নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

সকল পোস্টঃ

=এই গরমে সবুজে রাখুন চোখ=

২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১

০১।


চোখ তোমার জ্বলে যায় রোদের আগুনে?
তুমি চোখ রাখো সবুজে এবেলা
আমায় নিয়ে ঘুরে আসো সবুজ অরণ্যে, সবুজ মাঠে;
না বলো না আজ, ফিরিয়ো না মুখ উল্টো।
====================================
এই গরমে একটু সবুজ ছবি দেয়ার চেষ্টা...

মন্তব্য৯ টি রেটিং+৫

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১

\\

এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে...

মন্তব্য১৮ টি রেটিং+৭

=বেনারসী রঙে সাজিয়ে দিলাম চায়ের আসর=

২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫২



©কাজী ফাতেমা ছবি
মনে কি পড়ে সেই স্মৃতিময় সময়, সেই লাজুক লাজুক দিন,
যেদিন তুমি আমি ভেবেছিলাম এ আমাদের সুদিন,
আহা খয়েরী চা রঙা টিপ কপালে, বউ সাজানো ক্ষণ,
এমন রঙবাহারী আসর,সাজিয়েছি...

মন্তব্য৩০ টি রেটিং+৬

=প্রিয় শহর তোর বুক খুঁড়ে করে দেয় ঝাঁঝরা=

০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৯



©কাজী ফাতেমা ছবি

ডুবে যাক আজ শহর, বৃষ্টি আসুক ধেয়ে
কালো পানি উঠে আসুক রাজপথে
উপছে পড়া ড্রেনের পানিতে ভাসুক শহর
বাড়ুক জনগণের দূভোর্গ,
এটাই কি চাচ্ছে প্রশাসন!

আশ্চর্য্যতরো কর্মসূচী
এই শহরকে পরিণত করে...

মন্তব্য৬ টি রেটিং+৫

ছবিগ্রাফী...(মোবাইলে তোলা ফুলের ছবি)

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৫

০১।


দুনিয়াটা কী যে সুন্দর, মনও করে দিয়ো সুন্দর
ও প্রভু সুন্দর করে রেখো হৃদয় বন্দর,
ফুল সুন্দর পাতা সুন্দর, না জানি তুমি কত সুন্দর ও আল্লাহ!
পাপ কমিয়ে ভারী করো নেকির...

মন্তব্য১২ টি রেটিং+৬

=হারিয়ে ফেলি নিমেষেই কত কী=

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৬



©কাজী ফাতেমা ছবি

হারিয়ে ফেলেছি অতীতের সুর কলরব
হারিয়ে ফেলেছি কোকিলের ডাক, চড়ুই প্রহর
হারিয়ে যায় সময়, হারিয়ে যায় বয়স
হারিয়ে হারিয়ে আমি নিজেও হারাবো, হবো
লোকালয় হতে অদৃশ্য।

হারিয়েছি দাদা দাদী নানা নানী,...

মন্তব্য২২ টি রেটিং+৪

=মুগ্ধতা, বাস্তবতা অতঃপর অতৃপ্তির হাহাকার=

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩১


১/
রাজ্যের ক্লান্তি চোখে, অঘুমা রাত কেটে যায় বিতৃষ্ণায়
এলার্ম বেজে বেজে ক্ষান্ত, কান পেলো না খবর
অথচ কি যে সুন্দর মুগ্ধতার সকাল এই
পর্দার ফাঁকে চোখ পড়তেই হলুদ ফড়িং বারান্দার গ্রীলে
ইশ কি...

মন্তব্য১২ টি রেটিং+৪

=মাঝে মাঝে মনে পড়ে আম্মা আপনাকে=

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১০



©কাজী ফাতেমা ছবি
রাঁধতে গেলে অথবা বিছানার কোণে বসলে আসন পেতে
মনে পড়ে যায় আম্মার কথা,
মৃত্যুর খবর অতীত হলো, তবুও স্মৃতিতে রয়ে গেলেন অনায়াসে
মাংস ভুনার ঘ্রাণ এখন আর আসে না...

মন্তব্য১২ টি রেটিং+৩

=সুকন্যা নদী একদিন মরে যায়=

২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬



©কাজী ফাতেমা ছবি

কত অত্যাচারই না সয়ে যায় সুকন্যা নদী,
নদী নাম নিয়ে একদা তার জন্ম, কী হুলস্থুল কান্ড!
কলকল হেঁটে চলে শিশু নদী, উচ্ছ্বলতায় ভরা বুক তার,
টলটলে জল, তার বুকের...

মন্তব্য১৮ টি রেটিং+৪

=বসন্ত, বিরহ আর জীবনের গান=

১৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৪



©কাজী ফাতেমা ছবি

১/
চৈত্রের ঠাঠা রোদে পোড়ে যায় বসন্ত,অনন্ত তৃষ্ণায় কাতর,ঝলসে যায় প্রাণ
তবু চোখের কিনারে ঝলকে উঠে হাজার বছরের পুরোনো বসন্ত গান।
আজন্ম তৃষ্ণা মেটেনা,বসন্তরা ফিরে আসে রঙ বেরঙ ভালবাসা নিয়ে
তবু ভালোবাসি...

মন্তব্য১০ টি রেটিং+৩

=জীবন বড় অদ্ভুত=

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৭



©কাজী ফাতেমা ছবি

অক্সিজেনের অভাব বড় দেখা দিয়েছে বয়সীর
কী দিন কী রাত, নিঃশ্বাস টেনে টেনে হয়রান,
চোখের নিচে আগুন জ্বলা পাতিলের তলা রঙ;
কী জানি উনার মনে কী ভয়ানক ঘূর্ণিঝড়...

মন্তব্য১২ টি রেটিং+৪

=ঠকে যাই বারবার=

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৯



©কাজী ফাতেমা ছবি
বিশ্বাস করি মানুষকে তাই
বারবারই ঠকে যাই
ঠকে গিয়েও ভেবে দেখি
মনে আর আক্ষেপ নাই।

ঠকিয়েছো ভেবে আমায়
সুখ নিয়ো না মনে
ঠকে যাবে একদিন তুমি
অন্য কারো সনে!

ঠকে গেলে সবর করি
বলি না...

মন্তব্য২৪ টি রেটিং+৪

=আজ সাত\'ই মার্চ=

০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৮



©কাজী ফাতেমা ছবি

স্বাধীনতার আন্দোলনে
বঙ্গবন্ধুর মুখের কথায়
গর্জে উঠে আম জনতা
মনকে বাঁধে যুদ্ধ সুতায়।

বজ্র কণ্ঠের হুঙ্কার ধ্বনি
শুনে কাঁপে পাক বাহিনী
সাতই মার্চের ভাষণ শেষে
ঘটে গেল এক কাহিনি!

দেশটি জয়ের অঙ্গিকারে
নেমে পড়ে যুদ্ধে মানুষ
যুদ্ধ শেষে...

মন্তব্য১৪ টি রেটিং+৭

=কাব্যগুচ্ছ=

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:২২


©কাজী ফাতেমা ছবি
১/ মধ্যরাতে যদি ভেঙ্গে যায় ঘুম

যদি ঘুম ভেঙ্গে যায় ঠিক মধ্যরাতে,
আহ কি দুঃসহ ক্ষণ
নিস্তব্ধপুরীতে আমি একা হাঁসফাঁস করে যাই।
চোখের দুয়ার খুলে চুপিচুপি বেরিয়ে
নিয়ন আলোয় ঘুম হোলি খেলে!
আমি...

মন্তব্য১৬ টি রেটিং+৪

=প্রকৃতিই হয়ে রয় আপন=

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২



©কাজী ফাতেমা ছবি

মন জমিনে যখন খাঁখা বিরানভূমির ধুলো উড়ে,
চোখে নেমে আসে বিষাদ ক্লান্তি,
ব্যস্ততার বুক মন রেখে আমি শান্তি হতে যাই দূরে;
ঠিক পাপড়ির ডানা মেলে ফুটে থাকা ফুলে চোখ...

মন্তব্য১৭ টি রেটিং+৩

>> ›

full version

©somewhere in net ltd.