নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আকাশ দেখ.... উদার হও...।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪


©কাজী ফাতেমা ছবি
তুমি কি আজ আকাশ দেখেছো? না তা দেখোনি জানি!
শুভ্র নীলের মেঘেরা খেলা করছিল সারাদিন
ফসলি ক্ষেতের মত ছিল ঐ আকাশটা দেখতে!
থোকায় থোকায় মেঘ ঘুরে বেড়িয়েছে দিনভর।

আমারও যে এমন একটা আকাশ আছে
হাল চাষ করা সেই আকাশ;
রোপন করা হয়নি সেখানে ভালবাসার বীজ
সবুজ কুঁড়িরা উঁকি দেয়নি ফসলি ক্ষেতে
বছরজুড়েই লেগে থাকে খরা;
হয় না বৃষ্টি;চৌচির ফেটে আকাশের বুক।

অথচ ঐ আকাশটা কত উদার দেখ!
প্রভাতে দেয় পৃথিবী জুড়ে লাল আভা,
স্নিগ্ধ বাতাস নরম রোদ,
উষ্ণ দুপুর,উদাস দুপুর অথবা ঝাঁঝালো রোদ্দুর...।

গাছের ছায়ে উদাস রাখালের সুরেলা বাঁশির সুর;
বিকেলের এলোমেলো বায় আর মিঠে রোদ্দুর সে তো আকাশেরই দান,
ক্লান্তিময় দিনটির রেশ কাটাতে আকাশ পশ্চিমে সূর্যকে ডাক দেয়,
রক্তিম বর্ণের নীল আকাশ জানান দেয় দিনের সমাপ্তি।

গোধূলীলগ্নে নীড়েতে ফিরে ভালবাসা
পরম আত্মীয়দের সাথে হয় সহাবস্থান;
অন্ধকার নেমে আসে পৃথিবীতে;
অন্ধকার নামে চোখে...
ভালবাসা নেমে আসে নিকষ কালোয়
সিক্ত যুগল বন্ধন আলিঙ্গনে।

ষোড়শীর চোখে নেমে আসে স্বপ্ন
ঘুরে বেড়ায় সে স্বপ্নরাজ্যে চরম সুখি বেশে।

মধ্যরাত্রিরে আকাশ তার বুকে নামিয়ে আনে শশধরকে
ভূতলে উছলে পরে বাঁধ ভাঙ্গা আলো ..
পূর্ণিমার যামিনীতে মুক্ত আকাশের নিচে কাটিয়ে দেয় কত প্রেমিক যুগল,
নীল আলোয় মানুষ খুঁজে ফিরে ভালবাসা।

আস আমার আকাশে,বর্ষা নামবে,
তুমুল বর্ষনে সব ক্লেশ ভেসে যাবে দেখো!
আমার আকাশ ধূঁধূঁ বালুচর.....
চারপাশেই ছড়িয়ে কাপাষ তুলার নরম গালিচা;
তুমি খানিক্ষন বসবে এসো,
সাঁই সাঁই বালিঝড় হবে;
ভেসে যাব তুমি আমি.... ভালবাসার সাগরে,
একবার এসো! দেখ! আকাশের মতই বিশাল হবে মন,
প্রশস্ত উদারতার শুভ্র মেঘে ভাসব আমি।
আর না পারলে,তুমি আমার আকাশ হও
আমি হব তোমার নক্ষত্র।
-----------------
১৮ নভেম্বর ২০১৩

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: গোধূলীলগ্নে নীড়েতে ফিরে ভালবাসা
পরমাত্মাদের সাথে হয় সহাবস্থান;


“পরমাত্মা” কোন কোন অর্থে ?

জানার ইচ্ছা ছিল, যদি বলিতেন ।

(আপা ,অপমান করিতে নয় বরং কৌতুহল থেকে প্রশ্ন করা)

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভুল হইছে পরম আত্মীয় হবে কথাটা

ধন্যবাদ অনেক অনেক

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ভাবলে কষ্ট পাই.....। কবিতার কথা খাপ না খেলে অবশ্যই ধরিয়ে দিবেন তাও নির্দ্বিধায়
এতো আমারই উপকার....। শিখতে পারবো

সরাসরি জিজ্ঞেস করবেন এবং ধরিয়ে দিবে ভুল ত্রুটি গুলো প্লিজ

২| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: প্রেমে, আবেশে বুঁদ হওয়ার মতো কবিতা।
++++

ষোড়শী বানানটি ঠিক করে দিয়েন।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন

আর হ্যা বানান ঠিক করে দিয়েছি। আবারো ধন্যবাদ সর্বাবস্থায় থাকে থাকার জন্য :)

৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১

কল্লোল পথিক বলেছেন: ভেসে যাব তুমি আমি.... ভালবাসার সাগরে,
একবার এসো! দেখ! আকাশের মতই বিশাল হবে মন,
প্রশস্ত উদারতার শুভ্র মেঘে ভাসব আমি।
আর না পারলে,তুমি আমার আকাশ হও
আমি হব তোমার নক্ষত্র।


চমৎকার কবিতা।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কল্লোল ভাইয়া ভাল থাকুন । সাথেই থাকুন

৪| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কাজী আপাকে প্রশ্ন করতে গিয়ে, আমি নিজেই পাজি সেজে গেলাম!!!! সরি
আপনি হলেন সিনিয়র ব্লগার আর আপনার ভুল ধরি কেমনে?
বানান ভুল হলে বলাতাম।

আচ্ছা বাদ দিন,
ভালো থাকুন।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিনিয়রদের বুঝি ভুল হতে নেই। আর আমার চেয়ে অনেক জুনিয়ররা কিন্তু অনেক ভাললিখেন এককথা স্বীকার করছি। আর আমার লেখা কিন্তু নিতান্তই শখের বশে বা দু:খগুলো লুকানোর জন্য লেখা এবং নিচকই সময় কাটানোর দু:খ ভুলে থাকার জন্য লিিখি। তবুও আপনাদের মতামত পেলে নিজেকে শুধরানো যায় লিখার মান আরো ভাল হয়। ...... বাদ দিব কেনো সাথেই থাকুন মাঝে মাঝে ভুলগুলো ধরিয়ে দিবেন এই আশা করি

আপনিও ভাল থাকুন ভাইয়া

৫| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আস আমার আকাশে,বর্ষা নামবে,
তুমুল বর্ষনে সব ক্লেশ ভেসে যাবে দেখো!
আমার আকাশ ধূঁধূঁ বালুচর.....
চারপাশেই ছড়িয়ে কাপাষ তুলার নরম গালিচা;
তুমি খানিক্ষন বসবে এসো,
সাঁই সাঁই বালিঝড় হবে;
ভেসে যাব তুমি আমি.... ভালবাসার সাগরে,
একবার এসো! দেখ! আকাশের মতই বিশাল হবে মন,
প্রশস্ত উদারতার শুভ্র মেঘে ভাসব আমি।
আর না পারলে,তুমি আমার আকাশ হও
আমি হব তোমার নক্ষত্র।


খুব ভালো লাগল কবি। এগিয়ে যান। শুভ কামনা

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কবিকে

ভাল থাকুন সর্বদা

৬| ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন: মধ্যরাত্রিরে আকাশ তার বুকে নামিয়ে আনে শশধরকে
ভূতলে উছলে পরে বাঁধ ভাঙ্গা আলো ..
পূর্ণিমার যামিনীতে মুক্ত আকাশের নিচে কাটিয়ে দেয় কত প্রেমিক যুগল,
নীল আলোয় মানুষ খুঁজে ফিরে ভালবাসা

মেঘের কুলে ভাসছে এখন, নয়ন খুলে দেখবেন কোথায়
সে অবতরণ করে ।
খুব ভাল লাগল কবিতাখানি ।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

হুম নয়ন খুলাই রেখেছি হাহাহাহ

৭| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২২

কালনী নদী বলেছেন: গোধূলীলগ্নে নীড়েতে ফিরে ভালবাসা
পরম আত্মীয়দের সাথে হয় সহাবস্থান;
অন্ধকার নেমে আসে পৃথিবীতে;
অন্ধকার নামে চোখে...
ভালবাসা নেমে আসে নিকষ কালোয়
সিক্ত যুগল বন্ধন আলিঙ্গনে।


হুমম নষ্ঠালজিক হয়ে গেলাম বোন!!!!

ছোট থাকতে বিকেল হলেই কারো ছাদে চলে যেতাম আকাশ দেখতে// আকাশ দেখতে দেখতে সমুদ্রকেও মিস করা হতো।

সুন্দর ও অনবদ্য কবিতা বোন +++++++

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আকাশ আর দেখা হয়না এই শহরে
কারেন্টের তারের জন্য ছবিও উঠাতে পারিনা :(

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন সর্বদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.