নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আমার দেশ আমার গর্ব আমার অহংকার...

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:১৬

ক্যামেরা ক্যানন ডি৬০০
বরাবরে মতো এবারও আমাদের দেশের প্রকৃতির ছবি। এই ছবিগুলো হবিগঞ্জ যাওয়ার পথে পথে চলন্ত ট্রেন থেকে তোলা। ছবি সুন্দর আসার প্রশ্নই আসেনা । আর কিছু ছবি আমাদের গ্রামের এবং আমাদের বাড়ির গাছপালা/আনাছে কানাছে আজাইরা ক্লিকের মাধ্যমে উঠে এসেছে। আসলেই যে যাই বলুন গ্রামের মত শান্তি আর কোথাও নাই। যেদিকে যাই সেদিকেই গাছের ছায়া। ইচ্ছে হলেই ধপাস করে ঘাসের উপর বসে পড়া যায় কিংবা মন খারাপ হলে পুকুরঘাটে পা ডুবিয়ে বসে মাটির ঢিল সংগ্রহ করে পানিতে ঢিল ছুঁড়া যায়। বছরে একবার বাড়িতে যাই । বাড়িতে পা দিতেই শান্তি। ইচ্ছে হয় সারা বাড়ি শুধু দৌঁড়াই আর দৌঁড়াই এবং করিও তা........ নেট টিভি এসব থেকে কখনে যে সরে যাই গ্রামে গেলে। আর বকবক নয় আসুন হযবরল অফটোগ্রাফী ছবিগুলো দেখি মনের দৃষ্টি দিয়ে । যারা বিদেশ থাকেন তাদের ছবিগুলো দেখলে দেশে ফিরে আসতে মন চাইবে। কারণ আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।

১। চলন্ত ট্রেন থেকে এই ছবিটি তুলেছিলাম বিকেল বেলা সূর্য তখন পশ্চিমে । সূর্যের বিশ্রাম টাইমে যাবা্র আগ মুহুর্তে । কি মায়াবী প্রহর সেটা ছিল....... সবুজ ধানের ক্ষেত্রে সূর্যের আলো পড়ে একটা আস্ত পতাকা বানিয়ে দিয়েছিল।


২। এই ছবিটা আমাদের বাড়ির পুকুর পাড় সংলগ্ন উঁচ ক্ষেত যাকে আমরা বিছরা বলি যেখানে ধানের চারার বীজন রোপন করা হয়। আমাদের আগামী প্রজন্ম ফুলবল খেলায় মত্ত। যেই আমার হাতে ক্যামেরা দেখল সবাই সুন্দর পোজ নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে।


৩। এই ছবিটাও চলন্ত ট্রেন থেকে তোলা তাই একটু ঝাপসা আসছে। আমাদের আগামী প্রজন্ম ক্রিকেট খেলছে মাটে। অবশ্য এক সময় এই দৃশ্যে আমিও ছিলাম। যখন ছোট ছিলাম, না ছোট না অনেক বড় বেলায়ও খেলেছি ওদের সাথে ফুটবল ক্রিকেট মারবেল ডাংগুলি, বউছি, রুমাল চোর....... ব্যাডমিন্টন মোটকথায় ডানপিটে যাকে বলে । কোন খেলায়ই বাদ ছিল না । সব খেলাই খেলেছি। যা এখনকার বাচ্চারা চিনেই না । আফসোস!


৪। চলন্ত ট্রেন থেকে তোলা....... সবুজের মাঝে দুটো কালো গরু....


৫। ট্রেনটা কোন এক জায়গায় থেমেছিল হয়তো....... সেখান থেকেই উঠানো। মাটির তৈজস পত্র যা মরতে বসেছে এখন।


৬। সবুজ ধান ক্ষেত । চাষীরা নিড়ানি দিচ্ছে বোধয়।....... এসব দৃশ্য দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়।


৭। গরু ঘাস খাচ্ছে। চলন্ত ট্রেন থেকে তোলা।


৮। লেবু ফুল আমাদের বাড়ির আঙিনায়


৯। ঝরা পাতার কাব্য......... আমাদের বাড়ির ছবি


১০। আমগাছে আমের মুকুল আসছিল তখন


১১। মুকুল/বউল


১২। বাঁশের পাতা আর আমের পাতার মিলনমেলা আর মাঝে নীল আকাশ।


১৩। এটা কালো জাম গাছ। কালের সাক্ষী হয়ে এরাই দাঁড়িয়ে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে


১৪। ঝরা পাতার আরেকটি দৃশ্য


১৫। ঝরা পাতায় মর্মর ধ্বনি তুলে কে তুমি পথিক যাও হেঁটে আমার বাড়ির আঙ্গিনায়?


১৬। জাম গাছ


১৭। বয়সের ভারে নুয়ে পড়েছে বয়সী পাতা...... কালের বিবর্তনে মর্মম গানে মিশে যাবে মাটিতে। ঠিক আমাদের মতই sad


১৮। শিমুল কুঁড়ি........ কয়দিন পরেই হয়তো ফুল এসেছিল। ফুলগুলো অনেক উঁচুু গাছে জুম করে তুলতে গিয়ে এই অবস্থা


১৯। আরেকটি ঝরা পাতার দৃশ্য।


২০। ট্রেন থেকে নেমেই বস্তা কাঁধে নিয়ে ছুটছেন আমাদের কোনো গাঁয়ের গৃহবধূ আর সাথে হয়তো কেউ আপনজন


২১। মাটির তৈজসপত্র/ যা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:২৬

রাঙা মীয়া বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর !:#P

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
শুভেচ্ছা রইল

২| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৮

শরতের ছবি বলেছেন: এমন সোনার ভাইরে কোথায় পাওয়া যায়
দোয়েল ,কোয়েল ,ফিঙে নাচে পাতার নূপুর পায়!

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেতো মোদের মাতৃভূমিতেই..... বটের ছায়ায় রাখালের বাঁশির সুর
সবুজ আর সবুজ ....
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সেযে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি

৩| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৩৩

শরতের ছবি বলেছেন: এমন সোনার দেশ " লেখতে চেয়েছিলাম । দেশ শব্দ টি উহ্য রয়ে গেল ,সরি ! লেখাটি এডিট করতে পারলাম না ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নেই ভাইয়া । অনুভূতি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে

৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি !!

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ভাল থাকুন

৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি দেখে ভাল লাগল । ছবির মত সুন্দর আপনার গায়ের বাড়ী ও ধানের ক্ষেত দেখে এলাম ।
নীচে দেখানো আসমানিদের গ্রামে আমার ছোট্ট কুড়েঘরে দাওয়াত থাকল । তবে গরীবের ভাংগা ঘরে কেও যেতে চায়না । যেতে যদি চান তাহলে যাওয়ার পথে পল্লী কবির চরণ কটি ভুলবেন না ।
আসমানি দেখতে যদি তোমরা সবে চাও
রহিমুদ্দীর ছোট বাড়ী রসুলপুরে যাও
বাড়ীত নয় যেন ভেন্না পাতির ছানি
একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পরে পানি ।

গগন বিদারী সবুজ ধান ক্ষেতের দৃশ্য দেখে অভিভুত । মনে পড়ে যায়
গায়ের ধারে পথ
পথের ধারে মাঠ
মাঠের পরে মাঠ
পেরোলেও সবুজ
ফুরায় না ।
বৃষ্টির যে খড়া পরেছে ধান ক্ষেতের জন্য খুব মায়া হয় তাই কয়েকটি ঝর্ণাও দিলাম এ সাথে
মাটি ফুইরা যেন তারা ছড়িয়ে দেয় পানি
কচি ধানের বুকে থাকেনা যেন ছটফটানি।

অনেক ভাল থাকুন শুভ কামনা থাকল

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভুলোনো মন্তব্য । অনেক খুশি হইছ

ধন্যবাদ অন্তর থেকে আপনাকে ছবিগুলোও সুন্দর
ভাল থাকুন

৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর , ১২, ১৩ নাম্বার টা দারুণ লেগেছে।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সর্বদা

৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৫

পুলহ বলেছেন: সাধারণ বাস্তবতা, কিন্তু ফুটে উঠেছে অসাধারণ স্বপ্নদৃশ্যের মতন মায়াময় হয়ে!
অসাধারণ আপু!

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন
ভাল থাকুন সর্বদা। পাশেই থাকুন

৮| ০৫ ই মে, ২০১৬ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৯| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১২

অ্যালেন সাইফুল বলেছেন: অনেক অনেক সুন্দর!

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভাল থাকুন

১০| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৩২

বৃতি বলেছেন: ছবিগুলো খুব ভাল লাগলো, আপু।

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন

১১| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫০

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন সব ছবি , মন ছুঁয়ে যাওয়া
প্রথম পাঠক আমি ই ছিলাম মন্তব্য কেন আসে নাই বুঝতে পারছি না ।

ছবি দেখে দেশের যাবার জন্য মন ক্যামন করে উঠে , ধন্যবাদ শেয়ারের জন্য ।

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন

১২| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫০

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন সব ছবি , মন ছুঁয়ে যাওয়া
প্রথম পাঠক আমি ই ছিলাম মন্তব্য কেন আসে নাই বুঝতে পারছি না ।

ছবি দেখে দেশের যাবার জন্য মন ক্যামন করে উঠে , ধন্যবাদ শেয়ারের জন্য ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের উত্তর দিলাম কিন্তু পোষ্ট হলো না
কি হচেছ কে জানে।

ধন্যবাদ আপি দেশে এসে বেড়িয়ে যান ভাল লাগবে

১৩| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০০

পৌষ বলেছেন: মনটা ভালো ছিল না, কিন্তু ছবিগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ এমন সুন্দর বাংলাদেশকে উপস্থাপন করার জন্য।

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি। মন ভাল হয়ে শুনে আমারো ভাল লাগল :) আন্তরিক ধন্যবাদ

১৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ক্যাপশন আর বর্ননা সহ প্রত্যেকটা ছবিই অনেক সুন্দর! খুব ভাল লাগলো!

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টাইগার ভাল থাকুন অনেক অনেক

১৫| ০৬ ই মে, ২০১৬ ভোর ৪:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি ঝড়াপাতায় ধ্বনী তুলে সবুজের আকাবাকা পথে ঘুরতে যেয়ে খালি জমিতে একটু ফুটবলও খেলে গেলাম।।
শুধু ভাবছি, এমন দেশটি কোথাও খুজে......পাবো না, আসলেই।। যাই পাই মানুষের তৈরী কিন্তু প্রকৃতির উদার হস্তে নয়।।

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর অশেষ মেহেরবানী এমন দেশে জন্ম নিয়ে
এখানে ঘাসে মাটিতে মেঠোপথে সব জায়গাতেই শান্তি আর শান্তি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য

১৬| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


সুন্দর সব ছবি !!

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৭| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব সুন্দর লাগল ছবিগুলো আপু ... :)

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন। ভাল থাকুন স্বপরিবারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.