নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কি করি আজ ভেবে না পাই ভাইয়ার গোমর ফাঁস.......

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

১/
ইজি কাজে বিজি আছে
মিয়া তুমি জেসন
সবার চিপায় পড়ে এলা
ধরছো নতুন ফ্যাশন।

উত্তর দিয়ো ত্বরা করে
লুকিয়ো নাকো মুখ
তুলোধুনো দেখে বাচা
আহা আহা কি সুখ!

শায়মা আপি লিটন ভায়া
ছাইয়ে মাখা হাতে
কলার চেপে ধরেছে আজ
পাঙ্গা তাদের সাথে?

কি যে করো ভেবে না পাও
পথ হারিয়ে পাগল
হাজার পাত্রী নিয়ে হাজির
খুলো মনের আগল।

বিয়ে তোমার এবার হবে
দাওয়াত খামু মৌজে
অই যে দেখো বসে আছে
চোখ কানি এক বউ যে ;)

শায়মা আপি এঁকে দিছে
তোমার বউয়ের ছবি
এতো সুন্দর বউকে দেখে
হতে পারো কবি।

পালিয়েছো তাই কি ডরে
ব্লগে ঢুকো না কো
মারছে সবাই- শুনছি তুমি
হাসপাতালই থাকো?

জাউভাত খেয়ে নাকি
কাটে দিবারাতি
হায়রে ভাইয়া কেমন আছো
জানতে চায় যে জাতি?

রিপ্লাই দিয়ো নইলে কিন্তু
বউ পাঠাবো খামে
কানি বউটা পেয়ে তোমার
দেহ ভিজবে ঘামে ;)

লিটন ভাইয়া ভৃগু ভাইয়া
এদিক আসেন দেখি
জেসন মিয়া ভান ধরেছে
সেজে আছে মেকি।

সবার পিছন লেগে লেগে
নিজেই গেছে ফেঁসে
ধীরে ধীরে লুকোচুরি
পিছন গেলো কেশে।

শায়মা আপির কাছে শুনছি
কেমন ছিলে তুমি
এমন কথা শুনলে বাচা
মুখে আসে বমি।

ইভটিজিং করেছিলে হায়
থার্টিন থেকেই শুরু
ওরে বাবা তুমি দেখি
প্রেম পিরিতির গুরু।

নানী চাচী খালা শালি
সবার প্রেমে মজে
এখনো সেই অভ্যাসে হায়
আছো প্রেমির খুঁজে।

মজনু ফরহাদ আর কতকাল
বিয়ের বয়স গেলো
তাই বুঝি তাই এই বয়সে
মাথা এলোমেলো।

সোজা পথে এসো বাঁচা
বিয়ে করার পালা
বুঝবে এবার কেমন লাগে
পিছে লাগার জ্বালা ;)

২।
শায়মা আপি একখান কথা
শুনো এদিক দেখি
জেসন মিয়ার বাড় বেড়েছে
আবোল তাবোল সেকি!!

বিয়ার বয়স যাচ্ছে চলে
কারোর নাইকো খবর
কয়দিন আর সে- থাকে বলো
করে থেকে সবর!

সবার পিছন লেগেছে তাই
বুঝতে পারছো নাকি?
পারছি শুধু বুঝতে আমি
বুঝার নাইকো বাকি!

একবার লিটন একবার ভৃগু
তোমার পিছন লাগে
বিয়ের কথা ভেবে ভেবে
চুল ছিঁড়ে তার রাগে।

নিজের বিয়ের কইতে কথা
লজ্জায় যে যায় মরে
কেমন করে পাগলা জেসন
বউ তুলবে সে ঘরে।

চিন্তায় মাথা টাক্কু হলো
চোখের নিচে কালি
মেজাজটা তার রুক্ষ বড্ড
সবারে দেয় গালি।

হাসি খুশি সেই ছেলেটা
নামটা যে তার জেসন
হর হামেশা করত শুধু
নানা রকম ফ্যাশন!

ফ্যাশন করে লাভ কি হলো
যৌবন ঘূণে খেলো
ললনাদের পিছু ঘুরে
প্রেম কই আর সে পেলো!

আহা দুঃখ মনের মাঝে
কান্দে জারে জারে
বিয়ে বিয়ে করে পাগল
শত প্রলাপ ছাড়ে!

ও আপু গো শুনো কথা
কত পরী আঁকলে
একটা পরী দাওনা দিয়ে
তোমার কাছে থাকলে!

লিটন ভাইয়া মাশকুর ভাইয়া
করেন কেনো এমন
বউ এক দেন না খুঁজে
পেত্নি যেমন তেমন!

খুঁজলে খুঁজেন হালি দুয়েক
আরো আছে বর যে
গেমু মায়া রাতুল মানব
কেউ সইছে না তর যে।

বিয়ে খাবো বরের সাথে
হবো আবার যাত্রী
দেরী করো না শায়মা পি
খুঁজো কয়েক পাত্রী!

তুমি আপু একা তো নও
সাথে আছি আমরা
বিয়ে টা না করলে তাগো
ছিঁড়ে ফেলবো চামড়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: B-) B-)

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্ন নিয়ে ফেরিওয়ালা
ফেরি কোথায় করেন
ঘুমে নাকি জাগরণে
স্বপ্নের খাঁচা ধরেন?

স্বপ্ন কিনবো আইসেন তবে
আমাদের এই বাড়ি
বিনামূল্যে দিবেন স্বপ্ন?
না কিছু মূল্য ছাড়ি?

ধন্যবাদ স্বপ্ন

২| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে এ যে দেখি
ধুন্ধুমার কান্ড
সামুলিকসে চলছে কত
কাহিনী ফাস কান্ড!!! :)

দারুন ছড়ায়
জমেছে লড়াই
বসলাম গ্যালারিতে
হাতে নিয়ে পপাই ;)


২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্যালারিতে বসলে হপে না
লিখতে হবে ছড়া
গল্প আড্ডা হোক না তবে
লিখেন দেখি ত্বরা।

৩| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: নিজের বিয়ের কইতে কথা
লজ্জায় যে যায় মরে
কেমন করে পাগলা জেসন
বউ তুলবে সে ঘরে।


=p~ =p~ =p~
বড় বুবু যাচ্ছে দেশে
সাজবে জেসন বর বেশে।

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসেন বুবু তাড়াতাড়ি
বিয়ের দাওয়াত রইল
কি কি আনবে উপহারে
আগেই কিন্তু বইলো।

কি করি আজ ভেবে না পাই
লুকিয়ে আছে কোথাও
ভয়ের চোটে লুকিয়েছে
ব্লগ বাড়ি তন উধাও।

খুঁজতে তারে হারিকেনে
সলতে জ্বালাই তেলে
জীবনটি কাটবে বুবু
নাকি এলেবেলে :(

৪| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



কথায় কথায় ছন্দ ছাড়ে
এমনতো আর দেখি না্ইরে
এবার দেখি খা্‌ইছে আমার
কি করি আজ ভেবে পাই নারে ।

আবার দেখি ভৃগু সায়মা
কাউকে না ছাড়ে
মাঝে মাঝে দেখব এসে
কি ভাব হেথায় ধরে ।

২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাবা আলী ভাইয়া
কি সুন্দর ছন্দ
ছড়ার খাতায় নাম লিখালেন
আর নাইকো দ্বন্দ্ব।

দারুন হয়েছে আলী ভাইয়া ধন্যবাদ অনেক অনেক

৫| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: বেশ বেশ মজার মজার..........আমরা দর্শক আর শ্রোতা।।।

২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রোতা হলে চলবে নাকি
হবে কিছু বলতে
কাব্য কিংবা ছড়ার পথে
পারেন তবে চলতে।


৬| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুন ছন্দ

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ;)

৭| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
ইহাও কি তবে....



সুমন কর বলেছেনঃ আমরা দর্শক আর শ্রোতা!

আমিও তাই!
তাড়াতাড়ি কেটে যাই,
ছড়াকার আপুর নুপেল চাই,
জানি নে কেডা কে জেসন ভাই!
আমি কিন্তু বাপু এসবের মধ্যে নাই,
চোখে কানে তালা দিয়ে চুপটি করে ঘুমাই,
শুধুশুধু প্যানপ্যানানি বকবক, ওকে টাটা বাইবাই!

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জেসন ই হলো কি করি আজ ভেবে না পাই

ধন্যবাদ

৮| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
হাতে হ্যান্ডকাপ মোটা রশি
লাগিয়ে তার মাজাতে
দুই পুলিশে ধরে তাকে
নিয়ে যাচ্ছে হাজতে।

জিজ্ঞাসিলাম পুলিশ ভায়া
কান্ড খানা কি?
পুলিশ কয় সে ইভটিজার
আজ তারে খাইছি!

গলির মোড়ে দাঁড়িয়ে
দিয়ে উচ্চস্বরে শিশ
ওড়না টেনে ফুলিরে কয়,
’প্রেম দাও নয় বিষ’।

অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম
হয়ে আমি জামিনদার।
পুলিশ আমার দাদারে চিনে,
জানে আমি ইমানদার।

এত মেয়ের পিছে ছুট,
তুমি কি ভাই বনমালী?
তোমার জন্য শায়মা ছবি
করে যাচ্ছে ঘটকালী।

মেয়েটা নাকি দেখতে দারুন
গাত্র বর্ণ কেশ বরন
ঘাড়টা একটু ত্যাড়া
গা থেকে বেরোয় শুঁটকির ঘ্রান
শুঁকে তোমার জুড়াবে প্রাণ
দাঁতগুলি ক্যারা ব্যারা।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খিত সময় মতো উত্তর দিতে পারি নি
ধন্যবাদ ভাইয়া

৯| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: মাথা নষ্ট ম্যান

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ না না মাথা নষ্ট করতে চাইনে ভাই

ধন্যবাদ সাথে থাকার জন্য

১০| ২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় ব্লগ বাড়িতে চলছে একি
ঘুরতে এসে উকি দিয়ে দেখি
হলুদ শাড়ি পড়ে আছে সবি
বিয়ের হলুদে স্বাজছে সকল কবি
দরছে বায়না বিয়ে খেতে আয়না
হবে বিয়ে ব্লগার ভাইটার এত দেরী যে সয়না।
যে যার কাছে আছে তাই
বেয়েতে দিতে হবে উপহার ভাই
কথার মালা নয়কো , নয়কো গল্পের জুলি
দিতে চাওতো দাও সোনার মাধুলি।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেক ধন্যবাদ ভাইয়া
সুন্দর লেখা রেখে গেছেন আমাদের জন্য

১১| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০

মনির হোসেন মমি বলেছেন: ছন্দের দন্দে
ছবি আপু লিখে
আমি অবাক সে
এত্তো বড়ো ছন্দ
কি করে পারে B-)

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
সরি ফর লেইট আনসার

১২| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চারিদিকে একি সব
মিছে কথা কি ভীষন!
ঘরের লোক সকলে
হয়ে গেছে বিভীষন!!

শায়মাপুনিটা যত
নষ্টেরই গোড়া;
চুলকে চুলকে করে
ঘা'রে বিষফোঁড়া।

লিটনদা ছবিপুনি
তারে মানে পীর;
যা কবে সে,জ্বী হুজুর
নত করি শির।

মান জ্ঞান সব গেলো
দেখে লাগে লজ্জা;
ব্লগিংয়ের খেতা পুড়ি
খেলবোনা ধূৎ যা।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা শায়মাপুর পিছনে লাগ কা তুমি

১৩| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @সুমন করঃ

দেখছ যে বদগুলি
লাগে মোর পিছু;
কেমন সখা হে তুমি
বললেনা কিছু!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুমন দা আমার ভাই
আমার পক্ষেই থাকবো হাহাহাহ

১৪| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোবা তোবা একি শুনি
ইয়াত্ত বড় মিছা!!!!
থাকমুনা দেশে পেলে
দুবাইয়ের ভিসা।

ঘটনা উল্টো কয়ে
দিলে সেকি পাল্টি!!
কুমির এনেছি ডেকে
নিজে কেটে খালটি।

পুলিশ হারামীগুলো
কিতনা থা কামিনে;
ঘুষ নিলো দুই লাখ
লিটনের জামিনে।

অর্ধেক জুগিয়েছি
জমি রেখে বন্ধক;
জুড়ি বাকি কোনমতে
ভেঙ্গে মা'র সিন্দুক।

কিস্তি না দিতে পেরে
জমি মোর যায় যায়;
গয়না টাকার শোকে
ঘরে মোর হায় হায়।

সেই তুমি আজ মোরে
দিলে এই প্রতিদান!!!!!!
এই দেখা বাকী ছিলো
বুক ভেঙ্গে খানখান।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিছা নয় সব সত্যি

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: বা: সুন্দর কবিতার আসর
যে যার মত লিখে যাচ্ছে কবিতা
আমিও তাই রেখে গেলাম
কবিতার মত দেখতে একটা ।

কবিতা ভুলতে ভুলতে
দেখলাম কবিতাই নাই
কবিতার বিরহ বেদনা
কবিতারা ভুল বুঝেনা
আমার লিখা কবিতায়
নেই কোন বন্দনা
তাই কবিতার কলি ফোটেনা
কবিতার ছন্দময়ী পাশে নাই
থাকে শুধু প্রত্যাশায়
কবিতার ভালবাসা এমনই
প্রিয় মুখ গুলি হারিয়েই যায়
এটাই কবিতার ভালোবাসা
শুধু মেঘ রোদ্দোরের খেলা
কঠিনের স্পর্শেই যেন
ছন্দের পথ চেয়ে চলা
অপূর্ণতা
কবিতারা শুধু কাঁদে
ছন্দ হারায় পথ
ছন্দময়ী কেন এমন হল
মনে হয় ভুলেই গেছে
মল্লিকাদের নাম
সে পথ সহজে
আর মারায়না
ব্যস্ততা দেখায়
শুধু সেখানটায়
তাই বলা যায়
ফিরে আস তথায়
কবিতায় না
পেলেও অন্য
কোথাও
কি করি আজ
ভেবে না পাই
কবিতার মতই ।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার হইছে আলী ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

জে.এস. সাব্বির বলেছেন: আরে আরে হলো টাকি
গেল নাকি ভেঙে
জমজমাট ছন্দপাড়া
গেল নাকি থেমে ।

খুজে খুজে হয়রান
কোথায় 'কি করি' ভাই
চারিদিকে ফাঁকা ফাঁকা
তাহার দেখা নাই ।

খুজে খুজে ঘটা করে
তার দেখা পাইলাম
মহামানব জেসনই সে
আজ তবে জানলাম ।

কিন্তু এথা হচ্ছে টাকি
তার নামে বদনাম!
জানেন সবে.. কে ইনি?
ছিঃ ছিঃ মুখে চুনকাম!

দুস্থ'কে সে না খাইয়ে
নেয় না মুখে ভাত
পরের দুঃখে জীবনটাকে
করছেন কুপোকাত ।

কদিন আগে মোর কাছে
এসে তিনি কন
বড় কি এক বিপদ নাকি
হইছে আগুয়ান ।

বললাম আমি- খবর কিহে ,
ভাঙিয়া সব বলুন ।
বললে তিনি- লিটন বড়
বিপদে; তারাতারি চলুন ।

বলি আমি- হইছে টাকি
ভাঙিয়ে কহেন দেখি ।
সব কিছুরই মূলে নাকি
শেখ বাড়ির রাঙা টিয়া পাখি!

বলি আমি- সেকি কথা
পাখি করলো সেকি কাজ?
উত্তর দিতে জেসন ভাইয়ের
করিতেছিল লাজ ।

আমি বলি- রাখেন মিঙা
কহেন সব ভাঙিয়া
ঝাড়ি খেয়ে বলল যা সে-
লিটুরে গেছে পুলিশে নিয়া ।

বুঝতে আমার আর কি বাকি-
ইফটিজিং কেস
দুই লাখের কমে নাকি
মামলা হবে না ডিসমেস ।

তাই তিনি মোর কাছে
আসছেন দলিল লইয়া
দুই লাখ টাকা দিলাম
আনলো লিটুরে ছাড়াইয়া ।

এত মহত্‍ ত্যাগ যার
তারে করেন দোষারোপ!
মাফি মাঙো- হে খোদা
সবে বুদ্ধি করো আরোপ ।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছিল
আফসোস সময়ের কারণে ব্লগ জমাইতে পারি না :(

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

সিকদার বাড়ীর পোলা বলেছেন: অসাধারণ

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.