নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ঈদের রকমারী কাব্য....

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২


১/
ঈদের খুশি কই পালালো
বিষাদ ভরা অন্তর জুড়ে
হন্যে হয়ে খুশি খুঁজি
খুশি পালায় বহুদূরে!

রক্তে ভাসে খুশি আমার
চক্ষু মুদলে রক্তের নদী
ঈদের খুশি বোমের বাজনা
বুকে বাজে নিরবধি!

জঙ্গী খুনি রক্তের খেলা
চলছে দেশে নিত্য দেখি
রক্তের উপর খুশির রঙ্গ
দেখলে লাগে সবি মেকি!

তুমি আমরা কেউ ভালো নই
মনের ভিতর নিত্য যুদ্ধ
চলছে দেশে খুনের খেলা
খুশির পথটি করে রুদ্ধ।

২/
আজকাল সময়টা বড্ড নিরস যাচ্ছে
চোখের স্ক্রীনে ভাসতে থাকে রক্তাক্ত লাশ
এবড়ো থেবড়ো মুখ থুবড়ে পড়ে থাকা লাশ
দূর্বাঘাসে শুয়ে খোলা চোখে নিথর লাশ
উপুড় হয়ে মেঝেতে অযত্নে ঘুমে কাতর লাশ
সিঁড়ির নিচে হা করা নির্জীব বেঘোর ঘুমে লাশ
রক্তের নদীতে হাবুডুবু খাওয়া বিভৎস লাশ
সবুজের মাঝে রক্ত রাঙা গলা কাটা লাশ!
আর কান পেতে শুনি মানবতা হাসছে
উফ কি বিভৎস হাসি, কানের পর্দা ফেটে যায়
পুরো দেশে লাশেদের রাজত্ব যেনো
লাশ লাশ আর লাশ
লাশের ছবি চোখের মণিতে প্রতিচ্ছায়া
ঘুরছে যেনো ঘূর্ণন....
ঈদের খুশি আজ লাশের দখলে!
আর কোপাকুপিবাজদের!

৩/
ঝিরিঝিরি ঝরে যাচ্ছে
সারাবেলা বৃষ্টি
আষাঢ় রাণী করলো এসে
একি অনাসৃষ্টি।

আকাশ কাঁদে নিরিবিলি
কালো মেঘের ভিতর
অলস বেলা সময় কাঁদে
প্রকৃতি আজ নিথর!

মানুষগুলো ঘরে বসে
গুনছে নিরব প্রহর
কাদামাখা দিনে যেনো
বিষন্ন এই শহর।

ঈদের খুশি হবে মাটি
ঝরতে থাকলে বৃষ্টি
ছোট হবে তবে বুঝি
বেড়ানোর এ লিস্টি।

মনের মাঝে এমন ভাবনা
এনো নাকো কভু
যা করেন তা ভালো মোদের
দয়াল অনেক প্রভু।

বৃষ্টি দেখে বেজার মুখে
মেপো না দুখ্ পাল্লাহ্
মনে রেখো কল্যাণ তাতে
যা করেন মোর আল্লাহ্।

রহমতের এই বর্ষন নিয়ে
থাকব মোরা তুষ্টি
শীতল ছায়ায় ঈদের খুশি
আষাঢ় ঝরাক বৃষ্টি।

৪/
গোধুলীয়ার লাল আভাতে
বাঁকা চাঁদের মিষ্টি হাসি
রোজার শেষে চাঁদ আকাশে
আমরা দেখতে ভালবাসি।

বাঁকা চাঁদটি আজকে সন্ধ্যায়
খুশির বার্তা নিয়ে এলো
যেতে যেতে চাঁদটি মোদের
ঈদের খুশি দিয়ে গেলো।

ঈদের খুশি ঈদের হাসি
ঘরে ঘরে খুশির বাজনা
ও শেফালি জুঁই মালতি
লাল পোষাকে তোরা সাজ্না।

৫/
ফিরনি পোলাও সেমাই খেতে
দাওয়াত রইল সবার প্রতি
ওড়ে এসো আমার বাড়ি
হয়ে রঙীন প্রজাপতি।

ছোট্ট ছোট্ট ফুল পরীরা
রঙীন সাজে সাজবে সবে
বাড়ি বাড়ি ভরবে আজি
হাসি খুশির কলরবে।

নতুন জামা নতুন ফিতে
ফুলের মুকুট মাথায় পরে
ছোট্ট মণি আলতা পায়ে
আনন্দেতে মাতবে ঘরে।

৬/
কোলাকুলি ঈদের মাঠে
ধনী গরীব বুক মিলিয়ে
ঠোঁটের কোণে হাসি এনে
যাবে ঈদের সুখ বিলিয়ে।

আতর টুপি পাঞ্জাবিতে
সেজে যাবে ঈদ নমাজে
ঐক্যবদ্ধ হয়ে সবে
শান্তি আনবে এই সমাজে।

ঈদের মাঠে অহম ভুলে
মিলবে সবাই খুশির টানে
ঈদের খুশি লাগুক তবে
ধনী গরীব সবার প্রাণে।।

৭/
মানবতা এলো ফিরে
সবার মনে দানের শিক্ষা
তরুণ যুবা মিলে সবে
নিলো ত্যাগের সফল দীক্ষা।।

টুকাই পেলো নতুন জামা
বাড়ি ফিরল খুশি মনে
নতুন জামা পড়ে টুকাই
লাগবে ঈদ সুখ আহরণে।।

ফুটপাতের ঐ ন্যাংটা শিশু
ঈদের জামা হাতে পেয়ে
খুশির চোটে নাচছে তা-ধীন
যাচ্ছে সুখে সে - গান গেয়ে।

বস্তি বলো রাস্তায় বলো
সবাই পেলো ঈদের জামা
জামা ফিতে চুঁড়ি আলতা
আর পেলো প্যান্ট পাজামা।

তবু কেনো এতো আক্ষেপ
কবিতাতে দু:খের কথা
গরীব বলে তাদের মনে
আর দিয়ো না এমন ব্যথা।

মোদের দেশের সোনার মানুষ
দয়ায় আছে মনটি ভরা
ধনী গরীব মিলেমিশে
হোক সন্ত্রাসমুক্ত দেশ গড়া।
-++++++++++++++++++++
সবাইকে ঈদ মোবারক।
ভাল থাকুন, সুন্দর কাটুক আনন্দে কাটুক ঈদের দিনটি স্বপরিবারে।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: ২ মোটামুটি বাকিগুলো ভালো লাগল। +।

ঈদের অগ্রীম শুভেচ্ছা। !:#P

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদের শুভেচভহা দাদ
অনেক ধন্যবাদ। ভাল থাকুন

২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক দাদা ভাল থাকুন

৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

সভ্য বলেছেন: আপু, এটা আপনার একাউন্ট তো? কেননা কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনার একাউন্ট থেকে লেখা চুরি করে ফেক আইডি দিয়ে পোষ্ট ছাপানো হচ্ছে, তাই ফেইসবুকে ছড়া দেখিনি শুধু ছবিটা দেখেছি বলে জানতে চাইছি, সব ঠিক আছে তো?

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এইটা আমার একাউন্ট

আর ছবিটা পোস্ট করেছি তবে কবিতার সাথে নয়। তার আগেই পোস্ট দিছি। ঈদ মোবারক ভাইয়া

ফেইসবুকে কি নামে আছেন?

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া :)

৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২

আলম দীপ্র বলেছেন: ভালো লেগেছে !
ঈদ মুবারক ! !:#P

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেসবুক একাউন্ট ডিসেবল কেন? ধন্যবা
ঈদ মোবারক

৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩

কালনী নদী বলেছেন: ৪ নং পঙক্তি বেশী সুন্দর হইছে। বোন।

বাঁকা চাঁদটি আজকে সন্ধ্যায়
খুশির বার্তা নিয়ে এলো
যেতে যেতে চাঁদটি মোদের
ঈদের খুশি দিয়ে গেলো।


ঈদ মোবারক। :) :) :)

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক

৭| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

মানসী বলেছেন: সত্যিই খুশির মুহূর্তগুলো কেমন যেন বীভৎস হয়ে গেল এবারে।

তবুও ভালো থাকুন। ঈদ মোবারক।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক

ভাল থাকুন স্বপরিবারে :)

৮| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:০২

কল্লোল পথিক বলেছেন:









ঈদ মোবারক।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক

৯| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:০৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: এতো গুলো এক সাথে দিলেন, কোনটার মন্তব্য করব বুঝছিনা,,,, তই দাওয়াত পায়ছি বুঝছি!!!!

ঈদ মোবারক

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা দিলেই হ
ঈদ মোবারক

ভাল থাক

১০| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা বুজলাম ঈদের ছড়া। বাকী গুলো কি ঈদ বোনাস ;)

ঈদ মোবারক।

ভ্রন্ত পথের পথিকেরা পথ ফিরে পাক..

প্রেম আর সত্য হাত ধরাধরি করে থাকে, ...ওরা সবে ফিরুক প্রেমের পথে :)

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ বোনাস না ঈদ সালামি হা হা

অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৩

কালনী নদী বলেছেন: ঈদ মোবারক ফ্রম আলাদিন। ভইন।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা ধন্যবাদ ভাইয়া আবারো ঈদ মোবারক

১২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

নুর পাগলা বলেছেন: ঈদ মুবারাক!

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ঈদ কেমন কাটল

১৩| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি। ঈদ মোবারক

১৪| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১১

আবুল হায়াত রকি বলেছেন: ঈদ মোবারক, সম্মানীত বোন।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ঈদ মোবারক ভাইয়য়া

ঈদ কেমন কাটছে?

১৫| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ঈদসম্ভার।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ঈদ মোবারক আপনাকেও। ভাল থাকুন

১৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: বৃষ্টি দেখছি আর আপনার রকমারি কাব্য পড়ছি ।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঢাকায় বৃষ্টি হয়নি। ঈদ মোবারক, কেমন কাটল ঈদ

১৭| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

মোহাম্মদ বাসার বলেছেন: দারুণ!

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

ঈদ মোবারক

১৮| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: "তুমি আমরা কেউ ভালো নই
মনের ভিতর নিত্য যুদ্ধ
চলছে দেশে খুনের খেলা
খুশির পথটি করে রুদ্ধ।"

সত্যিই খুশির পথটি হলো রুদ্ধ। ঠিক আমার মনের কথাগুলোই বলেছেন। ঈদতো আসবে, ঈদ এসেছেও কিন্তু অনেক বেদনা আর অনেক অনেক রক্ত আর অনেক অনেক ব্যর্থতা নিয়ে। এ ব্যর্থতা আমাদের মানুষ হতে না পারার।অথচ, আমরা এখনো সেই কাঁদা ছুঁড়া ছুঁড়ি নিয়েই আছি।আজো শুনলাম কিশোরগঞ্জের শোলাকিয়ায় বম্ব ব্লাস্ট হয়েছে এবং হতাহতও হয়েছে। এ কোথায় এসে পড়েছি আমরা? কোথায় এর শেষ?
ভালো থাকুন।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কি যে হচ্ছে দেশে বুঝি না। কাল চারজন মারা গেছে।
বেড়াতে যেতেও ভয় লাগছে :(

ধন্যবাদ আপনাকে। আর ঈদ মোবারক। ভাল থাকুন স্বপরিবারে

১৯| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: কয়েকটি ভালো লাগা পংক্তি/স্তবকঃ
১। তুমি আমরা কেউ ভালো নই
মনের ভিতর নিত্য যুদ্ধ
চলছে দেশে খুনের খেলা
খুশির পথটি করে রুদ্ধ।
২। আকাশ কাঁদে নিরিবিলি
কালো মেঘের ভিতর
অলস বেলা সময় কাঁদে
প্রকৃতি আজ নিথর!
৩। ঈদের মাঠে অহম ভুলে
মিলবে সবাই খুশির টানে
ঈদের খুশি লাগুক তবে
ধনী গরীব সবার প্রাণে।
একসাথে এতগুলো কবিতাগুচ্ছ দিলে ধৈর্যের উপর চাপ পড়ে। ২/৩ টা যথাযথ, ৪টা সর্বোচ্চ।
আপনাকেও পবিত্র ঈদের শুভেচ্ছা- ঈদ মুবারক!

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া । ঈদের জন্য লিখা তো তাই সবগুলো দিয়ে দিলাম একসাথে। আর মোবাইলে থাকার দরুন উত্তর দিতে দেরী আবারো সরি

অনেক ধন্যবাদ । ঈদ মোবারক । কেমন কাটল ঈদ?

২০| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: কেমন কাটল ঈদ? - আমার ঈদ ভালোই কেটেছে, আল হামদুলিল্লাহ! তবে রমজান মাস চলে যাবার পর রোজার জন্য খুব মায়া হয়।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ঠিক । আমি তো আবার ছয়রোজার রাখতেছি আজ থেকে শুরু

তবে রোজার মতো মজা লাগে না।

ধন্যবাদ

২১| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন: জঙ্গী খুনি রক্তের খেলা
চলছে দেশে নিত্য দেখি
রক্তের উপর খুশির রঙ্গ
দেখলে লাগে সবি মেকি

আসলেই সব মেকি

পোস্টের সব কটি কবিতাই ভাল লেগেছে
কবির প্রতি রইল শুভেচ্ছা । ভাল কাটুক
ছয় রোজা ।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খায়ের

অনেক ধন্যবাদ
ভাল থাকুন আপনিও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.