল করার জন্য শেষ কবে সময় পেয়েছিলেন??
গত শীতের আগে।


আমি চা খাই, কফি খাই, ভাপা পিঠা খাই। সিগারেট খাওয়া ছেড়ে দিছি।
তাশ খেলায় আছি, ২৯ এ কার্ড চুরিও করি।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: গত শীতের আগে শেষ ভালোভাবে গোসল করেছেন!!!!

বুঝুন অবস্থা!:)


সিগারেট ছেড়ে দিয়েছেন জেনে খুশি হলুম! তবে এই ছাড়াটা যেন কোন নারীবাদীর থ্রেটের কারনে না হয়!:):)

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া ধন্যবাদ।
কবে আসব বলেন তাস খেলতে?
তাস খেলেছি শেষ কবে মনে নেই।
বিড়ি সিগরেটও খাওয়া হয়নি অনেক কাল।তবে আপনি একটা কিনে দিলে দুটান দিতে পারি ;)

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: দাওয়াত যখন পাইছি তখন একদিন হাচাই আইয়া পড়মু মেয়াবাই!!!


আমিও নন স্মোকার!!:)

সো বিড়ি না হলেও তাস কিন্তু হতেই পারে!;)

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

পার্থ তালুকদার বলেছেন: আহারে পুরুষ !!

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি পুরুষ!!!

আমি...............


বোঝেন নাই ব্যাপারটা!!!;)

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা । ভাল লিখেছেন । প্রায় সবক্ষেত্রেই এক পারসেন্টের জন্য নাইন্টি নাইন পারসেন্ট খারাপ হয় । কারণ এক পারসেন্টের প্রকাশ বেশি, কারণ এই এক পারসেন্ট অপরাধী ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!

বুঝলাম!!!


সম্ভবত এক পারসেন্টের ঢোলটা চামড়ার তৈরি তাই শব্দটা একটু বেশিই হয় আর বাকিদেরটা সম্ভবত কাঠের তৈরি তাই খুব করে পেটালেও তেমন একটা লাভ হয় না!!!;)

৪০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

অনিক_আহমেদ বলেছেন: তারা নিরীহ, গোবেচারা এবং সম্ভবত কলুর বলদ! আপনার সম্ভবত বিশ্বাস হচ্ছে না

এক্সালি, এক্কেবারে হাছা কথা। :(

পড়ে আমার মত ছেলেদের বুক ফুলে ফেপে একাকার....
আমাদের পাশে আছেন বিলি ভাই.....। :) :D

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: হু আছি তো!!!!!!


তয় তেলের পরিমান না বাড়ালে কনটিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না!:)

৪১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে আস্তাতফিরুল্লাহ পরে নেই ভাই ওরা মায়ের জাতি ইজ্জত দিতে হবে, আমাগোর কী আবার ইজ্জত থাকতে পারে, আমরা হইলাম কুলুর বলদ সারা জীবন ঘানীটেনে যেতে হবে।!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আমরা হইলাম কুলুর বলদ সারা জীবন ঘানীটেনে যেতে হবে।!


আইচ্ছা ভাই আম্রা কি খালিই কুলুর বলদ চিনির বলদ নই কি???!:)

৪২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

নীলপরি বলেছেন: আগের পোষ্ট কি মুছে দিয়েছেন ?

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ড্রাফট করেছি আপি!!!:)


আপনি সম্ভবত প্রতি উত্তর পড়তে পারেন নি!!:)



তাই আবার ড্রাফট থেকে এনে রাখলাম!:)

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: হায় , আমি তাও তো দেখতে পারলাম না । :(

যাক , নতুনটাই পড়ছি ।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আছে আই মিন ছিলোতো!!:)

৪৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: খেয়াল করিনি । আপডেট পোষ্ট দেখলাম । :)

সরি ।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: :):)

৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা... সরি দেরিতে আসলাম বিলি মেয়া ভাই অরফে কুলুর বলদ ভাই...........

আহারে এতো দু:খ কই রাখি। লিখা+কমেন্ট পড়ে হাসতে হাসতে আমার জীবন শেষ।

বেচারারা.... কেউ বুঝলোনা আপনাগো দুখ :(( ...... নেন বিড়ি খান আর তাস খেলেন, তবে বউরে বাপের বাড়ি পাঠায়ে............।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!


দেরিতে প্রতি উত্তর করার জন্য দুঃখিত ব্লগার সোহানী ওরফে কুলুর বলদের বোন!!:)


কেউ না বুঝুক আপনিতো বুঝলেন আপি!! আম্রা কিন্তুক এতেই খুশি!!:)


তাস আর বিড়ির আমন্ত্রণের জন্য থ্যাংকু!!:)


শুভকামনা!!:)

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: তাস খেলতে কোথায় আসবো? ২৯ ছাড়া পারি না।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনি আর কই আসবেন!!!


তারচেয়ে আমিই আফনের কাছে আইতেছি!!:)

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

গেম চেঞ্জার বলেছেন: পুরুষ মাত্রই ধর্ষক এই ভাবনা বিবেকসম্মত নয়। কিন্তু মাস্টার্স পাশ কোন কোন মহিলাকেও দেখেছি এই ধারনা পোষন করতে। আপনার রম্যে মজা তেমন একটা খুজে না পেলেও একটা ঘটনা মনে পড়ে হাসতেই হল।

কট্টর নারিবাদি এক মেয়েকে দেখবে বলে আসবে বরপক্ষ। এই সামাজিক প্রথাকে বেচারি মেনে নিতে পারেনি। সে মা-বাবাকে বলে তাকে এভাবে কুরবানির গরু বানিয়ে দেখার মধ্যে সে নেই। বরং বিয়েই করব না।
এই মত কঠোরভাবে ছিল মেয়েটার। ৫০ পেরোবার পর সে নিজের আক্কেল ফিরে পেয়ে ওই মহিলা বিয়ের জন্য উঠেপড়ে লেগেছিল বেচারি। কিন্তু তখন আর বিয়েথা হয় না। :(

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ঘটনাটা করুন!! ওনার (নারীবাদীর) জন্য করুনা!

নারীবাদীরা কিছু ক্ষেত্রে যৌক্তিক বাট অধিকাংশ ক্ষেত্রেই জোড় করে অযৌক্তিক বিষয়কে যৌক্তিক করে প্রচার করতে চায়!!


আর পোস্ট রম্য কিনা আমার নিজেরো সন্দেহ ছিলো তাই সেমি ট্যাগটা জুড়ে দিয়েছি!! আপনার কমেন্ট পড়ার পর ভাবছি সেমির পরিবর্তে পোয়া ট্যাগ লাগামু কিনা!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.