নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

কখনো জানতে চেয়ো না

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বাংলাদেশে ব্যান্ড সংগীতে সবচাইতে কোয়ালিটি গায়ক, আমার চিরকালীন পছন্দের গায়ক সাইফ। অথচ সবচাইতে আন্ডাররেটেড শিল্পী

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

চানাচুর বলেছেন: সেটাই! এই রকম কামেল শিল্পী কীভাবে হারিয়ে যায় মাথায় আসেনা :(

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন: গানটা শুনলাম !!!! :)

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

চানাচুর বলেছেন: :):)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন:
সুন্দর একটা ভাল গান শুনুুন । :) :)


২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

চানাচুর বলেছেন: ধন্যবাদ গানের জন্য। ভাল লাগলো :)

কিন্তু আপনি এই বেশভুষায় কেন ভাই?

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক আগের গান । শুনলেই অন্য রকম অনুভূতি হয় ।

২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৮

চানাচুর বলেছেন: কথা সত্য। কিন্তু আমি অনেকদিন ধরে শুনছি। প্রায়ই দুই মাস

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ওরে এই গান !!!!!
আহা রে আহা রে !!!!!

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

চানাচুর বলেছেন: মুখস্থ আছে আপু? :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

পার্থ তালুকদার বলেছেন: আহ ..
গানটি কোন এক সিনেমায় ছিল না ?

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

চানাচুর বলেছেন: আমার জানা নেই। এই শিল্পীর সন্ধান আমি এই বছরই পেয়েছি। সার্চ করে খুবই অল্প সংখ্যক গান পেয়েছি তাঁর আর সেরকম কোন তথ্য জানিনা :)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

শামচুল হক বলেছেন: গানটি শুনলাম ভালো লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

চানাচুর বলেছেন: ধন্যবাদ। আমি এটা প্রথম পাতায় দেইনি। অনেকে আবার বিরক্ত হয় কিনা গানের পোস্টে :`>

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নূর-ই-হাফসা বলেছেন: আপু নতুন পর্ব কবে দিবেন ? গত পোষ্টের গল্পের ।
মজার ব‍্যাপার কি জানেন । আমি আগে আপনাকে ছেলে ভাবতাম । এই বছরে জানলাম :) :D

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চানাচুর বলেছেন: হা হা তাই বুঝি! :) আর গল্পের বাকি অংশটুকু দিতে ইচ্ছা করছেনা আপু, ভাল হচ্ছেনা :(

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চানাচুর বলেছেন: তুমি লেখো। তোমার লেখা অনেক গভীর! :) ভাল লাগে।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওয়াও। খুব সুন্দর একটি গান।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

চানাচুর বলেছেন: ধন্যবাদ :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি গান বাংলা,ইংলিশ??? :) :)

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

চানাচুর বলেছেন: হাঙ্গেরিয়ান:)

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

মানিজার বলেছেন: আপনার নিকখান দেখলেই চানাচুর খেতে ইচ্ছহে করে । :-/

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চানাচুর বলেছেন: আর আপনার প্রোপিক দেখলে কাতুকুতু দিতে মঞ্চায় B-))

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

মানিজার বলেছেন: :P :-B

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

চানাচুর বলেছেন: :) :) :)

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

কালীদাস বলেছেন: আমি অনেকদিন জানতাম গানটা সোলসের তপন চৌধুরীর। খুবই সুন্দর একটা গান, অসংখ্যবার শোনা।
তবে মেজাজ খারাপ অবস্হায় শুনলে মেজাজ আরও খারাপ হয়ে যায় কেন জানি :(

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

চানাচুর বলেছেন: আমার একটা অভ্যাস হল কোন গান ভাল লাগলে সেটা শুনতে শুনতে পচিয়ে না ফেলা পর্যন্ত শোনা। আগে একটা গানই শতবার শুনিয়ে পচিয়ে ফেলতাম। ইদানীং কয়েকটা গান এক সাথে শুনে শুনে পচিয়ে ফেলাই। এই গানটা ৩/৪ মাস আগে খুঁজে পেয়ে শুনছি। যখন এই গানটা হয়েছে তখন শিশু ছিলাম। আর তখন মনেহয় না এসব গান ভাল লাগার কথাও ছিল! #:-S

তবে এ কথা সত্যি, গানটা খুব সুন্দর করে গাওয়া হলেও সুরটা সুন্দর হলেও লিরিকটা সুন্দর না। কিন্তু বাংলা হিট ব্যান্ডগুলোর বেশিরভাগ গানই তো লিরিক এরকম :|

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

চানাচুর বলেছেন: তাই মেজাজ খারাপ হলে রাগ লাগাটা স্বাভাবিক। কারণ বেশিরভাগ মানুষেরই গান বাজনা শোনা হয় মুডের উপর নির্ভর করে :-B

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আপু নতুন পোষ্ট দিন । অনেক দিন তো হলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

চানাচুর বলেছেন: কিছু মাথায় আসেনা তো আপু :( মাথা পুরোপুরিভাবে ব্ল্যাংক হয়ে গেছে :(

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: Click This Link
আপু এইটা দেখেছেন ? আপনি কখনো গিয়েছিলেন ?
আপনি দেশে নাকি দেশের বাইরে থাকেন ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

চানাচুর বলেছেন: আমি দেশের বাইরে থাকিনা :|

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: যাক ভালো হল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

চানাচুর বলেছেন: কিন্তু জানো সামুর বর্ষপূর্তিতে কখনোই যাইনি। কিন্তু এবার যাবো ইনশাল্লাহ B-)

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনি গেলে আমাকে নিয়ে যাইয়েন । হবে কিনা তারি তো ঠিক নেই । আমি কখনও এমন বর্ষপূর্তি প্রোগ্রাম এ যাওয়া হয়নি । ফেবুতে মেয়েদের গ্রুপ গুলোতেও না ।
যদি মজার হয় তাহলে যাওয়াই যায় । :)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

চানাচুর বলেছেন: আচ্ছা তোমাকে জানাবো। আমি এখন ফেইসবুকেই নাই। ফেবুতে "মেয়েদের গ্রুপ" মানে?

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: মানে ফেসবুকে কিছু গ্রুপ আছে যা শুধু মেয়েদের ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

চানাচুর বলেছেন: ওহ :) আমিও সেরকম গ্রুপে নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.