নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» তা-মীমের পেন্সিল আঁকাআঁকি-৪

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

সমুদ্রের তলদেশ এঁকেছে
১।

ঝাল নুডুলস খাইয়া জেরী কয় মা, আমার মন নাই, কই জানি গেছেগা, চোখের সামনে একটু আলো বাকি সব কালো আর আমার মনে হইতেছে আমি আস্তে আস্তে ছোট হইয়া যাইতাছি, বেচারা এক বাটি নুডুলসের সাথে দুই গ্লাস পানি খাইছে আহারে বাচ্চাটা আমার। এটা কাল রাতের ঘটনা।

তা-মীমের পেন্সিল আঁকাআঁকির এ পর্যায়ে আরো কিছু ছবি নিয়ে এলাম। অনেক আঁকে কিন্ত সবগুলোর ছবি উঠানো হয়নি ব্যস্ততা অথবা মনে না থাকার কারণে। আমার বড় ছেলে তা-সীন সে-ও ভাল আঁকে কিন্তু তার ধৈর্য্য কম। কিন্তু তা-মীম নিজেই নিজেই আঁকে আপন মনে-যখনই মনে হয় কিছু আঁকবে তখনই শুরু করে দেয় আঁকাআঁকি শেষ না করা পর্যন্ত আঁকতেই থাকে।

আল্লাহর রহমতে আঁকার ভাল গুণ পেয়েছে সে। বেশীর ভাগই গাড়ি আঁকে। গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার টিয়ার কি কি যেনো বলে সব চিনে ও । মাঝে মাঝে স্কুল থেকে আসার সময় থামানো বাসে উঠে যায় উঠে সব দেখে আসে। সেটাই বাসায় গিয়ে এঁকে ফেলে। আমি তার নাম দিয়েছি সুপার গ্লো-বাসায় গেলে আর ছুটতে পারি না । আঠার মতো লেগে থাকে সাথে। আল্লাহর রহমতে বাসায় গেলে সময় খুব ভাল আর মজাতেই কাটে এদের সাথে ।
ইতোমধ্যে সে তিনটি পুরস্কার পাইছে ড্রয়িং এ। স্কুলে দুইটা আর অনেগুলো স্কুল মিলে একটা প্রতিযোগিতা হয়েছে সেটাতে। একটা সংস্থা করেছিল আয়োজন । সেখানে রনবি (রফিকুন নবী) ছিলেন বিচারক। সে চতুর্থ হইছে মাশাআল্লাহ। ৩ /৪ বাচ্চার মধ্যে সে চতুর্থ । আলহামদুলিল্লাহ। কিন্তু দু:খের বিষয় ওকে এখনো কোনো ড্রয়িং স্কুলে দেই নি sad । কবে যে দিব বুঝতেছি না। সময় করেই উঠা যায় না। অফিস স্কুল পড়াশুনা সব মিলিয়ে দিনই চলে যায়।

২। দামী গাড়ি এটা-মার্সিডিজই নাকি


৩। একটি নতুন শহর গড়ে উঠছে


৪। সাধারণ পরিবহন
সারা বাংলাদেশ ওজন ৯ টন


৫। মেঘলা দিন... হঠাৎ বৃষ্টি


৬।


৭। বাজান আমার থ্রি ডি ছবি আঁকছে, মাশা আল্লাহ


৮। বরাবরের মতই গণিত পরীক্ষার আগের দিনের প্রিপারেশন (১২-০৩-২০১৭ তারিখ রাতে আঁকল
আপন মনে এঁকে যাচ্ছে


৯।


১০।


১১। এঁকে আবার সাইন দিয়েছে হাহাহাা


১২।


১৩।


১৪।


মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: আমি তো মুগ্ধ হয়ে গেলাম!!!!!:)

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি -দোয়া চাই

২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২

বিজন রয় বলেছেন: তামিম কোথায় আঁকা শেখে?

কিউবের ছবিগুলো দেখে তো আমি বিস্মিত!!

শুভকামনা রইল আপনাদের জন্য।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিজন দাদা কোথাও দেই নি তো এখনো -নিজে থেকেই আঁকে সে :)

দেয়ার ইচ্ছে আছে দেখি সময় করে নিতে হবে

৩| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: বলেন কি!!!

আমার মনে হয় আঁকাআঁকিতে তামিম অনেক বড় হবে।

দোয়া রইল।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে কোন ড্রয়িং স্কুলে দিতে হবে কথা সেটাই কিন্তু টাইম বের করতে পারি না
আর তার বাপে দিবে বলে মনে হয় না ..... জোর করেই ভর্তি করাবো ইনশাআল্লাহ

ধন্যবাদ দাদা

৪| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বাহ্! মুগ্ধ হলাম,ভালোবাসা রইলো ভাগিনার জন্য

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে তুমি এখানে ...। বাহ্

ধন্যবাদ ভাইয়া :)

৫| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

শেয়াল বলেছেন: রুবিকস কিউব সি দিয়া হয় কে দিয়া না 8-|


পলা তো মাশাল্লা :D

আমার মাইয়ার লগে বিয়া দিমু বড় অউক B-))

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা আচ্ছা মাইয়া রেডি করে আমরা আসতাছি

:)

৬| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩

শেয়াল বলেছেন: স্যুরি, কে দিাই অয় রুবিকস কিউব :-/

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা একটা খেলনা জিনিস খালি মিলাতে হয় হাহাহাহ

৭| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর। তামিমকে আমার ভালবাসা দিবেন।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসা পৌছায়ে দিব ইনশাআল্লাহ

ধন্যবাদ আপনাকে

৮| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

সাব্বির নুসরাত খান বলেছেন: অস্থির কারুকাজ 8-|

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন দোয়া করবেন ওর জন্য

৯| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

এম ডি মুসা বলেছেন: সুন্দর

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া

১০| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

অতঃপর হৃদয় বলেছেন: ইশ! আমি যদি আঁকতে পারতাম। :(

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: পারবা ইনশাআল্লাহ চেষ্টা করলেই

ধন্যবাদ

১১| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন: এক রাশ মুগ্ধতা, তামিমের প্রতি রইল শুভেচ্ছা্

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলী ভাইয়া।

কেমন আছেন? মন ভাল হয়েছে কি?

১২| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

হাফিজ বিন শামসী বলেছেন:

//ঝাল নুডুলস খাইয়া জেরী কয় মা, আমার মন নাই, কই জানি গেছেগা, চোখের সামনে একটু আলো বাকি সব কালো আর আমার মনে হইতেছে আমি আস্তে আস্তে ছোট হইয়া যাইতাছি,// :)


বাহ! খুবই প্রশংসনীয়। দোয়া রইল তামিমের জন্য। যেন ক্রিকেটার তামিমের মত তাকে নিয়েও আমরা গর্ব করতে পারি।

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । অনেক ভাল লাগা আর মুগ্ধতা

জাজাকাল্লাহ ভাইয়া - দোয়া কবুল হোক -আমিন

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আরণ্যক রাখাল বলেছেন: মুগ্ধ এক কথায়

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা

১৪| ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ক্লে ডল বলেছেন: খুব সুন্দর!! তামিমের জন্য অনেক অনেক দোয়া।

দ্রুত তাকে আর্ট স্কুলে ভর্তির আশাবাদ রইল। :)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আমারও আশা কোন একটা স্কুলে ভর্তি করাবো। এখন শুধু সময়ের অপেক্ষায়

অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের আগামীদিনের লিওনার্দো

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু চাঁদ ভাইয়া
:)

১৬| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: নাইচ ছবি ব্লগ

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সামি ভাইয়া :)

১৭| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: সুন্দর। +।

ড্রয়িং স্কুলে দিয়েই দিন। ;)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশা আছে দাদা দেখি সময় করে নেই

ধন্যবাদ অনেক অনেক

১৮| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২

বিলিয়ার রহমান বলেছেন: তা-মীমের জন্য অনেক অনেক দোয়া রইলো আপি!:)

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

ভাল থাকুন ভাইয়া :)

১৯| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০২

উম্মে সায়মা বলেছেন: মাশাল্লাহ্ তামীম তো খুব সুন্দর আঁকে। কিউব দেখে পুরা মুগ্ধ। ওর কাছে ছবি আঁকার হাতেখড়ি নিতে হবে :)

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা - ওকে বলে দিবো আপি হাতে খড়ি দেয়ার জন্য

অনেক ধন্যবাদ আপি

২০| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! অনেক দোয়া রইলো।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাইয়া....। আমিন
ভাল থাকুন
শুভেচ্ছা সতত

২১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

কানিজ ফাতেমা বলেছেন: রুবিকস কিউবটা সেই রকম হয়েছে ! অনেক অনেক দোয়া রইল ।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন

২২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আঁকে তো!!! খুব ভালো হয়েছে।
একদিন অনেক নামকরা চিত্রশিল্পী হয়ে উঠবে দেখবেন।

খুব ভালো লাগলো আর্টগুলো।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন- তবে সে মানুষের ছবি আঁকবে না বলে দিছে। মানুষের ছবি আঁকা গুনাহ সে জানে আলহামদুলিল্লাহ

ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.