নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

ভারত হারতাছে, কি যে শান্তি!!!!

২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

আহা! এতক্ষণ এই একজনের আউটের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। ধোনি ডাইরেক্ট হিটে আউট। হোয়াট আ থ্রো ফ্রম ম্যাক্সওয়েল! শান্তি। ধোনি কাদতে কাদতে বাড়ি যাচ্ছে এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলাম গত ১৯ মার্চ এর পর থেকেই। চোর বাটপারদের হারতে দেখতে বড়ই শান্তি লাগতাছে। আইজ রাতে একটা মেগা পার্টি হবে। যে যে আসতে চান চলে আসুন। কোহলির সামনে আনুশকার কান্না দেখলাম। ভারতীয় (...বাচ্চা) সমর্থকদের কান্না দেখলাম। আম্পায়ার আজ আর নো বল ডাকে না। শুধু রুবেলের বেলাতেই নো বল! কি যে শান্তি। আজ যখন রান ৩২৮ করেছিল অস্ট্রেলিয়া তখনই আমি মোটামুটি নিশ্চিত যে আজ বাপি বাড়ি যা ভারত। এখন একেকটি উইকেট পড়ছে ভারতের, আমি বুনো উল্লাস করছি। শুধু আমি না সারা বাংলাদেশি আজ এই উল্লাসে মাতছে। আহা ফকনার হোসেন, অস্ট্রেলিয়ার রুবেল! পর পর দুই বলে বোল্ড অশ্বিন আর মোহিত। অন আ হ্যাটট্রিক!!!!একটুর জন্য হলো না। যাউক গা ব্যাপার না। এবার হয়নি । পরের বার হবে। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের (আই সি সি) কোনো বাবাই আজ ভারতকে বাচাতে পারল না। মু হা হা। তবে রে শয়তান। আজ তেরা কিয়া হোগা রে কালিয়া!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

saamok বলেছেন: মুহাহাহাহাহাহাহাহাহাহাাাাাা,,,,,,,,,,,,,, হোহোহাহাহাাাাাাাাাাাাাাাা!!!!!!! আমাদের সাথে অন্যায় করা হয়েছিল। আমাদের আনন্দে আজ তাই বণ্যতা!!!! মুহাহাহাহাহাহাহাহাহাাাাাাাাাাা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.