নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» নারীই পারে সব সয়ে নিতে......

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭



শত যন্ত্রণার ঢেউ ডিঙিয়ে,দিন করে পার সে নারী
ধৈর্য্যের সীমানা ছেড়ে নারী দেয়, কষ্টের পাহাড় পাড়ি
বিশ্বাসে অটুট নারী আগায় ধীরে, ফুটো নায়ে পা দিয়ে
ডুবে ভেসে অবশেষে, সাঁতরে কূল খুঁজে আনে ছিনিয়ে।

নারী সেতো, মা বাবার রাজকন্যা ছিল একদা জানি
রাজকন্যার কপালে অবশেষে, কেনো বিষাদের গ্লানি!
সেতো ছিলো বোন খুব আদরের, সেই বড় ভাইয়ের
ফুটফুটে কন্যা তার রূপ পুড়ে, রঙ শেষে ছাইয়ের!

সে মায়ের মমতার আঁচলে লুকানো, ছিল আদরিণী
বাঁশের ঝাড়ে রোদ্দুর হয়ে, লুকোচুরি চঞ্চল হরিণী
উচ্ছ্বল পরিবারের ছিলো সে, সবার আদরের মধ্যমণি
দাদাদাদীর খেলার সাথী সেতো- মমতায় অথৈ খনি।

পঁচিশটি বসন্ত শেষে, অজানার পথিক হলো সে মেয়ে
ছিঁড়ে মমতার জাল, আগায় সে বিষাদের গান গেয়ে
সমুদ্র চুরা**িতে, পা রাখতে মেয়ে শেষে হয় নারী
চঞ্চলতা মুগ্ধতার সমাপ্তির ইতিতে টেনেছে দাড়ি!

অচেনা পরিবেশের মাঝে, নারী গুঁটিসুঁটি বিছানায়
ভাসে ভাবনার জলে ছলোচ্ছল, উঠেছে যে মিছা নায়
মোমের পুতুল গলে গলে পড়ে, সামনে অথৈ আঁধার
স্বাধীনতার দুয়ারে খিল আঁটবে, পথ হবে বাঁধার।

উচ্ছ্বাসের প্রহরটা পেরিয়ে, নারী হয় একদা মাতা
ব্যথার খুঁনসুঁটিতে মুগ্ধ সে, তবু জীবনে ফাঁদ পাতা
সমাজ সন্তান ভেবে কষ্ট সহনে, নারী হয় পাথর
সয়ে সয়ে নারী স্থির অবিচল, হয়না আর কাতর!

নারী কাঁদে একা পড়ে নিথর, ফেটে যায় বুক ব্যথায়
নারীর যে ঘর নেই, অথৈ সমুদ্রে ভেসে যাবে কোথায়!
একদা ছিল বাপের বাড়ি- মেয়ে, নিজের বাড়ি তো নয়
স্বামীর ঘরের চাবী হাতে তার, হারানোর সেও ভয়!

নারীর আবাস শেষে, ছেলের ঘরে বোঝা হবে মাথায়
শক্ত হাতে তবু বাঁধে সংসার, মায়ার বন্ধন সূতায়
চারিদিক সামলিয়ে নারী সামনে আগায় দৃঢ়তায়
সব মমতার জালে আটকাতে পারে নারী, স্থিরতায়!

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: নারী দিবসে দারুন কবিতা।

যেহেতু একজন নারী আমার মা, তাই আর কিছু বলার নেই।

ভাললাগা রেখে গেলাম।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে দাদা :)
ভাল থাকুন সব সময়

২| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগল আপু।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া ভাল থাকুন :)

৩| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

ধ্রুবক আলো বলেছেন: নারীই পারে সব সয়ে নিতে,, কথাটা খাঁটি সত্য। নারীদের অনেক কিছুই সইতে হয়।
স্যালুট জানাই সেসকল নারীদের যারা আজীবন সব সয়ে সব কিছু ঘর সংসার আগলে রেখেছে। যারা দেশের জন্য ত্যাগ করেছে।
কবিতায় +++++ শুভ কামনা রইলো।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৪| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

শাহজালাল হাওলাদার বলেছেন: আপু, শুধু দুঃসহ বেদনার চিত্রই তুলে ধরলেন, কত যে অনুপম মুহূর্ত পার করলেন তার কিয়দংশও তুলে ধরলেন না।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা তো একটা দিক তুলে ধরলাম বেশীর ভাগ নারীরই এমন অবস্থা । সেদিক থেকে সুখেই আছি আলহাদুলিল্লাহ। মানসিক নির্যাতন যে হয় না তা নয়। একটি ছোট জীবনে কষ্টগুলো দূরেই রাখি। তবু ভাল আছি। অনুপম মুহুর্ত বিয়ের আগেই বেশী থাকে ভাই। বিয়ের পর মেয়েদের যে কত কিছু সয়ে নিতে হয়। আশেপাশে দেখি তো- বিচার বিবেচনায় শুধু নির্যাতনই চোখে ভাসে। আপনি ১০০ জনকে জিজ্ঞেস করে দেখবেন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার বর্তমান পরিবার পরিজন সেই নারীদের কতটুকু সম্মান করেন অথবা তাদের পরামর্শ নেন এমন হয়তো ৫/১০ পারসেন্ট থাকতে পারে।

৫| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নারীর জীবনচক্র সুন্দরভাবে তুলে ধরেছেন কবিতয়।
নারী দিবসের সুন্দর একটা উপহার পাইলাম।

অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
শুভেচ্ছা সতত

৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩০

সাইদুর রহমান বলেছেন: দারুণ লাগলো।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন +++++

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন খুব শুভেচ্ছা

৮| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

আমির ইশতিয়াক বলেছেন: নারী দিবসে দারুন কবিতা। ভালো লাগল।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমির ভাইয়া ভাল থাকুন খুব

৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

মোঃ কাওছার ইসলাম বলেছেন: নারী দিবসে দারুন কবিতা।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
সুন্দর থাকুন পাশেই থাকুন
শুভকামনা সতত

১০| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী সর্বংসহা নারী অনন্যা
নারী তুমি নারী নেই তুলনা :)

নারী দিবসের শুভেচ্ছা :)

++++

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা থ্যাংকস

পুরুষ দিবস আসুক শুভেচ্ছা আমিও জানাবো কিন্তু হাহাহা

১১| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন কবিতা লিখেছেন নারী দিবসে ।
অনেক ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাল থাকুন

১২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৩

অতঃপর হৃদয় বলেছেন: কবিতা একবার পড়েই বুঝেছি। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া । ভাল থাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.