নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ধরা দিল স্বপ্নটা!

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪

অবশেষে ধরা দিল স্বপ্নটা!

১৯৯৯ সালের ৩১ মে আপনি কী করছিলেন? ঘরকুনো আপনিও কি নেমে এসেছিলেন জনতার মিছিলে? আবেগে কেঁদে দিয়েছিলেন? মুখে হাসি, অথচ চোখে জল! এমনই এক অদ্ভুত মায়াবী অনুভূতির সামনে সেদিন দাঁড়িয়েছিল বাংলাদেশ ।
নাকি আপনার জন্মই হয়নি। ষো-ল বছর! সেদিনের শিশুটি আজ সদ্য গোঁফ গজানো লাজুক কিংবা দুরন্ত তরুণ। মায়ের কোলের মেয়েটি আজ শাড়ি পরতে শিখে গেছে। সেদিনের চারা গাছটি আজ ডালপালা মেলে কী গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে।
পদ্মায় চর পড়েছে। বাংলাদেশের রাজনীতিতেই তিনবার ক্ষমতার পালাবদল হয়েছে। ধীরে ধীরে বিশ্বে মাথা তুলে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছোট্ট দেশটি।
আমাদের ক্রিকেটীয় মানচিত্রেও কি কম পরিবর্তন এসেছে? এই তো কদিন আগেই উদ্ধত অহংকারে পুরো বিশ্বকে বাংলাদেশ জানিয়ে দিল, আমরা আর ‘ছোট’ নই। কিন্তু একটা ছবি পাল্টাচ্ছিল না। হব-হচ্ছে করেও হচ্ছিল না। কখনো দুই রানটাই বিশাল ব্যবধান হয়ে বুক ভেঙে দিয়েছে। কখনো ৩২৬-এর মতো বড় স্কোরটাও হয়ে যাচ্ছিল ছোট। বার বার মুঠো ফসকে বেরিয়ে যাওয়া স্বপ্নটা আজ বাংলাদেশ খপ করে মুঠোয় পুরে ফেলল। পোষ মানাতে বাধ্য করল।
পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানের জয় শুধু একটি জয় নয়। সেদিন নর্দাম্পটনের মাঠে সাকলায়েন মুশতাকের রান আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার জানানোর আগেই মাঠে মানুষের ঢল নেমেছিল। স্টাম্প-বেল সব উধাও। আজ চাইলেও মাঠে মানুষের ঢল নামার সুযোগ ছিল না। দর্শকেরা যে লোহার বেষ্টনির আড়ালে।
কিন্তু কী আশ্চর্য জানেন, আজ বেষ্টনী থাকলেও হয়তো কেউ নর্দাম্পটনের মতো মাঠে সেভাবে জনস্রোতের মতো নেমে পড়ত না। শেষ উইকেট হিসেবে সাঈদ আজমল আউট হওয়ার পরও বাংলাদেশের খেলোয়াড়রা আহামরি তেমন উৎ​সব করল না।
যেন এটা হওয়ারই ছিল। এই কথা তো সাকিব বলেছেন সেই কবে, ‘আমরাই ফেবারিট।’ এবার অন্য কিছু হবে, বলেছেন মাশরাফি-নাসিররা। ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে, নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটা গড়ে, পাকিস্তানকে ২৫০ রানে গুটিয়ে দিয়েও সাকিবরা আবেগটা পেশাদারির খোলসেই লুকিয়ে রাখলেন। এই বাংলাদেশ যেন অন্যরকম!

প্রথম আলো

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: এবার দেখবেন বাংলাওয়াশ !:#P !:#P !:#P !:#P

২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৮

জেন রসি বলেছেন: বাংলাওয়াশের অপেক্ষায়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.