নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। পড়ালেখার কারণে ঢাকায় থাকি। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

কিশোর মাইনু

কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।

কিশোর মাইনু › বিস্তারিত পোস্টঃ

স্বর্গীয় অনুপাত PHI(1.618)

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

PHI(1.618)
মহাবিশ্বে সবচাইতে সুন্দর সংখ্যা।এটি ফিবোনাচ্চি সংখ্যাক্রম থেকে উদ্ভুত হয়েছে।একে স্বর্গীয় অনুপাত(The Golden ratio) হিসেবে আখ্যায়িত করা হয়।কারণ প্রাকৃতিক গঠনের ক্ষেত্রে তার মোলিকত্ব।
PHI এমনভাবে প্রকৃতির সাথে সম্পর্ক্যযুক্ত যা পুরোপুরি হতবুদ্ধিকর।গাছপালা,পশুপাখি,মানুষ সবকিছুতেই মাত্রাগত দিক থেকে একেবারে বরাবর PHI-র সাথে সমান অর্থাৎ ১-র সমানুপাতে অবস্থিত।

মৌচাকে নারী-পুরুষ উভয় মৌমাছি থাকে এবং স্ত্রী মৌমাছি সবসময় বেশী থাকে।
যদি কোন মৌচাকে অবস্থিত পুরুষ মোমাছি সংখ্যা দ্বারা স্ত্রী মৌমাছির সংখ্যাকে ভাগ করা হয় তাহলে যে ফলাফল পাওয়া যাবে তা হল ১.৬১৮।

সামুদ্রিক শামুকের মাথার ভেতরের অংশ গ্যাস পাম্প করে ভেতরে নিয়ে যায় ভেসে থাকার জন্য।আর এখানে প্রতিটা স্পাইরালের ডায়োমিটার তার পরেরটার সাথে ১.৬১৮ অনুপাতে রয়েছে।
সুর্যমুখী ফুলের বীজ বিপরীত চক্রাকারে বেড়ে উটে।বীজের বেড়ে উটার ধাপ্টাকে বলা হয় ক্রোকার।আর প্রতিটা ক্রোকারের ব্যাস তার পরেরটা সাথে স্বর্গীয় অনুপাতে আছে।
এরকমভাবেই পদ্মফুল,আনারসের পাতা,গাছপালার পাতার বিন্যাস,পোকামাকড়ের বিভাজন অবিশ্বাস্য ভাবে এই অনুপাত মেনে চলে।এমনকি সোরজগতে পর্যন্ত এই অনুপাত ছড়িয়ে ছিটিয়ে আছে।
মানুষের শরীর স্বর্গীয় অনুপাতের ভান্ডার।পুরাই স্বর্গীয় অনুপাতে বিন্যস্ত।
কিভাবে?!?!?
আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপুন।তারপর মাটি থেকে নাভি পর্যন্ত যে মাপ হয় তা দিয়ে সেটাকে ভাগ করুন।ফলাফল পাবেন ১.৬১৮।
কাধ থেকে হাতের আংগুলের মাপকে বাহু থেকে হাতের আংগুলের মাপ দ্বারা ভাগ করেন,একই ফলাফল পাবেন।পা থেকে হিপের মাপকে পা থেকে হাটুর মাপ দিয়ে ভাগের ফল,আংগুলের গিট আর পায়ের পাতার মধ্যকার অনুপাত ১.৬১৮।আপনার মুখমন্ডল নিয়ে মাপঝোক করুন।সেখানে ও পাবেন এই অনুপাত।এমনকি আমাদের মেরুদন্ডের বিভাজন ও এই স্বর্গীয় অনুপাত মেনে চলে।আর মানব শরীরে এর উপস্থিতি বের করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি,বিশ্ববিখ্যাত কালজয়ী চিত্রশিল্পী(এই বিশ্বাবিখ্যাত ও রহস্যময় মানুষটিকে নিয়ে ও একটি পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।আশা করি খুব শীঘ্রই পোস্টটি দিতে পারব)।

শিল্পীদের মতে শিল্পকলা হলো ঈশ্বরের হাতকে অনুকরণের একটি প্রচেষ্টা।আর এই শিল্পকলায় স্বর্গীয় অনুপাত থাকবেনা তা কি করে হয়?!?!?
দা ভিঞ্চি,মাইকেল আঞ্জেলো,পাবলো পিকাসো,আলব্রেখট দ্যুরার সহ আর ও অনেক নামকরা চিত্রশিল্পী আছেন যারা নিজের কম্পোজিশনে ইচ্ছে করেই এই অনুপাত ব্যবহার করেছেন।তারপর গ্রিক পার্থিনোন,মিশরের পিরামিড,আইফেল টাওয়ার,জাতিসংঘ ভবন এর প্রত্যেকটিতেই এই অনুপাত ব্যবহার করা হয়েছে।এই PHI(ফাই) আপনি মোজার্টের সোনাটের গঠনে পাবেম,পাবেন বিঠোফেনে পঞ্চম সিম্ফোনিতে।বার্তোক,ডেবুসি,শুবার্টের কর্মে ও আপনি খুজে পাবেন এই অনুপাত।
আজকালকার অনেক বিখ্যাত লোগোতে পাবেন এটা,Apple-র লোগো,Toyota থেকে শুরু করে অলিম্পিকের লোগোতে পর্যন্ত আপনি খুজে পাবেন স্বার্গীয় অনুপাত।

বি.দ্র:আমি এখানে ফাইয়ের কথা উল্লেখ করেছি।দয়া করে কেউ একে PI/পাই(π)র সাথে গুলিয়ে ফেলবেন না।একটি গণিতে সবচেয়ে ক্ষমতাবান অনুপাত,আরেকটি প্রকৃতির সবচেয়ে বিস্তৃত অনুপাত।তবে গণিতবিদেরা বলেন-"ফাই(PHI)-র এক H পাই(PI)-র তুলনায় অনেক বেশী ঠান্ডা।"

আমার অনেক পরের পোস্ট। কিন্তু অনেক ভালো এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এই পোস্টটিতে। আমারটার পর এই পোস্টটি ও পরলে আরো ভাল করে বোঝা যাবে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য ৫৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

জাহিদ অনিক বলেছেন: গোল্ডেন রেশিও বা ফাই এর কথা আগেও কিছু জানা ছিল। তবুও পড়লাম।
জানা কিছু আবার পড়তে ভালো লাগে।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫১

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
আপনি লিখেছেন?

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

কিশোর মাইনু বলেছেন: জ্বী রাজীব ভাই।
আমার ই লেখা এটা।
গণিত প্রিয় সাব্জেক্ট,অনার্স করছি গণিত নিয়ে।২/১টা জিনিস তো জানতেই পারি ভাই।

৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১০

করুণাধারা বলেছেন: কদিন পরেই আমি যা পোস্ট করতে চাচ্ছিলাম, আপনি তাই এখন পোস্ট করেছেন। এখন আমি কি করি? একই বিষয়, কিন্তু আমারটা অন্যরকম লেখা।

আপনার পোস্টে ভালোলাগা।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ভাই।
একটি অনুরোধ।
পোস্ট করলে আমাকে লিংক টি দিয়েন।
যদি মিস হয়ে যায় তাহলে আফসোস থাকবে ভাই।

৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

জাহিদ অনিক বলেছেন:
গণিত প্রিয় সাব্জেক্ট,অনার্স করছি গণিত নিয়ে
গনিত আমারও খুব প্রিয় সাবজেক্ট। আপনার থেকে মাঝেমধ্যে এরকম পোষ্ট আশা করি।
অনেক আগে আমি একবার গনিতের এবেলে প্রাইজ নিয়ে দুইটা সিরিজ লিখেছিলাম। এর পর আর লেখা হয়নি :(

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৭

কিশোর মাইনু বলেছেন: অবশ্যই ভাই, কয়েকদিন পর পর ই ইনশাল্লাহ গণিতে চমকপ্রদ নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারব।কয়েকদিন আগে আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম সংখ্যা তিন নিয়ে।আশা করি সেটা ও পড়ে দেখবেন।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৮

কিশোর মাইনু বলেছেন: আর আপনি পারমিশন দিলে আপনার গণিতের নোবেল-আবেল প্রাইজের সিরিজটা আমি শেষ করতে ইচ্ছুক।

৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: বাপরে! গনিত আমি ভয় পাই তবে এই গানিতিক বিন্যাসে আমি মুগ্ধ!

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১০

কিশোর মাইনু বলেছেন: গণিত ভালবাসার জিনিস,ভয় পাওয়ার না।
গণিতের থেকে মজার বিষয় আর নেই।
আপনি গণিতে যে মজা পাবেন আমি লিখে দিতে পারি আর কোন কিছুতে সেই মজা পাওয়া সম্ভব নয়।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১২

কিশোর মাইনু বলেছেন: এবং আপনাকে মুগ্ধ করার জন্য আরো অনেক কিছু আছে।আমি পোস্ট দিলে একটু চোখ বুলাবেন।কথা দিচ্ছি মুগ্ধ হবেন ই গণিতের জাদু দেখে।
ধন্যবাদ শায়মা আপু।

৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু গনিত দেখলেই তো আমি চোখ বুজে পালাই চোখ বুলাই কেমনে!!!!!! :(

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৭

কিশোর মাইনু বলেছেন: ভাইয়ের অনুরোধটা রাখেন।
আশা করি আপনার ভয়টাকে ভালবাসায় রুপান্তর করতে পারব।
আসলে কাউকে গণিত ভয় পেতে দেখলে আমার খুব আফসোস হয়।

৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

কাইকর বলেছেন: ভাল পোস্ট। অনেক কিছু জানতে পাড়লাম

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ অপ্সরার খুনী ভাই।।।

৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: এই বুড়াকালে কি আর আজীবনের ভয়টা যাবে!!! :(

ঠিক আছে ট্রাই করবো!

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কিশোর মাইনু বলেছেন: যাবে যাবে।
যেতেই হবে

৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।
পাশে থাকবেন।

১০| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

অলিভিয়া আভা বলেছেন: গনিত বিষয়টা আমাদের স্কুল কলেজে এতটাই কঠিন করে পড়ানো হয় যে আমারা এর রস নিতে পারিনে। আপনি কিছুটা রস দেয়ার চেষটা করছেন দেখে খুব খুব ভালো লাগলো।
যদিও ফাই এর ব্যাখ্যাটা জানতাম।
ভালো লাগলো। শুভ কামনা ভাই

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কিশোর মাইনু বলেছেন: আমি কোন রস দেওয়ার চেষ্টা করিনি আপু।
গণিত জিনিসটায় পুরাপুরি রসালো।স্রেফ সেই রসটা আমরা উপভোগ করতে পারিনা।
তার জন্য কিছুটা আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী,কিছুটা আমাদের প্রতিযোগীতার মনোভাব দায়ী।

১১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণিত আমারও প্রিয় ছিল। বি.এস.সি. পর্যন্ত ছিল। এখন আর কিছুই মনে নাই...

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৯

কিশোর মাইনু বলেছেন: মনে থাকার দরকার নাই ভাই।
খালি মজাটা উপভোগ করেন।

১২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ Kishor Mainu- পূরো পোষ্ট Dan Brown এর The Vinci Code উপন্যাস হতে নকল। বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। অধ্যায় 20 পৃষ্ঠা 91-96। প্রফেসর ল্যাংডনের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে " চিত্রকলায় সিম্বোলিজম" ক্লাসে যে লেকচার দিয়েছিলেন তাকে নকল করে এই পোস্ট লেখা হয়েছে।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৯

কিশোর মাইনু বলেছেন:
এটা জানার বিষয়,আমি জেনেছি,আমার মনে হয়েছে সবাইকে জানানোর দরকার তাই আমি জানিয়েছি।
And for you kind information,Math Departmentr ১ম বর্ষের বইয়ে এ সম্পর্কে লেখা আছে। পাই-ফাইয়ের পার্থক্য নিয়ে ২০১৫সালের পাই-জিরো-টু-ইনফিনিটিতে একটি প্রবন্ধ ছিল যার মেইন সোর্স ছিল এই বইটি।
আমারো মেইন সোর্স এই বইটি।
সো নকল শব্দটা বাদ দিলেই খুশি হব।
কারণ জ্ঞান নকল করা যায়না।শেয়ার করা যায়।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:০৫

কিশোর মাইনু বলেছেন: একটা ছোট্ট রিকুয়েস্ট করি ভাই,রাগ করিয়েন না।
লেখকের লেখা পড়ে সেটা পুরাপুরি মৌলিক/অনুকরণ নাকি নকল সেটা নিয়ে গবেষণা না করে তার কিছু একটা লিখে পাঠককে বিনোদন দেওয়ার চেষ্টা,জ্ঞান share করার মধ্য যে আনন্দটা পায় সেটা বোঝার চেষ্টা করুন।
তাকে লেখালেখির অকৃত্রিম সুখটা পেতে সাহায্য করুন যদি সম্ভব হয়।

১৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

উদাস মাঝি বলেছেন: কোথায় জানি পড়েছিলাম আগে ;)

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪১

কিশোর মাইনু বলেছেন: ২০১৫সালে সেপ্টেম্বরের পরে পাই-এর কোন এক পর্বে এসেছিল।
আর দি ডা ভিঞ্চি কোড।

১৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমি পোষ্টটি পড়লাম, এরপরে কমেন্টগুলোও। আপনার একটি কমেন্ট জোশ লাগল,

গণিত জিনিসটায় পুরাপুরি রসালো।স্রেফ সেই রসটা আমরা উপভোগ করতে পারিনা।
এক্সাক্টলি। শুধু গণিতই না, বিজ্ঞানের ক্ষেত্রেও একই কথা বলব। সাবজেক্টগুলো মারাত্মক ইন্টারেস্টিং। কিন্তু আমরা নিয়মনীতির প্যাঁচে ফেলে এত কঠিন বানিয়ে ফেলি বলার না। একাডেমিক গণিত মানেই হচ্ছে একটা কঠিন ইক্যুয়েশনকে সলভ করা, তাই ছোট থেকেই বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায়। আসলে কোনভাবে মন বসাতে পারলে এরচেয়ে মজার কিছু নেই!

আগেও কোন পোষ্টে বলেছি, আমার ভীষনই প্রিয় বিষয়! মজা করে পড়লাম তাই। থ্যাংকস! প্লিজ কন্টিনিউ রাইটিং।
ভালো থাকবেন।

একজন বলছেন পোষ্টটি নকল করে লেখা! ক্লিয়ার করুন প্লিজ।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪৭

কিশোর মাইনু বলেছেন:
আসলে এ তথ্যগুলো ড্যান-ব্রাঊনের দি ডা ভিঞ্চি কোড থেকে প্রাপ্ত।তারপর ২০১৫সালে ও পাই-জিরো টু ইনফিনিটি নামক এক ম্যাগাজিনে এ বিষয় নিয়ে একটা লেখা ছিল।আমাদের ডিপার্টমেন্টের বইয়েও আছে হাল্কা-পাতলা।
তাই হয়ত তিনি এ কথটি বলেছেন।
আর আমি তার কমেন্টের জবাব ও দিয়েছি।দেখতে পারেন সেটা।

ধন্যবাদ আপু পাশে থাকার জন্যে।

১৫| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:১০

সুমন কর বলেছেন: হুম, আগে জানতাম। আজ আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। গুগল করলে আরো মজার মজার তথ্য পাওয়া যায়।
পোস্টটির জন্য প্লাস রইলো। ভালো পোস্ট।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪২

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।

১৬| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৭

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ Kishor Mainu- " বিদেশি কাহিনীর ছায়া অবলম্বনে " ব্যবহার করে কাজী আনোয়ার হোসেন শতাধিক "মাসুদ রানা" লিখেছেন,আরো লিখবেন ...,রকিব হাসান "তিন গোয়েন্দা" সিরিজ লিখেছেন ... বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিদেশী থিসিস নকল করে Ph.D. ডিগ্রি নেয়। আর আপনারটা তো সামান্য পোস্ট। সুতরাং আপনার ভয় নেই। লিখতে থাকুন গণিত নিয়ে ভারী ভারী পোস্ট। বাহবা দেওয়ার জন্য অনেক ব্লগারদের পাশে পাবেন।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৩

কিশোর মাইনু বলেছেন: আপনাকে আমার কিছু বলার নেই।
যা বলার প্রথম কমেন্টের জবাবেই বলেছি।যে রকিব হাসান,কাজী আনোয়ার হোসেনের দিকে আংগুল তুলতে পারে তার সাথে এ নিয়ে তর্কে যাওয়াটা বোকামির পরিচয়।

১৭| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৩৩

রসায়ন বলেছেন: এসবের কোন বৈজ্ঞানিক ভিত্তি বা ব্যাখ্যা নেই । ঝড়ে বক মরে , ফকিরের কেরামতি বাড়ে

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৬

কিশোর মাইনু বলেছেন: এখানে গণিতের সৌন্দর্যের কথা বলা হয়েছে।দুনিয়ার সর্বত্র ই গণিত ছড়িয়ে ছিটিয়ে আছে।এখানে আপনি গালভরা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুজতে যাবেননা দয়া করে।সব কিছু যুক্তি মানে না ভাই।

১৮| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভিট্রুভিয়াস ম্যান অনুযায়ী, নাভি মানবদেহ দ্বারা সৃষ্ট বৃত্তের কেন্দ্র, জানেন?
অনুরোধ করবো ফিল্ডস মেডেল বিজয়ীদের কাজ নিয়ে কিছু লিখতে।
আমিও নিয়মিত জিরো টু ইনফিনিটি পড়ি :) লাইক

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৯

কিশোর মাইনু বলেছেন: আমি জানতে পারব,অথচ ব্লগে লিখবনা এটা কখনোই হবেনা।
যাই জানতে পারি শেয়ার করব আপনাদের সাথে,কথা দিলাম।আর আপনার অনুরোধ রাখার আপ্রাণ চেষ্টা করব আমি।
ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৪

কিশোর মাইনু বলেছেন: হ্যা ভাই জানি।
লিওনার্দো দা ভিঞ্চি ও তার ছবিগুলো নিয়ে ও একটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।

১৯| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি দাবা খেলতে পারেন ভাই?

০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৬

কিশোর মাইনু বলেছেন: জ্বী ভাই।
পারি আল্লাহর রহমতে মোটামুটি।
কেন প্রান্ত ভাই?!?!?

২০| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হলো, আমিও দাবা খেলি। আপনার রেটিং কতো? কই খেলেন?

০১ লা জুন, ২০১৮ রাত ১১:৩৮

কিশোর মাইনু বলেছেন: ওরে বাপরে বাপ!!!
নারে ভাই অত প্রফেশনাল না আমি।মজা পাওয়ার জন্য খেলি।প্রফেশনালের কথা বললে স্কুল কম্পিটিশনে অংশগ্রহণ করতাম,এতটুকুই।
দাবা খেলার থেকে এর ধাধা,Mathmatical Term গুলো নিয়া মাথা ঘামানোই আমার বেশী পছন্দ।
দুঃখিত ভাই।

২১| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা বলেন দাবা খেলা কতরকম হতে পারে? মানে সর্বোচ্চ কয়টি গেম খেলার পরে আর কেউ নতুন কোন গেম খেলতে পারবে না ? ;)

০২ রা জুন, ২০১৮ রাত ১:৩৪

কিশোর মাইনু বলেছেন: জানিনা ঠিক।তবে আমার জানামতে ১৪ভাবে খেলা যায় দাবা গেম।

২২| ০২ রা জুন, ২০১৮ রাত ১২:৩৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @Kishor Mainu- জনাব,ঠিকই বলেছেন। বাংলাদেশে নকলবাজ/কপিবাজ- দের দেখিয়ে দেয়া বোকামির লক্ষণ। তৈল মারা-ই বুদ্ধিমত্তার লক্ষণ। আপনার জয় হোক।

০২ রা জুন, ২০১৮ রাত ২:১৯

কিশোর মাইনু বলেছেন: আপনার Nickname Choiceটা আসলেই পারফেক্ট হয়েছে।
আপনার চিন্তাধারা আপনার নামেই ফুটে উটেছে।

২৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী রাজীব ভাই।
আমার ই লেখা এটা।
গণিত প্রিয় সাব্জেক্ট,অনার্স করছি গণিত নিয়ে।২/১টা জিনিস তো জানতেই পারি ভাই।

০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৪১

কিশোর মাইনু বলেছেন: কয়েক জায়গা থেকে সংগহ করা,নিজে যাচাই করা,নেটে ঘাটাঘাটি করার পরে যখন কোন Information Share করা হয় তাও কোন ধরণের কৃতিত্ব ছাড়া তাকে নকল বলা যায়?!?!?
এটা কোন বিদেশী কাহিনী অবলম্বনে লেখা গল্প নয়,বা বিদেশী পত্রিকা থেকে চুরি করা আর্টিকেল ও নয়।
এটা কিছু ভিন্ন তথ্যকে এক সুতোয় বাধার একটি চেষ্টা।
আমার মনে হয়না এটা অপরাধ।

২৪| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৪

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ?!?!?
ভাল।।।
ভাল থাকবেন রাজীব ভাই।

২৫| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৪২

কাছের-মানুষ বলেছেন: চমৎকার এবং অভিনব পোস্ট। আপনার প্রতি অভিনন্দন রইল ভাল পোস্টের জন্য।
মান সম্মত পোস্ট দরকার ব্লগে।

০৩ রা জুন, ২০১৮ রাত ১২:১১

কিশোর মাইনু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাশে থাকবেন।
ইনশাল্লাহ এরকম পোস্ট নিয়ে ও সামনে হাজির হব আপনাদের সামনে।

২৬| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩২

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: আর আপনি পারমিশন দিলে আপনার গণিতের নোবেল-আবেল প্রাইজের সিরিজটা আমি শেষ করতে ইচ্ছুক। অনুমতির কিছুই নেই ভাই । আপনি লিখলে আমি খুশিই হব।
সো লিখে ফেলুন :)

০৩ রা জুন, ২০১৮ রাত ১২:১৩

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।
ঈদের পরপরই লিখব এটা নিয়ে।
আশা করি পোস্টটি পড়ে ভুলগুলো ধরিয়ে দেবেন।

২৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: প্রায় একই বিষয় নিয়ে করুণাধারারও একটা পোস্ট পড়েছি এবং মুগ্ধ হয়েছি। আপনারটা পড়েও ভাল লেগেছে। গণিত যে একটা রসালো বিষয়, সেটা সেভাবে এখানে তুলে ধরতে পারলে আপনি অনেকেরই অভিনন্দন পাবেন বলে আমার বিশ্বাস।
আপনার প্রচেষ্টা সফল হোক! পোস্টে প্লাস + +

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

কিশোর মাইনু বলেছেন: এত আগের পোস্ট খুজে বের করে পড়ার জন্য ধন্যবাদ আংকেল।
সেই চেষ্টায় করছি,গণিতের রসটাকে পৌছে দেওয়া ঘরে ঘরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.