নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

মেজাজ খারাপ করা এক ব্যাংকের নাম: ঢাকা ব্যাংক

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫

তাদের ব্যাংকের লোগোর নিচে সুন্দর করে লেখা: এক্সসিলেন্স ইন ব্যাংকিং। এই বাক্যটা লোগোতে লেখার আগে ঢাকা ব্যাংকের কর্তৃপক্ষের অন্তত আরো একশ বার ভাবা উচিত ছিল। এমন জঘন্য ব্যাংকিং সেবা আর কোনো ব্যাংকে আছে কি না অন্তত আমার জানা নেই। তাহলে ঘটনাটা খুলেই বলি। চাকরির সুবাদে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট চুক্তি করা আছে এই ব্যাংকের। এজন্য আমাদের বেতন সরাসরি এই ব্যাংক একাউন্ট থেকে তুলতে হয়। অনলাইন হওয়ার সুবাদে আমার মাদার একাউন্ট কারওয়ান বাজার হওয়া সত্ত্বেও মিরপুর ১০ নম্বর শাখায় বেতন তুলি। কারণ আমার বাসা এই শাখার আশপাশেই। এই ব্র্যাঞ্চে যতবার গেছি ততবার একই সমস্যা: সার্ভার ডাউন। ব্যাংকে ঢোকার মুহূর্তে আতঙ্কে থাকি এই না সার্ভার ডাউন ঘটে। এবং এর সমাধান আল্লা মালুম। অনির্দিষ্ট কালের জন্য বসে থাকতে হয়। সেটা ১০ মিনিটও হতে পারে আবার ২ ঘন্টাও হতে পারে।
এর সঙ্গে যোগ হয় ধীরলয়ের চেক গ্রহণ। এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে গমন। স্কুলের বেতন, বিলসহ হাজারো কাজ একাই সামলান দুই তিনজন মহিলা। এবং এতটা ধীর লয়ে যেন শম্বুক গতিতে।
আমি আসলে ফেড আপ। এই লেখা যদি দয়া করে কোনো ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্লগারের চোখে পড়ে তাহলে একটু ভেবে দেখবেন।
চাইলে অন্যভাবে সমস্যার সমাধান করা যায়। কিন্তু মশা মারতে কামান দাগতে একদম ভাল্লাগেনা..

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০১

মাঘের নীল আকাশ বলেছেন: সার্ভার ডাউন এদের কমন সমস্যা। অনলাইনে ব্যালেন্স চেক করতে না করতেই এদের মেশিন ডাউন হয়ে যায়

২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

বদিউজ্জামান মিলন বলেছেন: পুনশ্চ: এক ঘন্টা দাড়িয়ে থেকে শেষ পর্যন্ত বেতন না তুলেই রাগে দুঃখে ক্ষোভে আমি চলে এসেছি ব্যাংক ছেড়ে। কারণ আমারও তো সময়ের দাম আছে। অফিস তো আমারও করা লাগে।

৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

সুপ্ত আহমেদ বলেছেন: রুপালী ব্যংক ও একই টাইপের। আবার কিছু ব্যংক আছে আমার একাউন্টের টাকা আমি তুলবো কিন্তু তুলতে গেলে বলে না টাকা আজ হবে না। এসব আসলে ফালতু !!

৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫

সোজা কথা বলেছেন: ভাই, শুধু এটার ক্ষেত্রে না। প্রায় সবগুলো ব্যাংকেই এই ধরনের আজাইরা সমস্যা আছে। আর ওরা কাজও করে কচ্ছপ গতিতে! বিরক্তিকর।

৫| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

বদিউজ্জামান মিলন বলেছেন: এদের কি দেখার কেউ নেই ভাই?

৬| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:২১

টুইংকল বলেছেন: এই একই অভিজ্ঞতা আমারও রয়েছে।

৭| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: বিরাট সমস্যা !

৮| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫৩

নিশি মানব বলেছেন: এটা শুধু ঢাকা ব্যাংকের না, দেশের প্রায় সব ব্যাংকের এই একই সমস্যা হয়।

৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:১৪

আহসানের ব্লগ বলেছেন: আহারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.