নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

মনটা অনেক খারাপ হয়ে আছে:|

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

২০১১ সালের কথা। জনৈক ব্লগারের সাথে আমার দেখা করার কথা ছিল। কিন্তু আমি দেখা করলাম না। এরপর সেই ব্লগারের সাথে সেই যে সম্পর্কের অবনতি হলো তা আর কিছুতেই ঠিক হলো না। এর কিছুদিন পরই এক ব্লগারের সাথে আমার পরিচয় হলো। সে আমাকে দেখা করার কথা বললো। আমি অতটা গুরুত্ব দিলাম না। মনে মনে করলাম, আর কারো সাথে দেখা করতে চাই না! যাই হোক, ঐ ব্লগার একদিন আমার ফোন নাম্বার নিলো। তারপর হঠাত একদিন রাত ১ টায় ফোন দিলো। কিন্তু তখন আমি ঘুমিয়ে ছিলাম। এর ফলে আর কথা হলো না।



তারপরদিন ভার্সিটিতে গিয়ে ক্লাস করে গ্রুপসহ কাজ নিয়ে বসছি, ঠিক এমন মুহূর্তে ফোন আসলো ঐ ব্লগারের! আমার ঐ ব্লগারের সাথে ফোনে আগে কখনো কথা হয়নি। শুধুমাত্র ফোন নাম্বার আদান প্রদান ছাড়া। আর আমরা আমাদের নামটা শুধু জানতাম। যাই হোক ফোনে সে বললো, হ্যালো চানাচুর বলছো?

আমি আঁতকে উঠে বললাম, হ্যাঁ!

তারপর সে বললো, আমি তো তোমার ক্যাম্পাসে আসছি। তুমি কোথায়?

আমি বললাম, তুমি কোথায়? আমি তো প্রান্তিকের কাছাকাছি।

(আমি তাকে তখনও চিনতে পারিনি। বুঝতে পারছিলাম একজন ব্লগার, কিন্তু কে তা বুঝছিলাম না। তাকে তুমি করে বলছিলাম, সেটা ঠিক হচ্ছিলো না বোঝা সত্ত্বেও তুমি করেই বলছিলাম। আর সে এতো সুন্দর করে পরিচিত ভংগিতে কথা বলছিল যে আমার লজ্জা লাগছিল তাকে জিজ্ঞেস করতে যে সে কে। আমি চুপ করে বোঝার চেষ্টা করছিলাম। প্রান্তিকে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কে হতে পারে যে হঠাত আমার সাথে দেখা করতে আসছে।:|)

এরপর ফোনের ওপাশ থেকে বললো, তুমি কি নীল জামা পরছো?

আমি এই কথা শুনে আরো থ! আমি বললাম, হ্যা :-/

তখন সে আমার সামনে এসে বললো, এই যে আমি তোমার সামনে.. এদিকে তাকাও...:)



ভাগ্য ভালো ব্লগার খুশবুর ছবি আমি দেখেছিলাম নাহলে যে কি হতো। কিন্তু আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে ও আমাকে না দেখে কি করে চিনতে পারলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :|



খুশবুর ব্লগ পড়লে মনেহয় অসম্ভব রোমান্টিক একটা মেয়ে। আর ছবি দেখেও এমনটাই মনেহয়। আমার তো ওকে একটু উগ্র-ও মনে হয়েছিলো একবার:P

কিন্তু সামনা সামনি দেখলাম চুপচাপ-শান্তশিষ্ট টাইপ!:|



আমার জীবনে দেখা প্রথশ ব্লগার হলো ব্লগার খূশবু!! এর আগে কখনো আমি চোখের সামনে কোনো ব্লগার দেখীনি:|



খুশবু তার দুই ফ্রেন্ড নিয়ে আসছিল। কিন্তু তারপরদিন সকালে প্রেজেন্টেশন ছিল বলে ঐদিন গ্রুপেও চাপ ছিল তাই ওদের সাথে বেশিক্ষণ থাকতে পারিনি। তারপরে খুশবু-ও বোধহয় মাইন্ড করলো :(



আমি ইউনিতে মনের ভুলেও কাউকে কোনোদিন বলিনি আমি ব্লগিং করি। তবে ডেপ্টের এক ফ্রেন্ডকে দেখতাম প্রথম আলো ব্লগে ব্লগায়। একদিন অনেক চিপাচিপির পর বলতে হলো যে আমার নিক চানাচুর। শুঁটকির সাথে যখন পরিচয় হয় তখন ও আমাকে বলেছিল ওর নিক। কিন্তু ওকেও আমি অনেকদিন পর অনেক চিপাচিপির পর বলেছি আসল নিক:|



ইউনিতে আমাদের ব্যাচের গ্রুপটাতে আমি সব বিষয়েই এতো মতামত প্রকাশ করতাম যে ব্লগেও এতো মতামত প্রকাশ করিনি কখনো। ওখানে মোটামুটি আমি সিরিয়াস ছিলাম। প্রায়ই ছেলেদেরকে ঠ্যাং ভেংগে হাতে ধরায় দিবো বলে মর্মান্তিক আচরণ করতাম। আমার এক ফ্রেন্ড মাঝেমাঝে আমি যাতে ধমকিয়ে যাই তাই দিতো। কি যে প‌্যাকপ‌্যাকটা করতাম আমি এখন ভাবলে আমার নিজেরই অদ্ভুত লাগে:| আশ্চর্য ব্যাপার এতো লাফাতাম কেন তখন!!:|



ওখানেও সামুর বেশ কয়েকটা ব্লগারদেরকে পেলাম। প্রায়ই তাদের ব্লগে গিয়ে তাদের সাথে মজা নিয়ে আসতাম।

অনেককথা বলে ফেললাম। মনটা খারাপ সেইজন্যই বললাম। আমার মনটা আজকাল খুবই খারাপ লাগে একজনের কথা ভেবে। সেটা হলো আমাদের "কস্কি" কাগু। সে জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট এটা আমি জানতাম। কোথায় যেন বলেছিলেন উনি এন্থ্রোতে ৩৯ তম ব্যাচের। আমি আর শুঁটকি মাছ তো ঠিকও করেছিলাম উনার ডেপ্টে গিয়ে উনাকে একদিন চমকে দিবো। আমি যেভাবে ব্লগিং করি আমাকে বের করা এতো সোজা না। কিন্তু এতো লুকিয়ে থাকার পরও সেই লোক আমাকে খুঁজে বের করেছে এবং আমার আসল নামও জানে। অথচ আমি তাকে চিনিনা! কি আশ্চর্য পৃথিবী #:-S 8-| (দীর্ঘশ্বাস)







মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

কিংশুক০০৭ বলেছেন: ভাল লাগল ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

চানাচুর বলেছেন: ধন্যবাদ :)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগার দেখা বড়ই ভাগ্যের ব্যাপার রে ভাই, সবার ভাগ্যে সব জোটে না :(

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

চানাচুর বলেছেন: ঠিক বলছেন ভাই!:)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

মামুন রশিদ বলেছেন: ৩৮, ৩৯, ৪০.. ধুর, মন খারাপ হয়ে গেলো!


২০'এর লোকজনরে তো তোমরা বুড়ো বলবা নিশ্চয়ই :( :((

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

চানাচুর বলেছেন: বুড়া হলে তো বুড়া বলবোই তবে পর মনে করবো না 8-|8-|

তবে টিচার হলে আলাদা ব্যাপার! #:-S

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পুরনো অনেক ব্লগারকে মিস করি :(

চিকনমিয়াসহ আরো কিছু ব্লগারের কথা মনে পড়ে প্রায়ই :(

আপনার স্মৃতিচারণ পড়ে তাদের কথা মনে পড়ে গেল।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

চানাচুর বলেছেন: হুমমম!!

ধন্যবাদ:)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ক্যাচালবাজ বলেছেন: দীর্ঘশ্বাস !

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

চানাচুর বলেছেন: :(

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সাদা আকাশ বলেছেন: আহারে!
চানাচুর আর লুকিয়ে থাকতে পারলো না :P =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

চানাচুর বলেছেন: হু ভাই। ঐ কস্কি কাগু নিশ্চিত মডুদের কেউ, নয়ত ওইটা পুরান পাপী! নাইলে আমার আসল নাম জানলো ক্যামতে!! :| :|

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ইখতামিন বলেছেন:
চানাচুর..... আচ্ছা.. ব্লগার দেখতে কেমন হয়?


কস্কি কে একদিন আমি চমকে দিয়েছিলাম। ;) B-) :) :P

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

চানাচুর বলেছেন: ব্লগাররা দেখতে আমার মতো হয়!:)

কীভাবে চমকিয়ে দিয়েছিলেন

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: খুশবুর ব্লগে আমি ব্লক।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

চানাচুর বলেছেন: অস্বাভাবিক কোনো ঘটনা না, মন খ্রাপ করেন না:)

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১

আকাশদেখি বলেছেন: এর আগে কখনো আমি চোখের সামনে কোনো ব্লগার দেখীনি:|


এই লাইনটা জোস লাগছে... অথচ আপনি নিজেই একটা ব্লগার... :P :P ভাই কি আয়না ব্যাবহার করেন না ;) ;)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

চানাচুর বলেছেন: ওইভাবে বলতে গেলে তো আমার বোন ব্লগার "আউলা" আর আমি দুইজন মিলে ব্লগ সম্মেলন করেছি :P :P :P

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

অদ্বিতীয়া আমি বলেছেন: পুরনো দিনের কথা ভাল লাগল । আমি ও চোখের সামনে কোনো ব্লগারকে দেখিনি #:-S

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

চানাচুর বলেছেন: তাদের অনেক বুদ্ধিদীপ্ত চেহারা হয় 8-|

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইরে ব্লগারদের না দেখাই ভালো! এরা মানুষ ভালো না। B-) :P
খালি কাপঝাপ! :P

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

চানাচুর বলেছেন: বলেন কি? আমার তো ব্লগারদের সাথে দেখা করার খুবই ইচ্ছা #:-S

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

আমি তুমি আমরা বলেছেন: বাস্তবে যে কয়জন ব্লগারের সাথে দেখা হইছে তাদের প্রত্যেককে আগে থেকেই চিনতাম নানাভাবে।তাই ঠিক ব্লগারদের সাথে পরিচয় হইছে বলা যায় না।

ব্লগডের অনুষ্ঠান বা বিভিন্ন ব্লগাড্ডায় কেউ কেউ কখনো কখনো যাইতে বলে, এড়ায় যাই।কেন যেন আগ্রহ পাই না।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

চানাচুর বলেছেন: আমারও তো একই অবস্থা!! তবে আমাকে অবশ্য কেউ ওইভাবে ডাকে না এজন্যও যাই না/:):(

সেইরকম সাধাসাধি করলে মনেহয় যেতাম:!>

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রায়ই ছেলেদেরকে ঠ্যাং ভেংগে হাতে ধরায় দিবো বলে মর্মান্তিক আচরণ করতাম :-B :-B

:D :D আমি ও চোখের সামনে কোনো ব্লগারকে দেখিনি !

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

চানাচুর বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপনচারিণী বলেছেন: কী সৌভাগ্য! সৌভাগ্য!

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

চানাচুর বলেছেন: কার আপনার না আমার?:)

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: কস্কির সাথে দেখা করার ইচ্ছা আমারো। কস্কির কমেন্টগুলা বেশ মজার।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

চানাচুর বলেছেন: ভাইয়া শুনেন....আমার এখন তার সাথে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমি যা বুঝলাম সে অনেক লজ্জাবতী লাজুকলতা টাইপ মেয়ে। চোখের সামনে একটা মেয়ে আমার জন্য লজ্জা পাক আমি তা চাই না #:-S #:-S

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

সমুদ্র কন্যা বলেছেন: ব্লগে যখন নিক খুলি তখন ঠিক করসিলাম জীবনেও কারো সাথে দেখা করুম না, কাউরে আসল পরিচয় দিমু না। আর শেষমেষ কিনা একজন ব্লগাররেই বিয়া করলাম! কি আচানক :|

:P :P

B-) B-)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

চানাচুর বলেছেন: হাহাহা সেই অবস্থা!! :P :P

তবে প্রেম ভালবাসার ব্যাপারটা একটু ভিন্ন #:-S

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৭

কস্কি বলেছেন: আমাল কতা ভেপে কালো আভাল মনও খালাপ হয়!!! :!> :!> :!> :!>



আবজাব কমেন্ট কইরা চিহ্ন রাইখা গেলাম!! হাত খালি অইলে আসল কমেন্ট কমেন্টামু নে B-))

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

চানাচুর বলেছেন: তর্তরি আইয়েন!! নাইলে পোস্ট ড্রাপ্টামু কইলাম B-))

আর আমার বুঝা হয়ে গেছে আপনি আমাকে ক্যামন চেনা চিনছেন =p~ :P B-))

১৮| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

Ash৯৪ বলেছেন: Kokhono nij chokhe blogger dekhoni? Ki bolo? Aynar shamne daralei toh dekhte pabe ekta blogger je onek cute kore likhe. Bujhle miss chanachuuuurrrr :P

১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:১২

চানাচুর বলেছেন: কথা সত্য! #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.