নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মিনি উপন্যাস-৮ (অপেক্ষায় রোদ্দুর)

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬

#তুই_তুই_তুই


ভুলে গেছি ভাবলে কিন্তু তোমার ভুল হবে। খুব ব্যস্ত হয়ে পড়েছি। সাত সমদ্দুর তের নদী পেরিয়ে আমরা দুটি পাখি উড়াল দিতে দিতে এসেছি তোমার নগরীতে। সে নগরী একদা আমারও ছিল। দেখ দেখ আমার ডানা দুটো কতটা অসহায় এখন... উড়তে গিয়েও চুপষে যাচ্ছি, চলতে গেলে খসে পড়ছে নরম পালক।

এতোটা পথ পাড়ি দিতে দিতে ক্লান্ত আমি। কখনো শুভ্র মেঘের ডানায় চড়ে বসেছি কখনো কালো মেঘেরা ঝাপটে ধরেছে ভয়ংকর হাতে। যখন মেঘে মেঘে ভেসে ভেসে আসছিলাম তখন তুমি রোদ্দুর তীক্ষ্ম হয়ে মাথার উপর ঘুরে বেড়াচ্ছিলে। তোমার তীক্ষ্ণ রোদ্দুরের আঁচ এসে আমার মনে লাগছিল, ঘামিয়ে দিচ্ছিলে ক্ষণে ক্ষনে আমায়। অথচ দেখ কারবার আমার সাথের পাখিটি সে খবর জানতেই পারেনি..

রোদ্দুর তুমি আমার আকাশে রঙধনু হয়ে জ্বলে থাক আর আমি তোমার রঙ হতে রঙ চুরি করে আমার মন সাজাই... আর হ্যাঁ আমি যখন অতিথি পাখি হয়ে তোমার মনের দেশে উড়াল দিয়ে আসতেছিলাম তখনো তুমি আমার আকাশের রঙধনু হয়েছিলে। আমি জানতাম তুমি আমাকে পাহারা দিতেই এতটা রঙ নিয়ে আমাকে ছুঁয়ে ছুঁয়েছিলে। উড়াল দেয়ার সকল কষ্ট নিমেষেই ভুলে গিয়েছি তখন। হয়তো তখন যোগাযোগের মাধ্যমই ছিল রঙধনুর সাতটি রঙের খেলার তারে তারে।

আমি বিভোর হয়েছি যখন তোমার রঙ চুয়ে চুয়ে পড়ছিল আমার শুভ্র পালকে। চেয়ে দেখ পালকগুলো তোমার ভালবাসায় গোলাপী রঙে ছেয়ে গেছে।

যখন মিশনের শেষ হুইশেল বাজছিল পৌঁছে যাওয়ার চূড়ান্ত পর্যায়, নির্ভরতায় তুমি তখনো পাশে ছিলে... মুঠোফোনের বার্তায় কূজন সুরে পাঠিয়েছিলাম তোমার মনের কাছে আমার পৌঁছানোর বার্তা। সেটা তুমিও জান, আমিও মানি এই যাত্রায় হবে না দেখা তোমার সাথে।

সাথি পাখিটিকে নিয়ে ঘরে ফেরার যাত্রায় ছিলাম তখন উন্মুখ... তবুও শেষবার তোমায় জানিয়েছিলাম আমার ভালবাসার কথা। ভালবাসি ভালবাসি ভালবাসি বলে দুনিয়া কাঁপানো চিৎকার দিয়ে বলেছিলে ভালবাসি মধু তোকে ভালবাসি।

সেইতো এসেই ব্যস্ততার ট্রেনে চড়ে বসলাম। আমি যতই সময়ের নিকট খানিকটা সময় চেয়ে চেয়ে মাথা লুটাই ঠিক তখনই ব্যস্ততা আমাকে টেনে ধরে রাখে.... ছাই দিয়ে এমনভাবে ব্যস্ততা ধরে রাখে তার থেকে ছুটে যাওয়ার কোনো পথই পাই না খুঁজে। আর যে পাখিটি আমার সাথী হয়ে এসেছে সেই পাখিটি আরেকটি ব্যস্ততার নাম, সে যেখানে উড়াল দিচ্ছে আমাকে শক্ত মুঠোয় ধরে টেনে হিঁচড়ে সেখানেই নিয়ে যাচ্ছে... রোদ্দুর তুমিই বলো আমার আর কি করার আছে। এইবেলা না হয় আমাকে ক্ষমা করে দাও... আমি মেঘ হয়েই ভাসতে থাকি আকাশ থেকে আকাশে। সময় ফুরিয়ে আসছে আমাকে আবার উড়াল দিতে হবে সব প্রিয়দের ছেড়েছুঁড়ে। তুমিই বল রোদ্দুর কতটা কষ্ট এই ছোট বুক জুড়ে। এই কষ্ট শুধু আমার সকালের সোনার রোদ্দুরই অনুভব করতে পারে। যাক, অনেক অযাচিত কথাই বলা হয়ে গেলো.. অপেক্ষায় থাক আমি আসছি.... তোমাকে নরম পালকের স্পর্শ দিতে।
------------------------
-জানি তো মেঘ । তবুও মন মানে না। মন তো চায় তুমি মাঝে মাঝে আমার খবর নাও... উড়ো চিঠি পাঠাও ঘুড়ির সাথে বেঁধে। অপেক্ষার প্রহরের তো হয় না শেষ... আচ্ছা ব্যস্ততা কাটিয়ে উঠো সহসা... অনন্তকাল অপেক্ষায় রোদ্দুর।


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

প্রামানিক বলেছেন: মিনি উপন্যাস খুব আগ্রহ নিয়ে পড়লাম। অনেক উপন্যাস পড়েছি কিন্তু মিনি উপন্যাস এখনও পড়া হয়নি। মিনি উপন্যাসটি এখানেই শেষ না আরো আছে?

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো আছে .... হাহাহাহাহ

২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ততা আমায় দেয়না অবসর ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য ধন্যবাদ

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: কখনো কখনো ব্যস্ততাই শক্তি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ব্যস্ততাই উপভোগ্য হয়ে ওঠে মাঝে মাঝে!! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
কথা সত্য

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ব্যস্ততাই উপভোগ্য হয়ে ওঠে মাঝে মাঝে!! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত মন্তব্য আসলো কিবায়

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ব্যস্ততাই উপভোগ্য হয়ে ওঠে মাঝে মাঝে!! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ব্যস্ততাই উপভোগ্য হয়ে ওঠে মাঝে মাঝে!! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ;)

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল উপন্যাস টুকরো ।
ব্যস্ত, কিন্ত থিউরী বলে যে ব্যাস্ত
তার ব্যস্ত আছি বলার সময়
কোথায় !!!!!!!
শুভেচ্ছা রইল ভাল থাকার ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৯| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

শামছুল ইসলাম বলেছেন: আপনার লেখাটা ভাললেগেছে। তবে মনে হয়েছে, উপন্যাসে ঘটনার চেয়ে কাব্যের উপস্থিতি বেশী।

//-জানি তো মেঘ । তবুও মন মানে না। মন তো চায় তুমি মাঝে মাঝে আমার খবর নাও... উড়ো চিঠি পাঠাও ঘুড়ির সাথে বেঁধে। অপেক্ষার প্রহরের তো হয় না শেষ... আচ্ছা ব্যস্ততা কাটিয়ে উঠো সহসা... অনন্তকাল অপেক্ষায় রোদ্দুর।//

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে আমার দ্বারা এসব লেখা হয় না । কাব্যই হয়ে জীবন কাব্য যেনো

ধন্যবাদ অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.