নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুলের ছB.......

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:১৬

ক্যামেলা-ক্যানন ডি৬০০

এই ফুলগুলোও বাণিজ্য মেলা থেকেই উঠানো। আসলে ফটোগ্রাফি বিষয়টা অনেক কঠিন বিষয়। ছবি তুলতে হলে প্রচুর সময় নিয়ে তুলতে হয় তাড়াহুড়ো করে তুলতে গেলে ঠিক আমার মতই হ য ব র ল ফটোগ্রাফী হয়ে যেতে পারে। ধীরস্থির বসে জায়গা দেখে বা ব্রাকগ্রাউণ্ড দেখে ফটো উঠালে ফটো সুন্দর হয়। এসব বিষয়ে ছেলেরাই ভাল পারবে কারণ মেয়েদের ফটোগ্রাফীতে খানিকটা লজ্জাও থাকে। দ্বিধাদ্বন্দ্ব মনে নিয়ে কি আর ফটোগ্রাফার হওয়া যায় sad কে কি বলল ....... পাশে লোকে কিছু বলে নিয়েই ফটো উঠাই বারবার। তাই ফটোগুলো হয়না মনের মতো।
যেখানে ফুল দেখি হাতে ক্যামেরা বা মোবাইল থাকলে সবাই কিছু ফটো উঠাবেই এটা একটা ছোঁয়াছে রোগ তবে যারা ফুল ভালবাসে প্রকৃতি ভালবাসে তারাই কেবলমাত্র এই কার্যটি সমাধা করে থাকেন। তার ব্যতিক্রম নই আমিও। হাজার হাজার ফটো উঠাই যেখানে যাই সেখানেই।

১। এই ফুলটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি....... আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি । অসম্ভব সুন্দর ফুলটাকে আল্লাহ কি সুন্দর করেই না সাজিয়েছেন....... কোন ভুল নেই হেরফের নেই রঙ বসানোয়.....
ডালিয়া ফুল.......


২। ম্যাজেন্ডা ডালিয়া.....
আমি ছেলে হলে কোনো ডালিয়া নামের মেয়েকে বলতাম
ডালিয়া তুমি ফুল হতে পারতে এমন
ওগোলাপী আভায় ছুঁয়ে থাকতে আমার মনের বাগান
ডালিয়া তুমি ফুল হতে পারতে
আমার বাগের ডালিয়া বাগে।


৩।
পাঁপড়ির মাথায় সাদা রঙে
ডালিয়া তুমি সেজে আছো কোন সে ঢঙে।
অসম্ভব সুন্দর ডালিয়া


৪।
ও ডালিয়া হলুদ কন্যা
ছড়িয়ে দিয়ে রূপের বন্যা
রূপঊর্মিতে ভাসছি তোর
চোখে লাগাস এ কেমন ঘোর!


৫। এই ফুলগুলোরে আমরা গ্রামের ভাষায় মোরগ জবা বলি হয়তো এর অন্য নাম আছে । আমি অবশ্য এর আসল নাম জানি না। জানলেও মনে থাকে না। ....... এই ফুলগুলি আবার অনেক কালার ও অনেক প্রজাতির হয়ে থাকে। চোখ ধাঁধানো সুন্দর ফুল।


৬। সুইট উইলিয়াম বা ডায়ান্থাস। রূপবাহারী ফুল
রূপ ছড়িয়ে দেয় পুরো বাগান জুড়ে। গন্ধহীন ফুল তবে চোখকে তো অবশ্যই মুগ্ধ করার ক্ষমতা বেশ তার।


৭। গোলাফী ডায়ান্থাস বা সুইট উইলিয়াম...... সুন্দর আর সুন্দর তার তুলনা সে নিজেই। বিধাতা হতে সে এমন রূপ পেয়ে অবশ্যই ধন্য সে


৮। এটার নামও জানি না সরি.......... কেউ বলে দিলে এড করে দিয়াম নে। এটাও্ সবুজের বুকেই ফুটে থাকে।


৯। আরেক প্রজাতির ডায়ান্থাস........... এর রঙ টি কি অপূর্ব । এই কালারের জামা অবশ্যই সবাইকে মানাবে।


১০। গোলাপি ডালিয়া...... দুজনা দুজনার হয়ে বেঁচে আছে যেনো।


১১। গোলাপী ডালিয়া


১২। এটা কোন ধরণের পাতা বাহার হয়ে থাকবে খুব সুন্দর দেখতে


১৩। বাগান জুড়ে হরেক রকমের ফুল ফুটে আছে


১৪। এগুলো চন্দ্রমল্লিকা জাতিয় ফুল হতে পারে আমি সিউর না
কিছু বেঁচে থেকে সুন্দর বিলায়
কিছু মরে গিয়ে স্থায়ীত্বহীন বুঝায়
কেউ আমরা চিরস্থায়ী নই...... এরাও নয়। তফাথ একটাই ওরাা শুধু বিলায় আর আমরা হাতিয়ে নিতে চাই সব নিজের করে।


১৫। গোলাপী চন্দ্রমল্লিকা.... হতে পারে আমি সিউর না। তবে ফুলগুলি অদ্ভুত সুন্দর । আর কালারটাও ফাটাফাটি সুন্দর।


১৬। এই ফুলেরও নাম জানি আই এম সরি sad


১৭। বাগানজুড়ে ফুল আর ফুল


১৮। দুধ সাদা ফুলের নাম যদি কেউ জেনে থাকো
বলে দিয়ো আমায়...... কৃতজ্ঞ থাকব


১৯। পাতা বাহার


২০। পাতাবাহার জাতীয়। এই ফুলটিরও অনেক প্রজাতি দেখলাম বিভিন্ন কালারেরও হয়ে থাকে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২২

সাদা মনের মানুষ বলেছেন: পরথম হইছি, চা দেন :D

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: চা না স্টবেরী খান হ্যহ হ্যহ

২| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৩

সাদা মনের মানুষ বলেছেন: এইবার প্রামানিক ভাই আর চা খাইতে পার্ল না =p~

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রামাণিক ভাইয়া তো কদাচিত এখানে আসেন .....

:)

৩| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ফুল।






ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও ভাল থাকুন
অনেক ধন্যবাদ

ফুলেল শুভেচ্চা

৪| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪০

মো: ইমরান আল হাদী বলেছেন: পবিত্র সুন্দরকে দেখার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ,শুভেচ্ছা।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য

৫| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । সব মন্তব্যকারীকে একটা করে ফুল দিয়ে দিবেন । আমিউ একটি ঝলমলে ফুল দিলাম
অনেক ধন্যবাদ । সব মন্তব্যকারীকে একটা করে ফুল দিয়ে দিবেন । আমিও একটি ঝলমলে নৃত্তরত ফুল দিলাম

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দ র আন্তরিক ধন্যবাদ

৬| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: সুন্দর !

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৩ রা মে, ২০১৬ রাত ৩:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: ফুল দেখতে আমার সব সময়ই ভালো লাগে।

সুন্দর সব ছবি।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও আপি
অনেক ধন্যবাদ ভাল থাকুন

৮| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:১৫

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর।

১৮। দুধ সাদা ফুলের নাম যদি কেউ জেনে থাকো
বলে দিয়ো আমায়...... কৃতজ্ঞ থাকব
- এই ফুলটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। নামটা আমিও জানিনা,তাতে কি?
বরং নাম না জানা সুন্দরের বন্দনায় মন ভরে ওঠে।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন

৯| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৪

আমি ইহতিব বলেছেন: ফুল সবসময়ই প্রিয়। ছবিগুলোও সুন্দর।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

১০| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব সুন্দর লাগল ছবিগুলো আপু ... :)

০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভাল থাকুন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.