নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

যে বাসবে ভালো তাকেই বাসি ভালো..

০২ রা মে, ২০১৬ দুপুর ১২:২০

যে ভালবাসেনা তোকে; তুই বাসিস না
যে হাসেনা তোর জন্য; ভুলে হাসিস না
যে ফিরেও তাকায় না; তুই তাকাবি না
শুন, তার মনে তোর ; ছবি আঁকাবি না।
যে তোকে বুঝেনা কভু ; তুই বুঝিস না
তার চোখে কভু তুই; তোকে খুঁজিস না
যে তোকে এড়িয়ে যায়; পাগল হোসনা
প্রবোধ দে তোর মনে; সে তার দোষনা।

ভালবাসা অপছন্দ; যার যার মনে
প্রকাশ যার যেমন; সুখ আবেদনে
জোর করে হয় নাতো; এ জগতে কিছু
কেনো মানুষ অযথা; নেয় তার পিছু।

তোরে যে ভালবাসবে; তুইও বাসিস
তার দু:খেতে কাঁদিস আর সুখে হাসিস।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:২৮

এম এ কাশেম বলেছেন: দেনা পাওনার এত হিসাব করে কি ভালবাসা যায়?

০২ রা মে, ২০১৬ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ...। তা ঠিক বটে.... তারপরও হিসাব করতেই হয় তা না হলে ঠকতে হয় যে
ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টে আসার জন্য

২| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৩

বাউল আলমগী সরকার বলেছেন: সেটাও তো কেউ করছে না-
সমাজ পরছে বড় অক্ষয়ে
শুধু হানাহানি আর অবিশ্বাসে
ভালোবাসাও নাকি হচ্ছে-
ঘৃণা ভরা বিশ্বাসঘাতক
তাই বলে কি থামবো না
আমি হবো বিশ্বপ্রেমিক- অনেক অনেক অভিনন্দন আপর

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
হয়ে যান তাই হাহাহাহা

৩| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: এত ফুল কোথায় রাখি । ভালবাসার কবিতাখানি ভাল লাগল । যে পাগলের জন্য লিখা সে ভাল না বেসে থাকে কি করে দেখব ।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে পাগল কবিতা পড়ে না তো :(

ধন্যবাদ

৪| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:১৮

ডঃ এম এ আলী বলেছেন: পাগলটার গায়ে কবিতার ভাইরাছ লাগায়ে দেন । প্রথমে দিবেন ঠোটে কবিতা যেন পরে খুটে খুটে ।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা.... সুপারগ্লো দিয়ে লাগায় দিবনে হাহাহাহহ

ভাল বলেছেন

৫| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ঠিক মেডিসিন এটা পাগলটার জন্য আর কিছু না হলেও তার বগবগানী বন্ধ হবে ।

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিজ্ঞানীর মত গ্রহণ করা হলো সাদরে :)

৬| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




আপনার এমন গীভ এ্যান্ড টেক পলিসির কবিতাটি পড়ে খুব বাস্তব একটি তুলনা মনে এলো ----------------

তোর লেখা যে পড়েও না , কমেন্টও করেনা
তার পোষ্ট পড়বিও না , কমেন্টও না
পছন্দ, অপছন্দ; যার যার মনে........





০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ দারুন মজার তো

না না এমন হবার কোনো কারণ নেই
মন্তব্য করুক না করুক সবার লেখাই পড়া উচিত যার লেখা ভাল লাগে তাদের মন্তব্যও করা উচিত

:) ভাল থাকুন

৭| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,



আসলে আপনার কথামতোই হওয়া উচিত ।
ভাল থাকুন আপনিও । লেখাতেই থাকুন ।

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
লিখব কিন্তু পাশে থাকতে হবে অনুপ্রেরণা হয়ে
সুন্দর থাকুন

৮| ১৩ ই মে, ২০১৬ রাত ২:২১

খন্দকার আমিন বলেছেন: অনেক সাবলীল হয়েছে ।

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.