নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আশ্বিনের একটি বিষন্ন দুপুরে (জীবন গদ্য)..

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

©কাজী ফাতেমা ছবি

সবুজ মাঠ জুড়ে রোদ্দুর খেলে যাচ্ছে। আশ্বিনের এই মধ্যাহ্নে উদাস কে ই বা না হয়। বারান্দায় দাঁড়িয়ে উদাস দৃষ্টি রোদ্দুরের খেলা দেখে যাই... সুন সান নিরবতা... কেউ কোথাও নেই, কাকের সভাও নিরব। কেমন বিষন্নতা চারিদিকে।নেই সুরাসুর-নেই প্রাণ চঞ্চলতা কোথাও। ছুটির দিনগুলো তবে এমন কেনো। কেনো এত উদাসীনতা প্রকৃতি জুড়ে।রোদ্দুর ঝরে পড়ে একাকি গাছের পাতায় পাতায়। ঝিরিঝিরি হাওয়ায় দুলছে পাতারা সাথে আমার মনও।

শহুরে জীবন বুঝি এমনই-মাঠ আছে গরু নেই-রাখাল নেই-আচ্ছা সেই দিনগুলো হারালো কেনো। উদাস দুপুরে দূর থেকে ভেসে আসতো মিষ্টি সুরের বাঁশির সুর। রাখাল’রা বাজাতো বাঁশি... হৃদয়ের অথৈ হতে সুর তুলে আহা-শুনলেই মন প্রাণ ভরে যেতো আবেগে। আমার এখনো মনে আছে স্মৃতির পাতা থেকে উঠিয়ে নিয়ে আসি-তোমরা শুনবে- শুনো-বাঁশির সুর শুনে একদা আমারও বাঁশি বাজাতে ইচ্ছে হতো। মেলা থেকে কে আমায় বাঁশি কিনে দিবে-মুলি বাঁশ কেটে নিজেই লোহা আগুনে গরম করে ছিদ্র করে বাঁশি বানিয়েছিলাম। এক দুই নয় রোজ রোজই বাঁশি বানাতাম-তবে আমি তাতে সুর দিতে পারিনি। ফেঁ ফুঁ ছাড়া আর কিছুই হয়নি-হয়তো তখন সুর আমায় ছেড়ে পালিয়েছিল। আমি সেদিন মধ্যাহ্নেও বিষন্নতায় ডুবেছিলাম। মনের সুর কেটে সেদিনও বেসুরো সুরের উদাস দুপুর আমাকে স্তব্ধ করে দিয়েছিল অকারণেও।আজও রোদ্দুরের খেলা দেখি আনমনে দাঁড়িয়ে।ফাঁকা রোদ্দুর জ্বলা মাঠের মতই যেনো বুকটা খাঁ খাঁ প্রেমহীন বিরানভুমি। সাইমুম ঝড় কখন এসে আমায় উড়িয়ে নিয়ে যাবে যেনো ।ফেরিওয়ালার হাঁক শুনে আচম্বিতে ধ্যান ভেঙ্গে যায়।

রোদ্দুর’রা মেঘের ছায়ায় লুকিয়েছে.....মাঠজুড়ে মেঘের ছায়া-আহা আরো কত বিষন্নতা ঝরে পড়ছে চারিদিক। ঝরা বকুল ফুলগুলো হয়তো শুকিয়ে ইট সুড়কির বিছানায় তাদের সলিল সমাধি হয়ে গেছে।সবুজ হরিতকিগুলো চুপসে গিয়ে ধূলায় লুটিয়ে পড়েছিল সেই সকালে। এতক্ষণে শুকিয়ে কাষ্টরূপে শুয়ে আছে বিষন্নতার চাদরে।সবুজ গাছপালাগুলো থিরথির কাঁপছে কখনো রোদ্দুর তাপে কখনো মেঘরঙ হাওয়ায়।আচ্ছা পৃথিবীটা এত মায়াময় কেনো? উফ-বিষন্নতা,নিরবতা, উদাস তবুও এত ভাললাগা ছড়িয়ে আছে আনাচে কানাচে। চোখ রাখলেই মুগ্ধতায় খুন হই। বিষন্ন মন আনমনে মুগ্ধতায় পরিপূণ।

ভাল লাগে আমার সব ভাল লাগে। ভালবাসি হুম বিষন্নতাকেও ভালবাসি-নিরবতা-সুরাসুর-উচ্ছ্বাস-উল্লাস- কাকেদের কাকা সুরও ভালবাসি...একটু পরেই ভেসে আসবে আযানের মিষ্টি মধুর ধ্বনি, সেই ধ্বনি মনে অনুরণনের বেজে উঠে স্রষ্টার রূপের মহিমায় মন নত হয় মুহুর্তেই।বেলা পড়ে এলো-এই-রে-এখনো দুপুরের খাওয়া সারা হয়নি। খেতে হবে আমায়-তৃপ্তি করে মুগ্ধতায় খাবো স্রষ্টার দেয়া রিযিকদানা-ছুটির দিনের দুপুর-আহ্ বিছানায় গা এলিয়ে বালিশের স্তুপে মগজ ঢুকিয়ে দিলেই ঘুম’রা আসবে স্বপ্নরূপে। আমি আবারো মুগ্ধ হবো-আবারো আযানের ধ্বনিতে জেগে উঠবো ওযুমে মগ্ন হয়ে স্রষ্টার প্রাথনায় রত হবো-বিকেল আমায় দিবে আবারো একরাশ ছায়ামাখা মিষ্টি মুগ্ধতা।

হুম, ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। ভালবাসার সুর শুনতে হয় গভীর মগ্নতায়। ভালবাসতে হয় হুম সৃষ্টির সবকিছুকেই ভালবাসতে হয়।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। চমৎকার মেসেজ, চমৎকার পোস্ট।
সামুতে আপনার ভ্রমন আনন্দময় হোক ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ....। সুন্দর মন্তব্যে লেখায় অনুপ্রেরণা যোগায়
ভাল থাকুন পাশেই থাকুন

২| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ে ভালোলেগেছে। এক কথায় চমৎকার। ভালো লাগার পরিমাপ করতে পারছিনা।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৩| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। ভালবাসার সুর শুনতে হয় গভীর মগ্নতায়। ভালবাসতে হয় হুম সৃষ্টির সবকিছুকেই ভালবাসতে হয়।
চমৎকার, খুব ভাল লাগল আপু। আপনার জন্যও রইল একগুচ্ছ ভালবাসা।

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা রাশি রাশি

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

নিরব জ্ঞানী বলেছেন: আগেতো শুধু আপনার ছবি পোস্ট আর আমার ছবি পোস্টের সময় মিলে যেত। এখন তো দেখি ব্লগের বিষয়বস্তুও মেলা শুরু করেছে। আজব তো!

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহহা তাই নাকি-তাহলে জোরে একটা চিমটি । দারুন তো আসতেছি আপনার পোস্টে ।

অনেক ধন্যবাদ নিরব ভাইয়া ভাল থাকুন :)

৫| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

আনু মোল্লাহ বলেছেন: লেখনি সুন্দর :)

০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আনু ভাইয়া :) শুভেচ্ছা রইল অনেক

৬| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন: হুম, ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। ভালবাসার সুর শুনতে হয় গভীর মগ্নতায়। ভালবাসতে হয় হুম সৃষ্টির সবকিছুকেই ভালবাসতে হয়।

ভাল লাগল লিখাটি সাথে ছবিও ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া কেমন আছেন?

অনেক শুভেচ্ছা রইল

৭| ০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ভালবাসা বোঝার চেষ্টা অব্যাহত আছে =p~

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অব্যহতাই থাক তবে

ধন্যবাদ ভাইয়া :)

৮| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: হুম....++++++++

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি অনেক ধন্যবাদ আর ভালবাসা

৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি সহজভাবেই না কতকিছু বললে আপু। সহজবোধ্যতা অনেক বড় গুণ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনটাকে সহক করে নিতে পারলেই জীবন সুন্দর আমরা তো তা পারি না আফসোস :)

১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি সহজভাবেই না কতকিছু বললে আপু। সহজবোধ্যতা অনেক বড় গুণ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তুমি তো ভাইয়া আরো সুন্দর লিখো । মন ভরে যায়

১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি সহজভাবেই না কতকিছু বললে আপু। সহজবোধ্যতা অনেক বড় গুণ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য তিনটা তিনটারই জবাব দিমো আমার ভাইয়া বলে কথা হাহাহা :)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:০৫

সায়েদা সোহেলী বলেছেন: হুম, ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। ভালবাসার সুর শুনতে হয় গভীর মগ্নতায়। ভালবাসতে হয় হুম সৃষ্টির সবকিছুকেই ভালবাসতে হয়।[/sb

হুম ভালোবাসি আমি তোমাকেও :)

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি আমিও ভালবাসি তোমাকে এবঙ সবাইকে
আল্লাহর সৃষ্টি সবকিছুকে :)

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লেগেছে!

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কোথাও কেউ নেই!

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে-শুধু খুজে নিতে হয় যে
ধন্যবাদ ভাইয়া :)

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল । ভাল থাকবেন আপু

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনিও ভাল থাকবেন
শুভৈচ্ছা রইল অনেক অকে

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো লেগেছে। +++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ আপি অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইল :)

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

জুন বলেছেন: কাজী ফাতেমা আপনার লেখায় আশ্বিনের এই উদাস বাতাস আমাকেও ছুয়ে গেল হাল্কা হাতে।
খুব ভালোলাগলো লেখাটি।
+

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা তবে স্বার্থক অনেক ধন্যবাদ জুনাপি। ভাল থাকুন -শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক :)

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

এস এম ওবায়দুল্লাহ তানযিম বলেছেন: পোষ্ট পড়ে ভালোলেগেছে

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন -শুভেচ্ছা রইল অনেক অনেক :)

২০| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: ভালবাসতে জানতে হয়, সহজ ভাবে জানতে গিয়ে, দুর্বোধ্যতার গোলোক ধাঁধায় পড়ে আছি।

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রানার ভাই।
জীবন তো এমনি ... এর থেকে উত্তরণ হোক আপনার :)

২১| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




এবারে আর ছবিতে কথা কওয়া নয় , লেখাতে অনেকটা বিষন্নতার ছবি এঁকে গেলেন ।
আবার এই মেঘ এই রোদ্দুরের মতোই সেই বিষন্ন মনে মুগ্ধতার আবেশ ও দেখলুম !

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
সুন্দর মন্তব্য লেখার প্রেরণা যুগায়।

২২| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা। পড়ে একটা স্নিগ্ধ অনুভুতি হলো।

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা অফুরাণ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.