নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির দাবী অব্যাহত থাকবে বোন তনু.....

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

পিশাচদের হাতেই অবশেষে হলি তুই খুন
মিথ্যে মিথ্যে সব মিথ্যে তনু ক্ষমা করে দিস বোন
মরেও পাসনি শান্তি তোকে নিয়ে টানা হ্যাঁচড়া
দেশটার দখলে যে সব চোর ডাকাত চ্যাঁচড়া।

বিচারের প্রহসন দেখি.... হতে থাকি হতবাক
ধরতে পারিনি কেউ আজ অব্দি আইনের ফাঁক
কোথাকার জল যে কোথায় গিয়ে শেষে গড়ায়
হায় তনু তোর নামে সমাজে এরা কুৎসা ছড়ায়।

ভালই হয়েছে চলে গেছিসরে প্রমাণ না রেখে
তা না হলে কত না যেতাম চোখে দু:স্বপ্ন এঁকে
চারিদেকে ঘিরে আছে কতো নরখাদকের দল
দুর্বলের উপরই ওরা খাটাতে চায় ওদের বল।

বিচার আর কি চাই বল! কার কাছে চাইব তনু
তার চেয়ে জ্বলে থাক মনাকাশে হয়ে রঙধনু
ওরাতো তোকে শান্তিতে ঘুমোতেও দেয়নি কবরে
সোহাগী-রে দেখেছিস দেশটা ভরে গেছে বর্বরে।

ফরেনসিক ডাক্তার সাব কামদা প্রসাদ সাহা
মানবতার দুয়ারে দাঁড়িয়ে কর্ম করেছে মহা
ময়না তদন্ত শেষে তিনিই হলেন মহামানব
শত হাজার তনুর কাছে ডাক্তার আজ দানব।

কিভাবে জানাই বল দাবী ধর্ষকের ফাঁসি হোক
আইনের প্রহসন সত্যি ভেঙ্গে দিলো আজ বুক
আমরাও ছাড়ব না দাবী ফাঁসির... ধর্ষক খুনী
নিয়তির বিচারে সে ফাঁসবেই; ক্ষণ যাই গোনি!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

নকীব কম্পিউটার বলেছেন: খুব সু্ন্দর অভিব্যক্তি ছন্দে ছন্দে।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
ফরেনসিক ডাক্তার সাব কামদা প্রসাদ সাহা
মানবতার দুয়ারে দাঁড়িয়ে কর্ম করেছে মহা
ময়না তদন্ত শেষে তিনিই হলেন মহামানব
শত হাজার তনুর কাছে ডাক্তার আজ দানব।

এভাবে আর কত কাল?
ধন্যবাদ,ভাল থাকুন।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ জানেন

ধন্যবাদ আপনাকে :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

বিজন রয় বলেছেন: সহমত।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

ফারিহা নোভা বলেছেন: আমরা সবাই তাই চাই, ন্যায় প্রতিষ্ঠা হোক, মানবতা ফিরে আসুক, অপরাধ করে কেউ পার পাবেনা।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তাই চাই আমরা
মানবতা ফিরে আসুক

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপি :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: এদেশে জন্ম নেওয়াটাই তনুদের বড় অপরাধ!

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম .... :(

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: দারুণ ছন্দময় প্রতিবাদী কবিতা। +।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

সোজোন বাদিয়া বলেছেন: আপনি লিখেছেন, "নিয়তির বিচারে সে ফাঁসবেই; ক্ষণ যাই গোনি!" আপনার দুঃখ বাড়বে তবুও বলছি, শুধু ক্ষণ গুনে কোনো লাভ নেই, নিয়তি আপনার বিচার করে দেবে না। কবিতায় ++

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমাদের আর কি করার আছে
আইন তো স্বেচ্চাচারিতার হাত ধরে আছে :(

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি ভাল লাগল । একেই বলে গনমূখী কাব্য । ধন্যবাদ এরকম একটি গনমুখী কাব্য উপহার দেয়ার জন্য । আপনার 'শোকরিয়া জানাই প্রভুর তরে' কবিতাটি দেখতে বেশ কিছুটা বিলম্ব হয়ে গেছে । যাহোক , সেখানে আমার ভাললাগার অনুভুতির ছোট্ট একটা প্রকাশ আছে । ইচ্ছে হলে একটু চোখ বুলাতে পারেন ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনাকে মন্তব্যের উত্তরে কি উত্তর দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না.... তবে আপনার করা মন্তব্য নিয়ে আমি একটা পোষ্ট করেছি ফেইসবুকে ..... সেখানে আরো সুন্দর আলোচনা হয়েছে। আমি লিংক দিচ্ছি আপার জন্য প্লিজ একটু দেখবেন।

ধন্যবাদ দিয়ে ছোট করব না । শুধু শ্রদ্ধা আর ভালবাসা আপনার প্রতি .....

এতটা ধৈর্য্যসহকারে এত বড় মন্তব্য কেউ করেনি .... খুব ভাললাগায় তখন কান্না চলে আসছিল চোখে।

কাজী ফাতেমা ছবি

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ। কবির সাথে কবিকেও জানলাম । যথাস্থানে মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেখতে না পেয়ে আমার আশংকাটাকেই সত্যি বলে ধরে নিয়েছিলাম, মনে হয়েছিল কবি নিশ্চয়ই বিব্রত হয়েছেন । যা হোক সস্থি পাওয়া গেল ।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেইসবুকে আপনাকে পেলে ভাল লাগত :)
ধন্যবাদ আবারো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.