নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

ফুটবলের সোনালী দিন ফিরছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

আমরা যারা স্পোর্টস রিপোর্টার দেশের ফুটবলের হেরে যাওয়া ম্যাচ রিপোর্ট আর পোস্ট ম্যাচ রিপোর্ট লিখতে লিখতে কখনো কখনো ক্লান্ত হয়ে যাই। তবে মাঝে মধ্যে জয়ের সংবাদ লিখতে গিয়ে রোমাঞ্চ ভর করে লেখনি। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুটবল দলের সাফল্য দেখে মনটা অনেক বড় হয়ে উঠছে সব সময়। সারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন লাল সবুজের ঢেউ। হাজার হাজার লাল সবুজ উত্তরীয়। গ্যালারি টই-টম্বুর।
সাধারণত খেলা থাকলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটু আগে ভাগে ঢুকি। আজ বিকেল ৫টায় শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল। বাংলাদেশ বনাম থাইল্যান্ড দলের লড়াইটা দেখতে ৩টায় এসেছি। দেখি দর্শকের বাধভাঙা জোয়ার। যেমনটা দেখেছিলাম আর্জেন্টিনা - নাইজেরিয়া ম্যাচে। টিকিট বিক্রি হচ্ছে কালােবাজারে। সব মিলিয়ে উত্তপ্ত স্টেডিয়াম। এখন মাঠে মামনুলদের খেলা দেখানোর পালা। যেতে হবে ফাইনালে।
আজকের খেলা দেখা যাবে সরাসরি চ্যানেল নাইনে।
আজকের বাংলাদেশ একাদশ: রায়হান, ইয়াসিন, নাসির, জামাল ভূইয়া, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, সোহেল রানা, ইয়ামিন এবং গোলকিপার সোহেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

আমি সৈকত বলছি বলেছেন: এগিয়ে যাক বাংলাদেশ,

এই কামনা আমরা সকল বাংলাদেশীদের।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

আরণ্যক রাখাল বলেছেন: ফিরুক এটাই চাই| আরেকটা কথা বলতেই হচ্ছে, শিরোনামের তুলনায় কন্টেন্ট কম| আমি একটা বিশ্লষণ আশা করেছিলাম

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাংলাদেশ আজ জিতুক সেই শুভকামনা।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

ব্লগার মাসুদ বলেছেন: সাবাস বাংলাদেশ এগিয়ে যাও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.