নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» তা-মীমের পেন্সিল আঁকাআঁকি.......(১)

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৬



তা-মীম আমার ছোট ছেলে ক্লাস টুতে পড়ে । বাসায় একা থাকার খাতিরে সে বসে আঁকাআঁকিই শুধু করে। আঁকার ধৈর্য্য তার মাশাআল্লাহ। ইদানিং যদিও বাস টাই বেশী আঁকে তবে অন্য আঁকাগুলো সুন্দর হয়। এখনো তাকে কোথাও শিখতে দেইনি। কারো কাছে না শিখেই সে একা একাই কাঠপেন্সিলে এই আঁকাআঁকি করে সারাদিন। অনেক এঁকেছে যদিও সবগুলো আপলোড করিনি এখনো। কাগজ তো সব হারিয়ে যাবে তাই ভাবলাম নেটে আপলোড করে রাখি সেইফ থাকবে। সে যেমন আঁকে তেমন মজাদার কথাবার্ত বলে বাসা আনন্দে মাতিয়েও রাখে...... (আমার টম+জেরী)

১। মালবাহী ভ্যান গাড়ি মনে হচ্ছে......
----
জেরী বেশী হাসার ফলে হেচকি উঠে গেছে। আমি রাগে কই আরো হাস্ বেশী করে হাস্, সে বলে মা, আমি মানুষ হাঁস না-September 14, 2014



২। ছোট একটি রিক্সা
তার কথায় না হেসে পারা যায় না....

সেদিন খবরে প্রধান মন্ত্রিকে দেখে বলতেছে মা, আমি হাসিনার কোলে উঠব, রীতিমত বায়না....
আজ হিন্দি সিনেমা ইয়া মোটা মাস্তানকে নাচতে দেখে বলতেছে, আমি অই বেটার কোলে উঠব, আমি হাসি থামাতে পারিনা, বল্লাম, বাবা তোর মাথায় এইসব উদ্ভট কথা আসে ক্যামনে...
সে বলে, মা-কিছু মানুষকে দেখলে সফট মনে হয় -July 26, 2014



৩। রেসিং টাইম......

যাদের আগুন নাই তারা বেগুন
যারা জব করে না তারা আজব
যাদের নানা নাই তারা বেনানা
যাদের হায়া নাই তারা বেহায়া

জেরী পড়ার মাঝেই এসব পড়তেছে - July 11, 2014



৪। সাংবাদিক আর ক্যামেরাম্যান

জেরী রাজশাহী বানান করে শেষে কয় রাজহাসি......July 3, 2014



৫। যান্ত্রিক শহর মনে হচ্চে

জেরী নাইজেরিয়া খেলা দেখতে গিয়া নাইজেরিয়ার ইংরেজী নাম বানান করে বলে মা এটা তো নিগারিয়া তোমরা নাইজেরিয়া বলো কেন ..... এখন থেকে নাইজেরিয়ার নাম নিগারিয়া- June 26, 2014



৬। চাপ কল

জেরী বলে, মা ক্যালকুলেটার কেন আবিষ্কার করলো
ক্যাল্কুলেটার মানে চিটারি
আমরা অংক টিপে টিপে দেই সে অংক করে দিয়ে দেয়,
বল চিটারি না?
আমরা খাতায় লিখে অংক করলে কষ্ট হবে একটু কিন্তু শিখা তো হবে-June 22, 2014



৭। সেল্পি টাইম

বাবা তুমি যদি আমার রাগটা না বুঝ, তাহলে থার্মোমিটারে দিয়া মাইফা দেখো...... জেরী June 21, 2014



৮। ডলারের হিসাব বাজারী মনে হচ্ছে

তা-সীনের উপর রেগে আছি ...... কথা শুনতে চায় না .... পড়ার কথা বললে মাথা গরম
...... অনেক্ষণ কথা বলি না সে খুব মন খারাপ হয়ে আছে এই মুহুর্তে তা-মীম বলে ভাইয়া
মার কাছে যাও দেখবা মা আদর করে ফেলবে । মা কখনো আদর ছাড়ে না । সেইদিন আমি মাকে মারতেছি যখন কপালটা মায়ের মুখের কাছে আসছে তখন মা আমাকে পাপ্পি দিয়া দিছে আর আমার তখন হাসি পাইছিল মাকে আর মারিনি আমিও আদর করে ফেলছি । হাজার দুষ্টামী করলেও মা আদর ছাড়ে না বুঝছো ভাইয়া (অসাম ফিলিংস) June 17, 201


৯। মায়ের জন্য ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে......... ছবি নামটা দিতেও ভুলে নাই

গান শুন্তেছি আর ওদের ভাত খাওয়াচ্ছি। গানটা ছিল... সখি ভালবাসা কারে কয়...
সাথে সাথে জেরী কয় মা-ভালবাসা কারে কয় সে-কি জানে না.... মা আমি তোমাকে ভালবাসি এটাইতো ভালবাসা। না জেনে গান গায় মেয়েটা


১০। মোবাইল ক্যামেরায় ছবি উঠাচ্ছে

জেরী কয় মা, তোমার একটা ক্লোন থাকলে ভাল হতো,
কেন?
একটা মা স্কুলে নিয়া যাইত আর একটা মা অফিসে যাইত - April 25, 2014



১১। ইহা একটি কলোনী

শীতের দিনে এত্তগুলা শীত লাগে এমনিতে আমি শীতরে ডরাই তার উপর আবার গোসল
তো গোসলখানা থেকেই তা-মীম (ধানী মরিচ) রে ডেকে বলতেছি সোনা পুতুল যে
ঠান্ডা লাগছে গোসল করব কিভাবে তখন সে আমাকে বলে মা-কম্বল নিয়া যাও
শীতও লাগবে না আর কম্বলটা ধোয়া হয়ে যাবে .........December 19, 2013



১২। মায়ের আলমারী তার আঁকার ক্যানভাস

জেরী বাথরুমে যেয়ে বাথরুম করতে ব্যর্থ হয় ..…..…
কঠিন অবস্থা .…
তখন আমাকে ডেকে বলতেছে
মা-আমার বাথরুম হ্যাং হয়ে গেছে পারতেছি না
রিস্টার্ট দিতে হবে-March 21, 2013



১৩। ফুট ওভার ব্রীজ

মা- বাথরুম পাইলে আমার পেটে বিজলী চমকায় হরতাল অবরোধ হইতে থাকে....
সব ভাইংগা গুড়ামচা হইয়া যায়.......
তুমি বুঝোনা কেনো তাড়াতাড়ি আসো........February 17, 2015



১৪। স্কুল গেইটে

জেরী তোর বেশী তেল বাইড়া গেছে
-মা, তেল মানে ফুয়েল....... তেল বাড়লে তো ভালো বেশীক্ষণ গাড়ি চালাতে পারবো
তুই সব কথা ধরছ ক্যান ফাজিল
-মা, কথা তো ইনভিজিবল ধরবো কেমনে
উফ.......... মাইর খাবি কিন্তু
-খিদা লাগে নাই এখন খাব না মা প্লিজ - February 17, 2015



১৫। গ্যারেজ থেকে গাড়ী বের হচ্ছে

জেরী বলতেছে মা ভাল্লাগতাছে না কি করব বলো.......
কারণ তার ভাইয়া স্কুলে সে এখন একা
বেচারা রাগের চোটে বলতেছে মা এক ঘরে দুইজন ব্যাংকার দরকার নাই
ব্যাংককে ছুটি দিয়া চলে আসো বাসায় নাইলে ঢিল দিয়ে ব্যাংক ভাইঙ্গা ফেলবো


মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

আহলান বলেছেন: সুপার লাইক!!

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ তার জন্য দোয়া করবেন ভাইয়া :)

২| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০০

অশ্রুকারিগর বলেছেন: মা কা বেটা! লা জওয়াব!

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ
ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন

৩| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: এটা কিভাবে সম্ভব!!!!
দারুন!!!
তার তো অসাধারণ মেধা।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এগুলো আরো ছোট বেলার ইদানিং ত বেটা ফাটাফাটি আঁকে। আগের চেয়ে ভাল আঁকে মাশা আল্লাহ। ধন্যবাদ দাদা দোয়া করবেন

৪| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৮

কাওসার_সিদ্দিকী বলেছেন: অনেক সুন্দর, বিশেষভাবে সেল্ফি টা :)

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন ওর জন্য

৫| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: বাহ!!! খুব সুন্দর!!!

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। দোয়া করবেন

৬| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

কল্লোল পথিক বলেছেন:



ধন্যবাদ তামীম।
সুপার লাইক।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন

৭| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন: বাহ!!! খুব সুন্দর!!! খুব সুন্দর সুন্দর ছবি সাথে সুন্দর বিবরণ । খুব ভাল লাগল
ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন

৮| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর !!!
ভালো লাগলো।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন

৯| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

শার্লক_ বলেছেন: সুন্দর ছবি আঁকে আপনার ছেলে। ১২ নং টা পড়ে হাসতে হাসতে শেষ আমি।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো মজার কথা আছে পরবর্তীতে দিব

আন্তরিক ধন্যবাদ। দোয়া করবেন

১০| ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: কোন কথা হবে না.....অসাধারণ। ক্লাস টুতেই এতো সুন্দর আঁকে এবং এতো মজা করে.......বেশ।

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । দোয়া করবেন । ভাল থাকুন

১১| ২৮ শে জুন, ২০১৬ রাত ২:২১

কালনী নদী বলেছেন: wow. . . i tweeted his picture so say him a hi from me :)

beautiful art !!! mashallah.

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
জেরীর জন্য দোয়া করবেন ভাইয়া :)

১২| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার পোলাতো পুরাই আগুনের গোলা! :D
তা-মীম এর ফ্যান হয়ে গেলাম!

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ মন্দকে পুড়াতে যেনো আগুনের গোলা হয়
দোয়া করবেন

১৩| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৫

শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম !!!

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৪| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩

আরণ্যক রাখাল বলেছেন: দারুন।
খুব ট্যালেন্ট ও।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ
মেধা যেনো অক্ষয় থাকে দোয়া করবেন
ধন্যবাদ অনেকঅনেক

১৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৫৪

কালনী নদী বলেছেন: নিশ্চয়ই দোয়া করবো। বোন।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ

১৬| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৫৮

কালনী নদী বলেছেন: জেরী আমাকে দেখলে নিম্চয়ই পছন্দ করতো। জেরী কি তামীমের ডাক নাম? বোন।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইজান দুই ভাই টম জেরির মত যুদ্ধ করে তাই নাম দিয়েছি জেরী
ওর পুরো নাম- মোহাইমিন আল মুতাসিম তা-মীম

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

মাদিহা মৌ বলেছেন: টু তে পড়ে! সত্যিইই!
চমৎকার স্কেচ!
তা-মীমকে আঁকা শিখাতে ভুলবেন না যেন!

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু টু তে

ইনশা আল্লাহ দোয়া করবেন

১৮| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

টাইম টিউনার বলেছেন: নিখুত 3 ডাইমেনশনাল ছবি , জিনিয়াস ।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন তার জন্য

১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩

টাইম টিউনার বলেছেন: অবশ্যই আপু। সে বড় হয়ে মা বাবার সাথে নিজের দেশের নাম উজ্জল করবে । ইনশাআল্লাহ।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.