নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

লাভিউ ব্লেন্ডার (জীবন গদ্য)...

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

©কাজী ফাতেমা ছবি

আমার মনের যত ঈর্ষা আছে হাতের মুঠোয় এনে কচকচ বটিতে কেটে এমন করে ঢেলে দেই ব্লেন্ডারে... গড়র গড়র পিষে ফিনিস... তবেই আমি শান্তি পাই। যখন রেগে যাই কষ্ট পাই ব্লেন্ডার কল্পনা করি আর তাতে সুইচ দিয়ে আমি হারিয়ে যাই... স্বস্তির দেশে। আমার রাগ গোস্বা কখনো মনে জমিয়ে রাখি... না।

জীবনের ব্লেন্ডার নামক যাতাকলে পিষে দেই... কষ্ট সঁপে দেই যন্ত্রে। আনন্দ খুঁজি, অযথাই আনন্দ পেয়ে যাই মনে। আমি হাসি, হাসতে থাকি... ব্লেন্ডারের শব্দের মতই.. এ এক পৈশাচিক আনন্দ। আমার অহংকার চূর্ণ করে দেই এমন ভাবেই... আমি দম্ভ করে বলি না কখনো আমি সেই আমি এই আমাকে সম্মান করতে হবে, আমাকে ভয় পেতে হবে.. পদবী যতই উপরে উঠুক আমি আমার মতই থেকে যাই।

কাছের মানুষ বলে তুমি তো এই...সো তোমাকে একটু ব্যক্তিত্ব নিয়েই পথ চলতে হবে! আমি আসলেই ব্যক্ত্বিত্ব কি জিনিস বুঝি না তবে অনেকবার চেষ্টা করেছি বুক ফুলিয়ে হাঁটব ব্যক্তিত্ব নিয়ে কিন্তু কই সব আশায় গুঁড়েবালি... আমি আনমনেই হেসে দেই... মানুষগুলো নির্ভয়ে আমার কাছে আসে হাসে তাদের কষ্টের কথা বলে, আমি শুনি মনোযোগে... আমার ব্যক্ত্বিত্ব নাই বিশ্বাস কর। বা হওয়াতেও অনেক বিপদ... মানুষ যেমন তেমন ব্যবহার করে ফেলে। এত সব স্বত্ত্বেও আমি মন খোলে লিখতে পারি... আমার সব ব্যক্তিত্ব ব্লেন্ডার জোর করে তার বুকে নিয়েছে আমার কি দোষ বলো.... লাভিউ ব্লেন্ডার

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম লিখা , অনেক ভাল লাগল । শুভ কামনা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

অপ্‌সরা বলেছেন: ব্লেন্ডারকে আমিও লাভ করি মজাদার জ্যুস, স্মুদি এসব বানাবার জন্য!!!!!!!!:)

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা আপি ঠিক একদম । রোজায় বেশী কাজে লাগে আমাদের বেন্ডার। ধন্যবাদ আপি

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: ভালো জিনিসের সাথে তুলনা করেছেন তো !! সবাই যদি এমন ব্লেন্ড করতে পারতো !! ভালো হতো।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা এমন করতে পারলে ভালই হতো তাই না । ধন্যবাদ অনেক অনেক :)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: সব রাগ কষ্ট কিংবা ইর্ষা ব্লেন্ড করে ফেলা যেত!
লেখাটা খুব ভালো লাগলো.....

শুভ কামনা রইলো......

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালই হতো তবে

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

আহা রুবন বলেছেন: ‌আমার সহযাত্রী একজন পেলাম! রাগ হলে বা মন খারাপ থাকলে আমি সবজী কাটি। শুভেচ্ছা বন্ধু।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা দারুন বুদ্ধি। অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ভাল থাকুন

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটি সাদা মনের গল্পো।যেখানে অহংকার নেই


একটি সাদা মনের গল্পো।যেখানে অহংকার নেই


০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮

ডঃ এম এ আলী বলেছেন: জীবনের ব্লেন্ডার নামক যাতাকলে পিষে দেই... কষ্ট সঁপে দেই যন্ত্রে। আনন্দ খুঁজি, অযথাই আনন্দ পেয়ে যাই মনে।

ওরে বাপ্পুস রে খাইস রে । দেন যত পারেন কস্টগুলিকে ব্লেন্ডার নামক যাতাকলে পিষেই দেন ।
আরো একটি দিলাম নতুন মালটি ফাংসনাল ব্লেন্ডার যত পদের কস্ট আছে
সবগুলিকে পিষতে পারবেন মনের সুখে এক সাথে হা হা হা :)


চমৎকার লিখাটির জন্য ধন্যবাদ ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো ব্লেন্ডারটা হাহাহা
গিফট করবেন নাকি

ধন্যবাদ অনেক অনেক

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

কলাবাগান১ বলেছেন: খুব সুন্দর হয়েছে উপমা।

বাসায় আমার একটা প্রধান কাজ হল, কিচেন আর বাথরুমের টাইলসএর জোড়ার মাঝে চোখ রাখা যাতে ময়লা জমতে না পারে।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাড়া বাসায় আছি। এসে এমনই পেয়েছিলাম। তাছাড়া কাজের মেয়ের উপর সব ভার ন্যস্ত হাহাহা
চাকুরীজীবী তো তাই এসবে সময় দেয়া হয় না ।

ধন্যবাদ ভাইয়া

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ, শুধু ছবিটা দেখছেন
লিখাটা পড়েন নাই
উটাতো গিফট করাই হয়েছে
একেবারে সম্প্রদান কারকের
নিয়ম ধরে ।
শুভেচ্ছা রইল

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়ছি তো

আপনি কেমন আছেন। দেশে আসবেন না?

১০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: আমার কষ্ট গুলো কোথায় রাখবো...জানিনা।

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লেন্ডারে দিয়ে দাও ব্যস ফিনিস সব হাহাহাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.