নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

তবুও আমি আশাবাদী-জিতবে বাংলাদেশ

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

মেলবোর্নের এই মাঠে নাকি এর আগে কেউ ৩০০ প্লাস রান করেনি! ভারত করেছে। তাতে কি? এই রান তো আম্পায়ার আর আইসিসির নির্লজ্জ আম্পায়ার আলিম দার গংদের উপহার। তারপরও আমি মনে করি বাংলাদেশ জিতবে। জেতার মতো ব্যাটসম্যান বাংলাদেশের আছে। আমার শুধু ভয় ইমরুল পায়েসকে! ও না শুরু তেই গুবলেট করে দিয়ে যায়। ফিল্ডার ইমরুলকেও তো দেখলাম। তারপরও ব্যাপার না। আমাদের তামিম, মাহমুদউল্লাহ, সেৌম্য, সাকিব, মুশফিক, নাসির, সাব্বির.... আমি আশাবাদী এই বাংলাদেশ নিয়ে...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০২

রিফাত হোসেন বলেছেন: আম্পায়ার এর উপর সন্দেহ আমি করছি না । এরকম ভুল এদের হয় ।

বাংলাদেশ যথেষ্ট বাজে ফিল্ডিং করেছে, বোলিং চলে ।

এখন ব্যাটিং বাজে করার কোন সুযোগ নাই ।

ইনশাল্লাহ

২| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, সংগ্রাম চলুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.