নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

সিনেমার সোনালী দিনগুলো-০১

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬

তখন সবেমাত্র মৌসুমি-ওমরসানি জুটির রসায়নটা দর্শক ভালোভাবে গ্রহণ করতে শুরু করেছে। তাদের দুজনের মধ্যেও প্রেমটা আরো গভীর হবো হবো করছে। সময়টা নব্বইয়ের দশক। দোলা নামের একটা সিনেমা দারুণ হিট। কোনো এক ঈদের দিনে মুক্তি পেল আত্মঅহংকার। ঢাকার সঙ্গে সারাদেশে মুক্তি পেয়েছিল ছবিটি। আমি তখন ক্লাস নাইনে পড়ি। ঢাকায় কখনো আসিনি। ঢাকায় কোনো আত্মীয়স্বজন না থাকার সুবাদে স্বপ্নও দেখতাম না রাজধানীতে এসে কোনো প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত দেখব। ওই ঈদে বেড়াতে গেলাম আমার ছোটো কাকার শ্বশুরবাড়ী। প্রত্যন্ত গ্রামের বাজারে তখন ভিসিআরের চল। আমি ওই নানা বাড়ি গেলেই ভিসিআরে সিনেমা দেখতাম। সেবার গিয়ে দেখি এই সিনেমা চালাবে ওই বাজারে। পাশেই কুষ্টিয়া শহরে মুক্তি পেল সিনেমাটা। হুমায়ুন ফরিদীর অনবদ্য অভিনয়। সঙ্গে মৌসুমী আর ওমর সানি। ভালোই লাগল ছবিটা। আজ অনেক দিন বাদে ইউটিউবে এই সিনেমার গান দেখলাম..আমারই এক দিকে পৃথিবী এক দিকে ভালোবাসা.. মুহূর্তেই আমি আমার সোনালী শৈশবে ফিরে গিয়েছিলাম। রাজধানীর যান্ত্রিক জীবনে অফিস আর কাজ ...হাপিয়ে উঠেছি। খুব ইচ্ছা করে ফিরে যেতে দূরন্ত শৈশব আর কৈশোরে। যেখানে বিনোদন মানেই ছিল বাংলাদেশর ক্রিকেট ম্যাচ রেডিওতে শুনা আর সিনেমা হলে গিয়ে ছবি দেখা। সেই হারানো দিনগুলা কখনোই জানি ফিরে আসবে না..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.