নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

ডায়েরি থেকে

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মাঝেমাঝে জ্ঞান দিলে মাথার বাড়তি চিন্তা দূর হয়। জ্ঞান যাকে দেওয়া হয় সে অধিকাংশ সময়ই সেটা সহজভাবে নেয় না, রিয়্যাক্ট করে। এই কারণে জ্ঞান দেওয়ার সময় যাকে জ্ঞান দেওয়া হবে তার মুখ বন্ধ নিশ্চিত করে জ্ঞান দেওয়াটাই নিরাপদজনক এবং আরামদায়ক।
জ্ঞান দেওয়ার জন্য এখনকার যুগে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান হল ফেইসবুকের মেসেজ অপশন। আপনি যেকোনো মুহূর্তে যাকে খুশি তাকে জ্ঞান দিয়ে ঝটপট মেসেজ ব্লক করে দিলেই ঝামেলা শেষ...

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ রাত ১:১৩

আমি তুমি আমরা বলেছেন: আপনি যেকোনো মুহূর্তে যাকে খুশি তাকে জ্ঞান দিয়ে ঝটপট মেসেজ ব্লক করে দিলেই ঝামেলা শেষ...


=p~ =p~

০১ লা মে, ২০১৭ বিকাল ৫:৪০

চানাচুর বলেছেন: কিন্তু যাদের ফেইসবুক নেই আর যারা কারো কথা শুনে না, তাদের ক্ষেত্রে তো আর এই কথাটা খাটে না। যেমন ধরেন আমার আব্বুর কথাই। কয়েকদিন আগে বড় মামা বলছিলেন, তোর আব্বু আম্মুর ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না কারণ তারা তাদের ইন্সুলিন রেফ্রিজারেটরে রাখেনা। যার জন্য কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
আব্বুকে এটা বলতেই বলল তার ডাক্তার বলেছে, এতে কোন সমস্যাই নাই। তারপর আমি গুগল সার্চ দিয়ে একটা লিংক ওপেন করে আব্বুকে দেখাতে গেলাম। আব্বু সেটা দেখে বলল ওগুলো এমনি এমনি লিখে রেখেছে! :| তারপর আব্বুর ডাক্তারকে জিজ্ঞেস করলাম। উনি বললেন রেফ্রিজারেটরে না রাখতে হবে কিন্তু যাই হোক এইখানে এটা কেন বললাম এজন্য আব্বু আমাকে এত অপমান করল যা ধারণাতীত। তারপর আমি বাসায় এসে সেই লিংক ওপেন করে আম্মুর সামনে আব্বুকে দেখিয়ে দেখিয়ে পড়ে শোনালাম। এরপর আম্মু বলল, আমি ফ্রিজেই রাখব তবে #:-S
তারপর আব্বুও রাখছে দেখলাম! আমি যে জ্ঞান দিতে চেয়েছিলাম তা না শুধু বাপ মা ভাল থাকে যেন সেজন্য একটু বলতে গেছিলাম কিন্তু সেটাকেই আব্বু জ্ঞান দিচ্ছি ভেবে কত যে বকলো :(
জ্ঞান দেওয়া খুবই ভয়ংকর ব্যাপার! :(

২| ০১ লা মে, ২০১৭ বিকাল ৫:৩২

নাগরিক কবি বলেছেন: =p~ জ্ঞান দেবার স্টাইল যোশ :D

০১ লা মে, ২০১৭ বিকাল ৫:৪৫

চানাচুর বলেছেন: কিন্তু যাদের ক্ষেত্রে খাটে না, মানে ফেইসবুক নাই, তাদেরকে চিঠি লিখে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে #:-S ধন্যবাদ

৩| ০১ লা মে, ২০১৭ বিকাল ৫:৪৮

নাগরিক কবি বলেছেন: আচ্ছা, ঠিক আছে। ডাকহরকরা কে কি খবর দিব। ভাইয়্যা? :)

০১ লা মে, ২০১৭ রাত ৯:২২

চানাচুর বলেছেন: না কবুতর পাঠিয়ে দেন ভ্যাইয়া X(

৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৩

মানুষ বলেছেন: বাঃ! তুমি তো অনেক জ্ঞানী!

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চানাচুর বলেছেন: না তা না,কিন্তু মাঝেমাঝে ইচ্ছা করে জ্ঞান দিতে মানুষকে 8-|

৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪০

শামীম সরদার নিশু বলেছেন: মোমের আলো নিভে গেলে যাক, জ্বলে উঠুক জ্ঞানের আলো।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২৮

চানাচুর বলেছেন: :| ওই রকম অর্থে কোন জ্ঞান না #:-S

৬| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকের ভালো দিক হচ্ছে, যারা আগে নিজকে একা মনে করতেন, আজকে তারা ভার্চুয়াল বন্ধুদের নিয়ে মেতে আছেন, খারাপ নয়।

০৭ ই মে, ২০১৭ রাত ৯:২৬

চানাচুর বলেছেন: আমার মনেহয় না ফেবু মানুষের একাকীত্ব কমাতে পারে! #:-S

৭| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

নাদিম আহসান তুহিন বলেছেন: অভিজ্ঞ

২৩ শে মে, ২০১৭ রাত ১:০৫

চানাচুর বলেছেন: হা হা! অভিজ্ঞ না! ধরুন, কোন একটা বিষয় একজন বুঝতে পারছেনা, তাকে সেটা বোঝাতে হবে। সেক্ষেত্রে কি করবেন? যেমন আমাদের খুব পছন্দের এক জুনিওরের বয়ফ্রেন্ড প্রচণ্ড মিথ্যাবাদী ভণ্ড। আমি শুরুতে ভেবেছি ওকে কিছুই বলব না কিন্তু বারবার মনের মধ্যে খচখচ করছিল। যদি ওর খারাপ কিছু হয় তখন পরে আমারই খারাপ লাগবে। আর সেও আমাকে ভীষণ ভালবাসে। অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম ওকে জাস্ট একটু হিন্টস দিয়ে ব্যাপারটা থেকে কেটে পড়বো। আর এইসব বিষয় আমি শুধু আমার আরেকটা ফ্রেন্ডের সাথে আলোচনা করেছিলাম। সেও ওর খুব পছন্দের। শেষ মেষ ওই ফ্রেন্ডই প্রসংগ তুললে দুইজনই অনেক কিছু বুঝালাম কিন্তু দুঃখের কথা আর কি বলব! সে কিছুই বুঝলো না। কিন্তু যাই হোক, নিজের কাছে আমরা তো অপরাধী নই। বাড়তি চিন্তা দূর হয়েছে, এখন সে যা করবে তার ব্যাপার :|

৮| ০৮ ই মে, ২০১৭ রাত ২:২২

সচেতনহ্যাপী বলেছেন: কারন আমরা নিজেকে "কারো" চেয়ে কম জ্ঞ্যানী মনে করি না!! ভাবতেও পারি না যে, আমার মেয়ে আমার চেয়ে..।।

২৩ শে মে, ২০১৭ রাত ১:১১

চানাচুর বলেছেন: আমি কখনোই নিজেকে চালাক মনে করতে পারিনা। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই ধুমধাম করে যেকোনো কাজ করে ফেলি। এটা অবশ্যই চালাক বা জ্ঞানী কেউ করবে না। কিন্তু বোকা হই আর যাই হই মাঝেমাঝে তো ইচ্ছা হয় মাথার বাড়তি চিন্তা দূর করতে। তখনই ধুম করে কিছু কথা বলে ভয়ে মেসেজ ব্লক করে দেই :| এটাকে জ্ঞান বললে আসলে ভুল হয়। সেন্টেন্স টাকে প্রাঞ্জল করতে জ্ঞান শব্দের ব্যবহার হয়েছে :P :P :P

৯| ২১ শে মে, ২০১৭ রাত ১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি আমাকে জ্ঞান দিলে আমি বরং খুশী হব। প্রয়োজনে সেই জ্ঞান আমি আবার বিতরণ করব। দারুন লাগল আপনার সংক্ষিপ্ত পোষ্ট।

২৩ শে মে, ২০১৭ রাত ১:১৩

চানাচুর বলেছেন: ভাল লেগেছে আপনার? ঠাংকুস ঠাংকুস B-)

যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে করবেন। অনেক জ্ঞান(!) দিয়ে দিব :|

১০| ২৩ শে মে, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: কি ভেবে যে, মন্তব্য করেছিলাম, ভুলেই গেছি B:-/
আমি এখানে সিরিয়স মুডে থাকলে শুধু রাজনৈতিক লেখাগুলিতেই থাকি।। বাকীসব ফান মুডে।। কারন জীবনের পরীক্ষায় কখনো খাতা আবার পড়ি নি বা রিভাইস করি নি।।
নিজের তাৎক্ষনিক (!!) ভাল লাগাকেই প্রাধান্য দিয়ে এসেছি :-P
ধন্যবাদ তবু উত্তরের জন্য।।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩৭

চানাচুর বলেছেন: আপনার হাঙ্গেরিয়ান ভাষায় লেখা মন্তব্যটি বুঝতে পারছি :( তবুও আপনাকে ধন্যবাদ :D

১১| ২৩ শে মে, ২০১৭ সকাল ১০:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অতি সুন্দর প্রতি উত্তরে না হেঁসে পারলাম না। বুঝাগেল খুশী হয়েছি।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩৮

চানাচুর বলেছেন: B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.