নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃস্টির সকল কিছুই জানার ইচ্ছা করে স্রস্টা যেটুকু জানার অধিকার দিয়েছেন।

চক্‌চাপড়ী

চক্‌চাপড়ী › বিস্তারিত পোস্টঃ

আত্মার পলায়ন

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭

কে তুমি পুছো উড়ে গেলে ফেলে ?

তুমিতো স্বয়ং, তোমাতে ছাড়া এ দেহ খাঁচা

নিঃশব্দ নিরাকার ছন্দহারা ছায়াহীন পথহারা

অচল অথর্ব গন্ধ হাওয়ায় দোল খেলে।



কত যতনে রাখি এ কোষ খানি

পেয়ারী বেঁধেছিল বাহু বুনেছিল স্বপন

সাতপাকে ঘর নিয়েছিল ঠায় করিয়ে শুদ্ধমন

যদি নাহি ফেরো ফুটিবে না আলো হৃদয় সঞ্ছীবনী।



আপন দুই হাত সমসাথী গাঁতি নির্জীব চরণ

নি্ঃসাড় চেতন মাখিবেনা কাঁদা গড়িতে নিলয়

মননের সাধ রঙীত সাঁজ ছায়া ছায়া প্রভা স্বকৃত আলয়

মৃগতৃষ্ণিকাময় মস্তিস্ক বিঘাতী আজি ক্ষয়ে রক্তক্ষরণ।



কোন দেশে বাস কোথায় আবাস

কি রুপ তোমার, কোন সুতে গিঁঠ তক্তচ্ছায় ?

বেঁধেছিলে বাসা দিয়েছিলে আশা উর্বশী প্রীত ইন্দ্রিয়সায়

ক্ষেপিয়াছ বেগ,অদৃশ্যে তাড়া ভীরু চিতে উর্দ্ধশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.