নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফুল-পাতা-লতার-হাঁসের ছবি........

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:০০



আরো কিছু ছবি ছিল আমাদের গ্রাম থেকে তোলা .............
ক্যামেরা ক্যানন ডি৬০০
সবুজ ছায়াময় বাড়িতে ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে বের হয়ে যাই। এখানে সেখানে অবহেলায় পড়ে থাকা জিনিসগুলোও সুন্দর লাগে ভাললাগে মায়া লাগে। তাই ক্লিকও মিস হয় না। ...

১। লাল রঙ্গনের কলি........
ফুটি ফুটি করে ফুটছে না ওরা
সহসা ফুটলেই ওরা হয়ে যায় মনচোরা smile



২। গাছের বুকে লেপ্টে থাকে লাল জবার ফুল
ভালবেসে গাছকে তবে করে নিকো ভুল
ধরে রাখে আঁকড়ে গাছটি ঝরে যাবে বলে
ভালবাসায় জড়াজড়ি শেষে
দুজন দুদিক যাবে চলে!


৩। কলি তুমি ফুটবে কখন
দেখব তোমায় ফুটা ফুল
ছিঁড়ে তোমায় পড়ব আমি
বানিয়ে কানের দুল।


৪। বিলম্বি গাছের ফুল.......


৫। ফুটে আছিস রক্ত জবা
হেসে কুটি কুটি
সবুজ পাতায় খাচ্ছিস বড়
সুখে লুটোপুটি।


৬।
গায়ে তার হলুদ জামা
তার উপরে হাজার রঙ
শূন্যের মাঝে ভেসে ভেসে
করে সেকি ঢঙ!
ভয়ংকর সে সুন্দর তবু
নয়ন জুড়ায় দেখরে তাকে
ছবি তুলবো হঠাৎ দেখি
পালিয়েছে কোন ফাঁকে!


৭। পালিয়ে তুই যাবি কোথায়
হলুদ রঙা মাকড় রাণী
তুই তো ভয়ংকরী রে
হাত দিয়ে ছুঁতে পারব না জানি।



৮। সবুজ বাঁশের গা বেয়ে যে
উঠছিস পরগাছা
অন্যের গায়ে আঘাত করে
কি মজা পাস বাচা!


৯। পাতার উপর প্রজাপতি
বসে থাকে চুপচাপ
উড়ে যাবে হঠাৎ করে
বৃষ্টি আসলে ঝুপঝাপ।


১০। বাঁশের ছায়া গাছের ছায়া
মায়াবতী গাঁ-টি আমার
সুখশান্তিতে ভরা গায়ে
ভালবাসার খামার।


১১। চুপিচুপি উঠছিস বেয়ে
সবুজ বাঁশের বুকে
জড়িয়ে তুই ছায়ায় মায়ায়
থাকবি বুঝি সুখেঁ


১২। পেঁচিয়ে রেখেছিস দেহটা তার
ছাড়তে বুঝি দ্বিধা খুব রে
কষ্ট দেখে পাচ্ছিস মজা
পরগাছা প্রাণী তুই বড্ড অদ্ভুত রে।


১৩। ছোট ডোবায় হাসের দল


১৪। চলে যাচ্ছে ওদের ঠিকানায়........ ডুবে ভেসে করবে সুখ যাপনা


১৫। খাদ্যের সন্ধানে নেমেছে ওরা


১৬। জোড়ায় জোড়ায় থাকে জলে
ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে
যতো লজ্জা আছে ওদের
সব ধুয়ে যায় অথৈ জলে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৩২

কল্লোল পথিক বলেছেন:


বাহ!চমৎকার ছবি ব্লগ।

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:০৬

বাকপ্রবাস বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর
দেখছিলাম যখন
আরো সুন্দর যে তুলেছে
এবং তার মন।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ ভাইয়া ঠিকই বলেছেন ..... মন সুন্দর না হলে কিছুই সুন্দর লাগত না। অনেক ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন

৩| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হয়েছে । উপরের নিকের ছোট্ মেয়েটার কথা ধার করে বলতেই হয় যে তুলেছে সে ও তার মনটাও সুন্দর । ৩ নং ফুলটা ফুটার আগে কলিটা কানের দুলে, আর কলিটা ফুটে গেলে খোপায় মানাবে ভাল ।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ.....। হুম খোপায় সুন্দর মানাবে ভাল থাকুন সর্বদা

৪| ২০ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯

শুভ্র বিকেল বলেছেন: অসাধরণ সব ছবি আর ছড়ায় দারুণ পোস্ট। শুভেচ্ছা নিরন্তর।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ...। ভাল থাকুন বিকেল অনেক ভাল থাকুন

৫| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৭

রাতুল_শাহ বলেছেন: কি হাঁসের ছবি দিলেন আপু!!!! একটা রাজহাঁসের ছবি দিলেও তো, অন্তত একটা পিকনিক করা যেত।

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন:

নাও রাজা হাঁস তোমার জন্য এলা খুশি তো

৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৫

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর সুন্দর ছবি গুলোর সাথে আপনার ছন্দময় কবিতা চয়ন মনোমুগ্ধকর। খুব ভালো লাগলো বাংলার প্রকৃতিরূপ।

সুন্দর পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.