নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

হলো না আমার হায়! সংযমী হওয়া.......

২৫ শে জুন, ২০১৬ রাত ১২:০০



সারাদিন রোজা রেখে পরে ইফতারে ভুঁড়িভোজ
হায় হায় একি হল রাখলাম না পেটের খোঁজ!
দিনভর শান্তি দেহ ছিল হালকা আর পাতলা
ইফতারে পেট যেনো হলোরে ইয়া মোটা কাতলা।

এটা খাই সেটা খাই জিভ টানে রসনা খাবার
টপটপ গিলি শুধু ছোলা মুড়ি এক্কেরে সাবাড়
জল পান ডকডক, শরবতে পেট যেনো ঢোল
বসে শেষে দেখি হায় পেট যেনো ফুটবল গোল!

খানা খেয়ে শেষে বিছানায় গড়াগড়ি নাই শান্তি
বেশি খাওয়ার ফলাফল চোখে লাগে ঠিক ভ্রান্তি!
সংযম দূরে থাক আয়োজনে বাদশাহী খানা
জোড়েবলে অপচয়ে পাতে তুলি রিযিকের দানা।

অপচয় চারিদিকে কেনার ধুম মার্কেট মলে
রাত হলে দেখা যায় মলগুলো আলো জ্বলমলে
হাতে হাতে শত ব্যাগ দামী দামী ড্রেস হাসিমুখে
টাকার থলেটি দেয় যেনো জোড়ে ছুঁ মন্তর ফুঁকে।

কত টাকা ওড়ে গেলো শত ব্যবসায়ীর পকেটে
কিছু টাকা যাক তবে চলে তার গিন্নির লকেটে
সংযমের বার্তা পড়ে থাক গরীবের বস্তিতে ঐ
আছে বেশি খাই তাই তাতে শুনি অসুবিধা কই।

আফসোস তব রয় মনের ভিতর ঠাসাঠাসি
পেট দেখে লোকে দেখি করে শুধু হাসাহাসি
পাতলা হওয়া আর হলো নাকো মোর অবশেষে
বেশি খেয়ে সংযমেও জীবনের হাল সর্বনেশে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



চলুক।

২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশা আল্লাহ
ধন্যবাদ

২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:১৭

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর হয়েছে।

২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন

৩| ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা

৪| ২৫ শে জুন, ২০১৬ রাত ১:০০

কালনী নদী বলেছেন: খানা খেয়ে শেষে বিছানায় গড়াগড়ি নাই শান্তি
বেশি খাওয়ার ফলাফল চোখে লাগে ঠিক ভ্রান্তি!
সংযম দূরে থাক আয়োজনে বাদশাহী খানা
জোড়েবলে অপচয়ে পাতে তুলি রিযিকের দানা।


হৃদয় এফুর করে দিলেন বোন। আসলেই সংযমি আমি হইতাম পারলাম না। দারুনও খন্নাছের দায়! আল্লাহ।

অসংখ্য শুভ কামনা জানবেন বোন।

২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সংযমি হওয়া অনেক কঠিন

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৫| ২৫ শে জুন, ২০১৬ রাত ২:২২

ইকরাম উল হক বলেছেন: লাইক দিয়ে দিলাম

২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাফ

৬| ২৫ শে জুন, ২০১৬ রাত ৩:৩৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: হা,হা,হা,,,ভালোই বলেছেন

২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৭| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । ভাল লাগল সংযমের আবরনে
অসংযমী হওয়ার পরিনাম দেখে
সারাদিন রোজা রেখে পরে ইফতারে ভুঁড়িভোজ
হায় হায় একি হল রাখলাম না পেটের খোঁজ!
দিনভর শান্তি দেহ ছিল হালকা আর পাতলা
ইফতারে পেট যেনো হলোরে ইয়া মোটা কাতলা।

তবে কানায় না শুনে ধর্মের কাহিনী
দেখেন চকবাচারের ইফতারের সন্মোহিনী
মেট মোটা কতালা ভাই সেখানে দৌড়াবে এখনি

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতগুলা ইফতার আপনি প্রতিদিন খান নাকি?

মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: খাইছে আমারে এতগুলা ইফতারী একা খাাইলে তো পেট মোটা কাতলা ভাই হয়ে যাব । এগুলা চকবাজারের ইফতারী, হগল ঢাকাবাসীর জন্য, সকলে একসাথে বসে ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য । এর মধ্যে আপনার জন্যেও রাখা আছে ।
ইফতারী অনেকে একসাথে বসে খেলে অনেক সওয়াব । চাইলে এমন অনেক ইতারী প্রতিদিন পাঠাইতে পারব । তবে পেট মোটা কাতলা ভাইকে একটু কম খেতে বলবেন ,বলা তো যায়না পেট মোটা হইতে হইতে শেষে না আবার ফুটুস হয়ে যায় ।
অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেনা ইফতারি খাবো না... ভাবীর হাতের বানানো ইফতারি খাব কিন্তু। এগুলায় তো মাছি বসে

আচ্ছা তাকে কমই দিবানে

ধন্যবাদ

৯| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:




রোজা কখনো প্রমাণ করেনি যে, মানুষ রাজার সময় সংযমী হয়ে থাকেন।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য । রোজায় আরো অপচয় বেশী করে মানুষ

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১০| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি কিন্তু দিনে খাই না।


এখন ইফতারের সময় তাই আপনার দাওয়াত। এখন ইফতারের সময় তাই আপনার দাওয়াত।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি বাংলাদেশে না? কোন দেশে ভাইয়া?

ঠিকাছে দাওয়াত কবুল করলাম

থ্যাংকুস

১১| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৭

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: রমজান নিয়ে প্রথম কোন কবিতা পড়লাম । :) :)

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ভাল থাকো সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.