নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় অনেক কম, কাজ অনেক বেশি। সংবাদ মাধ্যমের চেয়ে উৎকৃষ্ট এই সিটিজেন জার্নালে অন্তত চটি লেখক মার্কা লোক নেই-আমি এতেই সুখ অনুভব করছি। লিখতে শুরু করেছি-লিখতে লিখতেই হয়তো একদিন ফুড়িয়ে যাবো। তারপরেও সকল মানুষের কল্যান কামনা করেই যাবো

বিভক্ত আত্মা

সাংবাদিক

বিভক্ত আত্মা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় অরণ্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১


রাগ মানুষেরই থাকে, তাই হয়তো তুমি রাগ করেই ছেড়ে চলে গেছো। আমি মানুষের দলে পরি কিনা, তা জানিনা। তবে, তোমার অপরাধকে আমি ক্ষমা করতে না পারলেও বুকের ভেতরে যে টান টান কষ্ট, তা থেকে বুঝতে পারি, তোমার সে বড় অপরাধ আমার মনের টানের কাছে তুচ্ছ। তারপরো আমি এখন বোবা। শুনেছি বোবার নাকি কোন শত্রু নেই। এ বোবা যদি আবার তোমাকে আমার মিত্র করে তোলে, সে আশায় কাটছে, দিন, মাস ক্ষন। আমি জানি সে আবার বর্তমান অবস্থা আর পারিপার্শ্বকিতায় তুমি আর কখনোই আমাকে চিনতে পর্যন্ত চেষ্টা করবে না
ভাবছি, সেই কদম ফুল হাতে নিয়ে যদি চুলে লাগিয়ে দেই, অথবা, শিশির ভেজা একমুঠো শিউলি যদি তোমার মুখের ওপর ছিটিয়ে দেই, হয়তো আবারো ভরে উঠবে আমাদের জীবন।
অনেক ভাবনা এখন আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি নির্বাক, কারন কোন এক সমূদ্র স্নানে যদি আমার নিথর শরীর জোয়ারের তোড়ে তোমাদের মাঝখানে ভেসে উঠে, তখন কি বিব্রতকর অবস্থা হবে? ভাবছি, তখন হয়তো চিৎকার করে উঠবে। এরই ফাঁকে চোখের কোনে অশ্রু দেখা দিলেও হয়তো বলতে পারবে না এটা সেই লোক, যে আমার অনেক আপন ছিল। আহা কি মানব প্রেম, এমন এক অজানা দেহ, যা জোয়ারের টানে ভেসে এলো, তাতেই এত কষ্ট এ মানবীর !!!
অনেক এলোমেলো ভাবনা, তবে পরিচ্ছন্ন জীবনেও সব এলোমেলো। আর এখনতো অগোছালো সময় পাড় করছি মাত্র।
এখন, যখন তখনই ইচ্ছে করে হাতে যা আছে ছুড়ে মারি। ক্ষত বিক্ষত করে দেই সামনের যা কিছু। মাঝে মাঝে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। আবার কখনো এক নজরে তাকিয়ে থাকি আকাশের দিকে। গড়িয়ে পড়ে অশ্রু। ইদানিং দেখি চোখের সাথে সাথে নাক থেকেও যেন পানির ফোটা পড়ছে। উপরে আকাশে চাঁদ আর মেঘের খেলা দেখতে দেখতে কখন যে নাক আর চোখের পানি এক হয়ে মিশে গড়িয়ে পড়ছে। মুষলধারে বৃষ্টি-আমার ধ্যান ভঙ্গ করতে ব্যার্থ হয়েছে। আমার কাছে ইদানিং প্রায়ই মনে হয়, ঈশ্বর আমার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়েছিলেন। তিনি নিজেও এমন ভালোবাসা কখনো বেসেছেন বলে মনে হয় না-কারন, তাঁর কাছে শুধুই জীবন আর মৃত্যুর হিসেব গচ্ছিত।
ভাবতেই, চমকে উঠি, আমি চেয়েছিলাম একটা স্বপ্নের জীবন, ভালোবাসার জীবন। কখনো দৌড় দিবো, কখনো দু-জনে হাঁসতে হাঁসতে গড়াগড়ি খাবো।
স্বপ্ন পূরন আর স্বপ্ন ভাঙা দুটো আমাকে হয়তো আজ নিষ্পেষিত করছে। টেবিলে বসেছি, বললে, 'হাত ধুয়ে আস'। আমি হাসছিলাম, মনে হয়েছিল তুমি হয়তো কাজের ভীড়ে ভুলে গেছো। মনে হতেই তোমার ঠোটের কোনে হাঁঁসি ফুটে উঠে। মাছ থেকে কাটা বেছে যত্ন করে আমার মুখে ভাত তুলে দিলে। কখনো কখনো অনেক বেশি খেয়ে ফেলেছি। তারপরো বার বার জিজ্ঞাসা আর একটু, আর একটু।
ভালোবাসা আমাকে যেভাবে আবেগী করে তুলেছিল, ভুলেই গিয়েছিলাম, আমার জীবনে এটা কি স্বপ্ন- নাকি বাস্তবতা।
ভাবতেই অবাক লাগে, একটি ফোন কোম্পানী ঘোষনা দেয়, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কথা বলা যাবে ফ্রী, আমরা ওই সময়টির প্রতিদিন ঠিক রাত ১০ টায় কথা বলা শুরু করতাম, সকাল ৬ টায় সময় শেষ হলেও আমাদের কথা শেষ হয়নি। এতটুকু ক্লান্তি কাজ করেনি। কখনো কখনো প্রায় ৮ ঘন্টার সব সময়টা রাস্তায় হেটেছি, কিন্তু থামেনি গল্প। কি এমন কথা ? সব কথাই ছিল, সাধারন, অতি সাধারন। আসলে মনের ভেতর ছিল অতৃপ্ত বাসনা, ভালোবাসা। অনেক ভালোবাসার ঘাটতি ছিল আমাদের। এত কথা বলেও তা শেষ হতো না।
এখনো গায়ে কাটা দেয়, কি যেন একটা কথায় একদিন সত্যি সত্যিই গায়ে তার পেচিয়ে প্লাগ ইলেকট্রিক লাইনে সংযোগ দিয়েই ফেলেছিলাম প্রায়। আর মাত্র কয়েক সেকেন্ড হলেই হয়তো সব শেষ হয়ে যেতো। তুমি বাচিয়ে নিয়েছিলে। কি সব পাগলামি করেছিলাম বলতো। ভাবতে পারো, তোমার কথাতেই মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা হয়নি আমার।
দিনটি ছিল ৩০ সেপ্টেম্বর দুপুরের পরে বাতাসে নিজেকে বের করলাম। বার বার বলছিলাম, বাতাসে শরীরটা উড়তে চাইছে। ভুলেই গিয়েছিলাম আমাদের ওই চার দেয়ালের বাইরে আর কোন পৃথিবী আছে।
সাগর যাত্রায় অনেক মান অভিমান কাজ করলেও সেই ২৭ সেপ্টেম্বরের চেয়ে কম ছিলনা, সাগরের ঢেউয়ের মাঝে আমাদের আনন্দ। প্রতিদিন সে স্মৃতি আমাকে ক্ষয় করে দিচ্ছে।
তুমিই একদিন বললে, আমাকে দীপ বলে ডাকবে, তৎক্ষনাৎ আমি বললাম, তোমাকে অরণ্য বলেই ডাকবো। দীপের মধ্যেই তো অরণ্য।
এখন জীবন আমার এলোমেলো। কখন এবং কিভাবে কান্না বের হয়, ঠিক তা জানা নাই। মাঝে মাঝে অকারনে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।

জীবন এখন নিয়ন্ত্রনহীন। অনেক ভালোবাসি, বাস্তবতা হয়তো এটা, তোমাকে আমি পাবো না, বা তুমি আমাকে দুরে, অনেক দুরে ঠেলে দিয়েছ। যাবার আগে জীবনের সকল ঐতিহ্য, জীবন চলার পথ সব রুদ্ধ করে, নি:শেষ করে গেছো। আমি তোমাকে আমার বিধাতা ভেবেছিলাম। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, বিধাতা অনেক নিষ্ঠুর, তিনি শুধু বৈষম্যই তৈরী করতে জানেন। ভালোবাসার বদলে তার কাছে শুধু জীবন আর মৃত্যুর হিসেবই থাকে। আমার ধারনা ভুল হয়নি অরণ্য। হ্যা, তুমি বিধাতা, সত্যিই বিধাতা। ভালোবাসা, জীবন, আবেগ-সব কিছুর উর্দ্ধে তোমার কাছে রয়েছে শুধুই বিনাশের হিসেব। তবে আমি দিব্যি বলতে পারি, পৃথিবীর সকল সৃষ্টির জীবন-মৃত্যু আর বিনাশের হিসেব তোমার কাছে থাকলেও, আমার জীবনের কতখানি বিনাশ তুমি করেছ, তার সঠিক হিসেব তুমি করতে পারোনি। আসলে বিধাতা কি কখনো ভেবেছে, তার অর্ঘ্য আনতে পূজারি সর্বসান্ত হয়েছে। তারপরেও সামান্য সুখের বিনিময়ে অর্ঘ্য তার চাইই চাই। বিধাতার অতৃপ্ত মনের বাসনার কাছে লাখো অর্ঘ্য খুব সামান্যই। ধবংসস্তুপের মাঝে দাড়িয়েও তিনি অট্রহাঁসি দিয়ে বলেন, অর্ঘ্য দিতে না পারলে, সেটা তোমারি ব্যার্থতা হাজারো পূজারি অপেক্ষা করছে। যার কাছে শুধুই জনম আর মৃত্যুর হিসেব-সেই বিধাতার কাছে ভালোবাসার মূল্য কতটুকু, তা আমি বুঝেছি
তুমি ভুল, কারন তুমি বলেছিলে "তোমার এমন অন্যায়কে আমি ক্ষমা করেছি, কারন আমি নিজেই অন্যায় করেছি"। ভুল, আমি অন্যায় করিনি। আমাকে যে পাত্রে রাখা হয়েছে, সেখানে অনেক যন্ত্রনা, কোন কারন ছাড়াই আমাকে প্রতি সময় আঘাত করা হয়। আর কোন অন্যায়কারীকে ক্ষমা করতে নিজেকে মানুষের আসনে বসালেই যথেষ্ট। আমি শুধুই মানুষ হয়েই থাকতে চেয়েছিলাম।
হ্যা, তোমার অন্যায়কে আমি সত্যিই ক্ষমা করিনি। কিন্তু আমার ভালোবাসার কাছে সে অন্যায় ঢাকা পড়তে চেয়েছিল। তোমার অন্যায়ের কারনে আমি তিরষ্কৃত করেছি অনেক, কিন্তু বারবার কষ্টই পেয়েছি। তারপরও, এমন ঘটনায় আমার কাছে আমি প্রশ্ন করেছি। ছুড়ে ফেলে দিতে পারিনি। অনেক খারাপ কথা বলেছি, অনেক রাগ করেছি, গালি দিয়েছি।
এখন আমার জীবন কাটে, শুধুই কান্না আর কান্না। এ জীবন দিয়ে হয়তো অনেকের অনেক প্রয়োজন মিটছে, তাই হয়তো বেঁচে আছি। রাতের পরে রাত আমি জেগে থাকি, কখনো কখনো চোখের পানি সামলাতে পারলেও অনেক সময়ই বলতে হয়, চোখের অসুখ হয়েছে।
তোমার ওপর আমার অনেক অভিমান, ঘেন্না, কিন্তু ভালোবাসার পাল্লা এতটাই ভারি, যে সব ঢাকা পড়ে গেছে, সামনে শুধুই তুমি, যদিও তুমি হয়তো আমার কাছে আর ফিরে আসবে না।
কে হারলো আর কে জিতলো এমনটা আর কাজ করে না। শুধুই অনুভব করি, তুমি আমার জীবনে নেই। তুমি কতটুকু প্রতারনা করেছ, তাও একেবারে ক্ষুদ্র হয়ে এসেছে, আমার ভালোবাসার পরিধি দেখে।
বুকের ভেতরে যে কি যন্ত্রনা, তা আমি ছাড়া আর কেউ বুঝে বলে মনে হয় না।
অনেক অভিমান, কিন্তু ভালোবাসার ওজন অনেক বেশি। জীবন, সংসার সবকিছু নিয়ন্ত্রন করলেও কষ্ট আর চোখের পানি আজ আমার অনিয়ন্ত্রিত। তোমাকে দায়ি না করলেও, তোমার চাওয়া, তোমার চেষ্টা, তোমার কামনা সবি সফল হয়েছে, কারণ, তুমি বিধাতা। তোমার কাছে হিসাব একটাই-কতটুকু বিনাশ।

রাগ মানুষেরই থাকে, তাই হয়তো তুমি রাগ করেই ছেড়ে চলে গেছো। আমি মানুষের দলে পরি কিনা, তা জানিনা। তবে, তোমার অপরাধকে আমি ক্ষমা করতে না পারলেও বুকের ভেতরে যে টান টান কষ্ট, তা থেকে বুঝতে পারি, তোমার সে বড় অপরাধ আমার মনের টানের কাছে তুচ্ছ। তারপরো আমি এখন বোবা। শুনেছি বোবার নাকি কোন শত্রু নেই। এ বোবা যদি আবার তোমাকে আমার মিত্র করে তোলে, সে আশায় কাটছে, দিন, মাস ক্ষন। আমি জানি সে আবার বর্তমান অবস্থা আর পারিপার্শ্বকিতায় তুমি আর কখনোই আমাকে চিনতে পর্যন্ত চেষ্টা করবে না
ভাবছি, সেই কদম ফুল হাতে নিয়ে যদি চুলে লাগিয়ে দেই, অথবা, শিশির ভেজা একমুঠো শিউলি যদি তোমার মুখের ওপর ছিটিয়ে দেই, হয়তো আবারো ভরে উঠবে আমাদের জীবন।
অনেক ভাবনা এখন আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি নির্বাক, কারন কোন এক সমূদ্র স্নানে যদি আমার নিথর শরীর জোয়ারের তোড়ে তোমাদের মাঝখানে ভেসে উঠে, তখন কি বিব্রতকর অবস্থা হবে? ভাবছি, তখন হয়তো চিৎকার করে উঠবে। এরই ফাঁকে চোখের কোনে অশ্রু দেখা দিলেও হয়তো বলতে পারবে না এটা সেই লোক, যে আমার অনেক আপন ছিল। আহা কি মানব প্রেম, এমন এক অজানা দেহ, যা জোয়ারের টানে ভেসে এলো, তাতেই এত কষ্ট এ মানবীর !!!
অনেক এলোমেলো ভাবনা, তবে পরিচ্ছন্ন জীবনেও সব এলোমেলো। আর এখনতো অগোছালো সময় পাড় করছি মাত্র।
এখন, যখন তখনই ইচ্ছে করে হাতে যা আছে ছুড়ে মারি। ক্ষত বিক্ষত করে দেই সামনের যা কিছু। মাঝে মাঝে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। আবার কখনো এক নজরে তাকিয়ে থাকি আকাশের দিকে। গড়িয়ে পড়ে অশ্রু। ইদানিং দেখি চোখের সাথে সাথে নাক থেকেও যেন পানির ফোটা পড়ছে। উপরে আকাশে চাঁদ আর মেঘের খেলা দেখতে দেখতে কখন যে নাক আর চোখের পানি এক হয়ে মিশে গড়িয়ে পড়ছে। মুষলধারে বৃষ্টি-আমার ধ্যান ভঙ্গ করতে ব্যার্থ হয়েছে। আমার কাছে ইদানিং প্রায়ই মনে হয়, ঈশ্বর আমার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়েছিলেন। তিনি নিজেও এমন ভালোবাসা কখনো বেসেছেন বলে মনে হয় না-কারন, তাঁর কাছে শুধুই জীবন আর মৃত্যুর হিসেব গচ্ছিত।
ভাবতেই, চমকে উঠি, আমি চেয়েছিলাম একটা স্বপ্নের জীবন, ভালোবাসার জীবন। কখনো দৌড় দিবো, কখনো দু-জনে হাঁসতে হাঁসতে গড়াগড়ি খাবো।
স্বপ্ন পূরন আর স্বপ্ন ভাঙা দুটো আমাকে হয়তো আজ নিষ্পেষিত করছে। টেবিলে বসেছি, বললে, 'হাত ধুয়ে আস'। আমি হাসছিলাম, মনে হয়েছিল তুমি হয়তো কাজের ভীড়ে ভুলে গেছো। মনে হতেই তোমার ঠোটের কোনে হাঁঁসি ফুটে উঠে। মাছ থেকে কাটা বেছে যত্ন করে আমার মুখে ভাত তুলে দিলে। কখনো কখনো অনেক বেশি খেয়ে ফেলেছি। তারপরো বার বার জিজ্ঞাসা আর একটু, আর একটু।
ভালোবাসা আমাকে যেভাবে আবেগী করে তুলেছিল, ভুলেই গিয়েছিলাম, আমার জীবনে এটা কি স্বপ্ন- নাকি বাস্তবতা।
ভাবতেই অবাক লাগে, একটি ফোন কোম্পানী ঘোষনা দেয়, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কথা বলা যাবে ফ্রী, আমরা ওই সময়টির প্রতিদিন ঠিক রাত ১০ টায় কথা বলা শুরু করতাম, সকাল ৬ টায় সময় শেষ হলেও আমাদের কথা শেষ হয়নি। এতটুকু ক্লান্তি কাজ করেনি। কখনো কখনো প্রায় ৮ ঘন্টার সব সময়টা রাস্তায় হেটেছি, কিন্তু থামেনি গল্প। কি এমন কথা ? সব কথাই ছিল, সাধারন, অতি সাধারন। আসলে মনের ভেতর ছিল অতৃপ্ত বাসনা, ভালোবাসা। অনেক ভালোবাসার ঘাটতি ছিল আমাদের। এত কথা বলেও তা শেষ হতো না।
এখনো গায়ে কাটা দেয়, কি যেন একটা কথায় একদিন সত্যি সত্যিই গায়ে তার পেচিয়ে প্লাগ ইলেকট্রিক লাইনে সংযোগ দিয়েই ফেলেছিলাম প্রায়। আর মাত্র কয়েক সেকেন্ড হলেই হয়তো সব শেষ হয়ে যেতো। তুমি বাচিয়ে নিয়েছিলে। কি সব পাগলামি করেছিলাম বলতো। ভাবতে পারো, তোমার কথাতেই মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা হয়নি আমার।
দিনটি ছিল ৩০ সেপ্টেম্বর দুপুরের পরে বাতাসে নিজেকে বের করলাম। বার বার বলছিলাম, বাতাসে শরীরটা উড়তে চাইছে। ভুলেই গিয়েছিলাম আমাদের ওই চার দেয়ালের বাইরে আর কোন পৃথিবী আছে।
সাগর যাত্রায় অনেক মান অভিমান কাজ করলেও সেই ২৭ সেপ্টেম্বরের চেয়ে কম ছিলনা, সাগরের ঢেউয়ের মাঝে আমাদের আনন্দ। প্রতিদিন সে স্মৃতি আমাকে ক্ষয় করে দিচ্ছে।
তুমিই একদিন বললে, আমাকে দীপ বলে ডাকবে, তৎক্ষনাৎ আমি বললাম, তোমাকে অরণ্য বলেই ডাকবো। দীপের মধ্যেই তো অরণ্য।
এখন জীবন আমার এলোমেলো। কখন এবং কিভাবে কান্না বের হয়, ঠিক তা জানা নাই। মাঝে মাঝে অকারনে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
জীবন এখন নিয়ন্ত্রনহীন। অনেক ভালোবাসি, বাস্তবতা হয়তো এটা, তোমাকে আমি পাবো না, বা তুমি আমাকে দুরে, অনেক দুরে ঠেলে দিয়েছ। যাবার আগে জীবনের সকল ঐতিহ্য, জীবন চলার পথ সব রুদ্ধ করে, নি:শেষ করে গেছো। আমি তোমাকে আমার বিধাতা ভেবেছিলাম। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, বিধাতা অনেক নিষ্ঠুর, তিনি শুধু বৈষম্যই তৈরী করতে জানেন। ভালোবাসার বদলে তার কাছে শুধু জীবন আর মৃত্যুর হিসেবই থাকে। আমার ধারনা ভুল হয়নি অরণ্য। হ্যা, তুমি বিধাতা, সত্যিই বিধাতা। ভালোবাসা, জীবন, আবেগ-সব কিছুর উর্দ্ধে তোমার কাছে রয়েছে শুধুই বিনাশের হিসেব। তবে আমি দিব্যি বলতে পারি, পৃথিবীর সকল সৃষ্টির জীবন-মৃত্যু আর বিনাশের হিসেব তোমার কাছে থাকলেও, আমার জীবনের কতখানি বিনাশ তুমি করেছ, তার সঠিক হিসেব তুমি করতে পারোনি। আসলে বিধাতা কি কখনো ভেবেছে, তার অর্ঘ্য আনতে পূজারি সর্বসান্ত হয়েছে। তারপরেও সামান্য সুখের বিনিময়ে অর্ঘ্য তার চাইই চাই। বিধাতার অতৃপ্ত মনের বাসনার কাছে লাখো অর্ঘ্য খুব সামান্যই। ধবংসস্তুপের মাঝে দাড়িয়েও তিনি অট্রহাঁসি দিয়ে বলেন, অর্ঘ্য দিতে না পারলে, সেটা তোমারি ব্যার্থতা হাজারো পূজারি অপেক্ষা করছে। যার কাছে শুধুই জনম আর মৃত্যুর হিসেব-সেই বিধাতার কাছে ভালোবাসার মূল্য কতটুকু, তা আমি বুঝেছি
তুমি ভুল, কারন তুমি বলেছিলে "তোমার এমন অন্যায়কে আমি ক্ষমা করেছি, কারন আমি নিজেই অন্যায় করেছি"। ভুল, আমি অন্যায় করিনি। আমাকে যে পাত্রে রাখা হয়েছে, সেখানে অনেক যন্ত্রনা, কোন কারন ছাড়াই আমাকে প্রতি সময় আঘাত করা হয়। আর কোন অন্যায়কারীকে ক্ষমা করতে নিজেকে মানুষের আসনে বসালেই যথেষ্ট। আমি শুধুই মানুষ হয়েই থাকতে চেয়েছিলাম।
হ্যা, তোমার অন্যায়কে আমি সত্যিই ক্ষমা করিনি। কিন্তু আমার ভালোবাসার কাছে সে অন্যায় ঢাকা পড়তে চেয়েছিল। তোমার অন্যায়ের কারনে আমি তিরষ্কৃত করেছি অনেক, কিন্তু বারবার কষ্টই পেয়েছি। তারপরও, এমন ঘটনায় আমার কাছে আমি প্রশ্ন করেছি। ছুড়ে ফেলে দিতে পারিনি। অনেক খারাপ কথা বলেছি, অনেক রাগ করেছি, গালি দিয়েছি।
এখন আমার জীবন কাটে, শুধুই কান্না আর কান্না। এ জীবন দিয়ে হয়তো অনেকের অনেক প্রয়োজন মিটছে, তাই হয়তো বেঁচে আছি। রাতের পরে রাত আমি জেগে থাকি, কখনো কখনো চোখের পানি সামলাতে পারলেও অনেক সময়ই বলতে হয়, চোখের অসুখ হয়েছে।
তোমার ওপর আমার অনেক অভিমান, ঘেন্না, কিন্তু ভালোবাসার পাল্লা এতটাই ভারি, যে সব ঢাকা পড়ে গেছে, সামনে শুধুই তুমি, যদিও তুমি হয়তো আমার কাছে আর ফিরে আসবে না।
কে হারলো আর কে জিতলো এমনটা আর কাজ করে না। শুধুই অনুভব করি, তুমি আমার জীবনে নেই। তুমি কতটুকু প্রতারনা করেছ, তাও একেবারে ক্ষুদ্র হয়ে এসেছে, আমার ভালোবাসার পরিধি দেখে।
বুকের ভেতরে যে কি যন্ত্রনা, তা আমি ছাড়া আর কেউ বুঝে বলে মনে হয় না।
অনেক অভিমান, কিন্তু ভালোবাসার ওজন অনেক বেশি। জীবন, সংসার সবকিছু নিয়ন্ত্রন করলেও কষ্ট আর চোখের পানি আজ আমার অনিয়ন্ত্রিত। তোমাকে দায়ি না করলেও, তোমার চাওয়া, তোমার চেষ্টা, তোমার কামনা সবি সফল হয়েছে, কারণ, তুমি বিধাতা। তোমার কাছে হিসাব একটাই-কতটুকু বিনাশ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.