নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগের প্লাস মাইনাসের দিনগুলো :(

২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯

যারা নতুন ব্লগার, তারা হয়ত অনেকেই জানেন না ব্লগে একটা সময় দুই ধরণের রেটিং দেওয়ার সিস্টেম ছিল। পোস্ট ভাল লাগলে প্লাস, খারাপ লাগলে মাইনাস। আপনারা তো জানেনই আমার বৃদ্ধ বয়সেও লেখার কোন উন্নতি হয়নি। তখন আমার পোস্টের অবস্থা খুবই খারাপ ছিল যার ফলে কেউ কেউ মাইনাস দিয়ে যেত #:-S এতে আমি সাংঘাতিক কষ্ট পেতাম :(( কারণ মাইনাসের জন্য একটা ব্লগারের রেপুটেশন নষ্ট হয়ে যেত। আমাকে কেন মাইনাস দেওয়া হল এটা নিয়ে একদিন পোস্ট দিলাম খুব কেঁদে কেটে :(( একজন জ্ঞানী লোক এসে আমাকে খুব ঝাড়ি মেরে গেল, ছি তুমি প্লাস মাইনাস নিয়ে একি পোস্ট দিয়েছো! বিরক্তিকর! B:-/

এরপর আমি কয়টা মাল্টি নিক বানিয়ে ফেললাম। তারপর সেই জ্ঞানী লোকের পোস্টে গুণে গুণে পাচটা মাইনাস দিয়ে আসলাম। তারপর সেখুব কাদো কাদো ভাবে সাম্প্রতিক ব্লগ দেখেছেন লিস্ট কপি পেস্ট করে বললেন, আমাকে কেন :(

আমি মনে মনে বললাম, বুঝো এবার! X((

তারপর অবশ্য আর কখনো দেইনি মাইনাস তাকে। কিন্তু একদিন শুধু উপলব্ধি করিয়েছিলাম আরকি!

ইদানীং ব্লগে আসি এমনি এমনিই। কেউ আমাকে তেমন চেনেনা পুরানো ব্লগাররা ছাড়া। ব্লগ থেকে মাইনাস রেটিং টাকেও উঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে মাইনাস রেটিং পেয়ে পেয়ে ব্লগাররা অনুৎসাহিত না হোন। ব্লগে রেটিং দেওয়াটাও কষ্টসাধ্য হয়ে গেছে। তবুও সুসম্পর্কের খাতিরে হোক আর অভ্যাসবশত হোক কারো পোস্টে গেলে লাইক না দিয়ে আসতে পারিনা :) মাইনাস রেটিংকে মিস্করি যদিও ওটা থাকলে আমিই বেশি খেতাম মাইনাস :``>>

কিন্তু আর যাই হোক না কেন, লাইকের জন্য আসিনা। কিন্তু কয়েকজন লাইক দিয়ে যায় মাঝেমাঝে আবার (+++) এরকম করে দেখিয়ে দেয় দয়া করে দিয়ে গেলাম তোমাকে প্লাস তখন খুব খারাপ লাগে :(

মন্তব্য ৫৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:০৬

বর্ষন হোমস বলেছেন:
মাঝে মাঝে দেখি অনেকে বলেনঃ আপনার পোষ্টে +++++

এখন আপনার পোষ্টেও প্লাস

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:০৯

চানাচুর বলেছেন: মনেহয় যেন এমন দামী কোন গিফট পেয়েছি তাতে প্রাইস ট্যাগ উঠায়নি =p~

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি পুরাতন ব্লগার তারপরে (---) মাইনাস দিলাম।
সরি, কারণ জানতে চেয়ে না। :D

২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৪

চানাচুর বলেছেন: আমি আপনার শেষ পোস্টে দয়া করে একটা লাইক দিয়ে এসেছি নতুন হিসেবে সান্ত্বণা পুরস্কার ভেবে নিয়েন :D

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

রানার ব্লগ বলেছেন: কতো+ লাগবে বলেন

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৬

চানাচুর বলেছেন: ঠাংকুস। আপনার লাস্ট অখাদ্য বোবিতাতে একটা লাইক মেরে এসেছি সান্ত্বণা পুরস্কার স্বরূপ B-)

৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মাল্টি নিক দিয়ে বেচারা কে পাঁচটা মাইনাস???
আসলে,ইদানিং কিছু পোষ্ট চোখে পড়ে যেখানে মন চায় মাইনাস বাটন নিজে বসিয়ে মাইনাস মারি।মাইনাস বাটন সরানো হয়ত ভালো হয়েছে,তবে খারাপও কিন্তু হয়েছে।
আমি নতুন ব্লগার,মাইনাসের দিন পাই নাই।তবে,আপনারে দুইটা মাইনাস দিলাম। ;)

২৪ শে জুন, ২০১৭ রাত ১:১৭

চানাচুর বলেছেন: ঠাংকুস ঠাংকুস B-) B-)

৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার স্মৃতিময় কষ্ট সুখের লেখাটি। লাইক তো একটার বেশি দেয়া জায় না তাই ++++++

আসলে সত্যিই বলে গেছেন শেষের কথাগুলো। একদম মনের কথা -

অনেকেই বলে ভালো লাগলো, বলে প্লাসের বন্যা বয়িয়ে দেয়, কিন্তু লাইক বাটনে একটা ক্লিক দেয় না। অনেকেি বলে খেয়াল ছিল না বা অভ্যাস নেই। আর আমি বলি যারা + দেন কিন্তু লাইক দেন না, তারা এক শ্রেণীর কৃপণ, হিংসুক!!
লাইক না দিয়ে ++++ লিখে যাওয়া লোকদের মনে করি মন্তব্য কুড়ানো।
আমার কথা হচ্ছে, যদি লাইক না দিতে পারি তো ভালো হয়েছে বলা কি দরকার!! আর + লিখে যাওয়ারই কি প্রয়োজন!!

আপনার পোষ্টটিতে কৃতজ্ঞতা রইল ভাই। যদি কিছুটা বুঝেন কৃপাণ হিংসুক লোক গুলো।

২৪ শে জুন, ২০১৭ রাত ১:২৮

চানাচুর বলেছেন: ধন্যবাদ ভাই। তবে আমি কিন্তু আপনি যেই সেন্সে ভেবেছেন আমি লিখেছি, সেটা কিন্তু না। নিতান্তই মজা করেছি। রেটিং দেওয়াটা ইদানীং ঝামেলা, অনেক সময় রেটিং দিতে গিয়ে অনেকে প্রিয় পোস্টের তালিকায় নিয়ে ফেলেন। কিন্তু হাসি এসে যায় যখন প্লাস সাইন দেখিয়ে কমেন্ট করে। এখন তো দেখা যায় কে প্লাস দিয়েছে সুতরাং +++ এটা দেখানোটা অবান্তর। আর তাছাড়া ভাল অনেক পোস্টেরই দেখবেন রেটিং কম, তার মানে কিন্তু এটা দাঁড়ায় না পোস্টের ওয়েইট কমে গিয়েছে বা এমন কিছু। এখন কোন ভাল পোস্ট আসলে নির্বাচিত পাতায় আসে এবং লেখককে সন্মান দেওয়া হয় যেটার কাছে রেটিং এর মূল্য নেই বললেই চলে :)

ভাল থাকবেন ভাই। :)

৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তবে মাইনাস বাটনকে খুবই মিস করি। যখন ব্লগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলো মাইনাস বাদ দিবে, মনে পড়ে ব্যাপক প্রতিবাদ করেছিলাম। ব্লগার চিকন আলি, ব্লগার মাইনাস দুজনকেই মিস করি। চিকন আলির কাজই ছিলো চুপটি করে এসে মাইনাস দিয়ে যাওয়া। তবে অনেকেই এই মাইনাস বাটনের অপব্যাবহার করেছিলো, তবে এটা অপ্রয়োজনীয় ও বেহুদা পোস্টকে ঠেকাতো।

আপনার মাইনাস পাওয়া উপলক্ষে এক সেকেন্ডের নিরবতা পালন করবো কমেন্ট দিয়েই, আমিও মাইনাস কম পাইনি। এই সব নিয়ে ক্যাচাল করে নিজের দুইটি নিক শহীদ করেছি। আস্তিক নাস্তিক, ছাইয়া নিক, টিম করে আরেকজনের নিক বসিয়ে দেয়া কতকিছু নিয়ে যে ক্যাচাল হতো সব মনে পড়ে গেলো। আপনি পুরোনো ব্লগার, এগুলির সবকিছুর স্বাক্ষি অবশ্যই...........

২৪ শে জুন, ২০১৭ রাত ১:৪১

চানাচুর বলেছেন: নস্টালজিক হয়ে যাই ব্লগে আসলেই। আপনি আরো নস্টালজিক করে দিলেন। নিক শহীদ হোক আর যাই হোক, সেই আমলে যেই রকম বিনোদনমূলক ব্লগাররা ছিল, তা এই যুগে খুঁজে পাওয়া কষ্ট। আসলেই খুব সুখের দিন ছিল :) ব্লগে আসলে বিনোদনের অভাব হতো না :)

৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ হোক আপনার আগামী দিনক্ষণ।
প্রতি উত্তরে মুগ্ধতা রইল ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০

চানাচুর বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যেও আর ঈদ মোবারক !:#P

৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার লাইক পেয়ে, এখন মনে হচ্ছে আমরা মঙ্গল গ্রহের দিকে যাচ্ছি। :-P যদি আপনার একটা মন্তব্য পেতাম, তাহলে তখনকার অনুভূতি কি যে হতো!! আর, এখন থেকে পুরাতন হিসাবে আপনার "কাউকে দয়া" করা বা করে লাইক দেওয়া দরকার নেই। আমরাই নতুন হিসেবে কষ্ট করে, আপনাকে মন্তব্য দিবো।। =p~

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

চানাচুর বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে এত্ত হাসি পেয়েছে আমার! মঙ্গলগ্রহতে কি আছেন নাকি আমি একবারে পাঠিয়ে দিয়েছি! B-) রাগ করবেন না ভাইয়া। একটু মজা করেছি :)

শুভকামনা রইলো :)

ঈদ মোবারক! !:#P

৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: (+++) এরকম করে দেখিয়ে দেয় দয়া করে দিয়ে গেলাম তোমাকে প্লাস তখন খুব খারাপ লাগে :( এই জিনিসটায় আমারও খারাপ লাগে। তাহলে বলার কি মানে।
আপনার পোস্ট,ভাল লাগল

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

চানাচুর বলেছেন: ধন্যবাদ ছবি আপু :)
কি আর করা বলেন মন খারাপ করে, বড়লোকেরা মাঝেমাঝে মানুষকে দামী গিফট দিতে গিয়ে প্রাইস ট্যাগ উঠাতে ভুলে যায়, এটা ভেবে খুশি হোন B-)

আর আপু আপনাকে ঈদের শুভেচ্ছা! !:#P

১০| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্ট এ তো মাইনাসের কিছু দেখি না; বেশিরভাগই তো গো বেচারা টাইপ পোস্ট! রাজনৈতিক ও ধর্ম বিষয়ক পোসাটগুলোতেই তো বেশি মাইনাস আসার কথা!

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫২

চানাচুর বলেছেন: যেকোনো জায়গায় থাকতে গেলে দেখবেন সবাইকে খুশি করা সম্ভব নয়। আমি যখন ব্লগে আসি, শিশু ছিলাম। শিশু হিসেবে যেমন আদর করত ভাইয়া আপুরা, তেমনি অনেকে পছন্দও করত না :) আমার একটা বিশাল ক্যাচাল পোস্ট আছে দেখবেন :)

১১| ২৪ শে জুন, ২০১৭ সকাল ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট) যারা মাইনাস দিতো তাদের বোধহয় গ্যাস্ট্রিক এর সমস্যা ছিলো, তাই চানাচুর পছন্দ করতো না!

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

চানাচুর বলেছেন: ঠিক ববলছেন। তাদের অসুখটার নাম ছিল আইবিএস এর মানে হল ইরিটেইবল বাউয়্যেল সিন্ড্রোম। মাঝে মাঝে তাদের দিনের পর দিন লুজ মোশন হত, তারপর আবার কিছুদিন পর কন্সটিপেশন #:-S

যাই হোক, ঈদের শুভেচ্ছা রইলো !:#P

১২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: আপনি তো অনেক পুরানো ব্লগার, অনেক বড় ব্লগার, অনেক জ্ঞানী ব্লগার, অনেক ধৈর্যশীল ব্লগার, অনেক বিনয়ী ব্লগার, অনেক আন্তরিক ব্লগার, অনেক অনুপ্রেরণাদানকারী ব্লগার, এই ব্লগের আইকনিক ব্লগার, আপনার তো কারো দয়াকরে ( ++++ ) পাওয়ার কথা নয়।

হয়তো কেউ দুষ্টামি করে করতেও পারে!!
তাতে কি আর অত বিচলিত হলে চলে!!!

আপনার অনেক পুরানো প্লাস-মাইনাসের কথা জানলাম।
আশা করি এমনিভাবে আরো পুরানো কথা আমাদের শোনাবেন।

অনেক অনেক ভাল থাকুন।
অনেক শুভকামনা রইল।

কেমন?

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

চানাচুর বলেছেন: উপরের ৩ লাইন পড়ে বুঝলাম আমার উপর বিশাল রাগ পুষে রেখেছেন মনে :(

১৩| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: অবশ্য এটা ঠিক যে লেখা যদি ভাল হয় তাহলে দয়াকরে কারো ( +++ ) পাওয়ার দরকার হয় না।

আর আপনি তো অনেক জনপ্রিয় ব্লগার।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০০

চানাচুর বলেছেন: ধন্যবাদ :(

ঈদের শুভেচ্ছা রইলো :(

১৪| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্লাস মাইনাসের এই চক্করটা না থাকলেই ভালো। লাইক ও কমেন্ট অপশনই যথেষ্ট।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০৪

চানাচুর বলেছেন: বড় ভাইদের চিন্তাধারা সব সময় ম্যাচিউর হয়। আমার এই বড় ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি :)

শুভ কামনা ও ঈদ মোবারক বড়ভাই !:#P

১৫| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :) মাইনাস রেটিংকে মিস্করি যদিও ওটা থাকলে আমিই বেশি খেতাম মাইনাস :``<<

আহ!
কি ধুন্ধুমারা সেই দিনগুলি!!!!!
মাইনাসের ভারে কাইত-চিৎ পোষ্ট, বাদ-প্রতিবাদ, মাল্টি এটাক B-) :) :D

মিস ইউ মাইনাস :P

@ .. মাঝেমাঝে আবার (+++) এরকম করে দেখিয়ে দেয় দয়া করে দিয়ে গেলাম তোমাকে প্লাস তখন খুব খারাপ লাগে :(
আসলে এভাবে না ভৈবেও পারেন। এটা অনেকটা তোমার পোষ্ট আমার কাছে পজিটিভ, ভাললেগেছে সেই অর্থের প্রকাশও ! সবাই কি আর রেটিং এ খুঁজে দেখে? এটা মোটা দাগে সরল প্রকাশ ভেবে নিতে পারেন। :)

ভাল থাকুন!

ঈদ মোবারক :)


২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০৭

চানাচুর বলেছেন: হা হা হা আপনার কি আমার পোস্ট পড়ে এতটাই সেন্সিটিভ মনেহয়? আমি মজা করেছি, পোস্ট লেখার ধরণ দেখেও বুঝেননি!!!! B-))

ঈদ মোবারক ভাইয়া !:#P

১৬| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

কানিজ রিনা বলেছেন: হা হা হি হি মাল্টি নিক দিয়ে মাইনাস
দিয়েছিলেন দারুন।
কাঁদালে কাঁদাতে হয় এটাই নিয়ম।
তয় আপনার নামটা দেখলেই আমার
চানাচুর খাওয়ার কথা মনে পড়ে, আজও
একই অবস্থায় ডাইনিং টেবিলে চানাচুরের
কৌটা খুলতেই রোজা রেখাছি হাসিটা
থামাতে বেশ কিছুক্ষন সময় লাগল।
লেখা খুব ভাল লাগল শুভ কামনা।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:১০

চানাচুর বলেছেন: আমি খুবই দুঃখিত আপু আপনার রোজা হালকা হয়ে যায় আমার নিক দেখলে এটা শুনে :D
আপনাকেও অনেক ধন্যবাদ আপু পোস্টে আসার জন্য :)
ভাল থাকবেন :)
আর ঈদের শুভেচ্ছা রইলো !:#P

১৭| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: সেই মাইনাস দেখলে তখন আমার গা জ্বলে যেত!

এখন হলে কিছুই যায় আসতো না ! :P

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:১৩

চানাচুর বলেছেন: মাইনাস দেখলে তখন তোমার গা জ্বলার ব্যাকগ্রাউন্ড আমি জানি। আমার এখন বিরক্ত লাগে #:-S
যাই হোক আপু, একটা হাগ দেই আসো :-/
ঈদ মোবারক !:#P

১৮| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: ব্লগ গুলো দিন দিন তার রঙ হারাচ্ছে। গতকাল রাতে আমি ভাবলাম কিভাবে সেই সোনালী দিন গুলো ফিরিয়ে আনা যায়। এই বিষয় নিয়ে খুব শ্রীঘই আমি একটা পোষ্ট দিন।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩

চানাচুর বলেছেন: দিয়ে ফেলুন, ঈদ মোবারক :) ভাল থাকবেন :)

১৯| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৭

তপোবণ বলেছেন: ব্লগেরও তাহলে একাল সেকাল ছিল! আপনার কথায় বুঝা গেল সেকালটা বড় ভাল ও আনন্দময় ছিল। ইস্ তাহলে আমি সেকালটা মিস করেছি। আজকের লেখায় আপনার সরল বর্ণনা ও স্বীকারোক্তিতে মুগ্ধ হলাম। কয়েকটা মাল্টি নিক বানিয়ে সেই জ্ঞানী লোকের পোস্টে গুনে গুনে পাঁচটি মাইনাস রেটিং দিয়েছিলেন এই অংশটা পড়ে মজা পেলাম। পোস্ট ভাল লেগেছে। নো+
লাইক দিলাম।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:২৫

চানাচুর বলেছেন: হাহাহা আমার নিজেরও এখন নিজের পুরানো কর্মকাণ্ডের কথা ভাবলে মজা লাগে :D
আপু ঈদের শুভেচ্ছা রইলো !:#P
ভাল থাকবেন সবসময় :)

২০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা একাল সেকালের গল্প! সে যাই হোক নগদে আপনার পোষ্ট অনেক ভালো লেগেছে। +++++++++++++++++++++

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:২৮

চানাচুর বলেছেন: ঠাংক্যস ঠাংকুস B-) B-)

ঈদের শুভেচ্ছা ভাইয়া! !:#P

২১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮

বিষাদ সময় বলেছেন: আপনি + দেখিয়ে দিলে মাইণ্ড করেন তো তাই (-)*(-) দিলাম

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

চানাচুর বলেছেন: এটা কি আবার! /:) B:-)

ঈদের শুভেচ্ছা বিষাদ সময় ভাইয়া !:#P

২২| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক আপনাকেও
সুন্দর কাটুক দিনগুলো

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

চানাচুর বলেছেন: ধন্যবাদ :) :) :) :)

২৩| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপা আমিও মজা করছি =p~ না, না রাগ করনি।আপনি মজার মানুষ.....



ঈদ মোবারক।
ভালো থাকুন সবসময়...

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৯

চানাচুর বলেছেন: ঠাংকুস ঠাংকুস আনন্স দেওয়ার জন্য B-)

২৪| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭

বিষাদ সময় বলেছেন: এটা কি আবার!

(-)*(-), মাইনাস ইনটু মাইনাস = (কি হয় সেটা কি আবার বলে দেয়া লাগবে......) X((

অগ্রীম ঈদের শুভেচ্ছা।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৪

চানাচুর বলেছেন: (-)x(-)=+ হয়। এতদিন তাই জেনে এসেছি /:)

(*) এটা দিয়ে ইন্টু সাইন B:-/ আমরা ছোটবেলায় নোকিয়া ১৬০০ দিয়ে এই সাইন দিয়ে ভাল্লুক, বান্দর বানাতাম তাই জিজ্ঞেস করলাম #:-S

কত কিছু যে দেখতে হবে এ জীবনে! 8-|

২৫| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বাকরখানি বলেছেন: মাইনাস ফিরায়া আনা দরকার।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

চানাচুর বলেছেন: কথা সত্য ব্রাদার /:)

২৬| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৩

বিষাদ সময় বলেছেন: দুঃখিত মনে হয় মাইন্ড করেছেন। আসলে আমারই ভুল, "x" এই চিহ্নটিই ব্যবহার করা উচিৎ ছিল। কিন্তু কম্পিউটারে গুন বলতে "*" চিহ্নটিকেই বুঝানো হয়, তাই মাথায় তখন আর অত কিছু আসেনি। উপর এর রাগের ইমোটি জাস্ট ফান করে দেয়া।

ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময় সেই কামনা।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৯

চানাচুর বলেছেন: আহা মাইন্ড করবো কেন! আমিও এমনি এমনি মজা করেছি। কম্পিউটারে ইন্টু যে * সেটা কে না জানে বলুন! আপনারা নতুন যুগের ব্লগারদের সাথে মনেহয় আমার ব্লগিংটা ঠিক মানাচ্ছে না :((

যে হারে মাইন্ড করেন আপনারা! :||

২৭| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: হা হা হা ............

দেখলেন তো, বলেছি না আপনি অনেক জ্ঞানী আর দূরদর্শী। তাহলে না হলে কি আর অন্যের মনের অবস্থা বলতে পারতেন! একদম ঠিক ধরেছেন। এই জন্যই তো আগের মন্তব্যে আপনাকে অনেক প্রশাংসা করেছি। যেগুলো আসলেই আপনাকেই মানায়।

হ্যাঁ, এভাবেই নিজেকে অন্যদের মাঝে তুলে ধরুন, দেখবেন একদিন অনেক বড় হবেন।
তখন আর কেউ মাইনাস দিতে পারবে না।

হা হা হা..... এটাতো সবে ২০১৭ সাল, বাংলায় ১৪২৪!!

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২

চানাচুর বলেছেন: আমি এক মত নই। আমি যেমন তেমনই থাকবো, আমি মনে করি আমার ভেতরে মৌলিক গুণাবলীগুলি রয়েছে। যা করছি নিজের পোস্টে করছি। কারো পোস্টে গিয়ে কাউকে ব্যক্তি আক্রমণ করতে যাচ্ছিনা। আর পৃথিবীতে সবাইকে খুশি রাখা সম্ভব নয়।

২৮| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: একবার বললেন এক মত নই আবার বললেন আপনার ভিতরে মৌলিক গুণাবলী রয়েছে, দুরকম হয়ে গেল না!! দ্যোদুল্যমানতায় পড়লেন নাকি?

আমি তো আপনার সেই মৌলিক গুণাবলী সমূহেরই প্রশাংসা করছি। যেহেতু স্বীকার করেছেন আপনার নিজের ভিতরে ওইসব গুণাবলী আছে, অতএব আপনি আমার সাথে একমত। আর কোন দ্বিধা নয়।

আমার মন্তব্যের উত্তরে যেহেতু বলেছেন ব্যক্তি আক্রমনের কথা, তাই সেটা আমার উপরই বর্তায়। আমার কোন কথাটি আপনার আক্রমণ বলে মনে হলো? আমি তো সবসময় আপনাকে প্রশাংসাই করছি, তাহলে বিচলিত হচ্ছেন কেন?

নাকি আজকাল কারো ব্লগে গিয়ে ভাল কথা বলাও অন্যায়, অপরাধ, দৃষ্টিকটু?
পোস্টের লেখা ভাল হলে সবাই বলে বলেন সাথে সাথে সেই পোস্টদাতাকেও সবাই প্রশাংসা করেন।

আপনি যেহেতু অনেক বয়সী তাই এসব আমি না বললেও আপনি নিশ্চয়ই বোঝেন!!!

পৃথিবীতে সবাইকে খুশি রাখা সম্ভব নয় এটা তো ঠিক, পাশাপাশি এটাও কামনা করি আপনি যেন নিজের উপর সবসময় খুশি থাকেন। তাহলেই পৃথিবী ধন্য হবে।

অনেক অনেক শুভকামনা রইল।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চানাচুর বলেছেন: আপনার সাথে এত তর্ক করার আমার ইচ্ছে হচ্ছেনা। আপনি যেভাবে গুণাবলীর কথা বলেছেন ওটার বলার ধরণটা একদমই ভাল ছিল না। আর মৌলিক গুণাবলী বলতে সাধারণ গুণাবলী বুঝিয়েছি। আপনি যেগুলো বলেছেন টিপ্পনী কেটে বাড়াবাড়ি রকমের প্রশংসা ওটা ব্যক্তি আক্রমণাত্নকই বটে। আর আমি তো বলিনি আমার প্রশংসা করতে। এরকম কোন ইংগিত কোথাও বহন করছে না পোস্টের, আমি যেভাবে আছি থাকতে দিন দয়া করে।

২৯| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮

আমি তুমি আমরা বলেছেন: একজন জ্ঞানী লোক এসে আমাকে খুব ঝাড়ি মেরে গেল, ছি তুমি প্লাস মাইনাস নিয়ে একি পোস্ট দিয়েছো! বিরক্তিকর! B:-/

এরপর আমি কয়টা মাল্টি নিক বানিয়ে ফেললাম। তারপর সেই জ্ঞানী লোকের পোস্টে গুণে গুণে পাচটা মাইনাস দিয়ে আসলাম। তারপর সেখুব কাদো কাদো ভাবে সাম্প্রতিক ব্লগ দেখেছেন লিস্ট কপি পেস্ট করে বললেন, আমাকে কেন :(

আমি মনে মনে বললাম, বুঝো এবার! X((



=p~ =p~ =p~

আহ, পুরানো দিনগুলো ...

০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৩৬

চানাচুর বলেছেন: মোহাম্মদ জাফর ইকবালকে নিয়ে লেখা একটা পোস্টে মনে আছে লিংক শেয়ার দিয়ে দিয়ে মাইনাস দতে আওভান জানাতাম? তারপর সেই ব্যক্তি ১০০০+ মাইনাস খেয়ে মনের দুঃখে ব্লগ থেকে চলেই গেল!! =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.