নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার পাখি গো...........

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯



এমন করে তাকিয়ে থাকো-লজ্জা বুঝি লাগে না!
তোমার সাথে প্রেমে মজতে-ইচ্ছে বুঝি জাগে না!
তোমার চোখে তাকিয়ে চোখ-কেমন দেখো মুগ্ধতা
এই চোখে আছে কেবল -ভালবাসার শুদ্ধতা।
যাওনা বাপু তাকিয়ো না-লজ্জায় যাবো মরে গো
তুলবে কবে বউ বানিয়ে-তোমার বুকের ঘরে গো,
চুলের ঘ্রাণে হবে মাতাল-অন্ধকারের নিশা যে
চাইছি আমি ভালবেসে-হারাও তুমি দিশা যে।
লাজে রাঙা চোখে তুমি-ভালবাসার ঝড় উঠাও
হেমন্তের এই উষ্ণ বেলায়-আমার তরে মন লুটাও!
মনের মাঝে ওড়ে বসো-তুমি আমার পাখি গো
মন কাঁপিয়ে দিয়ো নাকো-কভু আমায় ফাঁকি গো।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০

পুলহ বলেছেন: আপু আপনার কবিতা পড়ে মৈমনসিংহ গীতিকার কয়েকটা লাইন মনে পড়লো-
"লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাইরে তোর
গলায় কলসি বাইন্দা জলে ডুব্যা মর।।

কোথা পাবো কলসি কন্যা কোথা পাবো দড়ি
তুমি হও গহীন গাঙ্গ আমি ডুব্যা মরি...." (সম্ভবত মহুয়া পালা)

"মন কাঁপিয়ে দিয়ো নাক-কভু আমায় ফাঁকি গো..." নাক-< নাকো হওয়ার কথা না ?
অন্যরকম একটা কবিতা পড়লাম। শুভকামনা আপু !

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য

ঠিক করে দিবনে। ভাইয়া ভাল থাকুন

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪২

অতঃপর হৃদয় বলেছেন: কবিতার জন্য এত্তত্তত্তত্ত গুলা ভালোবাসা +++++++++++
অনেক চমৎকার হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কিন্তু প্লাস তো পরে নাই হাহাহাহা

৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি ভাল লেগেছে ।হাসিটাও সুন্দর । এ হাসি কোথায় গিয়ে লাগবে কে জানে ?
শুভেচ্ছা রইল ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । হাহাহাহ হাসি গিয়ে দিলে লাগবে

৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল। প্রথম কমেন্ট দাতা হিসেবে চা/কফি কিছুত পেতে পারি?

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই চা কফি হবে

৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



কবিতার থেকে ভিডিওটা পছন্দ হয়েছে বেশী

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা ভাল লাগলেই হইলো হাহাহা
ধন্যবাদ

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন কইরা হাইসনা কন্যা
দিলে লাগে ডর
হাসির ফাসি পড়ে বুঝি
আমার কবর! ;)

আহা সেকি মধুর হাসি
আরজনমে পেলে তোমায় মরতে রাজি আছি ;)

হা হা হা হা

আপনার যাদুর হাসি .. থুরি ছবির যাদুর হাসি.. থুরি ফুটুকের যাদুর হাসি আহা কি
দিওয়ানা বানাইল ;)
কাঁচা হাতের পাকা ছন্দ লেখাইয়া ছাড়ল =p~ =p~ =p~ =p~ =p~

দুইটা সুন্দর (কবিতা আর এনেমেটেড ফুটুক) পাশাপাশি থাকেল বাছতে কষ্ট হয়! ;)

++++++++++++

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য জবাব দিতে দেরী হলো সরি ভাইয়া

ধন্যবাদ

৭| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৩

রাতুল_শাহ বলেছেন: ‌উপুর্যক্ত কন্যাটি কে?

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হলিউডের নায়িক্কা মনে হচ্ছে হাহাহা

ধন্যবাদ

৮| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
এইরাম ছবি দেওয়া কিন্তু ঠিক না।

হুদাহুদি আকর্ষিত হইয়া আক্ষেপ করা লাগে।

কবিতায় তো পুরাই....
থাকুক - কিছু কইয়া হিউমিলিয়েট না হই।

পিলাস।

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ াআচ্ছা আরো বেশী বেশী দিমু কিন্তু

ধন্যবাদ ভাইয়া । কইতে হইবো না বুজি সবই বুঝি

৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে!:)


তবে সুন্দর রমনির হাসি দিয়ে এভাবে পুরুষ ব্লগারদের............:) :) :)

কবিতায় লাইক!:)

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ আহারে ভাইয়া রে হাসি দেখেই কাইত হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া

১০| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো ।

++++

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভাল থাকুন

১১| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৬

মেহেদী রবিন বলেছেন: ভ্যাম্পায়ার ডায়েরিজ আমি দেখেছি কয়েক সিজন। এখন আর হয় না দেখা। এই নিনা মেয়েটার এক্সপ্রেশনের উপর ক্রাশ খেয়েছিলাম ৪ বছর আগে। আজ আবার মনে পড়লো। কবিতাও ভালো লেগেছে

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সুন্দর
অনেক ধন্যবাদ ভাল থাকুন

১২| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপানে ভাল থাকুন

১৩| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১:০৬

ছদ্মবেশী ভূত বলেছেন: ভালো কবিতা- ভালোবাসার পাখি । আমার কাছে কিন্তু Gif টা বেশী ভালো লেগেছে।

০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.