নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

স্যামসাং মোবাইল নিয়ে ঝামেলায়, প্লিজ হেল্প

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

গত কুরবানির ঈদে স্যামসাং গ্যালাক্সি এস নেক্সট ব্র্যান্ডের একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনেছি। আমার এই মোবাইল কেনার দুইটা উদ্দেশ্য ছিল। প্রথমত ল্যাপটপে যাতে আর জুম আলট্রার মডেম ব্যবহার না করতে হয়। দ্বিতীয়ত, মোবাইলেই সব দৈনিক পত্রিকা পড়ব। মোবাইলটাকে রাউটার হিসেবে ইউজ করার জন্য প্রথমেই দোকানদারকে বললাম থিয়েটারিং মোবাইল হটস্পট আছে কি না? বিক্রেতা বলল ইনটেক মোবাইল খোলা যাবে না। অনেক পীড়াপীড়ির পর মোবাইল অন করে দেখাল হটস্পট অপশনটা আছে।
কিন্তু আমি যে উদ্দেশ্যে মোবাইল কিনলাম সেটা পূরণ হচ্ছেনা।
সমস্যা হলো: মোবাইলে থিয়েটারিং হটস্পট থাকলেও শুধু ইউএসবি থেটারিং ও ব্লু টুথ থেটারিং আছে। কিন্তু পোর্টেবল ওয়াইফাই হটস্পট নেই। পরে অ্যাপস থেকে ওটা ডাউনলোড করেছি। কিন্ত সমস্যা হলো আমার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ করতে গেলেই ট্রাবলশুট প্রবলেম দেখায়।
সমাধানের উপায় কি? প্লিজ আমার এই লেখাটা পড়ে যদি কোনো মহানুভব ভাই আমার এই সমস্যার সমাধানের উপায় বাতলে দেন, সারাজীবন আমি তার কাছে কৃতার্থ থাকব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই সবাই শুধু পড়ছেন, হেল্প করার কি একজন বড় ভাইও নাই?

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

হু-কেয়ারস বলেছেন: ভাই সমস্যা মাথার উপর দিয়া যায়। তাই সবাই পড়ে।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

রাজুঈ বলেছেন: ১.আপনার ফোন কী এটা?
http://www.gsmarena.com/samsung_galaxy_ace_nxt-6534.php

২.ল্যাপটপে wifi configure করা আছে কীনা?

২.screenshot দিতে পারেন যদি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.