নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মহররমের দশ তারিখ..

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪



©কাজী ফাতেমা ছবি

দুনিয়াটার সৃষ্টি হলো
দশ মহররমের দিন
কত শত ঘটনা হায়
সুদিন কভু দুর্দিন!

আকাশ হতে বৃষ্টি পড়ে
মহররমের দশে
আদম (আঃ) সৃষ্টি হয়ে
বেড়ান জান্নাত চষে!

আল্লাহ্ তা'আলার প্রথম সৃষ্টি
সেরা করলেন মানুষ
সেই মানুষ'রা ভুলে দয়া
ওড়ায় রঙ্গের ফানুস।

দশ তারিখের মহররমে
নিষিদ্ধ ফল খেয়ে
দুনিয়াতে আসেন আদম
জান্নাত হতে ধেয়ে!

এই দিনেই আদমের হয়
মনের দোয়া কবুল
আমরা মানুষ থাকি হায়রে
সকল ভুলে বেভোল!

নুহ (আঃ) দশ তারিখে পান
তুফান হতে মুক্তি
মহররমের মাসটি বাড়ায়
মনে অঢেল ভক্তি!

সুলায়মান (আঃ) পান বাদশাহী হায়
আল্লাহ্ তা'আলার দান
আয়ূব (আঃ) এই দিনেই শুনি
রোগ ভোগের মুক্তি পান!

আগুন হতে পেলেন নাযাত
ইব্রাহিম নবী মোদের
শিকার ছিলেন অমুসলিম সেই
নমরুদের ই ক্রোধের!

আল্লা'র সাথে সরাসরি
মহররম দশের ছায়
মুসা নবী কথা বলেন
তুর পাহাড়ের চুড়ায়!

ফেরাউন যে ডুবে মরে
মহররমের দশেই
যতই ছিলো বাহাদুরি
শেষে আল্লা'র বশেই।

ঈসা নবীরে আসমানেতে
উঠায়ে নেন দশে
এই দিনেই হায় এজিদ জল্লাদ
হুসেনের বুকে বসে!

হত্যা করে মাথা কেটে
আহা কি করুণ দিন
আমরা কেনো ভুলেই সকল
বাজাইরে সুখের বীণ!

কেয়ামতও ঘটবে শুনি
দশের মহররমে
ভুলোমনা আমরা বড্ড
মরে যাই শরমে।

কত শত ঘটনাতে
মহররমের এ মাস
চলো মুসলিম চলো করি
হৃদে বন্দেগি চাষ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


দরকারী কিছু নিয়ে ভাবুন!

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটার চেয়ে দরকারী আরো কিছু আছে নাকি হাহাহাহাহ

আচ্ছা আপনার মনের ভিতরটা দেখতে ইচ্ছে করতাছে- এত নেগেটিভ মন কেনো আপনার। যদিও সবাই আপনার মন্তব্য বিনোদন হিসাবেই নেয়। আমিও নেই-মন্তব্য পরে নির্ভেজাল হাসি হাসা যায়। হাহাহাহাহাহা এই মুহুর্তে আমার খুব হাসি পাচ্ছে।

দরকারী বলতে কেমন দরকারী একটু কয়ে দেন না। তাই চেষ্টা করবো হাহাহাহাহাহাহহ

২| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১০

ডঃ এম এ আলী বলেছেন: কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন

মহরমের ১০ তারিখে কাঁদে রাসুল রাব্বানা
.....................................................
ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা ।


মহররম অনেক ঘটনাবহুল মাস
এর একদিকে রয়েছে করুন ইতিহাস
আর দিকে আছে ভবিষ্যত দিক
নির্দেশিনা ।
ঘটনাগুলি কবিতায় তুলে অানার জন্য
কবি কাজী ফাতেমাকে ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মহরমের ১০ তারিখে কাঁদে রাসুল রাব্বানা
.....................................................
ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা ।
আমরা কেহই চাইনা এমন

ধন্যবাদ আপনাকে ভাইয়া
কেমন আছেন
আমি আছি এইতো

৩| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

অবনি মণি বলেছেন: কিছু জিনিস জানা হলো।ধন্যবাদ!

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি । ভাল থাকবেন অনেক শুভেচ্ছা

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

ভাল থাকুন সর্বদা

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪২

রক্তিম দিগন্ত বলেছেন:
রাবেয়া আপুর পোস্টে তথ্যগুলো পড়লাম। আপনার ছড়ায় ছড়ায় পড়তে আরো ভাল লাগলো।

আমি প্রিয়তে নিলাম। এটা শুধুই ছড়া না, ইনফরমেটিভও - ছোট বোনগুলো জানতে পারবে এখান থেকে।

+

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রক্তিম ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা

এই হোক মহরেমর প্রেরণা :)

++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মহরমের ১০ তারিখে কাঁদে রাসুল রাব্বানা
.....................................................
ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা ।
এ আমিও চাই না

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট!:)

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: মহররমের মাসটি বাড়ায়
মনে অঢেল ভক্তি!
-- সবার মনে এ পবিত্র মাসটি সম্পর্কে ভক্তির সৃষ্টি হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.