নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভাবনাগুলো উল্টা কেনো?

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩৯


©কাজী ফাতেমা ছবি

এনার্জি বাল্বের আলো দিয়ে কি-বা হবে বল!
মনের মাঝে একটা মোমের বাতি জ্বালাও
যে আলোয় তুমি শুধু দেখবে আমায়।

বাতাসের ঝটকায় মোমের আলো দুলবে
আলো আঁধারির মাঝে তুমি টেবিলের ওপাড়েতে
আচ্ছা এপাড়ে থাকা সে আবছা মুখটা দেখে
চিনতে পারবে কিগো?
শুনোনা! ভালবাসতে হলে অহম
ছুঁড়ে ফেলে দাও দেখিনি এক্ষণি!
মোম আলো আঁধারীর মেঝেতে।

আমি না-ই দেখলাম ছুঁড়ে ফেলা অহম তোমার
চোখে চোখ রাখলেই যেন বুঝতে পারি যে
টেবিলের ওপারটা বেশ দূরে নয়।
যখন ঝুঁকে আমার হাতটা ধরবে
ঠেলে ফেলে দিব না জেনে রেখো।

বলতো ভাবনাগুলো কেনো উল্টো হয়!
চোখে চোখই রাখনা একবার
রাখলে বুঝতে তুমি কতটা ভালবাসি।

এত ভারিতিরি রুষ্ট মেজাজ দেখিয়ে লাভ কি গো?
শান্তভাবে যদি কথা বলতে একটু।
তোমার জায়গাতেই অবিচল থেকে থেকে
ক্রমে দূরে সরে যাচ্ছি........
হারিয়ে যাচ্ছি দৃষ্টির সীমানা থেকে
যতটুকু আছি,আবছাতে.....
শুধু এক বার তুমি এনার্জির আলো
থেকে সরে এসে
হাতটি তুলে ইশারা দাও।
দেখো! দৌঁড়ে ছুটে চলে আসবো যত দুরে যাইনা কেনো।
28 October 2014

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: মনের আলোটাই আসল।

সুন্দর কবিতায় ++++

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদের হাড্ডি মনের আলোটাও তো জ্বালায় না হাহাহাহ

ধন্যবাদ বিজন দা :)

২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: হা হা হা হা .....

বদ তো বদই।
তবে অনেকে কিন্ত মনের আলো দেখতে পারে না মন থাকতেও।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই .... যার হয় না ৯ এ তার হবে না ৯০ এ :)

৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: দুর হতে
দেখে ফেলেছি মোরা
হাত তুলে ইশারা সে দিয়েছে
এখন দেখতে চাই পরের কবিতায়
দৌঁড়ে ছুটে কতটুকু তার কাছে যাওয়া হয়েছে।

খুব সুন্দর হয়েছে কবিতাখানি
ভাল থাকার জন্য শুভকামনা থাকল ।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
আর লিখতেই থাকুন

৪| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লেখনি। এগিয়ে যাও ভাইয়ু, শুভাশিস রইল।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাফেজ ভাইয়া ভাল থাকুন শুভেচ্ছা রইল

৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১৯

অরণ্য আবীর বলেছেন: খুব সুন্দর মিষ্টি কবিতা

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস অরণ্য ভাইয়া ভাল থাকুন

৬| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অহম থাকলে প্রেম ধরা দেয় না।

প্রেম আসলে হৃদয়ে অহম থাকে না। ভাইস-ভার্সা ;)

কে আগে কে পরে কোন অংকে নেই সমাধান
নি:শর্ত কামনায়
ভালবাসায়
ইচ্ছায় করতে হবে সমপর্ণ।

তবেই জ্বলবে আলো-মোমের আলো :)

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সত্য কথা কিন্তু কে বুঝায় কারে

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অনেক অনেক

৭| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

৮| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৪২

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দরী হয়ছে,,,

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু

৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৭

কালনী নদী বলেছেন: আমি না-ই দেখলাম ছুঁড়ে ফেলা অহম তোমার
চোখে চোখ রাখলেই যেন বুঝতে পারি যে
টেবিলের ওপারটা বেশ দূরে নয়।
যখন ঝুঁকে আমার হাতটা ধরবে
ঠেলে ফেলে দিব না জেনে রেখো।



অসাধারণ লিখেছেন বোন! ++++++

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.