নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃস্টির সকল কিছুই জানার ইচ্ছা করে স্রস্টা যেটুকু জানার অধিকার দিয়েছেন।

চক্‌চাপড়ী

চক্‌চাপড়ী › বিস্তারিত পোস্টঃ

ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমন ও কিছু পথের পাঁচালী

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

ভিসা পর্ব-১



দিনটি বুধবার, জুলাইয়ের ৩০ তারিখ ২০১৪ সাল।ঈদুল-ফিতরের ঠিক পরের দিনই ভারতীয় ভিসার আরাধ্য Appoinment date। ঈদ আনন্দ যা ভারতীয় দূতাবাসের গেটেই খরচ হয়ে গেল। কারণ শত চেষ্টাতেও তারিখটি ঈদের আগে টেনে তুলতে পারলাম না।জীবনের প্রথম পাসপোর্টটি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিজে নিজে করতে পারলেও প্রথম বিদেশ যাত্রার ভিসা পেতে সেই দালালের কাছেই যেতে হ’ল।



জুলাইয়ের ১৬ তারিখে ভারতীয় ভিসার জন্য একখানা আবেদন করলাম।সব শেষে Get Appoinment অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজে ভেসে উঠল-No Appoinment Dates are available।এর পর ক্রমাগত চেষ্টা।এক সময় ছুটে গেলাম গুলশানের ভারতীয় দূতাবাসে।





লাইনে দাঁড়ানো ভুক্তভোগী অনেকেই নিজের মত করে সেই রহস্যময় সময়ের কথা বললেন।শুনে চোখ চরক গাছে উঠার উপায়।কেউ বললেন রাত বারোটা,কেউ বা রাত দু’টা আবার কেউ কেউ ভোর চারটা। ঠিক যে সময় চোর গুন্ডারা কারবার কার্যি করে বেড়ায় তখন নাকি ভারতীয় অফিসাররা বসে বসে Appoinment Date বিলি করে। দু,এক জনের মুখে সকাল আটটার কথাও শুনলাম।নিজেকে খুব হাসির পাত্র মনে হ’ল। তবুও কোন একটির মাঝেই হয়ত সেই রহস্যময় ক্ষণটি লুকিয়ে আছে আশায় বাসায় ফিরে রাত জেগে শুরু হ,ল বারোটা,দুটা,চারটার পিছনে ইঁদুর দৌড় খেলা।চোখের পাতা উল্টিয়ে সকাল আটটায়ও চেষ্টা করলাম।পেজ থেকে কোন মতেই Dates not available কথাটি সরাতে পারলাম না।এক সময় দেখলাম সেই চেষ্টার সময়টুকুও (অর্থাৎ ৫ দিন) চলে গেছে। এ দৌড়ে থাকতে হলে আবার নতুন





করে আবেদন করতে হবে।অফিস থেকে নেওয়া ছুটিও প্রায় শেষের পথে।অবশেষে সেই দালালের কাছেই যাওয়া। কি আশ্চর্য্য, ভদ্রলোক মাত্র দু’দিনেই Appoinment date পাইয়ে দিলেন।পাসপোর্টের সাথে মিলিয়ে আবেদন পত্রের অনেক জায়গায়ই ভূল পেলাম।কিন্তু চেক করে দেখলাম Appoinment dateটি



(১) আমার ট্রিপসঃ- কারও মাধ্যমে আবেদন করলে তার সত্যতা যাচাই করুন এভাবে। ১.মিশনের নাম সিলেক্ট করুন ২. WEB FILE NUMBER দিন(যেটি দালাল আপনাকে দিয়েছে) ৩. আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন ৪. পাসপোর্টের নাম্বার দিন ৫.Access Code দিয়ে Reprint অপশনে ক্লিক করুন।এবার হুবহু মিলে গেলে তারপর দালালকে টাকা দিবেন তার আগে নয়।



ভূয়া নয়।বাসায় বসে অত্যন্ত যত্নের সাথে সব কিছু মিলিয়ে মিলিয়ে নির্ভূলভাবে আবেদনটি করেছিলাম। নির্ভূলভাবে আবেদন করেও পেলাম না।অথচ ভদ্রলোক এতগুলো ভূল করেও Date নিয়ে দিলেন! ভূলগুলো ধরিয়ে দিলে এক দিন সময় নিয়ে ভদ্রলোক পরের দিনই সংশোধিত আবেদন পত্রটি



সত্য হলে Get Appoinment অপশনে ক্লিক করলে পেজে “Appoinment Date is already taken” লেখাটি দেখতে পাবেন।



দিয়ে দিলেন।আশ্চর্য্য হয়ে দেখলাম Appoinment date সেই ৩০ তারিখই রয়ে গেছে। নিজে যা শত চেষ্টাতেও যোগার করতে পারলাম না সেখানে দালাল বাবাজীরা একদিনের ব্যবধানে দুই দুইবার একই তারিখ বহাল রেখে চেরাগ বাতি দেখিয়ে দিল।মনে হলো বিষয়টি ওদের কাছে পানি-পান্তা।বলাবাহল্য এবারও চেক করে আবেদনটিকে ভূয়া বানাতে পারলাম না।

(২) আমার ট্রিপসঃ- এমন ভূল পেলে তা সংশোধন করে না দেয়া পর্যন্ত দালালকে টাকা দিতে যাবেন না।







(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩১

দাইমারু বলেছেন: :D

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

চক্‌চাপড়ী বলেছেন: ওয়াও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.