নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কি করি আজ ভেবে না পাই ভাইয়ার শুভ বিবাহের গাড়ি... (ফান পোস্ট)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১



কিপটা পোলা করছে কি হায়
সবজি দিয়া গাড়ি সাজায়
ব্যান্ড বাজনা সকল ফেলে
পাতিল দিয়া ঢোল যে বাজায়।

বেনারসি দেয়নি কিনে
বউরে দিছে পাতার শাড়ি
লোকালয়ে বাড়ি নাই তার
জঙ্গলে এক করছে বাড়ি।

পাগড়ি পরে নি মাথায় সে
খেজুর পাতার পড়ছে টুপি
কিপটা মানুষ লুঙ্গি পড়ে
বিয়ে করতে যাচ্ছে চুপি।

দাওয়াত দিছে পিঁপড়া পোকা
পায়নি দাওয়াত কোনো মানুষ
টাকার থলে লুঙ্গির গিঁটে
স্বপ্ন সুখে উড়ায় ফানুস!

খিকখিকানি হাসি দিয়ে
একলাই উঠে বিয়ার গাড়িত
পিঁপড়া পোকা নিয়ে বেটা
হাজির হয় সে বিয়া বাড়িত!

সেণ্ডেল পায়ে নয়া জামাই
লোকে দেখে চুপি হাসে
কেউবা আবার মুখ ফিরিয়ে
ব্যঙ্গ করে খুক খুক কাশে!

কন্যার মায়ে পিঁপড়া দেখে
কান্দে গালে হাতটি দিয়ে
এমন কিপটা জামাই বুঝি
তার মেয়েরে যাবে নিয়ে।

লুঙ্গি পড়া জামাই বসে
শীতল পাটির পিঁড়ি পেতে
সাগোরানা দিতে দিতেই
গাপুস গুপুস লাগল খেতে!

হা করে হায় দেখে সবাই
এমন জামাই ক্যামনে এলো
কনের বাবার মাথা গরম
লাগতে থাকে এলোমেলো!

কনে যখন পাশে বসে
জামাই খালি সরে আসে
লাজুক জামাই মুচকি হাসে
মত্ত হলো স্বপ্ন চাষে।

কবুল বলো জামাই বেটা
ঘুমায় গেছো নাকি বাপু
মাতায় থাপ্পড় দিয়ে জাগায়
পাশে তার এক জেঠাস আপু!

কবুল কইলে -সে,কয় করপুল
হায় রে হায়রে হইল একি
জামাই বেটা তোতলা বুঝি
চক্ষু দুইটা ট্যারা দেখি!

রাগে দুক্ষে কনের বাপ মা
কামের বেটি সাজায় কনে
করপুল কইয়া বিয়া হই যায়
কিপটা ট্যারা বেটার সনে।
বদের হাঁড়ি কিপটা জামাই
আয়নায় সে কনে দেখে
অচেনা এক কালো মেয়ে
কনে তো অন্য কেউ ঠেকে!

বুঝতে পেরে লুঙ্গি তুলে
বিয়ে ফেলে পালায় দৌঁড়ে
টাকাগুলো বাঁচল বলে
কিপটা জামাই আছে ঘোরে।

চিরকুমার কিপটা পোলা
বিয়ে হলো টাকার সাথে
ছেঁড়া কাথা গায়ে দিয়ে
বউয়ের স্বপ্ন দেখে রাতে!

পুনশ্চ :
জামাইর সাথে ছিলো আরো
মানব লিটন ভৃগু গেমু
একেকটা বদ বড্ড কিপ্টা
বাড়লে বেশী কইয়া দেমু ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

মোস্তফা সোহেল বলেছেন: ফুলের যা দাম আপু। সবজি দিয়ে বিয়ের গাড়ি সাজিয়ে ভাইয়া একেবারে ভুল করেনি

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে কেউ কেউ কয় সবজি বলে দাম
কই যাইতাম.... হাহাহাহা
তারে জিগান লাগবো দেখছি

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: একি কান্ড ছবি বুড়ি আপা এই বয়সে শুধু বিয়ের ঘটকালি করতে ব্যস্ত.. ;)



আমারে এক ডজন বিয়ে করিয়ে দেন না....

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাত্রি দেখুম নাকি হাহাহাহাহ রাজী থাকলে কালই বিয়া
দাওয়াত দিয়া দেন সবতেরে

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: একশতাধিক বার আবুল বলিতে রাজি আছি। B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবুল কেনো কবুল কবুল কইবেন তয় না বিয়া হইবো

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

তা, জামাই বাবু কই এহন......!! :D

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জামাই বাবু লুকিয়েছে
আঁধার ঘরের কোণে
মাইরের ভয়ে করতেছে পার
সময় গোনে গোনে ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইজ্জত মাইরালাইছে =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদের হাঁড়ির ইজ্জত কি ভাই
আছিলো নি আগে
আমারে যে পচান টা দেয়
চুল ছিঁড়ি তাই রাগে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

কালীদাস বলেছেন: এই বিয়ার গাড়ির ফটু কই পাইছেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেট কালেকটেড বলে দিছি
দেখেন ছবির গায়ে
জেল ফাঁসিতো হবে নাকো
এমন ছবির দায়ে?

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারূন সারপ্রাইজ আপু অন্তত শীত কালীন বিয়েগুলোতে এভাবে সবজি দিয়ে
বিয়ের গাড়ি সাজালে সবজিও আলাদের
পকেট লাল হতো ।:) ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফরমালিন সবজি পচতো নাকো
ভালই হতো তবে
হাসু মামা বলে দেখি
মামী আনবেন কবে?

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

ক্লে ডল বলেছেন: =p~ =p~ =p~
ফটো দেখে খুব হাসলাম।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসাতে পেরে ভাল্লাগছে

থ্যাংকু ক্লে পুতুল

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩

জুন বলেছেন: টাকাগুলো বাঁচল বলে
কিপটা জামাই আছে ঘোরে।
হা হা হা জামাই বাবু কই ?? দারুন লাগলো ।
=p~
+

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জামাইবাবু লুকাইছে হাহাহাহ

কিপটা জামাই হাহাহ :)

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে লোকটা শেষ পর্যন্ত ধরাই খাইল :D

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধরা খাইছে পালাইছে তাই
পাই না তারে খুজে
লুকিয়ে আছে বজ্জাত পোলা
ঘরে মুখটি বোজে।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




শীতের সবজী ও ফলফলাদি । গাড়ীর ডিকিতে না নিয়ে বনেট, রুফ ইত্যাদিতে নিয়েছে , খারাপ কি ??? তবে ভেবে না পাই, ওগুলো রান্নাবান্না করার পরে আমাদের ভাগ্যে জুটবে তো নাকি আবার ডেকচিতে নিয়ে গাড়ীর ছাদে বেঁধে জামাই ষষ্ঠিতে নিয়ে যাবে শ্বশুর বাড়ী ??????? :((

আইডিয়াওয়ালাকে বছরের শ্রেষ্ঠ আর্কিটেক্টের / ডিজাইনারের পুরষ্কার দেয়া উচিত ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ...। দাওয়াত দিলেতো জুটবে

আসলেই আইডিয়াটা মন্দ না

ধন্যবাদ ভাইয়া

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: আগের বউ কোথায় গেল?
নতুন আবার করছে বিয়া
ফুলের বদল একি কান্ড
গাড়ি সাজায় সব্জি দিয়া!

হাসি ঠাট্টা চলছে ভালই
মজার বিয়া মজাই বটে
কি করি আজ ভেবে না পাই
তার কপালেই এসব ঘটে।

এই ছড়াটা লিখছেন যিনি
ধন্যবাদটা তাকে জানাই
এমন রসের ছড়া পড়ে
হাসতে হাসতে মরেই যাই।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছিল ছড়া

থ্যাংকস এ লট

সরি লেট আনসার

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

বিজন রয় বলেছেন: এমন তো কোন দিন দেখি নাই।

দারুন থিম।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখেন নাই বলিয়াই দেখাইলাম দাদা

থ্যাংকস

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

রমজান আহমেদ সিয়াম বলেছেন: শীতকালীন বিয়ে শীতকালীন সবজি

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস

থ্যাংকস

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ভালোবাসা প্রপোজালে''
ডিনাই করি ছবিরে;
সেই থেকে পিছে লাগা
ছবিটার হবিরে।

প্রথমেতে মিছে কয়ে
আজেবাজে রটাবে;
তারপরি অনুনয়ে
সরি কয়ে পটাবে।

ভেবেছ বুঝিনে কিছু
তোমা মনে কত সাধ;
বামন হইয়া চাও
পেতে আকাশেরি চাঁদ।

ইসমার্ট পোলা দেখে
মাথা গেছে বিগড়ে;
লোল ঝড়ে পড়ে মুখে
লোভ চোখে ঠিকড়ে।

আগেই বুঝেছি তোমা
মতলব মন্দ;
হিংস্র বাঘিনী যেনো
প্রেমে পড়ে অন্ধ।

না না পড়ছিনে
তোমার ঐ ফাঁদে;
সিন্দাবাদের ভুত
নেবোনাকো কাঁধে।

চুপচাপ থাকাটাই
বুদ্ধিমানের কাম;
ঝগড়াতে খোঁয়াবোনা
নিজ মান সম্মান।

যত বাপু মিছে রটো
লোকে জানে সবি;
আমি ভদ্দরলোক
ঝুটি ঐ ছবি।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেরী হইয়া গেছে তাই ছড়া আর লিখলাম না হাহাহাহ
বাইচা গেছোবাছাধন

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

সিকদার বাড়ীর পোলা বলেছেন: অসাধারণ

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন :)

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

অতঃপর হৃদয় বলেছেন: হা হা !!!! দারুণ!!!!!

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকুস .... এই গাড়িটা তোমাকেও ভাড়া দেয়া হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.